Posts

Showing posts from April 1, 2018

দোমা ছাড়তে চুক্তিতে পৌঁছেছে বিদ্রোহীরা

Image
সিরিয়ায় সরকারবিরোধীদের নিয়ন্ত্রণে থাকা পূর্ব গৌতার সর্বশেষ শহর দোমা থেকে গুরুতর আহত ব্যক্তিদের সরিয়ে নিতে একটি চুক্তি হয়েছে। আহত ব্যক্তিদের সেখান থেকে ইদলিবে নেওয়া হবে। যদিও এই অঞ্চল এখনো বিদ্রোহীদের দখলে। বিবিসি অনলাইনের প্রতিবেদনের জানানো হয়, গতকাল শনিবার বিদ্রোহী গোষ্ঠী জইশ আল-ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সিরীয় সরকারের মিত্র রাশিয়ার সেনাবাহিনীর একটি সমঝোতা চুক্তি হয়েছে। দামেস্কের উপকণ্ঠে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সর্বশেষ এ ঘাঁটির পুনর্নিয়ন্ত্রণ নিতে রাশিয়ার সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী গত ১৮ ফেব্রুয়ারি পূর্ব গৌতায় অভিযান শুরু করে। ২০১৩ সাল থেকে পূর্ব গৌতা এলাকাটি বাশার আল-আসাদবিরোধী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ‘ইদলিবে যেতে ইচ্ছুক কয়েক শ’ বেসামরিক লোককে সেখানে যাওয়ার সুযোগ করে দিতে একটি আংশিক চুক্তি হয়েছে।’ সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘একটি সম্পূর্ণ চুক্তির জন্য আলোচনা অব্যাহত রয়েছে।’ বিমান হামলায় বিধ্বস্ত দোমা শহর। ৫ মার্চ, ২০১৮। ছবি: রয়টার্স পূর্ব গৌতার সবচেয়ে জনবহুল শহর দোমা...

'মুসলিম দেশে ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেয়া উচিত'

Image
ফিলিস্তিনীদের উপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে ইরানের পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলাউদ্দিন বোরুজের্দি বলেছেন, যেসব মুসলিম দেশে ইসরাইলি দূতাবাস রয়েছে সেসব দেশের উচিত ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করা এবং দূতাবাস বন্ধ করে দেয়া। আলাউদ্দিন বোরুজের্দি বলেন, ফিলিস্তিনীদের ভূমি দিবসের ৪২তম বার্ষিকীর ওই মিছিল ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। ওই শান্তিপূর্ণ মিছিলে ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ১৭ জন শহীদ এবং দেড় হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়। বোরুজের্দি আরও বলেন, ভূমি দিবসে ফিলিস্তিনিদের মিছিলে ইসরায়েলি হামলার জন্য প্রধানত দায়ী আমেরিকা।কুদস শহরে মার্কিন দূতাবাস স্থানান্তর করার মার্কিন সিদ্ধান্তের কারণে ইসরায়েল এই ঔদ্ধত্য দেখাতে সাহস করেছে বলে তিনি মন্তব্য করেন। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় আবারও প্রমাণ হলো ইসলামের প্রধান শত্রু হলো ইসরায়েল। তাদের সাথে যারা যোগসাজশ করবে তারাও ইসরায়েলিদের অপরাধের অংশীদার হবে। সূত্র: রেডিও তেহরান বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/আরাফাত

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু কাল

Image
ফাইল ছবি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ-মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার তত্ত্বীয় পরীক্ষা ২ এপ্রিল সোমবার থেকে শুরু হয়ে ১৩ মে রবিবার এবং ব্যবহারিক পরীক্ষা ১৪ মে থেকে শুরু হয়ে ২৩ মে শেষ হবে। চলতি বছর ৮ হাজার ৯৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩,১১,৪৫৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৬,৯২,৬৭৩০ জন ছেলে এবং ৬,১৮,৭২৭ জন মেয়ে। ২০১৭ সালে পরীক্ষার্থী সংখ্যা ছিল ১১,৮৩,৬৮৬ জন এবং ২০১৮ সালে পরীক্ষার্থী সংখ্যা ১৩,১১,৪৫৭ জন। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে মোট পরীক্ষার্থী বেড়েছে ১,২৭,৭৭১ জন, বৃদ্ধির হার ১০.৭৯%। মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৭৯টি এবং মোট কেন্দ্র বেড়েছে ৪৪টি শিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিকভাবে সারাদেশের এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ২৫ (পঁচিশ) মিনিট পূর্বে ভারপ্রাপ্ত কর্ম...

চীনকে চাপে রাখতে অরুণাচলে সেনা বৃদ্ধি ভারতের

Image
ফাইল ছবি চীনকে চাপে রাখতে অরুণাচলে সেনা বাড়াচ্ছে ভারত। গত কয়েকদিনে চীন, তিব্বত সীমান্তের দিবাং, দাউ-দেলাই ও লোহিত ভ্যালিতে ভারত তাদের সেনাবাহিনীর টহলদারি বাড়িয়েছে।  তিব্বত সীমান্তে চীনা বাহিনীর দাপট কমাতে উন্নতমানের নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন ভারতীয় সেনা কর্মকর্তারা। এমনকী হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথেও নজরদারি চালানো হবে বলে সূত্রের খবর।  ডোকা লা'র ঘটনার পর থেকেই চীন সীমান্তের নিরাপত্তা নিয়ে একটু বেশিই তৎপর হয়েছে ভারতীয় সেনাবাহিনী। ডোকা লায় নজরদারি বাড়ানোর পাশাপাশি অরুণাচলেও বাড়ানো হয়েছে নজরদারি। ইতোমধ্যেই অরুণাচলের তাওয়াংয়ে সড়ক ব্যবস্থা উন্নত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সড়ক যোগাযোগ উন্নত হলে সেনাবাহিনী ভারী যানবাহন সীমান্তে দ্রুত পৌঁছতে পাড়বে। তিব্বত সীমান্তে ১৭,০০০ ফুট উঁচুতে বরফ ঢাকা পাহাড়েও বাড়তি নজরদারি চালানো হচ্ছে।  ভারত তিব্বত সীমান্তের গ্রাম কিবিথুতে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন ডোকা লা'র পর চীনের যেকোনও চ্যালেঞ্জের জবাব দিতে আমরা প্রস্তুত। ভারত চীন সীমান্ত এলাকায় কী কর্মকাণ্ড চলছে তা নজরে রাখতে ছোট ছোট দলে ভাগ হয়ে পেট্রলিং কর...

বিমানবালাদের বিবস্ত্র করে তল্লাশি, বিক্ষোভ (ভিডিও)

Image
বিমানবালাদের বিবস্ত্র করে তল্লাশির অভিযোগ উঠেছে ভারতের বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেটের বিরুদ্ধে। নিরাপত্তারক্ষীদের দিয়ে কয়েক দিন ধরেই তাদের বিবস্ত্র করে তল্লাশি করা হচ্ছে- এমন অভিযোগে শনিবার চেন্নাই বিমানবন্দরে বিক্ষোভ করেন বিমানবালারা। নিরাপত্তারক্ষীরা তাদের শরীরে আপত্তিকরভাবে হাত দিয়েছেন বলে অভিযোগ করেছেন তারা। খবর এনডিটিভির। বিমানবালা আরও অভিযোগ করেন, বিমান থেকে নামার পরপরই তাদের বিবস্ত্র করে শরীর তল্লাশির পাশাপাশি তাদের ব্যাগ, ব্যক্তিগত সামগ্রীও খুলে দেখা হয়। তাদের হাতব্যাগ থেকে স্যানিটারি ন্যাপকিন ফেলে দিতেও বাধ্য করা হয়।  তল্লাশির ঘটনায় চেন্নাই বিমানবন্দরে বিমানবালাদের বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পরে। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে। সূত্রে জানা যায়, বিমানের খাবার অসাধু উপায়ে বিমানবালারা বিক্রি করছেন এমন অভিযোগে এ তল্লাশি করেন বেসরকারি এই বিমান সংস্থা। সেই অর্থ ও বিমানের অন্য মূল্যবান সামগ্রী চুরির অভিযোগও করা হয়। যে কারণে বিমান থেকে নামার পর তাদের শৌচাগারেও যেতে দেয়া হয় না। বিডি  প্রতিদিন/ এ  মজুমদার

নীতি বদলে দালাইলামার অনুষ্ঠানে ভারতীয় মন্ত্রী

Image
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামার কোনো অনুষ্ঠান বর্জনের নির্দেশনা দিয়েছিল ভারত সরকার। গত মাসেই মন্ত্রীদের তার অনুষ্ঠানে যেতে বারণ করা হয়। কিন্তু এক মাসেরও কম সময়ের মধ্যে সেই নীতি বদলে গতকাল দালাইলামার নির্বাসনের ৬০ বছর পূর্তির অনুষ্ঠানে অংশ নেন পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা। এ সময় তার সঙ্গে ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব এবং বিরোধী দল কংগ্রেসের নেতা সত্যব্রত চতুরবেদি। - এনডিটিভি ইত্তেফাক/মোস্তাফিজ