Posts

Showing posts from December 28, 2017

হাবিবকে ভালোবেসে ভুল করিনি, বিশ্বাস করে ভুল করেছি : তানজিন তিশা

Image
ভিডিও হাবিবকে ভালোবেসে ভুল করিনি, বিশ্বাস করে ভুল করেছি : তানজিন তিশা

ট্রাম্প যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রশংসিত ব্যক্তি

Image
                                                       ডোনাল্ড ট্রাম্প ফেক নিউজ বা ভুয়া সংবাদ নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রশংসিত ব্যক্তি। গ্যালপের জরিপে এ তথ্য উঠে এসেছে। ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট হতে পারেন, তবে আমেরিকায় কে সবচেয়ে প্রশংসিত? তাঁর পূর্বসূরি প্রেসিডেন্ট বারাক ওবামা, নাকি ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন? এ নিয়ে বৈঠকি তর্ক হতে পারে। তবে গ্যালপের জরিপ মতে, ২০১৭ সালে ওবামা সবচেয়ে প্রশংসিত ব্যক্তি হিসেবে ট্রাম্পের তুলনায় এগিয়ে ছিলেন। ২০০৮ সাল থেকেই তাঁর এ অবস্থান। আর হিলারি ক্লিনটন আমেরিকার সবচেয়ে প্রশংসিত নারী। গত ১৬ বছর ধরে তিনি এ অবস্থানে রয়েছেন। জরিপকারীদের ১৭ শতাংশ ওবামাকে ও ট্রাম্পকে সর্বাধিক প্রশংসিত ব্যক্তি বলে মনে করেন। তবে ৩৫ শতাংশ রিপাবলিকান ট্রাম্পকে এবং ৩৯ শতাংশ ডেমোক্র্যাট ওবামাকে সর্বাধিক প্রশংসিত ব্যক্তি বলে মনে করেন। গ্যালপের জেফেরি জন্স লিখেছেন,...

সেলফিতে বাড়ে মানসিক সমস্যা!

Image
স্বাভাবিকভাবে অতিরিক্ত সেলফি তোলাকে ক্ষতিকর কিছু মনে না হলেও, আদতে এর গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। ছবি: এএফপি ড্যানি বোম্যান থাকেন যুক্তরাজ্যে। ১৯ বছরের এই তরুণের ঘণ্টায় কয়েকটা করে সেলফি না তুললেই নয়। প্রতিদিন গড়ে ২০০টি করে সেলফি তোলেন ড্যানি! দিনে ১০ ঘণ্টা তিনি ব্যয় করেন মোবাইলের ক্যামেরার সামনেই। একপর্যায়ে সেলফির নেশায় গুরুতর মানসিক সমস্যায় পড়েন ড্যানি। কমেতে থাকে ওজন। কাঙ্ক্ষিত মানের সেলফি তুলতে না পারায় বাড়তে থাকে হতাশা। একপর্যায়ে আত্মহত্যার চেষ্টাও চালান ড্যানি। সে যাত্রা অবশ্য মায়ের কল্যাণে প্রাণে বেঁচে গিয়েছিলেন ড্যানি। পরে পুনর্বাসন কার্যক্রম ও মানসিক চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছিল। স্বাভাবিকভাবে অতিরিক্ত সেলফি তোলাকে ক্ষতিকর কিছু মনে না হলেও, আদতে এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে গুরুতর। বিভিন্ন গবেষণা ও জরিপে যেমন এর প্রমাণ মিলেছে, তেমনি মনোরোগ বিশেষজ্ঞরাও অতিরিক্ত সেলফি তোলার বিপক্ষে রায় দিয়েছেন। ডিআইওয়াই হেলথ অ্যাকাডেমিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সেলফি তোলার সঙ্গে আত্মমগ্নতা বা আত্ম মুগ্ধতার (নার্সিজম) সম্পর্ক রয়েছে। নিখুঁত সেলফি তোলার জন্য বারবার...

গুগল অ্যাকাউন্ট বাতিল করতে চান?

Image
আপনি কি শঙ্কিত? গুগল আপনার সম্পর্কে অনেক কিছু জানে। তাই চাইছেন আপনার গুগল অ্যাকাউন্টটি বাতিল করে দিতে। আবার এমনও হতে পারে, বাতিল করার জন্য ইতিমধ্যে চেষ্টা করেছেন, কিন্তু পারছেন না। জেনে নেওয়া যাক কীভাবে মুছে ফেলা যাবে গুগল অ্যাকাউন্ট।  ধাপ ১: শুরুতে accounts.google.com–এ যেতে হবে। ধাপ ২: এরপর আপনার গুগল অ্যাকাউন্টের তথ্য দিয়ে সাইন ইন করেন। ধাপ ৩: এবার যেতে হবে Account Preferences > Delete your account or services–এ। ধাপ ৪: এখন পর্দায় দেখতে পাবেন ‘সিলেক্ট ডিলেট অ্যাকাউন্ট অ্যান্ড ডেটা’। আর তা নির্বাচন করুন। ধাপ ৫: এই ধাপে গুগল আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড চাইবে। আর তা দিন। ধাপ ৬: ওপরের ধাপ অনুযায়ী কাজ করে থাকলে অ্যাকাউন্ট বাতিলের জন্য ই-মেইল বার্তা পাবেন। ধাপ ৭: ই-মেইল বার্তায় আসা লিংকে ক্লিক করে প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।  অ্যাকাউন্ট বাতিল করলেন। কিন্তু হুট করে যদি আবার কোনো কারণে মত পরিবর্তন হয়, মানে অ্যাকাউন্টটি চালু করতে চাচ্ছেন, তাহলে তা করার সম্ভাবনা রয়েছে। এ জন্য accounts.google.com/signin/recovery ঠিকানায় গিয়ে ওই জি–মেইল ঠিকানা লিখে সাইন ইন করবেন।...

বিষাক্ত তামাকের আগ্রাসন

Image
কক্সবাজারের রামুর বোমাংখিল গ্রামে তামাকের বীজতলা পরিচর্যা করছেন এক কৃষক। গত সোমবার সকালে l প্রথম আলো কক্সবাজার শহর থেকে ৪৭ কিলোমিটার দূরের গ্রাম ‘বোমাংখিল’। রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের এই গ্রামে পাঁচ বছর আগেও ফসলি গ্রাম ছিল। এখান থেকে উৎপাদিত শীতকালীন সবজি রামু ও কক্সবাজার শহরের চাহিদার বড় একটা অংশ পূরণ করত। এখন পুরো গ্রামের জমিতে বিষাক্ত তামাকের চাষ চলছে। কৃষি বিভাগ জানায়, গ্রামে আবাদি জমির পরিমাণ ৪১২ একর। এর মধ্যে ৩২০ একর জমিতে তামাক চাষ হচ্ছে। ২০১৫ সালে এই গ্রামে তামাক চাষ হয়েছিল ২৭০ একর জমিতে। এর আগে ২০১২ সালে গ্রামের ১২০ একর জমিতে তামাক চাষ হয়। অর্থাৎ প্রতিবছরই গ্রামের ফসলি জমি একটু একটু করে চলে যাচ্ছে বিষাক্ত তামাকের দখলে। উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার বলেন, বোমাংখিল গ্রামে ৪৫০ পরিবারের বসতি। জনসংখ্যা প্রায় পাঁচ হাজার। এর মধ্যে প্রায় ৩০০ পরিবার সরাসরি তামাক চাষে জড়িত। বাকি ১০০ পরিবারের সদস্যদের মধ্যে অনেকে তামাক খেতে শ্রমিকের কাজ করেন। স্থানীয় চাষীরা জানান, আশপাশের এলাকার মধ্যে বিষাক্ত তামাকের ‘বীজতলা’ তৈরির কাজ সবার আগে শুরু হয় এই গ্রামে। অথচ পাঁচ ব...