ঝরে পরার হার ৪৭ থেকে ১৮ শতাংশে কমিয়ে এনেছে সরকার’
প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি-ইত্তেফাক বাংলাদেশ সরকার স্কুল শিক্ষার্থীদের ঝরে পরার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সক্ষম হয়েছে। গত ১০ বছরে বাংলাদেশ স্কুল শিক্ষার্থী ঝরে পরার হার ৪৭ শতাংশ থেকে ১৮ শতাংশে কমিয়ে এনেছে ও স্কুল ঝরে পরা রোধে বাংলাদেশ সরকার স্কুল ফিডিং এবং বৃত্তির ব্যবস্থা করেছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সের অংশ হিসেবে এসডিজি-এডোকেশন ২০৩০ এর সপ্তম অধিবেশনে তিনি এ তথ্য জানিয়েছেন। সেশন সভাপতি ইউনেস্কোর এডিজি (stefania giannini) স্টেফানিয়া জিয়ানিনি শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্যের বিষয়ে শিক্ষামন্ত্রীকে কিছু বলার আহ্বান জানালে তিনি এ কথা বলেন। শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের কারণে শিক্ষামন্ত্রীকে এসডিজির স্টিয়ারিং কমিটি বিশেষভাবে শিক্ষামন্ত্রীকে বক্তব্য রাখতে আহ্বান জানান। মঙ্গলবার সকালে ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সের জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সের উদ্বোধন করেন। এ সময় ই নাইন এর প্রতিনিধি হিস...