নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস

নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস
গভীর নলকূপ বসাতে গিয়ে শ্রমিকরা গ্যাসের সন্ধান পান। ছবি: ইত্তেফাক
গভীর নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পেয়েছেন শ্রমিকরা। নলকূপ বসানোর সময় ৪৪০ ফুট নিচের পাইপ দিয়ে এ গ্যাস বের হয়।
বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা গ্রামের সিরাজ হাওলাদারের বাড়িতে গ্যাসের সন্ধান পাওয়া যায়। বিষয়টি মুহূর্তের মধ্যে ওই এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনতা নলকূপ সিরাজের বাড়িতে ভিড় জমায়।
শুক্রবার দুপুর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার বিকেল ৫টায় অনবরতভাবে নলকূপের পাইপ দিয়ে গ্যাস বের হতে দেখা গেছে।
বাড়ির মালিক সিরাজ হাওলাদার বলেন, নলকূপ বসানোর একপর্যায়ে ৪৪০ ফুট মাটির নিচে পাইপ যাওয়ার পর সেখান থেকে প্রাকৃতিক গ্যাস বের হওয়া শুরু হয়। গভীর নলকূপের পাইপ দিয়ে এ গ্যাস বের হওয়ায় ও আগুনের স্ফুলিঙ্গ দেখে তারা আতঙ্কে রয়েছেন।
ইত্তেফাক/জেডএইচ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা