Posts

Showing posts from February 17, 2019

‘পাকিস্তানকে বিরাট মূল্য চোকাতে হবে’, প্রত্যাঘাতের হুঁশিয়ারি এ বার ইরানের

Image
ইরানের বিদেশ প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ছবি: টুইটারের সৌজন্যে এক দিনের ব্যবধান। দুই দেশে নিরাপত্তা কর্মীদের নিশানা করে হামলা চালিয়েছে জঙ্গিরা। ইরানে এবং ভারতে। দু’দেশেই ব্যাপক প্রাণহানি হয়েছে। দু’ই হামলারই নেপথ্যে পাকিস্তান। সেই হামলার ‘ক্ষত’ নিয়েই এ বার পাকিস্তানকে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিল ইরান।একই সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিল নয়াদিল্লি ও তেহরান। সুষমা স্বরাজের তেহরান সফরের পর যৌথ বিবৃতিতে দুই জঙ্গি হামলারই তীব্র নিন্দা করা হয়। গত ১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জইশ-ই-মহম্মদ জঙ্গিরা সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা চালায়। মৃত্যু হয়েছে অন্তত ৪৯ জন জওয়ানের। আবার তার আগের দিনই ইরানের অভিজাত সুরক্ষাবাহিনী রিভলিউশনারি গার্ডস-এর জওয়ানদের উপর আত্মঘাতী হমলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ২৭ জন নিরাপত্তারক্ষীর। ঘটনায় উঠে আসে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ আল আদিল-এর নাম। ওই ঘটনাগুলির জেরে দুই দেশই কার্যত শোকগ্রস্ত।  সেই শোকের আবহেই বুলগেরিয়া যাওয়ার পথে সংক্ষিপ্ত সফরে শনিবার তেহরানে যান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বৈঠ...

পাক সফর কাটছাঁট সৌদি যুবরাজের

Image
সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন। —ফাইল চিত্র। ধুঁকতে থাকা পাক অর্থনীতিকে চাঙ্গা করতে দিন কয়েক আগেই মোটা অর্থ সাহায্য আর বিনিয়োগের কথা ঘোষণা করেছিল সৌদি আরব সরকার। বিনিয়োগ নিয়ে আলোচনা করতে খোদ সৌদি যুবরাজের পাকিস্তান সফরে যাওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল। কিন্তু আচমকাই সেই পাক সফর কাঁটছাট করলেন সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন। পুলওয়ামা কাণ্ডের পরে যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্থগিত রাখা হয়েছে যুবরাজের ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সফরও আজ এক বাণিজ্য প্রতিনিধিদল নিয়ে পাকিস্তানে পৌছনোর কথা ছিল সলমনের। কিন্তু সফরের মেয়াদ দু’দিন থেকে কমে দাঁড়িয়েছে এক দিন। ফলে আজকের পূর্ব নির্ধারিত পাক-সৌদি ব্যবসায়ী সম্মেলন স্থগিত রাখা হয়। ইসলামাবাদের ‘বোর্ড অব ইনভেস্টমেন্ট’ অনুষ্ঠান স্থগিতের খবর জানিয়ে বিবৃতি দিয়েছে। তবে সেই সঙ্গে দ্রুত নতুন সময় ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। যদিও কী কারণে এই সময় পরিবর্তন তার কোনও ব্যাখ্যা দেয়নি পাকিস্তান। কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি জওয়ানদের উপর জঙ্গি হামলার ঠিক পরেই সৌদি যুবরাজের এই সফর কাটছাঁটের ঘটনা পাকিস্তানকে বার্তা বলেই মনে করছে আন্ত...

চরম উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক আদালতে মুখোমুখি ভারত-পাকিস্তান!

Image
কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এরই মধ্যে ভারতের পক্ষ থেকে বেশ কিছু হুঁশিয়ারি দেয়া হয়েছে পাকিস্তানের বিপক্ষে। ওই হামলায় ভারতের কমপক্ষে ৪৪ সেনা সদস্যের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক আদালতে আইনি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দেশ। গুপ্তচর ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার থেকে শুরু হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যকার এই আইনি লড়াই। আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের বেলুচিস্তানে ২০১৬ সালের মার্চে গ্রেফতার হন ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ সুধির যাদব। ২০১৭ সালের এপ্রিলে পাকিস্তানের সামরিক আদালত তাকে ‘গুপ্তচরবৃত্তি, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড এবং সন্ত্রাসবাদের’ অভিযোগে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতের দাবি, যাদব গুপ্তচর নন। তাকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজেতে নয়াদিল্লি যাদবকে দেওয়া দণ্ড বাতিলের আবেদন জানিয়েছে। আর এই আবেদনের আইনি লড়াই শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ভারতের অভিযোগ, ইসলামাবাদ ভিয়েনা সনদ তো লঙ্ঘন করেছেই, একই সঙ্গে ম...

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তা প্রত্যাহার!

Image
পাকিস্তানপন্থী নেতা সৈয়দ আলি শাহ গিলানি। ছবি: সংগৃহীত কাশ্মীরের পুলওয়ামা হামলার দু’দিন আগেই শ্রীনগরে গিয়ে বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। আর রবিবারই জারি হল নির্দেশিকা। পুলওয়ামায় জঙ্গি হানার জেরে পাঁচ বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা প্রত্যাহার করে নিল জম্মু-কাশ্মীর সরকার। তালিকায় এখনও পর্যন্ত অবশ্য পাকিস্তানপন্থী নেতা সৈয়দ আলি শাহ গিলানির নাম নেই। তবে এই বিচ্ছিন্নতাবাদী নেতাদের আর কে কে কী ধরনের নিরাপত্তা এবং অন্যান্য সুবিধা পান, তা খতিয়ে দেখছে প্রশাসন। ফলে তালিকায় আরও অনেকেই যুক্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা তুলে নিয়ে সরকার বিচ্ছিন্নতাবাদীদের কড়া বার্তা দিল বলে মনে করা হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রবিবার সন্ধ্যা থেকেই পাঁচ বিচ্ছিন্নতাবাদী নেতার জন্য বরাদ্দ নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি তুলে নেওয়া হবে। তাদের নিরাপত্তার জন্য বরাদ্দ গাড়িও নিয়ে নেওয়া হবে। ওই নির্দেশে আরও কড়া বার্তা দিয়ে বলা হয়েছে, কোনও পরিস্থিতিতেই তাদের বা অন্য কোনও বিচ্ছিন্নতাব...

পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

Image
ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি। ছবি: সংগৃহীত রেভল্যুশনারি গার্ডের উপর জঙ্গি হামলার পর রবিবার তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। এর আগে জঙ্গিদের আশ্রয় ও মদদ দেওয়ার অভিযোগে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তেহরান বলে, 'নিরাপত্তাবাহিনীর সদস্যদের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে'। তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সির একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত বুধবার ইরানের সীমান্তের কাছে পাকিস্তানি জঙ্গিদের আত্মঘাতী হামলায় দেশটির রেভল্যুশনারি গার্ডের ২৭ সদস্য নিহত হন। এই ঘটনায় রবিবার তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। এদিকে ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করা জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন ও সহায়তা দিচ্ছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এমনটাই দাবি করেছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে জাফারি বলেন, 'আঞ্চলিক এই প্রতিদ্বন্দ্বিরাও (সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত) প্রতিশোধমূলক হামলার শিকার হতে পারেন। র...

হাসপাতালে বসেই ভারতীয় সেনাবহরে হামলার ছক কষেছিলেন মাসুদ!

Image
কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাবহরে হামলায় ৪৪ জন সেনা সদস্যদের নিহতের ঘটনায় অভিযোগের তীর পাকিস্তানের ওপর পড়েছে। পাকিস্তান সরকার বা প্রশাসনের প্রত্যক্ষভাবে এই ঘটনায় যোগ না থাকলেও পাকিস্তানে আশ্রিত মাসুদ আজহারের নেতৃত্বাধীন জইশ ই মুহম্মদ সংগঠনই এই মর্মান্তিক ঘটনাটি ঘটিয়েছে বলে দাবি ভারতীয় গোয়েন্দাদের। তবে ঘটনার পরপরই পাকিস্তান সমস্ত অভিযোগই প্রত্যাখ্যান করেছে।  গোয়েন্দাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, কাশ্মীর উপত্যকার বুকে সেনাবাহিনীর উপরে আত্মঘাতী জঙ্গি হামলার নির্দেশ সীমান্তপার থেকে এসেছিল তার যাবতীয় তথ্য ইতিমধ্যেই হাতে চলে এসেছে। কিন্তু যে সব তথ্য গোয়েন্দা বিভাগের হাতে এসেছে, তা চোখ কপালে তুলে দেওয়ার জন্য যথেষ্ট। গোয়েন্দা সূত্রে খবর, বিগত চার মাস ধরে হাসপাতালের বিছানায় শুয়েই পুলওয়ামা হামলার পরিকল্পনা করছিল মাসুদ আজহার। তাও আবার এমনি হাসপাতাল নয়, খোদ পাকিস্তানের সেনা ছাউনির হাসপাতালে বসে এই প্ল্যান করে জইশ প্রধান। গত চার মাস ধরে পাকিস্তানের রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে চিকিৎসা চলছে মাসুদ আজহারের। গোয়েন্দা সূত্রে খবর, এই হামলার আট দিন আগেই একটি অডিও টেপের...

আমার বুকেও প্রতিশোধের আগুন জ্বলছে : নরেন্দ্র মোদি

Image
ফাইল ছবি কাশ্মীরের পুলওয়ামায় গত বৃহস্পতিবার গাড়ি বোমা হামলায় অন্তত ৪০ সেনা নিহত হওয়ার ঘটনায় বুকে 'প্রতিশোধের আগুন জ্বলছে' বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বিহার রাজ্যে এক অনুষ্ঠানে গিয়ে নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এমন মন্তব্য করেন তিনি। সন্ত্রাসীদের এমন হামলার ঘটনার তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়ে মোদি বলেন, দেশবাসীর মনে কতটা আগুন জ্বলছে আমি তা অনুভব করতে পারছি। জেনে রাখুন, যে আগুন আপনাদের বুকে জ্বলছে, আমার বুকেও সেই একই আগুন জ্বলছে। পুলওয়ামা হামলায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) নিহত সেনা বিহারের সঞ্জীব কুমার সিনহা ও ভাগলপুরের রতন কুমার ঠাকুরের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপস্থিতিতে বারাউনিতে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকার পাটনা মেট্রো রেল প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মোদি। তবে মোদির বক্তব্যে সবকিছু ছাপিয়ে মুখ্য হয়ে ওঠে পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনা। গত বৃহস্পতিবার ভারত শাসিত জম্মু-কাশ্মীরে বোমা হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ...

হুথিদের হামলায় নিহত ৯ সৌদি সেনা

Image
নিহত সেনাদের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তা রয়েছে বলে খবরে বলা হয়েছে। ছবি: সংগৃহীত। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের গোলাবর্ষণে সৌদি আরবের কমপক্ষে ৯ জন সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এ হামলার ঘটনা ঘটেছে। খবর প্রেসটিভির। শনিবার এক বিবৃতিতে সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হুথিদের সঙ্গে যুদ্ধে এসব সেনা নিহত হয়। এছাড়া সৌদি সামরিক বাহিনী, নিহত আল-আশা এলাকায় এক সেনার জানাযা ও দাফন অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছে। হুথি’র পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় সৌদি সেনাদের ভয়াবহ ক্ষতি হয়েছে। হুথি সমর্থিত সেনারা জাফান ও জিজান এলাকার কয়েকটি অঞ্চল তাদের দখলে নিয়েছে। আরো পড়ুন:  মাদুরোকে উপেক্ষা করে আবারো ত্রাণ পাঠালো যুক্তরাষ্ট্র খবরে আরো বলা হয়েছে, শুক্রবার হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের আসির ও নাজরান প্রদেশে সৌদি সেনাদের অবস্থানেও হামলায় চালায়। এতে বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে যার মধ্যে কর্মকর্তা পর্যায়ের সেনা রয়েছে। ইত্তেফাক/এসআর

ভারত জুড়ে কাশ্মীরিদের ওপর হামলা

Image
বড় ধরণের নাশকতা এড়াতে নিরপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসবাদী হামলায় ৪০ জনেরও বেশি সিআরপিএফ সৈন্য নিহত হওয়ার ঘটনায় এখন হুমকির নিশানায় কাশ্মীরি জনগণ। সারা ভারত জুড়ে বিভিন্ন জায়গায় কাশ্মীরি জনগন হামলার মুখে পড়ছে। ইতিমধ্যে হামলায় ৩৭ জন আহত হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় কাশ্মীরি পড়ুয়ারা হেনস্থার শিকার হচ্ছেন বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকার আম কাশ্মীরি মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে ইতিমধ্যে বিশেষ নির্দেশ জারি করেছে। দফতরের এক কর্মকর্তা বলেন, পুলওয়ামায় সন্ত্রাসী হামলার কারণে ছাত্রদের এবং জম্মু ও কাশ্মীরের অন্যান্য বাসিন্দাদের হুমকির সম্মুখীন হতে হচ্ছে। এজন্য ভারতের সব রাজ্যে একটি নির্দেশ জারি করা হয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশও পড়ুয়াদের জন্য একটি হেল্পলাইন চালু করেছে। যে ছাত্ররা বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করছেন তাঁদের সাহায্য করছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলিও। খবরে বলা হয়েছে, ভ...

চাপে পাকিস্তান, আমদানি পণ্যে ২০০ শতাংশ শুল্ক আরোপ ভারতের

Image
কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার প্রেক্ষিতে ইতোমধ্যেই পাকিস্তানকে দেওয়া 'সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ' (MFN)-এর তকমা প্রত্যাহার করেছে ভারত। এবার পাকিস্তান থেকে আমদানি পণ্যের ওপর বেসিক শুল্ক বাড়িয়ে এক ধাক্কায় ২০০ শতাংশ করল নয়াদিল্লি। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। গতকাল শনিবার ট্য়ুইট করে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেটলি। তিনি লিখেছেন, 'পুলওয়ামাকাণ্ডের পর পাকিস্তানকে দেওয়া 'MFN'-এর মর্যাদা প্রত্যাহার করেছে ভারত। এবার পাকিস্তান থেকে ভারতের আমদানি সমস্ত পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ২০০ শতাংশ করা হয়েছে।'  উল্লেখ্য, গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কনভয়ে জঙ্গিদের হামলায় ৪২ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

পাকিস্তানে তালেবান ও সৌদি যুবরাজের বৈঠক!

Image
ফাইল ছবি কড়া নিরাপত্তার মধ্যে পাকিস্তান সফর শুরু করছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ নিব সালমান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে ক্রাউন প্রিন্স দেশটিতে সফর করছেন। রবিবার যুবরাজের পাকিস্তান সফর শুরু হবে। জানা গেছে, সোমবার আফগান তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন সৌদি যুবরাজ মোহাম্মদ সালমান। ১৭ বছরের আফগান যুদ্ধের ইতি টানতে মধ্যস্থতার অংশ হিসেবে তিনি এ বৈঠক করবেন। পাকিস্তানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুবরাজ সম্ভবত রাজধানী ইসলামাবাদে তালেবান প্রতিনিধিদের সঙ্গে বসবেন। এছাড়াও তারা মার্কিন প্রতিনিধি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও আলোচনা করবেন। কর্মকর্তারা বলেন, যদিও বিষয়টি এখনো খুবই গোপনীয়। তবে আগামী ১৮ ফেব্রুয়ারি পাকিস্তান সফরকালে তালেবানের সঙ্গে বসবেন সৌদি যুবরাজ। কাতারে তালেবানের এক জ্যেষ্ঠ নেতা বলেন, যুবরাজের সঙ্গে তাদের প্রতিনিধিরা বসবেন কিনা- এখনো সেই সিদ্ধান্ত নেয়া হয়নি। সত্যিকার অর্থে তার সঙ্গে বসার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু যখন আমরা ইসলামাবাদে থাকবো, তখন এ বিষয়ে আলোচনা করতে পারি। ইসলামাবাদের সরকারি কর্মকর্তাদের বর...