বলিভিয়ার অন্তবর্তীকালীন সরকার প্রধান ঘোষণা সিনেটর অ্যানেজের

বলিভিয়ার অন্তবর্তীকালীন সরকার প্রধান ঘোষণা সিনেটর অ্যানেজের

উত্তর আমেরিকার দেশ বলিভিয়ায় রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিজেকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেছেন দেশটির সিনেটর জিনাইন অ্যানেজ।
তবে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের লেফটিস্ট পার্টির সংসদ সদস্যরা বয়কটে থাকার কারণে মঙ্গলবার সংসদে কোরাম সঙ্কট দেখা দেয়। ফলে অন্তবর্তীকালীন সরকার প্রধান হিসেবে অ্যানেজের দায়িত্বগ্রহণ সংসদীয় বৈধতা পায়নি। খবর রয়টার্স।
এর আগে, গত ২০ অক্টোবরের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বলিভিয়ায় আন্দোলন শুরু হলে পদত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস ও তার ভাইস প্রেসিডেন্ট। এরপর দুদিন পর মঙ্গলবার মেক্সিকোতে রাজনৈতিক আশ্রায় পান মোরালেস।
এর আগে, মেক্সিকো থেকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে ইভো মোরালেস বলেছেন, তিনি জীবন নিয়ে কোনোমতে মেক্সিকোতে এসে পৌঁছেছেন। তবে যতদিন তার জীবন আছে ততদিন তিনি রাজনীতি ছাড়ার ব্যাপারে ভাববেন না বলেও উল্লেখ করেছেন।
একই সঙ্গে পদত্যাগের পর বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ইভো মোরালেস তার সমর্থকদের সেনাবাহিনী ও পুলিশের বিরুদ্ধে লড়াই করতে বলেন। তার ওই ঘোষণার পর কমপক্ষে ২০ জন সমর্থক আহত হয় বলে খবর পাওয়া যায়। 

বিডি-প্রতিদিন/মাহবুব

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা