Posts

Showing posts from June 1, 2022

৩ জুন থেকে ঢাবি’র ভর্তি পরীক্ষা শুরু

Image
  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩ জুন (শুক্রবার) থেকে। এ দিন ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ইউনিট-টিতে এবছর পরীক্ষা দিতে আবেদন করেছে ৩০ হাজার ৬৯৩ জন ভর্তিচ্ছু।   এদিকে, ভর্তি পরীক্ষার দিন ক্যাম্পাসে ভিড় এড়ানোর লক্ষ্যে পরীক্ষার্থী ব্যতীত অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের ভর্তি পরীক্ষার দিনগুলোতে ক্যাম্পাসে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।  এতে আরও বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসা ও অংশগ্রহণ নির্বিঘ্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, জনসমাগম ও পরিবেশ দূষণ না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। একইসঙ্গে পরীক্ষার দিন ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত রাখার জন্য সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।  এছাড়া, ভাসমান দোকান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও লিফলেটসহ অন্যান্য প্রচার...

হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্র প্রস্তুত, জানিয়েছে রাশিয়া

Image
  উচ্চ ক্ষমতাসম্পন্ন হাইপারসনিক জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করার দাবি করেছেন রাশিয়ার এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।  শব্দের চেয়ে ৯ গুণ দ্রুত গতিতে ছুটতে সক্ষম রাশিয়ার এই নয়া সমরাস্ত্র জিরকন। নতুন প্রজন্মের অস্ত্র হিসেবে এটি সংযোজন করেছে রাশিয়া। আজ বুধবার রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের কমান্ডার আলেক্সান্ডার মইসেইভ জানান, এই ক্ষেপণাস্ত্র পূর্ণকালীন সময়ের জন্য রাশিয়ার নৌবহরের এ বছরের শেষ নাগাদ মোতায়েন করা হবে।  সূত্র:  বিবিসি বিডি প্রতিদিন/নাজমুল

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রকেট পাঠানোর ঘোষণায় হুঁশিয়ারি রাশিয়ার

Image
  যুক্তরাষ্ট্র ইউক্রেনকে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম সরবরাহ করবে ইউক্রেনে অত্যাধুনিক প্রযুক্তির রকেট-ব্যবস্থা সরবরাহ করতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ রকেট-ব্যবস্থা ব্যবহার করে দীর্ঘ দূরত্বে রকেট ছোড়া যাবে। রাশিয়া যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। একইসঙ্গে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের কারণে মস্কো-ওয়াশিংটনের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি হচ্ছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রাষ্ট্রীয় গণমাধ্যম এজেন্সি আরআইএ নভোস্তিকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে বিশেষ করে কিয়েভকে অত্যাধুনিক সিমরাস রকেট সরবরাহের সিদ্ধান্ত রাশিয়া প্রচণ্ড নেতিবাচকভাবে দেখছে।  এদিকে জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (দীর্ঘ পাল্লার রকেট ছুড়তে সক্ষম) সরবরাহ করবে, যা ৮০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত (৫০ মাইল) থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। রাশিয়ার ভেতরে হামলা চালাতে এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে না বলে ইউক্রেন আশ্বাস দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিডিপ্রতিদিন/কবিরুল...