Posts

Showing posts from December 8, 2019

সচিবালয়ের আশপাশে হর্ন বাজালেই জেল

Image
ফাইল ছবি বাংলাদেশ সচিবালয়ের আশেপাশে ঘোষিত ‘নীরব এলাকা’য় যানবাহনের হর্ন বাজালেই জেল-জরিমানা করা হবে। সরকারের প্রণীত বিধিমালা অনুযায়ী দণ্ডে দণ্ডিত করা হবে। যেটি শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর থেকে। গত ২৫ নভেম্বর আন্তঃমন্ত্রণালয় সভায় আগামী ১৭ ডিসেম্বর থেকে সচিবালয়ের চারপাশ ‘নিরব জোন’ হিসেবে কার্যকরের সিদ্ধান্ত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিনের সভাপতিত্বে শব্দ দূষণের মারাত্মক ক্ষতি থেকে রেহাই দিতে এ সিদ্ধান্ত হয়।   সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকা নীরব জোন বা নো হর্ন জোন হিসেবে হর্ন বাজালে এক মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন গাড়ির চালক। আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্ত অনুযায়ী, ‘নিরব জোন’ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় হর্ন বাজানো যাবে না। ‘নিরব জোন’ কার্যকর করতে রবিবার সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে প্রণীত ‘শব্দ...

দুই রানে ম্যাচ জয়, আরও একটি স্বর্ণ পদক বাংলাদেশের মেয়েদের

Image
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত শ্বাসরূদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশের মেয়েরা। পোখারায় রবিবার এসএ গেমসে ফাইনালে ২ রানে জিতে সালমা খাতুনের দল। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৯১ রান করে বাংলাদেশ। এত সহজ টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ছিটকে যেতে থাকে ম্যাচ থেকে শ্রীলঙ্কা। শেষ ওভারে এসে লঙ্কানদের প্রয়োজন ছিল মাত্র ৭ রান। কিন্তু সেই রানটাও করতে পারেনি তারা। এই ওভার থেকে মাত্র ৪ রান তুলতে পারে তারা। ৮ উইকেটে ৮৯ রান করে শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন নাহিদা আকতার, একটি করে নেন জাহানারা, সালমা ও খাদিজাতুল কুবরা। এদিকে এসএ গেমসে আজ আরচারি থেকে তিন স্বর্ণ পদক পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত ১১টি স্বর্ণ পদক জিতল। এর আগে বাংলাদেশকে তায়কোয়ান্দো থেকে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন দিপু চাকমা। এরপর কারাতে থেকে স্বর্ণ পদক জেতেন আল আমিন, মারজান আক্তার প্রিয়া ও হুমায়রা আক্তার অন্তরা। এরপর শনিবার মাবিয়া আক্তার, জিয়ারুল ইসলাম ও ফাতেমা মুজিব বাংলাদেশের হয়ে স্বর্ণ পদক জেতে...

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

Image
সংগৃহীত ছবি অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আসরের মধ্য দিয়ে তিন মৌসুম পর ফের বিপিএলে অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বিকাল সাড়ে ৫টা থেকে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি দেখাচ্ছে বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর। আর বিপিএলের এই বিশেষ আসরের জন্য টাইটেল স্পন্সরশিপের স্বত্ব পেয়েছে স্যাটেলাইট সার্ভিস প্রোভাইডার কোম্পানি আকাশ ডিটিএইচ।  বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের ব্যপ্তিকাল হবে সাড়ে ৫ ঘণ্টা। শেষ হবে রাত ১০টায়। এবারের আসরকে স্মরণীয় করে রাখতে বর্ণিল উৎসবের মধ্য দিয়ে উদ্বোধন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই উৎসবের জন্য পুরোপুরি বর্ণিল সাজে সেজেছে ‘হোম অব ক্রিকেট’ তথা শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ এই বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বঙ্গবন্ধু বিপিএলের জমকালো...

নয় কৃর্তিমান ব্যক্তিত্বকে সম্মননা দিল ধরিত্রী বাংলাদেশ

Image
লোগো শান্তি ও সম্প্রতি, শিল্পকলা, কৃষি, মুক্তিযুদ্ধ, মানবসেবা, শিক্ষা, পরিবেশ ও সাস্কৃতিকক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশের বিশিষ্ট নয় কৃর্তিমান ব্যক্তিত্বকে জাতীয় সম্মননা প্রদান করেছে ধরিত্রী বাংলাদেশ।  শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত দশম জাতীয় সম্মননা প্রদান অনুষ্ঠানের সভাপতি জাতীয় অধ্যাপক আনসুজ্জামান কৃর্তিমান ব্যক্তিদের মাঝে সম্মাননা পদক প্রদান করেন। এবার পদক পেয়েছেন শান্তি ও সম্প্রতি রক্ষায় সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ (৮২), শিল্পকলায় বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী (৮২), কৃষিতে সাবেক কৃষিমন্ত্রী ও রাজনীতিবিদ বেগম মতিয়া চৌধুরী (৭৭), মুক্তিযুদ্ধে মফিজুল ইসলাম খান কামাল (৭৯),  মানবসেবায় বরেণ্য চিকিৎসক অধ্যাপক ডা. কাজী শহীদুল আলম (৭২), শিক্ষায় শিক্ষাবিদ অধ্যাপক ড. হাসিনা খান (৬৫), পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য আবু নাসের খান (৬২), সংস্কৃতিতে সংগীতশিল্পী ও সংগঠক নাসরিন আহমেদ রিনাকে (৫৯) ধরিত্রী বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সম্মননা প্রদান করা হয়।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যাল...

টিকিটের দাম শুনে অবাক সালমান-ক্যাটরিনার ম্যানেজার!

Image
জেমস-মমতাজ-সালমান-ক্যাটরিনা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জমকালো উদ্বোধন আজ। এ উদ্বোধনীতে সুরের মূর্ছনায় দর্শক মাতাবেন লাল-সবুজের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যান্ড তারকা জেমস ও মমতাজের মতো জীবন্ত কিংবদন্তিরা। একইসঙ্গে থাকছেন বলিউড সুপারস্টার সালমান খান, ক্যাটরিনা কাইফ, সনু নিগাম ও কৈলাশ খের। জানা গেছে, এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামের সবুজ গালিচায় বসে জাকজমকপূর্ণ এই অনুষ্ঠান দেখতে লাগবে ১০ হাজার টাকা। মাঠের ভেতরে মঞ্চের ৩০/৪০ গজ দূরে চেয়ারে বসে যারা দেখবেন, তাদের ১০ হাজার টাকা মূল্যের টিকিট কিনতে হবে। তার পেছনে ৫০ থেকে ৬০ গজ দূরে বসে যারা দেখবেন, সেই টিকেটের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা।  এছাড়া গ্র্যান্ডস্ট্যান্ড ও ক্লাব হাউজের টিকেটের মূল্য যথাক্রমে আড়াই ও এক হাজার টাকা। এই মূল্য শুনে রীতিমতো বিস্মিত হয়েছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফের ম্যানেজার। শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানান, সালমান খান ও ক্যাটরিনা কাইফের ম্যানেজার তো টিকিটের মূল্য দেখে অবাক।...

ভুটানে বাংলাদেশি হৃদরোগ বিশেষজ্ঞ দল

Image
অনুষ্ঠিত হয়ে গেল বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকস (বিআইটি) এর উদ্যোগে স্বাস্থ্যবিষয়ক দিনব্যাপী একটি বৈজ্ঞানিক সম্মেলন। শনিবার ভুটানের রাজধানী থিম্পুতে এ সম্মেলনের আয়োজন করা হয়।  বাংলাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল সম্মেলনে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসক লোটে শেরিং। সম্মেলনের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও কোর্স ডিরেক্টর এবং আমেরিকান কলেজ অব কার্ডিওলজির আন্তর্জাতিক গভর্নর অধ্যাপক আফজালুর রহমান। বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ক্লিনিকাল কার্ডিওলজিস্ট, বিশেষজ্ঞ চিকিৎসক, টেকনিশিয়ানগণ তাদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকস (বিআইটি) এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বাংলাদেশের বিশিষ্ট ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ বিআইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুর রহমান বলেন, আমি ভুটানে প্রথমবারের মত দক্ষিণ এশিয়ার প্রখ্যাত ইন্টারভেনশনাল ও ক্লিনিকাল হৃদরোগ বিশেষজ্ঞদের নিয়ে এরকম একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করতে পেরে আনন্দিত। সার্কভুক্ত দু’টি দেশের হৃদরোগ চিকিৎসা জগতে এই সম্মেলন অভূতপূর্...

মেয়েদের শিক্ষিত করতে এক বাবার দৈনিক ১২কিমি পথ পাড়ি

Image
এক মেয়ের সঙ্গে মিয়া খান। ছবি: সংগৃহীত প্রতিদিন ১২ কিলমিটার পথ পাড়ি দিয়ে তিন মেয়েকে স্কুলে নিয়ে যান এক বাবা। মিয়া খান নামে ওই ব্যক্তি আফগানিস্তানের শারানার বাসিন্দা। এই ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা ভাসছেন তিনি। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, মিয়া খান মোটর বাইকে করে তার তিন মেয়েকে নিয়ে নিয়মিত ১২ কিমি পথ পাড়ি দিয়ে নূরনিয়া স্কুল নিয়ে যায়। এরপর মেয়েদের স্কুল ছুটি হওয়া পর্যন্ত সেখানে ৪ কয়েক ঘণ্টা অপেক্ষা করেন। নূরনিয়া স্কুলটি সুইডিশ কমিটি দ্বারা পরিচালিত করা হয়। মিয়া খান বলেন, আমি নিরক্ষর মানুষ, দৈনিক মজুরীর ওপর আমার সংসার চলে। তবে আমার কাছে আমার মেয়েদের লেখাপড়া বেশি গুরুত্বপূর্ণ। কেননা আমাদের অঞ্চলে কোন মহিলা চিকিৎসক নেই। তিনি আরো বলেন, আমার ছেলেদের মতো মেয়েদেরও শিক্ষিত করা আমার অনেক বড় ইচ্ছা। রোজি নামে মিয়া খানের এক মেয়ে জানায়, পড়াশুনা করতে পেরে সে ভীষণ খুশি। আফগানিস্তানে সুইডিশ কমিটিকে সে জানায়, এই বছরে সে ক্লাস ৬-এ পড়ছে। সাফি আলি নামের একজন টুইটার ব্যবহারকারী মিয়া খানের এমন উদ্যোগের ব্যাপক প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, মিয়া খান একজ...