Posts

Showing posts from June 22, 2022

নতুন শিক্ষাক্রমে পরীক্ষা ও ধারাবাহিক মূল্যায়ন দুটোই থাকবে : শিক্ষামন্ত্রী

Image
  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে কোনো পরীক্ষা থাকবে না তা ঠিক নয়। অনেক পরীক্ষাই থাকবে আবার অনেক পরীক্ষাই থাকবে না। যেখানে পরীক্ষা থাকবে না সেখানে ধারাবাহিক মূল্যায়ন হবে। সোমবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ কার্যক্রমের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষামন্ত্রী বক্তব্যে আরও বলেন, নতুন শিক্ষাক্রম নিয়ে এখনও হয়তো অনেকের অনেক রকম সন্দেহ, সংশয় রয়েছে। অধিকাংশ মানুষ ভালো বলছেন, আবার অনেকেরই সংশয় রয়েছে। কেউ কেউ বলছেন-পরীক্ষা থাকবে না। তাহলে কেমন হলো? পরীক্ষা থাকবে না, আসলে তা ঠিক নয়। অনেক পরীক্ষাই থাকবে, আবার অনেক পরীক্ষা থাকবে না। কিন্তু পরীক্ষা থাকবে না তার মানে মূল্যায়ন থাকবে না তা নয়। ধারাবাহিক মূল্যায়ন হবে। শিক্ষামন্ত্রী বলেন, কেউ কেউ বলছেন-শিক্ষকদের হাতে ধারাবাহিক মূল্যায়নের যে অংশ থাকবে তাহলে কী শিক্...

জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশে বড় বন্যার আশঙ্কা গবেষকের

Image
  কানাডার আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল সতর্ক করে বলেছেন, জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের বন্যা হবার সম্ভাবনা রয়েছে।  তিনি বন্যা পূর্বাভাসের নানা তথ্য উপাত্ত এবং বাংলাদেশের নদীগুলোর জলপ্রবাহের এই মুহূর্তের গতি প্রকৃতির বিশ্লেষণ তুলে ধরে বলেন, ইতিমধ্যে চিলমারি থেকে সিরাজগঞ্জ পর্যন্ত যমুনা নদীর পানি প্রবাহ বিপদ সংকেত দিতে শুরু করেছে। তিনি সরকার এবং জনগণকে আগাম সতর্কতা গ্রহণের পরামর্শ দেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় ‘শওগাত আলী সাগর লাইভ’ এর আলোচনায় অংশ নিয়ে তিনি এই মতামত দেন। কানাডার স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই আলোচনাটি অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল সিলেটের বন্যার আগেই বন্যা নিয়ে পূর্বাভাস করেছিলেন যা পরবর্তীতে সঠিক হয়। বর্তমানের বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের গণমাধ্যমগুলোয় তার মতামত গুরুত্বসহকারে প্রতিদিনই উল্লেখিত হচ্ছে হচ্ছে। ’শওগাত আলী সাগর লাইভে’ এর আলোচনায় অংশ নিয়ে গবেষক মোস্তফা কামাল সিলেটের বন্যা পরিস...

পাকিস্তানেও ভূকম্পন অনুভূত, তবে ক্ষয়ক্ষতি নেই

Image
  আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে আঘাতে কমপক্ষে ২৮০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দেশটিতে এ ভূকম্প আঘাত হানে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। এই ভূমিকম্পের প্রভাবে পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদসহ পেশওয়ার, ইসলামাবাদ, লাহোর, মোহমান্দ, বানের, পাঞ্জাব ও খাইবার পাখতুন খাওয়াতেও কম্পন অনুভূত হয়েছে। এতে পাকিস্তানের ওইসব অঞ্চলের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও আপাতত কোনও ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। মার্কিন ভূতত্ত্ব জরিপকারী সংস্থা জানিয়েছে, পাকিস্তান-আফগানিস্তানের নিকটবর্তী খোস্ত এই ভূমিকম্প আঘাত হানে। ভূকেন্দ্র থেকে এই গভীরতা ছিল ৫১ কিলোমিটার। এটা আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের ৫০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল, ১২ কোটির মতো মানুষ এর কম্পন এলাকার মধ্যে ছিল। বিডি প্রতিদিন/নাজমুল

ঈদে যেসব স্টেশনে যে এলাকার ট্রেনের অগ্রিম টিকিট মিলবে

Image
  ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ফাইল ছবি এবারও ঈদে ঢাকার ৬টি স্টেশন এবং জয়দেবপুর রেল স্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীর চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বুধবার রেল ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার প্রমুখ। রেলমন্ত্রী জানান, কমলাপুর প্রধান রেল স্টেশন থেকে সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে (পঞ্চগড়) ঈদ স্পেশাল ট্রেনের টিকিট; কমলাপুর শহরতলী প্লাটফর্ম থেকে রাজশাহী ও খুলনাগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট; বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট; তেজগাঁও থেকে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেন এবং দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেনের টিকিট; ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জগামী মোহন ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট; ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জ...

শ্রেষ্ঠ কৃষি বিজ্ঞানীর পুরস্কার পেলেন বারি’র বিজ্ঞানী ড. বাবুল

Image
  দেশের কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশ বরেণ্য উদ্যানত্ত্ববিদ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বারি)’র উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. বাবুল চন্দ্র সরকারকে কৃষি মন্ত্রণালয় কর্তৃক এ বছর ‘শ্রেষ্ঠ কৃষি বিজ্ঞানী’ পুরস্কার প্রদান করা হয়েছে। কৃষি মন্ত্রণালয় এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২২ এর কর্মসম্পাদন সূচকের আওতায় তাকে শ্রেষ্ঠ কৃষি বিজ্ঞানী পুরস্কারে ভূষিত করা হয়।   বারি’র প্রটোকল অফিসার মো. আল-আমিন বুধবার জানান, গত ২১ জুন সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২২-২০২৩ অর্থবছরের এপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড. বাবুল চন্দ্র সরকারের হাতে ‘শ্রেষ্ঠ কৃষি বিজ্ঞানী’ পুরস্কার তুলে দেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবদুর রৌফ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।   ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক এ বিজ্ঞানী ১৯৬৪ সালের ০১ সেপ্টেম্বর নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজে...

সহপাঠীদের বিক্ষোভের মুখে বাল্য বিয়ে পণ্ড

Image
  নোয়াখালীর চাটখিলে সহপাঠীদের বিক্ষোভের মুখে এক কিশোরীর (১৩) বাল্য বিবাহ ভেঙে দিয়েছে প্রশাসন।   আজ বুধবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নে মধ্য বদলকোট গ্রামে এ ঘটনা ঘটে। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বদলকোট ইউনিয়নের দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ে হচ্ছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওই কিশোরীর সহপাঠীরা তার বিয়ের খবর শুনে লাল পতাকা হাতে ওই কিশোরীর বাল্য বিবাহ বন্ধের দাবিতে তার বাড়িতে বিক্ষোভ করে।’  ইউএনও আরো জানান, ‘এরপর থানা-পুলিশের কয়েকজন সদস্য নিয়ে কনের বাড়িতে উপস্থিত হই। ভ্রাম্যমাণ আদালত কম বয়সে বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে কনের বাবাকে ২ হাজার ও বরের পক্ষকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না, মর্মে মুচলেকা দেন তাঁর পরিবার।’   এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, ‘মানুষ আরও সচেতন হলে বাল্যবিবাহ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।’ একই সঙ্গে উপস্থিত সকলকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করার সাথে সাথে বাল্য বিবা...