পুলওয়ামা হামলার চক্রী মাসুদ ঘনিষ্ঠ রশিদ, দাবি এনআইএ-র
এই গাজি আব্দুল রশিদই পুলওয়ামার চক্রী বলে দাবি গোয়েন্দাদের। ছবি: টুইটার থেকে সংগৃহীত। পুলওয়ামায় হামলা র পর কেটে গিয়েছে ৪৮ ঘণ্টা। এখনও পর্যন্ত হামলার ভয়াবহতা কাটিয়ে উঠতে পারেনি দেশ। তার মধ্যেই হামলা সংক্রান্ত নয়া তথ্য সামনে এল। তদন্তে নেমে বেশ কিছু তথ্যপ্রমাণ হাতে পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) । যার ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে একটি প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে তা সামনে এসেছে। তা থেকে জানা গিয়েছে, ভাইপোর মৃত্যুর বদলা নিতে চেয়েছিল পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদে র চাঁই তথা কুখ্যাত জঙ্গি মৌলানা মাসুদ আজহার । সেই মতো পাকিস্তান থেকে এক জঙ্গিকে উপত্যকায় পাঠিয়েছিল। ২০ বছরের আদিলকে প্রশিক্ষণ দেয় সে। তার নির্দেশেই বৃহস্পতিবার পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে হামলা চালায় আদিল। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ২০১৭ ও ’১৮ সালে পুলওয়ামায় সেনা অভিযানে মৃত্যু হয় মহম্মদ উসমান হায়দর ও তালহা রসিদ নামে দুই জঙ্গির। তারা দু’জনেই ছিল মাসুদ আজহারের ভাইপো এবং জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য। ’৯৯ সালে কন্দহর বিমান ছিনতাইয়ে যুক্ত ছিল মাস...