ইরাকে হামলা চালানোর হুমকি তুরস্কের


ইরাকে হামলা চালানোর হুমকি তুরস্কের
তুরস্কের সেনাবাহিনী
ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের গেরিলা গোষ্ঠী পিকেকে'র তৎপরতা বন্ধ না হলে সেখানে অভিযান চালানো হবে বলে হুমকি দিয়েছে আঙ্কারা। তুর্কি নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, আমরা আশা করছি ইরাক সরকার দেশটির উত্তরাঞ্চলে বিশেষ করে সিনজার ও কানদিল এলাকায় পিকেকে গেরিলাদের তৎপরতা বন্ধে ব্যবস্থা নেবে।
ইরাক সরকার ব্যর্থ হলে সেখানে তুর্কি সেনা প্রবেশ করবে বলে বিবৃতিতে হুমকি দেওয়া হয়েছে।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরাক সরকার যদি সিনজার এলাকা থেকে কুর্দি গেরিলাদের বিতাড়িত না করে তাহলে তুর্কি বাহিনী ওই এলাকায় প্রবেশ করবে। সিরিয়ার আফরিনে কুর্দি গেরিলা বিরোধী অভিযানের মতো উত্তর ইরাকের সিনজারেও অভিযান চালানোর ইঙ্গিত দেন তিনি। 
পিকেকে গেরিলারা উত্তর ইরাকের সিনজার ও কানদিলে আশ্রয় নিয়ে তুরস্কের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে বলে আঙ্কারা অভিযোগ করে আসছে। 
তুরস্কের সেনাবাহিনী দেশটির সীমান্তকে সন্ত্রাসীমুক্ত করার কথা বলে গত ২০ জানুয়ারি থেকে সিরিয়ার আফরিন অঞ্চলে অভিযান চালাচ্ছে।
বিডি প্রতিদিন/২৯ মার্চ ২০১৮/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা