জীবন খাঁনের মিউজিক ভিডিও ‘হয়ে গেলে পর’

ঈদুল-আহযায় লেজার ভিশনের ইউটিউব চ্যানেল রিলিজ হলো জীবন খাঁনের ‘হয়ে গেল পর’ গানটির মিউজিক ভিডিও।  গানটি কথা ও সুর সংগীত শিল্পী নিজেই করেছেন। মিউজিক করেছেন রাফি মোহাম্মদ।
গানটিতে মডেল হিসেবেও সংগীত শিল্পী জীবন খাঁনকে দেখা যায়। সাথে আছেন ইসরাত জেবিন। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গ্রাম্য পরিবেশে ঢাকার অদূরে গাজীপুর পুবাইলে এই গানটির সুটিং করা হয়।
জীবন খাঁন জানান, হয়ে গেলে পর গানটি ভিডিও দেখার পর আশা করছি সবার কাছে ভাল লাগবে। এই গানটি রিলিজ হয়েছিল বছরের শুরুতে লেজার ভিশনে আসা তার ২ একক ‘মায়া ডোড়ে’ এ্যালবামে। অডিও গানটি দর্শক প্রিয় হওয়ায় গান প্রিয় শ্রোতাদের জন্যই গানটি ভিডিও করা।
তিনি বলেন, এখন থেকে নিয়মিত গান লেখে যাব ও গেয়ে যাব। সামনের দিনগুলোতে দর্শকদের ভাল কিছু ভিডিও দেয়ার চেষ্টা করব। এগুলো ঈদের পর পরই ছাড়া হবে ইনশাল্লাহ। সবাই বেশি করে বাংলা গান শুনবেন এবং বাংলা গানের পাশেই থাকবেন।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা