Posts

Showing posts from August 24, 2019

জি-৭ সম্মেলন শুরু আজ আশঙ্কা ট্রাম্পকে নিয়ে

Image
ছবি: সংগৃহীত বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংস্থা গ্রুপ অব সেভেন (জি-৭) এর ৪৫ তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ফ্রান্সের বায়ারিতজ শহরে দুই দিন ব্যাপী সম্মেলন শুরু হচ্ছে আজ শনিবার। সিএনএন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ বিশ্বের নেতৃবৃন্দ ফ্রান্সে গিয়েছেন। এবারের সম্মেলনে বৈষম্য এবং জলবায়ু ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে অস্বস্তি আছে। তিনি সম্মেলনটাকে কোনদিকে নিয়ে যাবেন তা দেখার অপেক্ষায় বিশ্ব। কারণ গত বছর কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলন থেকে আগেভাগেই চলে গিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জি-৭ জোটে রাশিয়াকে ফের অন্তর্ভূক্তির দাবি তুলতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আর এটা হলে মার্কিন মিত্রদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হতে পারে। জি-৭ এর সদস্য দেশগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্য। আরও পড়ুন:  কাশ্মীরে জুম্মার নামাজের পরেই বিক্ষোভ, সংঘর্ষ ইউরোপীয় ইউনিয়নও জি-৭ এ প্রতিনিধিত্ব করে। পূর্বে এটি জি-৮ নামে পরিচিত ছিল। ২০১৪ সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে জি-৮ থেকে বাদ দেওয়া হয়...

আমাজনের আগুন নেভাতে বিমান ভাড়া করে পানি ঢালছে বলিভিয়া

Image
আগুনে পুড়ছে আমাজন। বনটির প্রায় আট হাজার বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে। আগুন নেভাতে বিমান ভাড়া করে পানি ঢালছে বলিভিয়া।   বোয়িংয়ের একটি সুপার ট্যাংকার বিমানের মাধ্যমে শুক্রবার থেকে আমাজনে পানি ঢালতে শুরু করেছে বলিভিয়া সরকার।    বলিভিয়ার ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্সিয়া বলেছেন, ‘মার্কিন কোম্পানির কাছ থেকে ভাড়া করা একটি বিমানে আমাজনের আগুন নেভানোর চেষ্টা করছি আমরা। সুপার ট্যাংকার ওই বিমানটি ১ লাখ ৫০ হাজার লিটার অর্থাৎ ৪০ হাজার গ্যালন পানি বহনে সক্ষম।’   বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী জাভিয়ের জাবালেতা বলেছেন, ‘সান্তা ক্রুজ প্রদেশের উত্তরাঞ্চলে চারটি আকাশযান ভয়াবহ আগুনে শিকার আমাজনের ছয়টি স্থান চিহ্নিত করে পানি ঢালার কাজ করছে। প্রতিবেশী প্যারাগুয়ে ও ব্রাজিলকে অগ্নিনির্বাপণের জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে দেশটি।   বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন