Posts

Showing posts from July 26, 2018

পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার বিল পাশ

Image
ভারতের পশ্চিমবঙ্গের নাম পাল্টে ‘বাংলা’ করার বিল পাশ করেছে রাজ্যের বিধানসভা। বৃহস্পতিবার বিলটি পাশ হয়। খবর জি নিউজ ইন্ডিয়ার। এখন চূড়ান্ত অনুমোদন পেতে লোকসভার অনুমোদন লাগবে। সেখানে পাশ হয়ে গেলেই পশ্চিমবঙ্গ পরিচিতি পাবে ‘বাংলা’ নামে। ২০১১ সালে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকবার রাজ্যটির নাম বদলের উদ্যোগ নেন, মমতা বন্দোপাধ্যায়। তবে তা সফল হয়নি। বছর দুয়েক আগে ২০১৬ সালের আগস্টে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা পাশ হয় বিধানসভায়। ওই প্রস্তাবনায় তিনটি পৃথক ভাষা বাংলা, হিন্দি ও ইংরেজিতে রাজ্যের নাম ‘বেঙ্গল’ করার সুপারিশ করা হয়। প্রস্তাবটি পাশ করতে সম্মত হয়নি লোকসভা। এবার নতুন করে বিল পাস করলো মমতার সরকার। এই বিলে তিন ভাষায়ই রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব করা হয়েছে। ইত্তেফাক/টিএস

পৃথিবী ও মঙ্গল সবচেয়ে কাছাকাছি থাকবে মঙ্গলবার

Image
মঙ্গলগ্রহ গত ১৫ বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছে আসবে মঙ্গলবার । ফলে সেদিন লাল গ্রহটি আরো উজ্জ্বল ও বড় দেখাবে। টেলিস্কোপ বা খালি চোখে সহজেই দেখা যাবে মঙ্গলকে। আমেরিকার মহাকাশ সংস্থা নাসা এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র। নাসা জানায়, আগামী ২৭  থেকে ৩০ জুলাই পৃথিবীর কাছাকাছি অবস্থানের কারণে মঙ্গলগ্রহকে অনেক উজ্জ্বল দেখাবে। ৩১ জুলাই পৃথিবী ও মঙ্গলের মাঝে দূরত্ব থাকবে ৫ কোটি ৭৬ লাখ কিলোমিটার। এটি হবে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম দূরত্ব। এর পর থেকে এটি দূরে সরতে শুরু করবে। পেনসেলভানিয়ার ওয়াইডনার ইউানভার্সিটির জ্যোর্তিবিজ্ঞানী হেরি আগেনসেন বলেন, মঙ্গলগ্রহকে বিমানের ল্যান্ডিং লাইটের মতো বড়ো আর উজ্জ্বল দেখাবে। তিনি বলেন, মঙ্গলের উজ্জ্বলতা শুক্র গ্রহের চেয়ে বেশী হবে না, তবে লালচে ও কমলা-লাল রংয়ের দেখা যাবে। মঙ্গলগ্রহটি পৃথিবীর কাছাকাছি আসার আগে শুক্রবার সূর্যের বিপরীত দিকে অবস্থান করবে। এদিকে শুক্রবার রাতে পৃথিবী থেকে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণও দেখা যাবে। আফ্রিকা, এশিয়া,অস্ট্রেলিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকা থেকে এ চন্দ্রগ্রহণ দেখা সম্ভব হবে। ইত্তেফাক/টিএস

'ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রের পতন অনিবার্য'

Image
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সুলাইমানি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করলে আমেরিকার পতন অনিবার্য। আমেরিকা তার সব কিছু হারাবে। আমেরিকা যুদ্ধ শুরু করলে এর সমাপ্তিটা কেমন হবে তা আমরা নির্ধারণ করব।  বৃহস্পতিবার হামেদানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় জেনারেল সুলাইমানি আরও বলেছেন, ট্রাম্প জুয়াড়ির ভাষায় কথা বলেন। ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে জবাব পাওয়ার মতো মর্যাদার অধিকারী ট্রাম্প নন। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে উদ্দেশ্য করে বলেছেন, আমেরিকাকে কখনো আর হুমকি দেবেন না। দিলে এমন পরিণাম ভোগ করবেন, ইতিহাসে যাদের সংখ্যা খুব অল্প।  এর জবাবে কাসেম সুলাইমানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি ইরানকে ইতিহাসের বিরল পরিণতির হুমকি দিচ্ছেন। আপনি আপনার সামরিক কমান্ডার, রাজনীতিবিদ ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রধানদের কাছ থেকে জেনে নিন যে, তারা গত কয়েক দশকে...

ডেঙ্গু জ্বরে করণীয়

Image
ডেঙ্গু আগেও ছিল, এখনো আছে। তাই ডেঙ্গু জ্বরকে ভয় না পেয়ে সচেতনতা বৃদ্ধি আর প্রতিরোধ করেই চলতে হবে। ডেঙ্গু নিয়ে উৎকণ্ঠার প্রয়োজন নেই। নিতে হবে সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা। মূলত ডেঙ্গু ভাইরাসের কারণে রক্তনালিতে প্রদাহের সৃষ্টি (ভাসকুলাইটিস) হয়। ফলে রক্তনালির ভিতর থেকে তরল পদার্থ রক্তনালির বাইরে লিক করে বেরিয়ে আসে। এ কারণে ত্বকের নিচে রক্ত জমে ত্বক ফুলে ওঠে এবং লালাভ চাকার মতো দেখা যায়। একই সঙ্গে রক্তে প্লাটিলেট কাউন্ট কমে গিয়ে রক্তক্ষরণের প্রবণতা বেড়ে যায়। ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর গুরুতর কোনো সমস্যা নয়। বমি, পেটব্যথা ও মাথাব্যথা, কোমর ব্যথা, অস্থিসন্ধি বা জয়েন্টে ব্যথা, চোখের পেছনে ব্যথা। প্রচণ্ড হাড় ব্যথার ফলে মনে হয় হাড় ভেঙে গেছে। এ কারণে এই জ্বরকে ‘ব্রেক বোন ফিভার’ বলা হয়ে থাকে। এই জ্বরে আক্রান্ত শিশুকে ধরলে বা নাড়াচাড়া করলেই শিশু কেঁদে ওঠে, খিটখিটে মেজাজের হয়ে যায়। ডেঙ্গু জ্বরে সারা শরীর বিশেষ করে হাড়ে খুব ব্যথা অনুভূত হয়, তাই শিশুকে ধরলেই শিশু ব্যথায় কেঁদে ওঠে। ৩-৪ দিনের মধ্যেই এই জ্বর ভালো হয়ে যায়। অনেক সময় শরীরের ত্বকে অ্যালার্জি র‌্যাশের মতো র‌্যাশ দেখা দিতে পারে। এই র‌্যাশগ...

সিরিয়ায় ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ২১৫

Image
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম, এবং সুবাইদার প্রাদেশিক রাজধানীতে সমন্বিত হামলা চালিয়েছে আইএস। এতে সুবাইদা প্রদেশে কমপক্ষে ২১৫ জন নিহত হয়েছে।  সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার দেশটির স্বাস্থ্য বিভাগের পরিচালক এ তথ্য নিশ্চিত করছেন। এছাড়া জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। এদিকে ফক্স নিউজের এক প্রতিবেদন বলছে, বুধবার সিরিয়ায় পৃথক কয়েকটি সন্ত্রাসী হামলায় ২২০ জন নিহত হয়েছে।  আইএস এক বিবৃতিতে জানিয়েছে, তারা বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি গ্রামে এবং সুবাইদার প্রাদেশিক রাজধানীতে সমন্বিত হামলা চালিয়েছে। তারা এই দিন আত্মঘাতি হামলাও চালায়।  জানা গেছে, বুধবার সিরীয় সরকার নিয়ন্ত্রিত বেশ কিছু এলাকায় পৃথক কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। এতে আহত হয়েছে আরও দুইশ' মানুষ। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।  এদিকে, ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বুধবার সুবাইদা শহর, রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর ও পূর্বাঞ্চলীয় বেশ কিছু গ্রামে হামলা হয়েছে। সংস্থাটি জানায়, সিরিয়ায় গৃহ...

বৃষ্টি চাই, তবে বর্ষা নয়

Image
মফস্বল শহরে যে বাড়িতে থাকতাম, পাশেই ছিল স্কুলের মাঠ। সেখানে রোজ বিকেলে ফুটবল খেলতাম। শ্রাবণের ঘোর বর্ষায় দু-তিন দিন খেলা বন্ধ থাকত। এরপর মনটা আর বাধ মানত না। বন্ধুরা সবাই মিলে বৃষ্টিতে ভিজতে ভিজতে ফুটবলে মেতে উঠতাম। মাঠের এখানে-সেখানে পানিতে আটকে যেত বল। সে আরেক মজা! ঘাসভরা পিছল মাঠে পা হড়কে পড়ে সড়াৎ করে চলে যেতাম অনেকটা। ব্যথা লাগত না। লাগলেও কেয়ার করতাম না। হি-হি হাসিতে চাপা পড়ে যেত। শ্রাবণের বৃষ্টি নিয়ে কবি ফররুখ আহমদের দারুণ একটা কবিতা আছে। ‘বৃষ্টি নামে রিমঝিমিয়ে/ রিমঝিমিয়ে রিমঝিমিয়ে/ টিনের চালে গাছের ডালে/ বৃষ্টি ঝরে হাওয়ার তালে...’। বাদলা দিনের একটানা সুরের যে জীবন্ত বর্ণনা কবিতায় মূর্ত, তা বৃষ্টির কোমলকান্তি অনন্য রূপটিকে চোখের সামনে তুলে ধরে। কিন্তু ঢাকার ঢাকনা আঁটা জীবনে সেই বৃষ্টিকে খুঁজে পাওয়া দায়। শুধু ঢাকা কেন, বন্দর নগর চট্টগ্রামও বৃষ্টির পানিতে দেখা দেওয়া জলাবদ্ধতায় অসহায়। ভরা বর্ষায় বৃষ্টিতে নাকাল—এমন নগর আর শহর আছে দেশজুড়েই। অথচ শৈশবে বর্ষার বাদল দেখেছি অন্য রকম। বর্ষার বৃষ্টিভেজা মাঠে মাঝেমধ্যে পাওয়া যেত অন্য রকম মজা। স্কুলের পেছনে পুকুর-ডোবা ছিল কয়েকটা। অবির...

মঙ্গলে পাওয়া গেল তরল পানির হ্রদ, দাবি বিজ্ঞানীদের

Image
মঙ্গলের এই ছবি দেখিয়ে প্রথমবারের মতো এই গ্রহে পানির অস্তিত্ব পাওয়ার কথা জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা। ছবি: এএফপি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য গবেষকদের মধ্যে তোড়জোড় অনেক দিনের। এবার বোধ হয় তা আরও সম্ভবের দিকে গেল। গবেষকেরা মঙ্গলে পানি খুঁজে পাওয়ার দাবি করেছেন। মঙ্গল গ্রহে প্রথমবারের মতো পানির অস্তিত্ব পাওয়ার কথা জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের দাবি, লাল এই গ্রহটিতে আরও পানি এবং সম্ভবত প্রাণের অস্তিত্ব পাওয়া যাবে। জ্যোতির্বিজ্ঞানীদের বরাত দিয়ে আজ বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা বলা হয়েছে। মার্কিন জার্নালে প্রকাশিত ইতালির গবেষকদের এক প্রতিবেদনে মঙ্গলে পানির ভূগর্ভস্থ হ্রদ পাওয়ার কথা বলা হয়েছে। লাল গ্রহে ভূগর্ভস্থ পানির এই হ্রদ ২০ কিলোমিটার প্রশস্ত। বুধবার এক প্রেস কনফারেন্সে ইতালিয়ান স্পেস এজেন্সি মার্স এক্সপ্রেস মিশনের ব্যবস্থাপক এনরিকো ফ্লামিনি বলেন, ‘মঙ্গলে পানি আছে। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।’ তবে এ পানি পান করার মতো কি না, তা জানা যায়নি। এর আগে পৃথিবীর মাটি যেমন বিভিন্ন স্তরে স্তরে থাকে, তেমনই মঙ্গলের বরফের মধ্যেও স্তর দেখার কথা জানিয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। তখন বল...