Posts

Showing posts from September 2, 2017

ফেসবুকে সকলকে ঈদের শুভেচ্ছা সাকিবের

Image
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে স্ত্রী শিশিরের সাথে ছবি দিয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  এর আগে আরেকটি ছবি পোস্ট করে সাকিব লিখেছিলেন, ত্যাগের এই ঈদে আমরা যেনো সবার সাথে আনন্দ ভাগ করে নিতে ভুলিনা। ঈদ মোবারক

রোহিঙ্গাদের কষ্টের ঈদ

Image
গত বছর ঈদুল আজহার দিনে তিন মণ ওজনের গরু কোরবানি দিয়েছিলেন। আত্মীয়–স্বজনেরা বাড়িতে এসে চালের রুটির সঙ্গে গরুর মাংস খেয়েছেন পেটভরে। ছেলেমেয়েরা মংডু শহরে গিয়ে চার চাকার রিকশায় চড়েছে। আর এখন সেসব স্মৃতি। আজ ঈদের দিনে আশ্রয়ের আশায় টেকনাফের পথে পথে ঘুরতে হচ্ছে। সকালে ছেলেমেয়েরা কলা আর বিস্কুট খেয়েছে। দুপুরে মুখে দেওয়ার মতো কিছুই নেই। মিয়ানমারের সেনারা ঈদের আনন্দ মাটি করে দিয়েছে। আজ শনিবার সকাল সাতটার দিকে টেকনাফের ডেইলপাড়া গ্রামে কথাগুলো বললেন সেতারা বেগম (৪৫)। তাঁর বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের সিকদারপাড়ায়। আগের দিন শুক্রবার রাতে তিনি পরিবারের চার সদস্য নিয়ে শাহপরীর দ্বীপ ওঠেন। সেখান থেকে রিকশায় যান টেকনাফ। তারপর হেঁটে হেঁটে এই ডেইলপাড়ায়। দুরবস্থার কথা শুনে লোকজন তাঁকে কিছু অর্থ সহায়তাও দেন। সেতারা বেগম বলেন, তাঁরা আরাকানের মুসলমান। এখন যেটাকে ‘রাখাইন রাজ্য’ বলা হচ্ছে, সেটি আসলে ‘আরাকান রাজ্য’। সাম্প্রদায়িক হামলার শিকার হয়ে আরাকানের মুসলমানদের জন্মভূমি ছাড়তে হচ্ছে। আর ‘রোহিঙ্গা’ বলে হেয় করা হচ্ছে। সব জায়গাতেই তাঁরা পরিস্থিতির ‘শিকার’ বলে দাবি তাঁর। তিনি বলেন, বাংলাদেশে ঢুকতে এখন ...

বান্দরবানে ঝরনায় পড়ে ছাত্রের মৃত্যু

Image
বান্দরবানে ঈদে বেড়াতে গিয়ে পর্যটন স্পট শৈলপ্রপাত ঝরনা থেকে পড়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম সাইফ ইবনে তিহান (১১)। সে বান্দরবান শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত বলে তার বাবা আবু তাহের জানিয়েছেন।  পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালে ঈদের নামাজ শেষে সাইফ ইবনে তিহান ও পাঁচ বন্ধু মিলে বান্দরবান-চিম্বুক সড়কের ফারুকপাড়ার শৈলপ্রপাতে বেড়াতে যায়। সেখানে খাড়া পিচ্ছিল পাথুরে ঝরনায় ঘোরাফেরা করার সময় তিহান পড়ে যায়। খাড়া ঝরনার পানির স্রোত দ্রুত তাকে টেনে নিয়ে নিচে ফেলে দেয়।  বান্দরবান জেলা শহরের ইসলামপুরের বাসিন্দা আবু তাহের বলেন, তাঁর এক মেয়ে ও দুই ছেলের মধ্যে তিহান বড় ছেলে। বন্ধুদের সঙ্গে শৈলপ্রপাতে যাওয়ার সময় বলে যায়নি। ঈদে আনন্দে ঘুরে বেড়াচ্ছে ভেবে তিনিও খোঁজ নেননি।  তিহানের বন্ধু মোহাম্মদ রাশেদ বলেছে, সকাল তিহান খাড়া ঝরনার কিনারে গিয়ে পড়ে গেছে।  ফায়ার সার্ভিসের বান্দরবানের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেছেন, সংবাদ পেয়ে তাঁরা শৈলপ্রপাতে যান। অনবধানতাবশত তিহান নামের ছেলেটি পড়ে গেছে। পানির স্রোত তাকে একেবারে...

পর্যটকের ভিড়ে মুখর কুয়াকাটা সৈকত

Image
ঈদুল আজহার দিন শেষ বিকেলে কুয়াকাটার সমুদ্রসৈকতে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটেছে। আগত এসব দর্শনার্থীর বেশির ভাগই বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠিসহ পার্শ্ববর্তী অঞ্চলের। দিন শেষে ক্লান্তির অবসাদ মেটাতে এঁরা ভিড় করেছেন কুয়াকাটায়। তাই ঈদের দিন কুয়াকাটার পড়ন্ত বিকেলটি শিশু-কিশোরদের হই-হুল্লোড়, নবীন-প্রবীণের পদচারণে ছিল সরগরম। খোঁজ নিয়ে জানা গেছে, মূলত ঈদের পরদিন রোববার থেকে ঢাকাসহ দেশের দূরবর্তী জেলার পর্যটকেরা কুয়াকাটায় আসবেন। কুয়াকাটার হোটেল-মোটেলগুলো সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছে।  এদিকে ঈদের ছুটিতে কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য কলাপাড়া উপজেলা প্রশাসন এবং কুয়াকাটা পর্যটন পুলিশ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কুয়াকাটার হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বললেন, কুয়াকাটায় ৫২টির মতো আবাসিক হোটেল-মোটেল রয়েছে। প্রতিটি হোটেলই পর্যটকদের সেবা দিতে তৈরি হয়ে আছে। চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত হোটেল-মোটেলগুলোতে পর্যটক-দর্শনার্থীদের চাপ বেশি থাকবে বলে মনে হচ্ছে। কুয়াকাটা ঘুরে দেখা গেছে, জ...

রাস্তা থেকে তুলে নিয়ে তরুণীকে গণধর্ষণ!

Image
পটুয়াখালীর বাউফল উপজেলায় আজ শনিবার ঈদের দিন সকালে এক তরুণীকে (১৯) রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তরুণী বাদী হয়ে দুপুরে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলাটি করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কবির হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে স্থানীয় লোকজন পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। স্থানীয় লোকজন, পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, ওই তরুণীর মা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তরুণীটি তাঁর মায়ের সঙ্গেই ছিলেন। আজ ভোরে তিনি হাসপাতাল থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে যাওয়ার পথে পাঁচ যুবক মোটরসাইকেলটির গতি রোধ করেন। তাঁরা তরুণীর মুখ চেপে ধরে তুলে নিয়ে যান। আধা কিলোমিটার দূরের এক পরিত্যক্ত ভিটায় নিয়ে তাঁরা তাঁকে ধর্ষণ করেন। তরুণীর চিৎকারে স্থানীয় কয়েকজন যুবক এগিয়ে গেলে ওই পাঁচ যুবক পালানোর চেষ্টা করেন। তখন কবিরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির দাবি করেন, তিনি ধর্ষণের সঙ্গে জড়িত নন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত চার সন্দেহভাজন হলেন জাফর গাজী (৩০), মিজান সরদার (২৪), সিদ্দিক (৩০...

মিয়ানমার সীমান্তে বাংলাদেশের সামরিক মহড়া! খবর সত্য নয়: আইএসপিআর

Image
মিয়ানমার সেনাবাহিনীর নিজ দেশের নাগরিক রোহিঙ্গাদের ওপর হত্যা, নিপীড়ন ও দেশ থেকে বিতারণের ধারাবাহিকতায় গতকাল (শুক্রবার) তাদের একটি সামরিক হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে। এ ঘটনার জের ধরে কূটনৈতিক পর্যায়ে প্রতিবাদের পাশাপাশি বাংলাদেশ সেনা ও নৌ বাহিনী মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় মহড়া শুরু করেছে- শনিবার (ঈদের দিন) সামাজিক মাধ্যম ফেসবুকে এ ধরনের গুজব-গুঞ্জন অনেককেই আগ্রহী করে তোলে।   ‘বাংলাদেশ নেভি অফিসিয়াল’ নামের ওই ফেসবুক পেজ-এ জানানো হয়, সকালে ঢাকা থেকে ৪টি মিগ-২৯ যুদ্ধবিমান কক্সবাজারের দিকে উড়ে গেছে। এছাড়া সঙ্গে আরও রয়েছে এফ-৭ যুদ্ধবিমানও। বাংলাদেশ নৌ-বাহিনীর ৯টি যুদ্ধজাহাজ (বিএনএস বঙ্গবন্ধুসহ) পরিপূর্ণ যুদ্ধ সাজে  মিয়ানমার সীমান্তে অবস্থান নিয়েছে। এর আগে গতকাল (শুক্রবার) রাতেই প্রয়োজনীয় এয়ার ডিফেন্স সিস্টেম সীমান্তে পাঠানো হয়েছে- এমন গুজব-গুঞ্জন নির্ভর তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যত্র। তবে আইএসপিআর এসব খবরকে নিছক গুজ বলে জানিয়েছে।   সামাজিক মাধ্যমের ওই ‘গুজবে’ আরও বলা হয়- বিমান বাহিনীর Mikoyan MiG-29, Chengdu f-7BG এবং Yakovl...

ব্রেকিং নিউজ: মিয়ানমার সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন করেছে বাংলাদেশ

Image
সীমান্তে একাধিকবার বাংলাদেশের আকাশসীমা লংঘনের ১ দিনের মধ্যেই মায়ানমার সীমান্তে মিগ-২৯ যুদ্ধ বিমান মোতায়েন করেছে বাংলাদেশ।একই সাথে একটি এয়ার গ্রুপ এবং একটি নেভি গ্রুপ চট্টগ্রামে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় মতায়েন করা হয়েছে বলে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এয়ার গ্রুপের কাছে মিগ ২৯ ছাড়াও এফ-৭ জঙ্গীবিমান এবং নেভি গ্রুপের কাছে ৯ টি যুদ্ধ জাহাজ রয়েছে। -সুত্র ঢাকা ট্রিবুনে

যে কারণে পালিয়েছেন রাম রহিমের মেয়ে হানিপ্রীত

Image
বাবা রাম রহিমের সঙ্গে পালিত মেয়ে হানিপ্রীতের ‘অন্যরকম’ সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। স্বামীর কাছ থেকে সরিয়ে নিজের ডেরায় রেখেছিলেন কথিত মেয়েকে।বিভিন্ন মিউজিক ভিডিওতে নিজের বিপরীতে হানিপ্রীতকে রেখেছিলেন বাবা রাম রহিম। তাকে নিয়ে জেলেও থাকার সাধ ছিল বাবার। হানিপ্রীতেরও সেই ইচ্ছা ছিল। কিন্তু, বাবা-মেয়ের সেই ইচ্ছা পূরণ করেনি জেল প্রশাসন। কিন্তু বিপদের সময়ে সেই পালিত মেয়েই হয়ে গেলেন বেপাত্তা। কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। রাম রহিম সিংহের পালিত মেয়ে হানিপ্রীত সিংহের বিরুদ্ধেই এবার লুকআউট নোটিশ জারি করেছে পুলিশ। এই হানিপ্রীতের সঙ্গে বাবার আসল সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা ছড়িয়েছে। পালিত মেয়ের সঙ্গে রাম রহিমের সম্পর্ক যে নিছক বাবা-মেয়ের মতো সরল নয়, এমন অভিযোগ তুলেছেন অনেকেই। বাবার সাজা ঘোষণা হওয়ার দিন আগাগোড়া বাবার সঙ্গে থেকে আনুগত্যের প্রমাণ দিয়েছিলেন হানিপ্রীত। শুধু তাই নয়, আদালত এবং প্রশাসনের কাছে বাবার আবদার ছিল, তার সঙ্গে জেলে হানিপ্রীতকেও থাকতে দিতে হবে। বাবার সেই আবদার পূরণ তো করেইনি, উল্টো হানিপ্রীতের বিরুদ্ধে দেশদ্রোহিতা, হিংসায় উস্কানি এবং ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ এন...

মিয়ানমার সীমান্তে যুদ্ধজাহাজ ও ফাইটার জেট মোতায়েন করেছে বাংলাদেশ

Image
মিয়ানমারের সামরিক হেলিকপ্টার একাধিকবার বাংলাদেশের আকাশসীমা লংঘন করার ঘটনার পর সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার করেছে বাংলাদেশ। ঢাকা ট্রিবিউনের এক রিপোর্টে বলা হয়েছে, মিয়ানমার সীমান্তে বঙ্গোসাগরে অন্তত ৭টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বাংলাদেশ নৌবাহিনী। যুদ্ধজাহাজে বিএনএস বঙ্গবন্ধু অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রও রয়েছে। এছাড়া মিগ-২৯ তিনটি ফাইটার জেটও মোতায়েন করা হয়েছে। গত ২৭ ও ২৮শে অগাস্ট এবং আজ ১লা সেপ্টেম্বর মিয়ানমারের হেলিকপ্টার বেশ কয়েকবার আকাশসীমা লংঘন করে বাংলাদেশের সীমানায় চলে আসে বলে। উখিয়ার কাছে তিনবার মিয়ানমারের হেলিকপ্টার আকাশ সীমা লংঘন করে। গতকাল বাংলাদেশ সরকার এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে আজ ঢাকায় মিয়ানমার দূতাবাসে এ নিয়ে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা দিয়ে যাচ্ছে সেকথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যদি এরকম আকাশসীমা লংঘনের ঘটনা ঘটতে থাকে, তা দুদেশের বোঝাপড়া এবং সহযোগিতার সম্পর্ককে ক্ষুন্ন করবে

‘বহিঃবিশ্বের অপতৎপরতা রুখে দেয়ার সামর্থ্য বাংলাদেশ সেনাবাহিনীর আছে’

Image
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ব্যাপারে সরকারের যা করণীয় সরকার তা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। শনিবার সকাল ৮টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মাহবুব-উল আলম হানিফ বলেন, মায়ানমার বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করেছে এটা নিয়ে ভীতির কিছু নেই, কেননা বহিঃবিশ্বের যে কোন অপতৎপরতা রুখে দেয়ার মত সামর্থ্য বাংলাদেশ সেনাবাহিনীর আছে। আরাকান রাজ্যে মুসলমানদের উপর যে নির্যাতন করা হচ্ছে সে ব্যাপারে আন্তর্জাতিক সংস্থা এগিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ জহির রায়হান, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আখতারুজ্জামান মাসুমসহ কয়েক শ’ মুসুল্লি নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে হানিফ এলাকাবাসীর সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জীবন খাঁনের মিউজিক ভিডিও ‘হয়ে গেলে পর’

Image
ঈদুল-আহযায় লেজার ভিশনের ইউটিউব চ্যানেল রিলিজ হলো জীবন খাঁনের ‘হয়ে গেল পর’ গানটির মিউজিক ভিডিও।  গানটি কথা ও সুর সংগীত শিল্পী নিজেই করেছেন। মিউজিক করেছেন রাফি মোহাম্মদ। গানটিতে মডেল হিসেবেও সংগীত শিল্পী জীবন খাঁনকে দেখা যায়। সাথে আছেন ইসরাত জেবিন। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গ্রাম্য পরিবেশে ঢাকার অদূরে গাজীপুর পুবাইলে এই গানটির সুটিং করা হয়। জীবন খাঁন জানান, হয়ে গেলে পর গানটি ভিডিও দেখার পর আশা করছি সবার কাছে ভাল লাগবে। এই গানটি রিলিজ হয়েছিল বছরের শুরুতে লেজার ভিশনে আসা তার ২ একক ‘মায়া ডোড়ে’ এ্যালবামে। অডিও গানটি দর্শক প্রিয় হওয়ায় গান প্রিয় শ্রোতাদের জন্যই গানটি ভিডিও করা। তিনি বলেন, এখন থেকে নিয়মিত গান লেখে যাব ও গেয়ে যাব। সামনের দিনগুলোতে দর্শকদের ভাল কিছু ভিডিও দেয়ার চেষ্টা করব। এগুলো ঈদের পর পরই ছাড়া হবে ইনশাল্লাহ। সবাই বেশি করে বাংলা গান শুনবেন এবং বাংলা গানের পাশেই থাকবেন।

ছুটছে ‘পারফেক্ট’ জার্মানি

Image
রাশিয়া বিশ্বকাপের টিকিট পেতে জার্মানির অভিযাত্রা শুরু হয়েছিল গত বছরের ৪ সেপ্টেম্বর। প্রায় এক বছরের মধ্যে বাছাইপর্বের সাত ম্যাচেই শতভাগ জয়ের ধারায় জোয়াকিম লোর দল। এই জার্মানিকে ‘পারফেক্ট’ না বলে উপায় আছে! প্রাগে গতকাল শুক্রবার স্বাগতিক চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। সাত ম্যাচে এ নিয়ে জার্মানির সংগ্রহ দাঁড়াল ২১ পয়েন্ট। ইউরোপিয়ান অঞ্চলে ‘সি’ গ্রুপে শীর্ষস্থানীয় দলটি এ জয়ে পৌঁছে গেল বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলার আরও কাছে। বাছাইপর্বে আর মাত্র তিন ম্যাচ খেলবে জার্মানি। এ তিন ম্যাচ থেকে ন্যূনতম ৪ পয়েন্ট তুলে নিতে পারলেই রাশিয়া বিশ্বকাপে নাম লেখাবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একই গ্রুপে সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উত্তর আয়ারল্যান্ড ৩-০ গোলে হারিয়েছে সান ম্যারিনোকে। টেবিলে দ্বিতীয় দলেরও সুযোগ থাকবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার। সে ক্ষেত্রে দুই লেগের প্লে-অফ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে টেবিলে দ্বিতীয় দলগুলোকে। তবে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে মোট নয়টি গ্রুপের মধ্য থেকে সেরা আটটি রানার্সআপ (টেবিলে দ্বিতীয়)‍ দল বাছাই করা হবে সবার আগে। এ আটটি দলের ম...

‘ডিজনিল্যান্ড’ থেকে ‘আইফেল টাওয়ার’, কী নেই বাবার ডেরায়!

Image
দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে ২০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন সিবিআই আদালত। বিতর্কিত এই ধর্মগুরু তাঁর হরিয়ানায় সিরসার ডেরায় মধ্যযুগীয় রাজাদের মতো জীবন যাপন করতেন। তাঁর কক্ষ সব সময় নারীদের (সাধ্বী) দ্বারা পরিবেষ্টিত থাকত। সাধ্বীদের নিয়মিত যৌন নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে। শুধু তা-ই নয়, ডেরার ভেতর ব্যক্তিগত ডিজনিল্যান্ড নির্মাণ করেছিলেন রাম রহিম। এই ডিজনিল্যান্ডের ভেতর আইফেল টাওয়ার, ক্রুজ জাহাজ ও তাজমহলসহ বিখ্যাত ভবনের আদলে রিসোর্ট তৈরি করেছিলেন তিনি। ডেরার ভেতর মোট ১৫টি রিসোর্ট রয়েছে। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে বলা হয়, হরিয়ানার সিরসায় ডেরার প্রধান কার্যালয়ের ভেতরে বিলাসবহুল রিসোর্টগুলোর একটি ভিডিওচিত্র প্রকাশ পেয়েছে। ইতিমধ্যে ওই ভিডিওচিত্র ভাইরাল হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়, রাম রহিমের বানানো সিনেমা ‘এমএসজি’র শুটিংও হয়েছিল ডেরার ভেতরের এই রিসোর্টগুলোয়। তিনি ডেরার ভেতর আইফেল টাওয়ার, ক্রুজ জাহাজ, তাজমহল, দ্য মুন, ওভাল প্যালেস, স্প্রিং ভিলা, হর্স হাউস, ডিজনিল্যান্ড, রাজমহল, খাওয়াবাগের নকশার আদলে বিলাসবহুল রিসোর্ট নির্মা...

চীন ও রাশিয়ার ভেটো মিয়ানমারের বিরুদ্ধে বিবৃতি দিতে পারল না জাতিসংঘ

মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তেজনাকর পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে গত শুক্রবার একটি বিবৃতি দিতে চেয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের অন্যতম চীন ও রাশিয়া ভেটো দেওয়ায় তা আটকে গেছে। জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি ম্যাথু রাইক্রফটকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ৫ স্থায়ী ও ১০ অস্থায়ী সদস্য নিয়ে গঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ মাসে সভাপতির দায়িত্ব পালন করছে যুক্তরাজ্য। নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যের প্রস্তাবিত খসড়া বিবৃতিতে মিয়ানমারের কিছু অংশে নতুন করে সহিংসতায় উদ্বেগ জানানো হয় এবং এসব এলাকায় মানবিক সহায়তা নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়। ম্যাথু রাইক্রফট নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, ‘বিবৃতির ব্যাপারে আলোচনায় ঐকমত্য হয়নি। আমরা দেশটির শান্তিপ্রক্রিয়াকে সমর্থন করি এবং রাখাইন রাজ্যসহ দেশটিতে সবচেয়ে বেশি মানবিক সহায়তা দিয়ে থাকি।’ মিয়ানমারকে নিয়ে প্রস্তাবিত বিবৃতিতে ভেটো দেওয়ার বিষয়ে নিউইয়র্কে চীন ও রাশিয়ার মিশনের কাছে জানতে চেয়েছিল এএফপি। মিশন দুটি এ নিয়ে মন্তব্য করেনি। গত বছরের অক্টোবরে একটি সীমান্তচৌকিতে সন্ত্রাসী হামলার ...

‘ডিজনিল্যান্ড’ থেকে ‘আইফেল টাওয়ার’, কী নেই বাবার ডেরায়!

Image
দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে ২০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন সিবিআই আদালত। বিতর্কিত এই ধর্মগুরু তাঁর হরিয়ানায় সিরসার ডেরায় মধ্যযুগীয় রাজাদের মতো জীবন যাপন করতেন। তাঁর কক্ষ সব সময় নারীদের (সাধ্বী) দ্বারা পরিবেষ্টিত থাকত। সাধ্বীদের নিয়মিত যৌন নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে। শুধু তা-ই নয়, ডেরার ভেতর ব্যক্তিগত ডিজনিল্যান্ড নির্মাণ করেছিলেন রাম রহিম। এই ডিজনিল্যান্ডের ভেতর আইফেল টাওয়ার, ক্রুজ জাহাজ ও তাজমহলসহ বিখ্যাত ভবনের আদলে রিসোর্ট তৈরি করেছিলেন তিনি। ডেরার ভেতর মোট ১৫টি রিসোর্ট রয়েছে। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে বলা হয়, হরিয়ানার সিরসায় ডেরার প্রধান কার্যালয়ের ভেতরে বিলাসবহুল রিসোর্টগুলোর একটি ভিডিওচিত্র প্রকাশ পেয়েছে। ইতিমধ্যে ওই ভিডিওচিত্র ভাইরাল হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়, রাম রহিমের বানানো সিনেমা ‘এমএসজি’র শুটিংও হয়েছিল ডেরার ভেতরের এই রিসোর্টগুলোয়। তিনি ডেরার ভেতর আইফেল টাওয়ার, ক্রুজ জাহাজ, তাজমহল, দ্য মুন, ওভাল প্যালেস, স্প্রিং ভিলা, হর্স হাউস, ডিজনিল্যান্ড, রাজমহল, খাওয়াবাগের নকশার আদলে বিলাসবহুল রিস...

কক্সবাজারে অনুপ্রবেশকালে ৪৫৩৮ রোহিঙ্গা ফেরত

Image
কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৪৫৩৮জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। এদের মধ্যে বেশির ভাগই নারী এবং শিশু।  টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত অনুপ্রবেশকালে তাদের প্রতিহত করে বিজিবি। ২বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  এলাকাবাসী জানায়, টেকনাফের হোয়াইক্যং, সাবরাং ও শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে।

উঁই পোকার মত ঢুকছে রোহিঙ্গা

Image
রাখাইন রাজ্যে সংঘটিত ঘটনা পরবর্তী সেনাবাহিনী এবং পুলিশী নির্যাতন সহ্য করতে না পেরে রোহিঙ্গারা মাতৃভুমি ছেড়ে সহায় সম্বল রেখে পাশ্ববর্তী দেশ বাংলাদেশে ঢুকে পড়ছে। ২৪ আগষ্ট এক বিচ্ছিন্নতাবাদী সংগঠন রাখাইন রাজ্যের ৩০টি পুলিশ ক্যাম্পে একযোগে হামলা করে। হামলায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনা ঘটে। এরপর সন্ত্রাস বিরোধী অভিযান এবং হামলাকারীদের ধরতে সেনা এবং পুলিশের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযান এখনো অব্যাহত আছে। অভিযানের নামে নিরীহ রোহিঙ্গা মুসলিমদের ঘর বাড়িতে অগ্নি সংযোগ, পুরুষদের হত্যা, নারীদের ধর্ষণসহ অমানবিক নির্যাতন চলতে থাকে। প্রাণ রক্ষার্থে যে যার যার মত করে রোহিঙ্গারা দেশান্তরিত হতে থাকে। টেকনাফ সীমান্তের ৫৪ কিলোমিটার সীমান্ত পয়েন্টের বিভিন্ন এলাকা দিয়ে অল্প সংখ্যক রোহিঙ্গা রাতের আঁধারে অনুপ্রবেশ করেন। এসময় বিজিবি কঠোরভাবে তাদের প্রতিহত করে। টেকনাফ সীমান্তে বিজিবির কঠোরতার কারণে রোহিঙ্গারা এতদিন উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে টেকনাফস্থ বিজিবি সাময়িক সময়ের জন্য নাফ নদীতে মাছ শিকার পর্যন্ত বন্ধ করে দেয়। রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ ...

রাজধানীর দুই সিটি করপোরেশনে ৪০৯ স্থানে ঈদ জামাত

Image
রাজধানীর দুই সিটি করপোরেশনের উদ্যোগে ৪০৯টি স্থানে এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশ ও উৎসবের আমেজে আগামীকাল শনিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতসহ ঈদুল আজহার ২শ’ ২৯টি এবং উত্তর সিটি করপোরেশনে ১শ’ ৮০টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল ৮টায় দেশের প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার মিরপুরের জামেয়া আরাবিয়া’র শায়খুল হাদীস মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।  বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। জাতীয় সংস...

ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত

Image
জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। শনিবার সকাল আটটায় ঈদের প্রধান এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ নানান শ্রেণি-পেশার মানুষ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এই নামাজের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিষয়ে ‘মনোভাবের’ পরিবর্তন চান ফেরদৌস

Image
দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের আহ্বানের পাশাপাশি তাদের সম-অধিকার ও সম-সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি যখন শ্যুটিংয়ের জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানে দেখেছি- তারা কতোটা অমানবিক জীবনযাপন করে। অনেক সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত। “আমরা যাতে তাদের মানুষ হিসেবে দেখি। সাধারণত দেখা যায়, তাদেরকে দেখলে আমরা একটু অন্যভাবে তাকাই। সেটা যাতে না হয়, যাতে সমতা রক্ষা হয়।” ‘শান্তির পথে সংঘাত রোধে/ জেগে ওঠো তারুণ্য জ্ঞানে আর বোধে’ প্রতিপাদ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানবাধিকার রক্ষার সচেতনতা কর্মসূচি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ওই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনপডিপি) যৌথ আয়োজনের ওই কর্মসূচিতে শুভেচ্ছা দূত হিসাবে বক্তব্য দেন নায়ক ফেরদৌস। তিনি বলেন, “এই কর্মসূচির মূল উদ্দেশ্য তরুণদের জাগ্রত করা। তরুণরা এগিয়ে আসলে আদিবাসীরা আরও এগিয়ে যাবে। তাদের প্রতি বৈষম্য কমবে।” সংবাদ সম্মেলনে এক প্রশ...

আব্রাম এবার ওর বাবার সঙ্গে ঈদ করবে

Image
এ বছর আমার ছেলে আব্রাম প্রথম কোরবানির ঈদ করছে। এবার ঈদে ওর বাবা কাছে থাকছে। আব্রাম এবার ওর বাবার সঙ্গে ঈদ করবে। এটা আমাদের জন্য অবশ্যই অন্য রকম ঈদ।’ বললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি রাজধানীর এফডিসিতে প্রথম আলোর সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস। জানালেন কোরবানির ঈদ নিয়ে তাঁর পরিকল্পনার কথা। এবার দেশের অধিকাংশ এলাকায় বন্যা হয়েছে। বললেন, ‘যেসব এলাকায় বন্যা হয়েছে, সেসব জায়গার মানুষ এবার ঈদ করতে পারবে না। সেসব এলাকার শিশুরা ঈদের আনন্দ উপভোগ করতে পারবে না। এসব ভেবে কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করছি, দ্রুত সবাইকে এই সমস্যা থেকে মুক্তি দিন।’ অপু বিশ্বাসের পুরো সাক্ষাৎকারটি দেখুন ভিডিওতে। আরও সংবাদ বিষয়:

স্বর্গ থেকেও বাংলাদেশের খেলা দেখেন বারলো

Image
এডি বারলো সেই কবেই চলে গেছেন পৃথিবীর মায়া ছেড়ে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশের ক্রিকেটের শুভ কামনাই করে গেছেন। স্ত্রী কেলি বারলোও তাঁর ব্যতিক্রম নন, হৃদয়ে তাঁর বাংলাদেশ নামটা সব সময়ই থাকে।  ১৯৯৯ সালের শেষের দিকে গর্ডন গ্রিনিজ চলে যাওয়ার কিছুদিন পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হয়ে এসেছিলেন এডি বারলো। বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নের দায়িত্ব নিয়ে এ দেশে সস্ত্রীক পা রেখেছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের অন্যতম সেরা এ ব্যক্তিত্ব। জাতীয় ক্রিকেট লিগের জন্ম হয়েছে তাঁরই খসড়া মেনে। বছর দেড়েক জাতীয় কোচ থাকাকালীন বারলো মিশে গিয়েছিলেন বাংলাদেশের মা-মাটি ও মানুষের সঙ্গে। কিন্তু স্ট্রোকের কারণে জীবনটা হুইল চেয়ারে সীমাবদ্ধ হয়ে যাওয়ায় বারলো অনেকটা বাধ্য হয়েই বিদায় বলেছিলেন বাংলাদেশকে। ফিরে যাওয়ার সময় তাঁর সেই কান্নাভেজা মুখ এখনো অনেক ক্রিকেটারের চোখে ভাসে। বারলো মারা গেছেন ২০০৫ সালে। তিনি বেঁচে থাকতেই এ দেশের মানুষ ও ক্রিকেটের প্রেমে মজেছিলেন তাঁর স্ত্রী কেলি বারলো। গত বছর এশিয়া কাপ ক্রিকেটের সময় সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন কেলি। ফাইনালের পর বলেছিলেন, ‘এশিয়া কাপে ফাইন...

আকাশসীমা লঙ্ঘন করায় মিয়ানমারকে কড়া প্রতিবাদ

Image
আকাশসীমা লঙ্ঘন করে মিয়ানমারের সেনাবাহিনীর হেলিকপ্টার ঢুকে পড়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, এ জন্য মিয়ানমারকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। আজ শুক্রবার এই প্রতিবাদ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় মিয়ানমার দূতাবাসে ডিপ্লোমেটিক নোট পাঠিয়েছে বলে ইউএনবির খবরে বলা হয়। গত ২৭ ও ২৮ আগস্ট এবং আজ মিয়ানমারের কয়েকটি হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশে প্রবেশ করে। আজ সকালেই এ ঘটনা তিনবার ঘটে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো ওই প্রতিবাদলিপিতে বলা হয়, এভাবে আকাশসীমা প্রতিবেশীসুলভ আচরণের বিরোধী এবং তা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করবে। বাংলাদেশ যখন সীমান্ত সুরক্ষিত রাখতে মিয়ানমারকে সহায়তা করে আসছে, তখন সার্বভৌমত্বের লঙ্ঘন দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।