Posts

Showing posts from October 6, 2018

গাজায় বিক্ষোভে ইসরাইলী সেনাবাহিনীর গুলিতে শিশুসহ নিহত ৩

Image
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলী সেনাবাহিনীর গুলিতে এক শিশুসহ অন্তত তিন ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার গাজা-ইসরাইল সীমান্তে ‘গ্রেট মার্চ অফ রিটার্ন’ এর সাপ্তাহিক বিক্ষোভে এই ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।   ১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল প্রতিষ্ঠিত হয়। তখন ওই ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের জোর করে বের দেওয়া হয়। তখন ১০ লাখ ফিলিস্তিনি শরণার্থী হিসেবে গাজায় বসবাস শুরু করতে বাধ্য হয়। এই বছরের ৩০ মার্চ থেকে ‘গ্রেট মার্চ অফ রিটার্ন’ নামে একটি ছয় সপ্তাহব্যাপী সাপ্তাহিক বিক্ষোভ শুরু করে গাজার ফিলিস্তিনিরা। তাদের দাবি, নিজের পিতৃপুরুষের ভূমিতে ফিরে যাওয়ার অধিকার ও গাজার ওপর থেকে অবরোধ সরিয়ে নেওয়া। কিন্তু ছয় সপ্তাহ পরেও এখন পর্যন্ত প্রতি শুক্রবার বিক্ষোভ  চালিয়ে আসছে ফিলিস্তিনিরা।    ইসরাইলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, গতকাল শুক্রবারের বিক্ষোভে ২০ হাজার বিক্ষোভকারী টায়ার পুড়িয়েছে, ইসরাইলী সেনাদের লক্ষ্য করে বোমা ও গ্রেনেড ছুড়েছে এবং সীমান্ত বেষ্টনী অতিক্রমের চেষ্টা করেছে।    আইডিএফ অভিযোগ করেছে, ১০জন ‘সশস্...

বিশ্বব্যাপী সাইবার হামলার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে!

Image
রাশিয়ার গোয়েন্দাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী সিরিজ সাইবার হামলার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং নেদারল্যান্ডস এই অভিযোগ তুলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র সাইবার হামলার পরিকল্পনার জন্য সাতজন রুশ নাগরিকের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে। যুক্তরাষ্ট্র বলেছে, বিশ্বব্যাপী রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের পরমাণু সংস্থা হামলার মূল টার্গেট ছিল।  এদিকে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক সাইবার হামলার অভিযোগের ব্যাপারে পশ্চিমাদের ঐক্যবদ্ধ এই অবস্থান রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে আগেও এমন অভিযোগ এসেছিল। তবে সেই অভিযোগ নাকচ করে দিয়েছিল দেশটি। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, যুক্তরাজ্য তাদের মিত্রদের নিয়ে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে আলোচনা করছে। ডাচ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রাশিয়ার সব কর্মকান্ড তুলে ধরে তারা বলতে চাইছেন যে, রাশিয়াকে এমন কাজ বন্ধ করতে হবে। পশ্চিমারা রাশিয়াকে একঘরে করে ফেলতে চাইছে। এমন পরিস্থিতি রাশিয়াকে বেকায়দায় ফেলেছে বলে অনেকে মনে করেন। রাশিয়ার বিরুদ্ধে কী অভিযোগ আন...

হিন্দু যুবকের সঙ্গে প্রেম করায় মুসলিম তরুণীকে গাছে বেঁধে মারধর

Image
মেয়ে ভিনধর্মের ছেলের সঙ্গে প্রেম করে। আর তাই পঞ্চায়েতের নির্দেশে প্রায় পাঁচ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে সেই তরুণীকে বেধড়ক মারধর করলো খোদ পরিবারের সদস্যরাই। নির্মম এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের নওদা জেলার যোগীয়া মারান গ্রামে।  জানা গেছে, ১৮ বছর বয়সি সেই মুসলিম তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল হিন্দু যুবক রমেশ কুমারের। রমেশ পাশের গ্রামেই থাকতেন। এদিকে, বাড়িতে নিজের সম্পর্কের কথা জানানোর পর কিছুতেই তা মানতে রাজি হয়নি মেয়েটির পরিবার। এরপর গত ৩০ সেপ্টেম্বর বাড়ি থেকে পালিয়ে রমেশের কাছে চলে যায় সেই তরুণী। এমনকি বিয়েও করে তারা। কিন্তু মেয়েটির বাড়ির লোক সেকথা জানতে পেরে জোর করে সেই তরুণীকে সেখান থেকে নিয়ে আসে। এরপরই বসে পঞ্চায়েতের সালিশি সভা। সেখানে নির্দেশ দেওয়া হয়, ভিন্নধর্মের ছেলের সঙ্গে প্রেম করায় মেয়েটিকে গাছের সঙ্গে বেঁধে মারা হবে। আর সেই কাজ করবে তার পরিবারই। এই সময় মেয়েটির পরিবার বাধা দেয়নি বরং তার বাবা মহম্মদ ফারিদ আনসারি খোদ এই নির্মম কাজটি করেন।  তার কথায়, মেয়ে একজন অপরাধী। সে অন্য ধর্মের ছেলের সঙ্গে প্রেম করেছে। এরপর প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে বেধড়ক মারধর। পরে পুলিশ ঘটনা...

চীনের আন্ডারগ্রাউন্ড এয়ারবেস তৈরি নিয়ে চিন্তিত ভারত!

Image
ফের ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলল চীন। ভারতের একেবারে গা ঘেঁষে মিলিটারি এয়ারবেস বানাচ্ছে বেইজিং। তিব্বতের রাজধানী শহর লাসার এয়ারপোর্টকে মিলিটারি এয়ারবেসে রূপান্তরিত করছে চীন। এটি তিব্বতের একটি সাধারণ এয়ারপোর্ট।  মূলত যোগাযোগ ব্যবস্থা শক্ত করতেই এই বিমানবন্দর বানিয়েছিল চীন। কিন্তু গোয়েন্দা সূত্রের খবর, সেই বিমানবন্দরেই নাকি বম্ব প্রুফ বিশেষ হ্যাঙ্গার বানানো হচ্ছে মাটির নিচে। সেখানে ফাইটার জেটগুলি রাখার ব্যবস্থাও করছে চীন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ওই আন্ডারগ্রাউন্ড শেল্টার থেকে রানওয়ে পর্যন্ত এক বিশেষ ট্র্যাক বানানো হয়েছে। বিমানবন্দরের পাশেই পাহাড়ি এলাকার তলায় তৈরি করা হয়েছে ওই হ্যাঙ্গার। সেখানে অন্তত ৩৬টি বা তিন স্কোয়াড্রন ফাইটার যেত রাখা সম্ভব বলে খবর। ভারতের কাছে এই খবর বেশ চিন্তার কারণ ওই বিমানবন্দর নয়াদিল্লি থেকে মাত্র ১৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। একইভাবে চীন রাশিয়ার সীমান্তেও এয়ারপোর্ট বেস তৈরি করে রেখেছে। তবে ভারতও চীন সীমান্তে এয়ারস্ট্রিপগুলিকে আপগ্রেড করছে। অরুণাচল সীমান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ারস্ট্রিপগুলি তৈরি হয়েছিল। এগুলিকে অ্যাড...

কতটা শক্তিশালী রাশিয়ার সেই 'এস-৪০০' ক্ষেপণাস্ত্রটি?‌

Image
মার্কিন চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে শক্তিশালী 'এস-৪০০' ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে ভারত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সই করেছেন ৪০ হাজার কোটি টাকার এই চুক্তিতে। আর এই কারণেই এবার তটস্থ চীন এবং পাকিস্তান।  চীন ও পাকিস্তানকে চাপে রাখতে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতেই এই ক্ষেপণাস্ত্র কেনার জন্য মরিয়া ছিল ভারত। এমনকি যুক্তরাষ্ট্রের আর্থিক নিষেধাজ্ঞার ভ্রূকূটি থাকা সত্ত্বেও শুক্রবার সই হয়েছে এই চুক্তি। এর ফলে ভারতীয় সেনাবাহিনী আরও শক্তিশালী হয়ে উঠল, এমনটাই মত প্রতিরক্ষা বিশারদদের। কারণ এই মারণাস্ত্র বিশেষ খুব কম দেশের হাতেই রয়েছে। জেনে নিন এই 'এস-৪০০' ক্ষেপণাস্ত্র সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য- ১। এই 'এস-৪০০' ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমটি ভূমি থেকে আকাশে আঘাতকারী। শত্রু দেশের যে কোনও যুদ্ধবিমান আকাশেই ধ্বংস করে দেবে এটি। ২। 'এস-৪০০'র রেডারে সব ধরনের বিমানই ধরা পড়ে। এমনকি স্টেলথ যুদ্ধবিমানগুলিও পার পাবে না। ৩। এটি একসঙ্গে ৩৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। শুধু তাই নয়, এ...

সেন্টমার্টিনের কিছু অংশ দাবি করার পাঁয়তারা মিয়ানমারের

Image
সেন্টমার্টিন দ্বীপের কিছু অংশ মিয়ানমার ইচ্ছাকৃতভাবে নিজেদের দাবি করার পাঁয়তারা করছে। এর প্রতিবাদে আজ শনিবার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ সময় মিয়ানমার রাষ্ট্রদূতের হাতে সেন্টমার্টিন দ্বীপ নিয়ে মালিকানার দাবির বিষয়ে প্রতিবাদ জানিয়ে একটি কূটনৈতিক পত্র দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) মো. খুরশেদ আলমের দপ্তরে মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করা হয়। বিস্তারিত আসছে...

ইসরাইলের সঙ্গে যুদ্ধ চায় না হামাস: সিনওয়ার

Image
অবরুদ্ধ গাজা উপত্যকার ইসলামপন্থী দল হামাস বলেছে, গাজায় আরো একটি যুদ্ধ শুরুর হোক কোন ইচ্ছাই নেই তাদের। গতকাল শুক্রবার হিব্রু দৈনিক ইয়েডিয়োথ আহরনথ ও ইতালির পত্রিকা লা রিপাবলিকা হামাস নেতা ইয়াহইয়া সিনওয়ারের একটি বিরল সাক্ষাৎকার নিয়েছে। এই সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সিনওয়ার বলেন, যুদ্ধের মাধ্যমে কিছুই অর্জন করা যায় না। ইতালীয় সাংবাদিক ফ্রানসেসকা বরিকে তিনি বলেন, ২০০৭ সালে গাজার ওপর অবরোধ আরোপের আগ থেকেই ইসরাইল এখানের মানুষদের ওপর আগ্রাসন চালিয়ে আসছে।  তিনি জানান, হামাস ইসরাইলের সঙ্গে ভবিষ্যতে গাজার ওপর থেকে অবরোধ সরিয়ে নেওয়ার কোন চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময় করতে ইচ্ছুক। বলেন, আমরা সবসময়ই দখলীকরণের অধীনে আছি। এটা একটা প্রাত্যহিক আগ্রাসন। কেবল এক এক সময় এক এক আকারের।  ইসরাইলের সঙ্গে লড়াইয়ে হামাস ও তাদের মধ্যে শক্তির ভারসাম্যের তারতম্যতা টেনে সিনওয়ার বলেন, আমরা আমাদের চেয়ে বহুগুণ শক্তিশালী ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু করার মতো বোকা নই।  তবে তিনি আরো বলেন, হামাসের সঙ্গে সামরিক যুদ্ধ জিততে চাইবে না ইসরাইল।  হামাস নেতা বলেন, সত্যটা হচ্ছে কেউই একটা ন...

সুইডেনে জাতীয় উন্নয়ন মেলা পালিত

Image
সুইডেনের স্টকহোমে ৫ অক্টোবর দূতাবাস প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় উন্নয়ন মেলা ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে দেশব্যাপী তিন দিনের জাতীয় উন্নয়ন মেলার কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে স্টকহোমে উক্ত মেলার আয়োজন করা হয়।    উন্নয়ন মেলা উপলক্ষে দূতাবাসের অভ্যর্থনা কক্ষে বাংলাদেশের বিভিন্ন কুটির ও হস্তশিল্পজাত পণ্যের প্রদর্শনী করা হয়। ঐতিহ্যবাহী সামগ্রী দিয়ে সজ্জিত করা হয় দূতাবাস প্রাঙ্গণকে।    দূতাবাসের কাউন্সেলর শেখ মো. শাহরিয়ার মোশাররফের সঞ্চালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তাগণ বিগত প্রায় দশ বছরে অর্জিত বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। এমডিজি-এর লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের বিস্ময়কর সাফল্য, এসডিজি অর্জনে সরকারের প্রশংসনীয় পদক্ষেপসমূহ-এর পাশাপাশি ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ এর বিভিন্ন দিক উঠে আসে বক্তাদের বক্তব্যে।    রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম তার বক্তব্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্...

আজ রাত ১২টা থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

Image
ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় আজ দিবাগত রাত ১২টা থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ থাকছে। এ আইন আমান্য করলে জেল অথবা জরিমানা এমনকি উভয় দণ্ডের বিধান রয়েছে। সম্প্রতি সচিবালয়ে নিজ দফতরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সাংবাদিককে জানান, দুই দফায় বর্তমান সরকারের ৯ বছরে ইলিশের উৎপাদন ৬৬ শতাংশ বেড়েছে। ২০০৮-০৯ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিলো ২ লাখ ৯৮ হাজার মেট্রিক টন, যা বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় ৫ লাখ মেট্রিক টন। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৮ হাজার কোটি টাকা। মন্ত্রী জানান, প্রত্যক্ষভাবে প্রায় ৩১ শতাংশ মানুষ মৎস্যখাতে জড়িত এবং ১১ শতাংশের বেশি লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর ওপর নির্ভরশীল। বাংলাদেশের মোট উৎপাদিত মাছের প্রায় ১২ শতাংশ আসে শুধু ইলিশ থেকে। দেশের জিডিপিতে ইলিশের অবদান এক শতাংশের বেশি। কাজেই একক প্রজাতি হিসেবে ইলিশের অবদান সর্বোচ্চ। দেশ আজ মাছে স্বয়ংসম্পূর্ণ বলেও দাবি করেন তিনি। নারায়ণ চন্দ্র চন্দ বলেন, বিশ্বে ইলিশের উৎপাদনে বাংলাদেশ একাই ৭০-৭৫ ভাগ উৎপাদন করে। গত ৯ বছরে...

আফগানিস্তানে আইএস ও তালিবান সংঘর্ষে শিশুসহ নিহত ৯

Image
আফগানিস্তানের কুনার প্রদেশে জঙ্গি গোষ্ঠী তালিবান ও আইএস’র মধ্যে এক সংঘর্ষে এক শিশুসহ অন্তত নয় জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একটি দুই বছরের শিশু রয়েছে। বাকিরা সবাই জঙ্গি। শুক্রবার কুনার প্রদেশে এই ঘটনা ঘটে। আফগান সামরিক বাহিনীর ২০১ সিলাব কর্পস এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষে তালিবানের চার সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন সদস্য। অন্যদিকে আইএস’রও চার সদস্য নিহত হয়েছে।  এদিকে বেসামরিকদের মধ্যে একটি দুই বছরের শিশু বালিকা নিহত হয়েছে। আহত হয়েছে একটি এক বছরের শিশু বালিকা।  পৃথক একটি ঘটনায়, কাবুলের এক শহরতলীতে দু’টি বোমা বিস্ফোরণে  অন্তত দুই আফগান সেনা নিহত হয়েছে। আহত হয়েছেন তিন বেসামরিক ও ছয় পুলিশকর্মী। আগামী ২০ অক্টোবর আফগানিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগ দিয়ে দেশটিতে জঙ্গিদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ব্যাপক আকারে হামলা চালাচ্ছে তারা। -দ্য এক্সপ্রেস ট্রিবিউন ইত্তেফাক/ জেআর

আমি ট্রাম্পের সঙ্গে কাজ করতে ভালোবাসি: সৌদি ক্রাউন প্রিন্স

Image
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে তাদের সম্পর্কের প্রশংসা করেছেন। জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে কাজ করতে ভালোবাসেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক ভাষণে জানান, যুক্তরাষ্ট্রের সুরক্ষা ছাড়া মধ্যপ্রাচ্যে সৌদি আরব দুই সপ্তাহও টিকবে না। এই বক্তব্যের কয়েকদিন পরই ব্লুমবার্গকে দেওয়া এক বিরল সাক্ষাৎকারে একথা জানান সালমান।  ব্লুমবার্গকে ৩৩ বছর বয়সী ক্রাউন প্রিন্স বলেন, আমি তার(ট্রাম্প ) সঙ্গে কাজ করতে ভালোবাসি।  তিনি জানান, সৌদি ও যুক্তরাষ্ট্র মিলে মধ্যপ্রাচ্যে অনেক কিছু অর্জন করেছে। বিশেষ করে চরমপন্থীতা, চরমপন্থী আদর্শ, সন্ত্রাসবাদ ও আইএস’র বিরুদ্ধে তাদের অনেক অর্জন রয়েছে।  সম্প্রতি ট্রাম্পের সমালোনা সৃষ্টিকারী বক্তব্য নিয়ে ক্রাউন প্রিন্স বলেন, মিত্রদের মধ্যে মতভেদ থাকবেই। কাউকে এটা অবশ্যই মেনে নিতে হবে যে সকল বন্ধুই আপনার বিষয়ে ভালো জিনিস ও খারাপ জিনিস উভয়টাই বলবে।  তিনি বলেন, আপনি কখনোই কোন বন্ধুর কাছ থেকে আপনার ব্যাপারে শতভাগ ভাল জিনিস শুনবেন না। এমনকি আপনার পরিবারের লোকজনের কাছ থেকেও না। ভুল...

নিজেদের সেনাবাহিনীর জন্য চীনা ট্যাংক আনছে পাকিস্তান

Image
নিজেদের সেনাবাহিনীর জন্য চীনের তৈরি ট্যাংক নিয়ে আসছে পাকিস্তান। চীনের নর্থ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের তৈরি 'VT-4' ব্যাটল ট্যাংক বাহিনীতে যুক্ত করতে চাইছে ইসলামাবাদ। তার জন্যও পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছে। সূত্রের খবর, পাকিস্তানের এক গোপন জায়গায় রাখা হয়েছে সেই ট্যাংক। 'VT-4' হল একটি থার্ড জেনারেশন ব্যাটল ট্যাংক। এতে রয়েছে ১২৫ এমএম গান, অটো-লোডার। থার্মাল ইমেজিং এবং প্যানোরমিক সাইটের ছবি তোলার ক্ষমতাও রয়েছে এই ট্যাংকে। ঘন অন্ধকারে এবং খারাপ আবহাওয়াতেও চারপাশের ছবি ধরা পড়বে এতে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো নয় আমেরিকার। তাই স্বাভাবিকভাবেই আরও বেশি করে বন্ধু পাকিস্তানকে কাছে টেনে নিচ্ছে চীন। প্রতিরক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে আরও বেশি চুক্তি হতে চলেছে ইসলামাবাদ ও বে'জিং'র। এমনকি চবাহার বন্দরের কাছে চীন একটি মিলিটারি বেস বানাবে, এমন খবরও শোনা গেছে। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

পঁচা লাশে রোগ ছড়ানোর শঙ্কায় ভূমিকম্প দূর্গতরা

Image
ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও সুনামি কবলিত এলাকায় শনিবার নতুন করে জনস্বাস্থ্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের ভেতর থেকে  নতুন করে উদ্ধার হওয়া লাশগুলো পঁচে গেছে। এতে রোগ-বালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এএফপি। প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানার আট দিন পর জীবিত কাউকে উদ্ধারের আশা একেবারেই ক্ষীণ হয়ে পড়েছে। যদিও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তল্লাশী অভিযান বন্ধ করেনি। পেতোবো ও বালারোয়ায় বিপুল সংখ্যাক পঁচে যাওয়া লাশ চাপা পড়ে আছে। এলাকা দুটি মানচিত্র থেকে প্রায় মুছে গেছে বলেই মনে করা হচ্ছে। ইন্দোনেশিয়ার তল্লাশী ও উদ্ধারকারী দলের মুখপাত্র ইউসুফ লতিফ বলেন, ‘উদ্ধারকৃত অধিকাংশ লাশই পচে গেছে। এ জন্য এগুলো উদ্ধারকর্মীদের জন্য বিপজ্জনক।’ তিনি বলেন, ‘আমরা আমাদের দলকে রোগ প্রতিশোধক টিকা দিয়েছি। আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। লাশগুলো জনস্বাস্থ্যের জন্যেও ঝুঁকিপূর্ণ। এগুলো থেকে রোগ ছড়িয়ে পড়তে পারে।’   ইত্তেফাক/টিএস

‘বাংলাদেশের জাতীয় উন্নয়ন প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে নারীর অগ্রগতি’

Image
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে লিঙ্গসমতার বীজ বপন করেছিলেন; তিনি প্রকৃতই অনুধাবন করেছিলেন যে জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা ব্যতীত কাঙ্খিত সামাজিক উত্তরণ সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে নারী অগ্রগতিকে জাতীয় উন্নয়ন প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছেন।   স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের চলতি ৭৩তম অধিবেশনের তৃতীয় কমিটির আওতায় ‘নারী অগ্রগতি’ শীর্ষক এজেন্ডায় দেশ পর্যায়ের বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।   বিশ্বনেতা হিসেবে প্রধানমন্ত্রীর অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, গুটিকয়েক বিশ্বনেতার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যিনি জাতিসংঘের এমডিজি ও এসডিজি উভয় এজেন্ডা গ্রহণের সময় উপস্থিত ছিলেন যা সফল ও ধারাবাহিক নারী নেতৃত্বের এক অনন্য উদাহরণ। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রাপ্ত গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০১৮সহ নারী অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসংখ্য অ্য...

ইন্টারপোলের প্রধান নিখোঁজ, তদন্তে নেমেছে ফরাসি পুলিশ

Image
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হংওয়েই গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহর থেকে এক সপ্তাহ আগে নিজ দেশ চীনের উদ্দেশে রওনা দেওয়ার পর থেকে তার কোনো হদিস মিলছে না বলে জানিয়েছেন মেং হংওয়েই এর স্ত্রী। এ বিষয়ে তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ। শুক্রবার ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তার স্ত্রীকে বিশেষ নিরাপত্তা দিয়ে হংওয়েই এর  নিখোঁজের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেং হেংওয়েই চীনে প্রবেশ করা মাত্র কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। প্রসঙ্গত, ১৯২টি সদস্য দেশ নিয়ে গঠিত সংস্থাটিতে ২০১৬ সালে চার বছরের জন্য প্রধান নির্বাচিত হন চীনা এই কর্মকর্তা। বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

রুশ-ভারত চুক্তি; যে মিসাইলে ভয় পায় আমেরিকা!

Image
দু’দিনের ভারত সফরে এসে দিল্লির সঙ্গে আটটি চুক্তি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷কিন্তু সবচেয়ে বেশি যে চুক্তি নিয়ে আলোচিত হচ্ছে তা হল এস-৪০০ মিসাইল৷রুশ প্রযুক্তিতে নির্মিত এই মিসাইলে নাকি ভয় পায় আমেরিকা৷ভারতীয় সংবাদ মাধ্যম বলছে এমন মিসাইল পেতে চীনও নাকি রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে৷কী এমন আছে এই মিসাইলে যা নিয়ে এত আলোচনা ও উন্মাদনা? বর্তমানে রাশিয়ার হাতে থাকা সবচেয়ে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমানবিধ্বংসী ও ক্ষেপণাস্ত্রবিধ্বংসী মিসাইল এস-৪০০ ট্রায়াম্ফ। বলা হয়, রাশিয়া যখন এই এস ৪০০ কে মাঠে নামায়, তখন থেকে মার্কিন ও ন্যাটো বাহিনীর ঘুম ছুটে যায়৷ তার কারণ, এই সিস্টেমটা -বোমারু বিমান, জনহীন বিমান (ড্রোন), দ্রুত গতির জেট এবং ক্রুজ মিসাইল ধ্বংস করে দেয় মুহূর্তের মধ্যে। মার্কিন নির্মিত এমআইএম-১০৪ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র থেকে আড়াইগুণ বেশি দূরত্বে আঘাত হানতে পারে এই এস৪০০ সিস্টেম। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই মিসাইল নাকি একই সময়ে ৩২টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে৷ একই সময়ে ৭২টি মিসাইল ছুঁড়তে সক্ষম। এটি মাঝারি ও দুরপাল্লা বিমান হামলা প্রতিরোধে সক্ষম। ভারতীয় বিমা...