ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: প্রথম আলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘এই রাজ্যে চলছে দুর্নীতিবাজদের সরকার।’ মমতাও কম যান না! মোদিকে বিদ্রূপ করে ডাকছেন ‘মাডি’ (কর্দমাক্ত), ‘দুর্নীতির ঠাকুরদা’ বলে। গতকাল শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিজেপির এক জনসভায় ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে তিনি পশ্চিমবঙ্গের মমতা সরকারকে ‘দুর্নীতিবাজ সরকার’ বলে কটাক্ষ করেন। তিনি বলেন, সারদা, রোজভ্যালি, নারদ—এসব চিটফান্ড দুর্নীতিকাণ্ড থেকে এবার কেউ পার পাবে না। জড়িত আর কাউকে ছাড়া হবে না। হটিয়ে দিতে হবে বাংলার দুর্নীতিবাজ এই মমতা সরকারকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: প্রথম আলো মোদির এই ভাষণের পর তেলেবেগুনে জ্বলে ওঠেন মমতা। গতকাল বিকেলে তড়িঘড়ি করে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলন করে একহাত নেন মোদিকে। বলেন, ‘মোদি তো দুর্নীতির গুরুঠাকুর। ঠাকুরদা। চোরের মায়ের বড় গলা! যিনি দুর্নীতির কথা বলছেন, সেই মোদিই তো দুর্নীতির গুরুঠাকুর। এই রকম এক ব্যক্তিকে ভারতের প্রধ...