Posts

Showing posts from January 20, 2018

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জিম্বাবুয়ের বিরোধী নেতা ও স্ত্রীর মৃত্যু

Image
  উত্তর আমেরিকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জিম্বাবুয়ের বিরোধী নেতা রয় বেনেট ও তার স্ত্রী হিদার নিহত হয়েছেন।    বুধবার মার্কিন অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তাদের সঙ্গে আরো তিনজন নিহত হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।    রয় বেনেট বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চ্ইেঞ্জ (এমডিসি) এর নেতা এবং দেশটিতে ব্যাপক জনপ্রিয়। দলের পক্ষ থেকে বেনেট ও তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি   ইত্তেফাক/আনিসুর

বরফের পানিতে পুতিনের ডুব, ভিডিও প্রকাশ

Image
বরফের পানিতেও ডুব দিতে পিছু হটলেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ধর্মীয় রীতি পালন করতে গিয়ে তিনি বরফ-শীতল পানিতে নামেন।  যিশু খ্রিস্টের ব্যাপটিজম এর স্মরণে অ্যাপিফ্যানি পরব উপলক্ষ্যে তিনি মস্কো থেকে সাড়ে ৩শ’ কিলোমিটার দূরের সেলিজার নামে একটি হ্রদের শীতল পানিতে ডুব দেন।  এ সময় হ্রদের চারপাশের এলাকায় তাপমাত্রা ছিল মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। ১৮ ও ১৯ জানুয়ারি এই আচার পালন করা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, গত দুই বছর ধরেই পুতিন এমন পানিতে ডুব দিয়ে আসছেন। যদিও এবারই প্রথম জানা গেল।  সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন, দারুন লাগছে। খবর বিবিসি। ইত্তেফাক/আনিসুর

কক্সবাজারে ‘রোহিঙ্গা’র গুলিতে ১ রোহিঙ্গা নিহত

Image
কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একদল মুখোশধারী ‘রোহিঙ্গা’র গুলিতে মোহাম্মদ ইউসুফ (৪৩) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান নিহত মো. ইউসুফ (৪৩) তানজিমার ঘোনা রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের সুলতান আমিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ। উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, ৫/৬ জনের একদল রোহিঙ্গা এসে ইউসুফকে অতর্কিতে গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। অবস্থায় তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। ইত্তেফাক/এএম।