Posts

Showing posts from August 19, 2019

অবশেষে জিব্রালটার ছেড়েছে ইরানের জাহাজ

Image
ইরানের তেলবাহী জাহাজটি রোববার রাতে জিব্রালটার ছাড়ে। ছবি: রয়টার্স ইরানের তেলবাহী জাহাজটি অবশেষে জিব্রালটারের বন্দর ছেড়েছে। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় তেল নিয়ে যাচ্ছে—এমন সন্দেহে গত জুলাইয়ে জিব্রালটার প্রণালিতে ইরানের তেলবাহী জাহাজটিকে আটক করা হয়েছিল। গতকাল রোববার রাতে ইরানের জাহাজটি জিব্রালটার ছাড়ে। মেরিন ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, ইরানের জাহাজটি এখন ভূমধ্যসাগরের পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। জাহাজের গন্তব্য হিসেবে উল্লেখ আছে গ্রিসের দক্ষিণাঞ্চলীয় শহর কালামাতা। ইরানের জাহাজটিকে ফের জব্দ করার জন্য অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এই অনুরোধ নাকচ করে জিব্রালটার কর্তৃপক্ষ। গত শুক্রবার শেষ মুহূর্তে ওই অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র। তার আগের দিন জিব্রালটার কর্তৃপক্ষ ইরানের জাহাজটির ওপর থেকে আটকাদেশ তুলে নেয়। জিব্রালটার কর্তৃপক্ষ বলছে, জাহাজে থাকা তেল সিরিয়ায় যাবে না—এই মর্মে তারা ইরানের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছে। তারপরই বৃহস্পতিবার তারা জাহাজটি ছেড়ে দেয়। জিব্রালটার কর্তৃপক্ষ জানায়, ইরানের জাহাজটি ফের জব্দ করা...

কারওয়ান বাজারে এক ডাবের দাম ১০০ টাকা

Image
প্রতিটি ডাব বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। কারওয়ান বাজার, ঢাকা। ছবি: প্রথম আলো ঢাকার কারওয়ান বাজারে ডাবের দাম হঠাৎ বেড়ে গেছে। একেকটি ডাব বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। বিক্রেতারা জানালেন, বেশ কয়েক দিন ধরে এমন দামে ডাব বিক্রি করছেন তাঁরা। কারওয়ান বাজারে ৩০ বছরেরও বেশি সময় ধরে ডাব বিক্রি করছেন সইদুল ইসলাম। আজ সোমবার বললেন, তাঁর ব্যবসায়ী জীবনে কখনো একটা ডাব ১০০ টাকায় বিক্রি করতে পারেননি। তবে গত কয়েক দিন ধরে হর-হামেশাই এমন দামে ডাব বিক্রি করছেন তিনি। ডাবের চাহিদা হঠাৎ করে বেড়ে যাওয়ায় এমন চড়া দামে বিক্রি হচ্ছে। ধারণা করা হচ্ছে, রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে ডাবের চাহিদা বাড়ার একটি সম্পর্ক আছে। ডেঙ্গু রোগীকে তরল খাবার বেশি করে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। এ ক্ষেত্রে ডাবের পানি ভালো তরল জাতীয় খাবার। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য বলছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন ১ হাজার ৬১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে ঢাকা শহরে ৭৫৭ জন। এই হিসাব গতকাল রোববার সকাল আটটা থে...

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার বাড়িতে পানি জমলে দণ্ডিত হবেন মালিক

Image
বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসকদের উদ্দেশে বক্তব্য দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। ছবি: প্রথম আলো যেসব ঘরবাড়িতে পানি জমে থাকছে, সেসবের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। তিনি বলেন, বাসাবাড়িগুলোতে পানি জমে থাকার কারণে এডিস মশা ডিম পাড়ে। তাই মালিকদের যদি এসবের কারণে কোনো ধারায় আইনের আওতায় আনা না যায়, তাহলে পরিবেশ আইনে হলেও যেন ব্যবস্থা নেওয়া হয়। আজ সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসকদের উদ্দেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বিভাগীয় কমিশনার। আবদুল মান্নান তাঁদের সতর্ক করে বলেন, ‘এডিস মশার বিস্তারের সঙ্গে জড়িত কতজন মানুষকে দণ্ড দেওয়া হয়েছে, তা দেখতে চাই।’ আইনশৃঙ্খলা কমিটির সভার আগে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম আঞ্চলিক টাস্কফোর্স সভা এবং পরে জেলা প্রশাসকদের সমন্বয় ও রাজস্ব সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় জুন মাসের সভায় নেওয়া সিদ্ধান্তগুলো জুলাই মাসে কী রকম অগ্রগতি হয়েছে, তা নিয়ে আলোচনা করা হয়। সাক্ষীদের যাতায়াত ভাতা দেওয়ার সুপারিশ বিচারকাজে সহযোগিতা করতে আসা ...

মিন্নির জবানবন্দির বিষয়ে জানতে চান হাইকোর্ট

Image
ফাইল ছবি বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির মামলার বৃত্তান্ত চেয়েছেন আদালত। আগামীকাল মঙ্গলবার এ মামলার বৃত্তান্ত সম্পূরক আকারে দাখিল করতে বলেছেন আদালত। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনের শুনানিকালে এ আদেশ দেন। মিন্নিকে কবে পুলিশ লাইনসে নেয়া হয়, কবে আদালতে উপস্থাপন করা হয়, কবে ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি নেয়া হয়, কবে পুলিশ সুপার সংবাদ সম্মেলনে মিন্নি জড়িত বলে বক্তব্য দেন- মিন্নির আইনজীবীকে তা আদালতে আগামীকাল উপস্থাপনের নির্দেশ দেন আদালত এবং জামিন শুনানি কাল পর্যন্ত মুলতবি করা হয়। মিন্নির পক্ষে জামিন আবেদনটি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসাইন বাপ্পী। এর আগে ৮ আগস্ট বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের অবকাশকালীন বেঞ্চে শুনানির পর জামিন পাওয়ার আশা না দেখে মিন্নির আইনজীবী জেডআই খান পা...