Posts

Showing posts from March 29, 2018

ইরাকে হামলা চালানোর হুমকি তুরস্কের

Image
তুরস্কের সেনাবাহিনী ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের গেরিলা গোষ্ঠী পিকেকে'র তৎপরতা বন্ধ না হলে সেখানে অভিযান চালানো হবে বলে হুমকি দিয়েছে আঙ্কারা। তুর্কি নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, আমরা আশা করছি ইরাক সরকার দেশটির উত্তরাঞ্চলে বিশেষ করে সিনজার ও কানদিল এলাকায় পিকেকে গেরিলাদের তৎপরতা বন্ধে ব্যবস্থা নেবে। ইরাক সরকার ব্যর্থ হলে সেখানে তুর্কি সেনা প্রবেশ করবে বলে বিবৃতিতে হুমকি দেওয়া হয়েছে। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরাক সরকার যদি সিনজার এলাকা থেকে কুর্দি গেরিলাদের বিতাড়িত না করে তাহলে তুর্কি বাহিনী ওই এলাকায় প্রবেশ করবে। সিরিয়ার আফরিনে কুর্দি গেরিলা বিরোধী অভিযানের মতো উত্তর ইরাকের সিনজারেও অভিযান চালানোর ইঙ্গিত দেন তিনি।  পিকেকে গেরিলারা উত্তর ইরাকের সিনজার ও কানদিলে আশ্রয় নিয়ে তুরস্কের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে বলে আঙ্কারা অভিযোগ করে আসছে।  তুরস্কের সেনাবাহিনী দেশটির সীমান্তকে সন্ত্রাসীমুক্ত করার কথা বলে গত ২০ জানুয়ারি থেকে সিরিয়ার আফরিন অঞ্চলে অভিযান চালাচ্ছে। বিডি প্রতিদিন/২৯ মার্চ ২০১৮/আরাফাত

মানব শরীরে নতুন অঙ্গের সন্ধান!

Image
প্রতীকী ছবি মানব শরীরে নতুন অঙ্গের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। এর নাম দেওয়া হয়েছে 'ইনস্টারটিটিয়াম (interstitium)'। এটি আমাদের শরীরের চামড়ার নিচে অবস্থান করে। এছাড়া ফুসফুস, শিরা ও মাংসপেশীর গায়ে থাকা টিস্যু লেয়ারের মধ্যেও থাকে এটি। প্রায় সারা শরীর জুড়ে এটি দেখা যায়। প্রতিবেদন বলছে, হতে পারে এটাই মানুষের দেহে অবস্থিত সবচয়ে বড় অঙ্গ। এর মধ্যে দিয়ে ইনস্টারটিটিয়াল ফ্লুইড যায়। এই প্রথমবার ইনস্টারটিটিয়ামকে পৃথক অঙ্গ বলে গণ্য করা হল। আর এটাই সবচয়ে বড় অঙ্গ। শক্ত ও ফ্লেক্সিবল দুই ধরনের টিস্যু প্রোটিন দিয়েই তৈরি এই অঙ্গ। আর তার মধ্যে দিয়ে বয়ে যায় ইনস্টারটিটিয়াল ফ্লুইড। ক্যান্সার রোগীদের শরীর থেকে এই অঙ্গের সন্ধান পান বিজ্ঞানীরা। আর এ থেকেই আবিষ্কার করা সম্ভব হবে যে কেন ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়ে। এর ফলে ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব হবে। বিজ্ঞানীরা জানান, তারা লেজার এনকোমাইক্রোস্কপি নামে এক নতুন প্রযুক্তি ব্যবহার করে লিভিং টিস্যু দেখতে পাচ্ছে। এছাড়া টিস্যু দেখার জন্য বিশেষ ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে। বিডি প্রতিদিন/২৯ মার্চ ২০১৮/আরাফাত

তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

Image
তালেবানদের হামলার শিকার হয়ে দেশ ছাড়ার প্রায় ছয় বছর পর আজ বৃহস্পতিবার দেশে ফিরলেন মালালা ইউসুফজাই। মালালা ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছলে সেখান থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। ২০ বছর বয়সী মালালা মেয়ে শিশুদের শিক্ষার প্রচার, প্রসার ও তাদের অধিকার আদায়ের জন্য নোবেল পান। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার পাওয়া মালালা পাকিস্তানে চারদিনের সফর করবেন। তিনি তার মালালা ফান্ড গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পাকিস্তানে পৌঁছেছেন। ইসলামাবাদে থাকাকালে তিনি প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও আশা করা হচ্ছে। পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা ২০১২ সালের অক্টোবরে স্কুলবাসে বাড়ি ফেরার সময় তাকে গুলি করে সন্ত্রাসীরা। ঘটনার পর তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করে। মূলত নারী ও শিশু শিক্ষার পক্ষে কথা বলার কারণেই তার ওপর এ হামলা চালানো হয়। ইত্তেফাক/মোস্তাফিজ