Posts

Showing posts from August 2, 2021

ভারত-চীনের নতুন উদ্যোগ, সংঘর্ষ এড়াতে এবার সিকিম সীমান্তে হটলাইন

Image
  সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে আরও উদ্যোগী হল ভারত ও চীন। দুই দেশের সেনাদের মধ্যে বিশ্বাস ও সৌহার্দ্য বজায় রাখতে প্রকৃত নিয়ন্ত্রণরেখার সিকিম সীমান্তে হটলাইন স্থাপন করা হল। খবর আনন্দবাজার পত্রিকার। ভারত ও চীনের মধ্যে সেনাপর্যায়ে বৈঠকের পর উত্তর সিকিমের কোংরা লায় ভারতীর সেনার ঘাঁটির সঙ্গে তিব্বতের খাম্বা জংয়ে চীনা গণফৌজের ঘাঁটির সঙ্গে যোগাযোগে থাকবে বলে সিদ্ধান্ত হয়। সীমান্ত সংক্রান্ত সমঝোতা নিয়ে শনিবার প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে চীনের এলাকায় মল্ডোতে সামরিক পর্যায়ের বৈঠকে বসেছিলেন ভারত ও চীনের সেনা কর্মকর্তারা। ওই বৈঠক সম্পর্কে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, কমান্ডার স্তরে যোগাযোগ বাড়াতে আরও উদ্যোগী হয়েছেন দুই দেশের সেনারা। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতেই হটলাইন স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই দেশের সেনাকর্তাদের পক্ষ থেকে। গত বছর পূর্ব লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিল ভারত ও চীন সেনা। তারপরই স্থিতাবস্থা ফেরাতে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশ। কিন্তু হটস্প্রিং ও গোগরা ঘাঁটি এলাকায় এখনও বিপুল সেনা মোতায়েন করে রেখেছ...

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম রাষ্ট্রদূত হচ্ছেন রাশেদ হোসেন

Image
  রাশেদ হোসেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুসলিমকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। রাশেদ হোসেন নামে এক কূটনীতিককে রাষ্ট্রদূত পদমর্যাদার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক অ্যাম্বাসাডর-অ্যাট লার্জ হিসেবে মনোনয়ন দিয়েছে বাইডেন প্রশাসন। মার্কিন সিনেটে চূড়ান্ত অনুমোদনের পর এ পদে নিযুক্ত হবেন ভারতীয় বংশোদ্ভূত রাশেদ হোসেন। শুক্রবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ৪১ বছর বয়সি রাশেদ হোসেনই প্রথম মুসলিম, যিনি যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত পদমর্যাদায় নিয়োগ পেতে যাচ্ছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পার্টনারশিপ অ্যান্ড গ্লোবাল অ্যাজ্ঞেজম্যান্ট বিভাগের প্রধান ছিলেন। ওবামার শাসনামলে তিনি ওআইসির মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া পাকিস্তানি বংশোদ্ভূত খিজির খানকে ইউসিআইআরএফের (ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম) কমিশনার হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এ কমিশনের কাজ হচ্ছে মুসলিমপ্রধান দেশগুলোতে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা। রাশেদ হোসেনের এ মনোনয়নকে স্বাগত জানিয়েছে মার্কিন ই...

জাতিসংঘে ইতিহাস গড়তে যাচ্ছেন মোদি

Image
  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চলতি আগস্ট মাসে সভাপতির দায়িত্ব পালন করবে ভারত। দেশটির গণমাধ্যমগুলো বলছে, সভাপতির দায়িত্ব পাওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভা পরিচালনার ভার কৌশলগত কারণে নিজ কাঁধে তুলে নিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্সের কাছ থেকে নিয়মের পালা ঘুরে এই দায়িত্ব ভারতের কাছে এসেছে। সভাপতিত্বের দায়িত্ব পাওয়ার পর জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেছেন, যে মাসে আমরা আমাদের ৭৫তম স্বাধীনতা দিবস পালন করব, সেই মাসেই নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেলাম। এটি খুবই গর্বের বিষয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে ৯ আগস্ট। জাতিসংঘে ভারতের প্রাক্তন দূত সৈয়দ আকবর উদ্দিন এক টুইটে লিখেছেন, আসন্ন বৈঠকের সভাপতিত্ব করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিরাপত্তা পরিষদের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে একাধিকবার জাতিসংঘের বৈঠক পরিচালনার ভার ভারতের হাতে আসলেও একবারও ভারতের কোনও প্রধানমন্ত্রী তাতে স...