দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে ২০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন সিবিআই আদালত। বিতর্কিত এই ধর্মগুরু তাঁর হরিয়ানায় সিরসার ডেরায় মধ্যযুগীয় রাজাদের মতো জীবন যাপন করতেন। তাঁর কক্ষ সব সময় নারীদের (সাধ্বী) দ্বারা পরিবেষ্টিত থাকত। সাধ্বীদের নিয়মিত যৌন নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে। শুধু তা-ই নয়, ডেরার ভেতর ব্যক্তিগত ডিজনিল্যান্ড নির্মাণ করেছিলেন রাম রহিম। এই ডিজনিল্যান্ডের ভেতর আইফেল টাওয়ার, ক্রুজ জাহাজ ও তাজমহলসহ বিখ্যাত ভবনের আদলে রিসোর্ট তৈরি করেছিলেন তিনি। ডেরার ভেতর মোট ১৫টি রিসোর্ট রয়েছে। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে বলা হয়, হরিয়ানার সিরসায় ডেরার প্রধান কার্যালয়ের ভেতরে বিলাসবহুল রিসোর্টগুলোর একটি ভিডিওচিত্র প্রকাশ পেয়েছে। ইতিমধ্যে ওই ভিডিওচিত্র ভাইরাল হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়, রাম রহিমের বানানো সিনেমা ‘এমএসজি’র শুটিংও হয়েছিল ডেরার ভেতরের এই রিসোর্টগুলোয়। তিনি ডেরার ভেতর আইফেল টাওয়ার, ক্রুজ জাহাজ, তাজমহল, দ্য মুন, ওভাল প্যালেস, স্প্রিং ভিলা, হর্স হাউস, ডিজনিল্যান্ড, রাজমহল, খাওয়াবাগের নকশার আদলে বিলাসবহুল রিসোর্ট নির্মা...