ইসরাইলের সঙ্গে যুদ্ধ চায় না হামাস: সিনওয়ার

ইসরাইলের সঙ্গে যুদ্ধ চায় না হামাস: সিনওয়ার
অবরুদ্ধ গাজা উপত্যকার ইসলামপন্থী দল হামাস বলেছে, গাজায় আরো একটি যুদ্ধ শুরুর হোক কোন ইচ্ছাই নেই তাদের। গতকাল শুক্রবার হিব্রু দৈনিক ইয়েডিয়োথ আহরনথ ও ইতালির পত্রিকা লা রিপাবলিকা হামাস নেতা ইয়াহইয়া সিনওয়ারের একটি বিরল সাক্ষাৎকার নিয়েছে। এই সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সিনওয়ার বলেন, যুদ্ধের মাধ্যমে কিছুই অর্জন করা যায় না। ইতালীয় সাংবাদিক ফ্রানসেসকা বরিকে তিনি বলেন, ২০০৭ সালে গাজার ওপর অবরোধ আরোপের আগ থেকেই ইসরাইল এখানের মানুষদের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। 
তিনি জানান, হামাস ইসরাইলের সঙ্গে ভবিষ্যতে গাজার ওপর থেকে অবরোধ সরিয়ে নেওয়ার কোন চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময় করতে ইচ্ছুক। বলেন, আমরা সবসময়ই দখলীকরণের অধীনে আছি। এটা একটা প্রাত্যহিক আগ্রাসন। কেবল এক এক সময় এক এক আকারের। 
ইসরাইলের সঙ্গে লড়াইয়ে হামাস ও তাদের মধ্যে শক্তির ভারসাম্যের তারতম্যতা টেনে সিনওয়ার বলেন, আমরা আমাদের চেয়ে বহুগুণ শক্তিশালী ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু করার মতো বোকা নই। 
তবে তিনি আরো বলেন, হামাসের সঙ্গে সামরিক যুদ্ধ জিততে চাইবে না ইসরাইল। 
হামাস নেতা বলেন, সত্যটা হচ্ছে কেউই একটা নতুন যুদ্ধ শুরু করতে চায় না। আমরা তো অবশ্যই চাই না। কে চাইবে পারমাণবিক শক্তির বিরুদ্ধে গুলতি নিয়ে যুদ্ধে যেতে?
সিনওয়ার বলেন, ইসরাইলের ক্ষেত্রে (প্রধানমন্ত্রী বেনইয়ামিন) নেতানিয়াহুর জন্য পরাজয়ের চেয়ে জয় হবে আরো বেশি অসুবিধাজনক পরিস্থিতি। কেননা এটা হবে চতুর্থতম যুদ্ধ। আর তারা বর্তমানে দখলীকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে একটি সংখ্যাগরিষ্ঠ ইহুদি সম্প্রদায় ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে। আমার মনে হয় না তারা এর মাঝে আরো অতিরিক্ত ২০ লাখ আরব চাইবে। না, যুদ্ধ কোন কিছুই অর্জন করতে পারে না। -আল জাজিরা
ইত্তেফাক/ জেআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা