Posts

Showing posts from December 14, 2020

ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ দিল এরদোয়ান সরকার

Image
  ইসরায়েলে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত। ছবি: সংগৃহীত দুই বছর পর ইসরায়েলে ফের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে তুরস্ক। ২০১৮ সালের মে'তে দেশটি ইসরায়েল থেকে রাষ্ট্রদূত সরে নিয়েছিল। ইসরায়েলে নিয়োগ দেওয়া তুরস্কের ওই নতুন রাষ্ট্রদূতের নাম ইউফুক উলুতাস (৪০)। যুক্তরাষ্ট্রে সদ্য বিজয়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের অংশ হিসেবে তুরস্ক ইসরায়েলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল বলে খবরে বলা হয়েছে। প্রতিবেদনে উলুতাসকে একজন 'অত্যন্ত মার্জিত, চতুর এবং ফিলিস্তিনপন্থী' হিসেবে উল্লেখ করা হয়েছে। জেরুজালেমে হিব্রু বিশ্ববিদ্যালয়ে তিনি হিব্রু এবং মধ্য প্রাচ্যের রাজনীতি নিয়ে পড়াশুনা করেছেন। এর আগে তুরস্ক ২০১০ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। আল জাজিরা ইত্তেফাক/এসআর

ইমরান খানের পদত্যাগের দাবিতে বিরোধীদের বিক্ষোভ

Image
  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে বিরোধীদলের কমপক্ষে ১০ হাজার নেতা-কর্মী বিক্ষোভ দেখিয়েছেন। একই সঙ্গে তারা রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন। করোনাভাইরাসের বিধি-নিষেধ থাকার পরও তারা এই বিক্ষোভে র‌্যালি করেন। খবর আল-জাজিরা। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত খবরে বলা হয়েছে, দেশটির ১১টি বিরোধী দলের সমন্বয়ে গঠিত ‘পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট’র উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ র‌্যালি গতকাল রবিবার দেশটির কেন্দ্রীয় শহর লাহোরে অনুষ্ঠিত হয়। ইমরান খানের নেতৃত্বে গঠিত সরকারকে চাপ প্রয়োগের জন্য তারা এই বিক্ষোভ দেখান। এছাড়াও তারা আগামী বছরের জানুয়ারিতে দেশটির রাজধানী ইসলামাবাদে বিক্ষোভের পরিকল্পনার করছেন।  দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দলগুলো এই আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছেন। উল্লেখ্য, দেশটির অর্থনীতিতে ধ্বস ও দুর্বল অর্থনীতি, নাগরিক স্বাধীনতা ও মিডিয়ার ওপর সেন্সরশিপের কারণে এই বিক্ষোভ দেখান বিরোধীরা। একই সঙ্গে তারা বর্তমান প্রধানমন্ত্রী ইমরানের পদত্যাগের দাবি করেন...

সৌদির পাহারায় ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান, উত্তেজনা

Image
  ইরান সীমান্তের ওপর দিয়ে মার্কিন দুটি বি-৫২ বোমারু বিমান উড়ে গেছে। বৃহস্পতিবার সৌদি আরবের রাজকীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাহারায় উড়ে গেল বিমান দুটি। এতে করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। ইরান হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, সে দেশের আকাশসীমার ক্ষুদ্রতম লঙ্ঘনের কঠিনতম জবাব দেয়া হবে।  বিশ্বের সবচেয়ে দূরপাল্লার এ বোমারু বিমান যুদ্ধের রসদ নিয়ে টানা ৩৬ ঘণ্টা উড্ডয়ন করতে পারে। ইরান দাবি করছে, মার্কিন যুক্তরাষ্ট্র এভাবে উসকানি দেয়ার মাধ্যমে তেহরানের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে।   ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদে শনিবার এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করেন। জেনারেল রাহিমজাদে বলেন, ইরান সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার দূর দিয়ে উড়ে যাওয়া মার্কিন বি-৫২ বোমারু বিমানসহ এ অঞ্চলের আকাশের প্রতিটি গতিবিধি নখদর্পণে রেখেছে তেহরান। মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি আমেরিকার লুইজিয়ানা ঘাঁটি থেকে দুটি বি-৫২ বোমারু বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে। এরই মধ্যে বোমারু বিমান দুটি ইউরোপ ...

আমিরাতের সঙ্গে বায়ু থেকে পানি তৈরির চুক্তি ইসরাইলের

Image
  সম্পর্ক স্বাভাবিকের পর ইসরাইলের একটি প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতে বায়ু থেকে পানি উৎপাদনের প্রযুক্তি সরবরাহের চুক্তি করেছে। আরব আমিরাতের কৃষিভিত্তিক প্রতিষ্ঠান আল-ডাহরার সঙ্গে ইসরাইলের প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়াটারজেনের এই সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।   ওই চুক্তির আওতায় ওয়াটারজেন বায়ু থেকে পানি উৎপাদন করে আমিরাতের কৃষি খাত থেকে শুরু করে হাসপাতালেও তা সরবরাহ করবে। ওয়াটারজেনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ড. মাইকেল মিরিলাশভিলি বলেন, পরিবেশের কোনো ক্ষতি না করে এবং বিদ্যুতের ব্যবহার ছাড়াই এ পদ্ধতিতে প্রতিদিন ৫ হাজার লিটার বিশুদ্ধ পানি উৎপাদন করা সম্ভব। গ্রাম বা শহর থেকে দূরের কোনো বসতিতে এ প্রযুক্তিতে পানি উৎপাদন করা সবচেয়ে বেশি কার্যকর। গত বছর ব্রাজিল, ভিয়েতনাম ও ভারতে এ প্রযুক্তি সরবরাহ করা হয়। এ ছাড়া ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বনে দাবানলের সময় সেখানেও এ প্রযুক্তিতে বায়ু থেকে পানি উৎপাদন করে সেখানকার বাসিন্দাদের জরুরি পানির চাহিদা মেটানো হয়। সূত্র: জেরুজালেম পোস্ট। বিডি প্রতিদিন/আবু জাফর