শরিয়া আইন চালুর প্রতিবাদে ব্রুনাই সুলতানের হোটেল বয়কট!
ব্রুনাইয়ে শরিয়া আইন চালুর পর কয়েকজন তারকাসহ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কর্মকর্তারা ব্রুনাইয়ে সুলতান হাসানাল বলকিয়াহ-র মালিকানাধীন হোটেলগুলো বয়কটের আহ্বান জানিয়েছেন। ধর্ষণ, ব্যাভিচার, সমকামিতা, ডাকাতির জন্য মৃত্যুর বিধান রেখে বুধবার শরিয়া আইন চালু হয় ব্রুনাইয়ে। এদিকে, জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান মিশেল বাচেলেট গত সোমবার এক বিবৃতিতে ব্রুনাইয়ের এই আইন কার্যকর না করার জন্য আহ্বান জানিয়েছিলেন। ওই আইন চালু হওয়ার পর হলিউডসহ অন্যান্য অঙ্গনের অনেক তারকা এবং রাজনীতিবিদরা ব্রুনাইয়ের সুলতানের মালিকাধীন বিলাসবহুল হোটেল বয়কটের ডাক দিলেন। সুলতান বিশ্বের কয়েকটি দেশে শীর্ষ কয়েকটি হোটেলের মালিক। এর মধ্যে সবচেয়ে অভিজাত ৯টি হোটেলের দুটিতে হলিউডের হেভিওয়েটদের আনাগোনা আছে। ওই হোটেল দুটিতে মাঝে মঝে বিনোদনমূলক বিশেষ অনুষ্ঠানও হয়। এর একটি হচ্ছে বেভারলি হিলস এবং লস এঞ্জেলেসের হোটেল বেল-এয়ার। অন্যান্য হোটেলগুলোর মধ্যে আছে লন্ডনের ডর্চেস্টার এবং প্যারিসের হোটেল প্লাজা এথিনি। হলিউড তারকা জর্জ ক্লুনি এক টুইটে লিখেছেন, যতবারই আমরা ৯টি হোটেলের কোনোটাতে থাকি, বৈঠক করি কিংবা খাওয়া দাওয়...