Posts

Showing posts from September 4, 2017

পৃথিবী থেকে হারিয়ে যাবে ৭০০০ আদিবাসী ভাষা

Image
দেশে দেশে আদিবাসী ও সংখ্যালঘুদের ওপর গণহত্যা, জবর দখল এবং সংঘাতের কারণে তাঁদের অস্তিত্ব আজ বিপন্ন৷ এর ফলে হারিয়ে যাচ্ছে তাঁদের সংস্কৃতি ও ঐতিহ্যও৷ হারিয়ে যাচ্ছে ভাষা৷ এমনটাই বলছে মানবাধিকার সংস্থাগুলো৷ মাইনরিটি রাইটস গ্রুপ বা এমআরসি সম্প্রতি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইথিওপিয়া, চীন ও ইরাকে সংঘাত, উচ্ছেদের কারণে সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসীদের জীবন বিপন্ন হচ্ছে৷ আর সেইসাথে তাদের সংস্কৃতিও হারিয়ে যেতে বসেছে৷ সংস্থাটির নীতি ও যোগাযোগ পরিচালক কার্ল সোডারবার্গ বলেছেন, যদিও আদিবাসী বা ধর্মীয় সংখ্যালঘুদের উপর এ ধরনের নির্যাতনের ঘটনা নতুন নয়, তবে বর্তমানে তাদের উপর হামলা ও নির্যাতনের ঘটনার মাত্রা ভয়াবহভাবে বাড়ছে৷ সিরিয়া ও ইরাকে যে যুদ্ধ চলছে তাতে বহু মানুষ গৃহহীন হচ্ছে, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ধর্মীয় সংখ্যালঘু, যেমন ইয়াজিদি এবং সাবিয়ান মাদিয়ানরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ স্টেট অব দ্য ওয়ার্ল্ডস মাইনরিটিস অ্যান্ড ইন্ডেজেনাস পিপলস ২০১৬-এর প্রতিবেদনে এ কথাই তুলে ধরেছেন কার্ল৷ View image on Twitter Twitter Ads info and privacy তা...
Image
পৃথিবীর সকল ধর্মগ্রন্থগুলো পড়ার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি, একমাত্র শান্তির উৎকর্ষ বৌদ্ধ ধর্ম বুঝতে পেরে গতকাল বার্মার পার্শ্ববর্তী কম্বোডিয়া গিয়ে ভিক্ষুদের প্রণাম জানালেন এবং অচিরেই তিনি মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুদের কাছে গিয়ে শান্তির গোপন সুত্রটা পেতে প্রার্থনা করবেন। সেটা তিনি অচিরেই কাশ্মিরে প্রয়োগ করতে চান। সবাই বলুন, সাধু ৩

Encounter Underway Between Army & NSCN(K) Along Indo-Myanmar Border

Image
Itanagar:  Special forces of the Indian Army conducted an operation against NSCN (K) in Longding district along the Indo-Myanmar border in Arunachal Pradesh. An NSCN(K) cadre has been killed in the encounter and one Army personnel injured. The Army has recovered an AK-56, a radio set, and a hand grenade, along with live bullets. A combing operation is underway. Speaking to the media this afternoon, after a meeting with MoS Home Kiren Rijiju, Army Chief General Bipin Rawat said it was a routine operation. “It’s a normal, routine operation. Such operations happen everyday. There’s nothing big about them.” The operation took place around 7.30 am, news agency ANI reported. In a tweet this noon, Indian Army’s Eastern Command said: “Dao Div neutralised Honcham Wangsa, self styled Corporal of NSCN-K near Kunsa Vill, Arunachal Pradesh.”

বিচার বিভাগ নিয়ন্ত্রণের চেষ্টা জনগণ মেনে নেবে না’

Image
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি সাবেক মন্ত্রী আ স ম আবদুর বলেছেন, সরকার বিচার বিভাগকে নিজের স্বার্থে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা চালাচ্ছে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে না পারলে রাষ্ট্র ও সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস হয়ে যাবে। ফলে রাষ্ট্র ভারসাম্যহীন হয়ে পড়বে। এতে দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিপর্যস্থ হয়ে ভয়াবহ সংকটের মুখে পড়বে। বিচার বিভাগ নিয়ে সরকারের অপরাজনীতি জনগণ মেনে নেবে না। সরকারের উচিত রায় নিয়ে রাজনীতি না করা। আজ সোমবার বিকালে উপজেলার রামগতির হাটে বড়খেরী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বড়খেরী ও চরগাজী ইউনিয়ন জেএসডির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চর গাজী ইউনিয়ন জেএসডির আহ্বায়ক মীর গোলাম আজম ফারুকের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেএসডির সহ-সভাপতি বেগম তানিয়া রব, উপজেলা জেএসডির সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন নিরবসহ রামগতি উপজেলা জেএসডি ও সহযোগী সংগঠনের নেতারা। ইত্তেফাক/কেকে

১ নভেম্বর জেএসসি পরীক্ষা শুরু

Image
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, আগামী ১ নভেম্বর এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান পরীক্ষা শুরু হবে। এজন্য সকল প্রস্তুতি চলছে। এ ছাড়া আগামী বছরের ১ জানুয়ারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণের কথাও জানান মন্ত্রী।  শিক্ষামন্ত্রী সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন।  এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান ও অব্দুল্লাহ আল হাসান চৌধুরী, এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহা, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহাবুবুর রহমান, সেকায়েপ প্রকল্প পরিচালক ড. মো. মাহামুদ-উল-হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  শিক্ষামন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে মন্ত্রণালয়ের কাজ আরো ...

১০ দিনেই ৯০০০০ রোহিঙ্গা বাংলাদেশে

Image
সেনাবাহিনীর অভিযানের মধ্যে গত ১০ দিনে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।  গত আগস্টে রাখাইনে নতুন করে অভিযান শুরু করা হয়। ২৫ আগস্ট রাখাইন রাজ্যে পুলিশ ও সেনাবাহিনীর ২০টির বেশি তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলা চালানো হয়।  এ ঘটনায় রোহিঙ্গাদের দায়ী করে শুরু হয় সেনা অভিযান।  রক্তক্ষয়ী এ অভিযানে এতে কমপক্ষে ৪০০ রোহিঙ্গা প্রাণ হারিয়েছে। বিডি প্রতিদিন/৪ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা

আগামী বছরের অক্টোবরেই জাতীয় সংসদ নির্বাচন'

Image
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নির্বাচন কমিশনের বড় কোনো কাজ দেখছি না। যে কাজ আছে, সেটা ভোটার তালিকা হালনাগদ এবং নির্বাচনী আসন্ন পুর্নবিন্যাস। এগুলো খুবই সামান্য কাজ, তাতে আমরা আশা করছি, আগামী বছরের অক্টোবরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার সকালে সচিবলায়ে অর্থ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, মায়ানমারের রোহিঙ্গা ইস্যুতে আমাদের সরকার উদ্বিগ্ন ও ক্ষুব্ধ, আমরা মনে করি, এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। মায়ানমারের সঙ্গে আমরা সম্পর্কে ভালো রাখার চেষ্টা করছি। রোহিঙ্গা ইস্যুতে অং সান সুচির পদক্ষেপ ঘৃণিত ও নিন্দিত। নোবেল শান্তি পুরস্কার জয়ী অং সান সুচির মায়ানমার সরকারের এ কর্মকাণ্ডের প্রতি কিভাবে সর্মথন যুগিয়ে যাচ্ছেন, সেটা আমাদের বোধ্যগাম্য নয়। বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

মুসলিম দেশ হয়েও তাজাকিস্তানে হিজাব নিষিদ্ধ

Image
হিজাব নিষিদ্ধ করল তাজাকিস্তান সরকার। সেদেশের নাগরিকদের ৯৮ ভাগই মুসলিম। তাই স্বাভাবিক ভাবেই সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধিতা এসেছিল। সেই সব উপেক্ষা করেই নতুন এই আইন পাস করা হয়েছে।   তাজাকিস্তানের সংস্কৃতিমন্ত্রী শামসুদ্দিন ওরুমবেকজোদা বলেছে, “ইসলামী পোশাক কিছুক্ষেত্রে সন্দেহের উদ্রেক করে। যখন কোনও মহিলা হিজাব পরে থাকেন, তখন অন্যরা সন্দেহের চোখে তাকান। হিজাবের নিচে কিছু লুকিয়ে রাখতে পারেন বলে দুশ্চিন্তায় থাকেন। ’‌  নতুন আইনে সরকারি দপ্তরগুলিতে মহিলাদের হিজাব পরা ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে। যদিও আইন পাস হওয়ার আগে গতমাসের শুরুতেই ৮০০০ মহিলাকে সরকারি অফিসে হিজাব পরতে নিষেধ করেন কর্মকর্তাকরা। হিজাবের পরিবর্তে স্কার্ফ পরার পরামর্শ দেওয়া হয়।   তবে এই আইন অমান্য করলে কী শাস্তি হবে, যদিও সেটা এখনও ঘোষণা করা হয়নি। সম্ভবত হিজাব সংক্রান্ত আইন অমান্য করলে জরিমানা হতে পারে। বিডি-প্রতিদিন/৪ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর 

পাকিস্তানকেও উচিত বাংলাদেশকে অনুসরণ করা : মালালা

Image
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, গত ১০ দিনে ৯০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে।  মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে পড়ে দেশ ছেড়েছেন এসব রোহিঙ্গা। আশ্রয় নিয়েছেন বাংলাদেশে।  আর তাদেরকে সাধ্যমতো খাবার-আশ্রয় দিয়েছে বাংলাদেশ।  রোহিঙ্গা শিশুদের শিক্ষার ব্যবস্থাও নেয়া হয়েছে। এ জন্য বাংলাদেশের প্রশংসা করে শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই বলেছেন, পাকিস্তানকেও উচিত বাংলাদেশকে অনুসরণ করা।  শুধু পাকিস্তান নয়, অন্য দেশগুলোকেও বাংলাদেশ থেকে শিক্ষা নিতে বলেছেন তিনি। গত ২৫ আগস্ট সেনা অভিযান শুরুর পর রাখাইনে এ পর্যন্ত ৪০০ রোহিঙ্গার মৃত্যুর খবর পাওয়া গেছে।  রোহিঙ্গাদের ঘর-বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় জিরো পয়েন্টে অবস্থানকারী রোহিঙ্গাদের ওপরও গুলি ছুড়ছে মিয়ানমারের সেনাবাহিনী। এ ঘটনার নিন্দা জানাতে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা এবং শান্তিতে নোবেলবিজয়ী অং সান সুচির প্রতি আহ্বান জানিয়েছেন মালালা।  টুইটারে তিনি লিখেছেন, আমি সবসময় এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসছি। আমি রোহিঙ্গা নিধনের ঘটনায় সুচির নিন্দা জানানোর অপেক্ষায় আছি।  ...

দেখুন হেলিকপ্টারে হামলা চালাচ্ছে মিয়ানমার আর্মি, জিরো পয়েন্টে আর্তনাদ দেখুন ভিডিও সহ…..

Image
দেখুন হেলিকপ্টারে হামলা চালাচ্ছে মিয়ানমার আর্মি, জিরো পয়েন্টে আর্তনাদ দেখুন ভিডিও সহ…..দেখুন হেলিকপ্টারে হামলা চালাচ্ছে মিয়ানমার আর্মি, জিরো পয়েন্টে আর্তনাদ দেখুন ভিডিও সহ…..দেখুন হেলিকপ্টারে হামলা চালাচ্ছে মিয়ানমার আর্মি, জিরো পয়েন্টে আর্তনাদ দেখুন ভিডিও সহ…..দেখুন হেলিকপ্টারে হামলা চালাচ্ছে মিয়ানমার আর্মি, জিরো পয়েন্টে আর্তনাদ দেখুন ভিডিও সহ…..দেখুন হেলিকপ্টারে হামলা চালাচ্ছে মিয়ানমার আর্মি, জিরো পয়েন্টে আর্তনাদ দেখুন ভিডিও সহ…..দেখুন হেলিকপ্টারে হামলা চালাচ্ছে মিয়ানমার আর্মি, জিরো পয়েন্টে আর্তনাদ দেখুন ভিডিও সহ…..

রোহিঙ্গাদের সহায়তা করা সম্ভব নয় : মতিয়া

Image
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘রোহিঙ্গারা সমস্যায় পড়লেই আমরা তাদের সাহায্য-সহযোগিতা করি। কিন্তু বার বার তাদের সাহায্য-সহযোগিতা করা কি সম্ভব?’ ঈদের ছুটি শেষে সোমবার প্রথম কার্যদিবসে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, ‘মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের আমরা সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করছি। কিন্তু কত সাহায্য করা যায়? আমাদের সম্পদেরও তো একটা হিসাব আছে।’ তিনি বলেন, ‘রোহিঙ্গারা এখন বড় অসহায়। তারা নির্যাতিত-নিষ্পেষিত। শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বের রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত।’ ঈদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, ‘ঈদ সবারই ভালো কেটেছে। কৃষকদের ঈদও ভালো কেটেছে। যেসব কৃষক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বীজ ও চারা দিয়ে সহযোগিতা করা হচ্ছে।

রোহিঙ্গা নিয়ে দুই ‘বড় ভাইয়ের’ ভাবনা কী?

Image
ভারত ও চীন এই অঞ্চলের দুই ‘বড় ভাই’। আয়তনে, জনসংখ্যায় তো বটেই, এমনকি শক্তি-সামর্থ্যে, প্রভাব বিস্তারেও তারা দাপুটে। নিজস্ব বলয় তৈরিতে তারা তৎপর। এই তৎপরতায় দেশ দুটি এত ব্যস্ত এবং এত সতর্ক যে, অনেক ঘটনা তাদের চোখ এড়িয়ে যায়। অনেক কিছু দেখেও চোখ বন্ধ রাখে। আর শুনতে যেন না হয়, এ জন্য কানে দিয়ে রাখে তুলো। প্রতিদিন শয়ে শয়ে রোহিঙ্গা নারী, পুরুষ, শিশু ভিটেমাটি ছেড়ে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকছে, ডুবে মারা যাচ্ছে। শিশুদের নিথর দেহ বয়ে নিয়ে আসছেন স্বজনেরা। জ্বালিয়ে দেওয়া হচ্ছে রোহিঙ্গাদের বাড়ি, পলায়নপর নারী-শিশুদের ওপর চালানো হচ্ছে নির্বিচারে গুলি। তবু নির্বিকার মাও সে তুংয়ের চীন ও মহাত্মা গান্ধীর ভারত। বাংলাদেশ যেখানে রোহিঙ্গাদের আশ্রয়, দানাপানি দিচ্ছে, ভারত সেখানে সে দেশে আশ্রয় নেওয়া ৪০ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানোর ফন্দি করে যাচ্ছে। রোহিঙ্গা প্রশ্নে ভারত ও চীনের কী অবস্থান, সেটা বোঝার জন্য মিয়ানমারের প্রতি এ দুটি দেশের স্বার্থের ধরনটা আগে জানা দরকার। প্রথমে বলা যাক ভারতের কথা। ভারতের দিল্লি, কাশ্মীরসহ বিভিন্ন স্থানে ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থী রয়েছে। ভারত সরকার মনে করে, এই রোহিঙ্গা...