Posts

Showing posts from September 23, 2021

অবশেষে তিন বছর পর পাকিস্তানে ঢোকার অনুমতি পেল মোদির প্লেন.

Image
  অবশেষে তিন বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমান নিজেদের আকাশসীমা ব্যবহার করে চলাচলের অনুমতি দিল পাকিস্তান। নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সংস্থাটির সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দেওয়ার সুবিধার্থে এই অনুমতি দিল ইসলামাবাদ। অনুমতি পাওয়ার পর বুধবার মোদিকে বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান পাকিস্তানের আকাশ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে উড়ে যায়। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের আকাশসীমা ব্যবহারে অনুমতি চেয়েছিল। ভারত তখন অনুমতি দিয়েছিল। এরপর পাকিস্তান ভারতের অনুরোধেও সাড়া দিল। নিউইয়র্কে যাওয়ার জন্য মোদির বিমান আফগানিস্তান এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয়। এ কারণেই পাকিস্তানের অনুমতির প্রয়োজন পড়ে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। ভারতীয় বিভিন্ন চ্যানেল বলছে, মোদিকে বহনকারী বিমানকে পাকিস্তানের আকাশ দিয়ে চলাচলের যে অনুমতি চাওয়া হয়েছিল তাতে ইতিবাচক সাড়া দিয়েছে ইসলামাবাদ। তবে এই অনুমতি একবারের জন্য দেওয়া হয়েছে নাকি গত তিন বছর ধরে যে নিষেধাজ্ঞা ছিল তা পুরোপুরি উঠিয়ে দেওয়া হয়েছে তা ওই চ্যানেলগুলো জানাতে পারেনি। এর আগে গত তিন বছর ধরে পাক...

তিন দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে মোদি

Image
  নরেন্দ্র মোদি তিন দিনের সফরে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিগত দুই বছরে মোদির এটি প্রথম আমেরিকা সফর।  মোদি আগামীকাল হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথমে ব্যক্তিগত দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এরপর হবে কোয়াড শীর্ষ সম্মেলন। মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নরেন্দ্র মোদি টুইট করেছেন। তিনি লেখেন, “উষ্ণ অভ্যর্থনার জন্য আমি ওয়াশিংটন ডিসিতে ভারতীয় সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ। আমাদের প্রবাসীরা আমাদের শক্তি। বিশ্বজুড়ে ভারতীয়রা যেভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তা প্রশংসনীয়।” ভারতের প্রধানমন্ত্রী মোদি বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে পাঁচটি বড় কোম্পানির সিইও -কোয়ালকম, অ্যাডোব, ফার্স্ট সোলার, জেনারেল অ্যাটমিক্স এবং ব্ল্যাকস্টোন -এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি বেলা ১১টার দিকে উইলার্ড হোটেলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সাথে সাক্ষাৎ করবেন। পরে মোদি আইজেনহাওয়ারের এক্সিকিউটিভ অফিসের উদ্দেশ্যে রওনা হবেন। সেখান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে দেখা করবেন তিনি । শনিবার, প্রধানমন্ত্রী মোদি জাতিসংঘের ৭৬ত...