Posts

Showing posts from March 16, 2018

ইরাকে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

Image
ইরাকে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন মার্কিন সেনা ছিল বলে জানা গেছে। তবে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। শুক্রবার ইউএস সেন্ট্রাল কমান্ডের বরাত দিয়ে এ খবর জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। খবরে বলা হয়, ইরাকের আনবার প্রদেশের আল-কাইম শহরের কাছে একটি এইচএইচ-৬০ পেভ হক্‌ মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলকপ্টারটিতে সাত জন আরোহী ছিলেন। তারা সবাই মার্কিন সেনাবাহিনীর সদস্য। ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে। তবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ এবং হতাহতের সংখ্যা জানা যায়নি। উল্লেখ্য, মার্কিন সামরিকবাহিনীর তথ্যমতে, আইএস নির্মূলের জন্য ইরাকে বর্তমানে প্রায় পাঁচ হাজার মার্কিন সৈন্য অবস্থান করছে।  বিডি প্রতিদিন/১৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ

কিউবায় আবিস্কৃত ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে হইচই

Image
কানাডার এক নারীর বরাত নিয়ে কিউবায় আবিস্কৃত ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তিনি বলেছেন, কিউবার ওই ভ্যাকসিন তাকে এখনো জীবিত রেখেছে।  জুডি ব্রাইডেন  নামের ওই নারীর ক্যান্সার ধরা পড়ে ২০১৬ সালে। ভ্রমণ শেষে ঠাণ্ডা লেগে যায় তার। তখনই ক্যান্সারের বিষয়টি জানতে পারেন। তার অসংখ্যবার স্ক্যান করা হয়। একই বছরের নভেম্বর থেকে তিনি কেমোথেরাপি নেয়া শুরু করেন। ব্রাইডেন বলেন, কেমোথেরাপি তাকে প্রায় মেরে ফেলছিল কিন্তু ক্যান্সার ভালো হওয়ার কোনো লক্ষণ দৃশ্যমান হচ্ছিল না। তার পাঁচবার রেডিয়েশন ট্রিটমেন্ট করা হয়। তাকে ফের কেমোথেরাপি করতে বলা হয়। পাশাপাশি তাকে আর মাত্র এক বছর আয়ু আছে বলে জানানো হয়।  ব্রাইডেন বলেন, তারা যখন আমাকে বলেছিল আর মাত্র এক বছর বাঁচবো আমি বলেছিলাম তাদের ভুল প্রমাণ করবো।  কিন্তু আমি জানতাম না, কীভাবে সেটি করবো। ব্রাইডেন দ্বিতীয় কেমো নিতে অস্বীকার করেন। ওই সময় তার স্বামী লর্ন ব্রাইডেন Cimevax EGF ভ্যাকসিন এর কথা শুনেন। কানাডায় ওই ভ্যাকসিন পাওয়া যায় না। তাই তিনিই কিউবাতে যান। ২০১৭ সালের মার্চে চিকিৎসা শেষে তিনি কানাডায় ফিরে আসেন। প্রতি ১৪ দিনে তাকে একব...

নেপাল ট্র্যাজেডি; বিলকিসের বিষয়ে যোগাযোগ করেনি কেউ

Image
নেপালে বিমান দুর্ঘটনায় মারা যাওয়া বিলকিস আরার বিষয়ে এখনো কেউ যোগাযোগ করেনি। তার বিষয়ে কেউ কিছু জানলে হটলাইন নাম্বারে (01777777766) যোগাযোগের অনুরোধ জানিয়েছে কাটমান্ডুর বাংলাদেশ দূতাবাস। সোমবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় ৫১ জন নিহত হন। তাদের একজন এই বিলকিস। তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। বিলকিসের পাসপোর্ট নাম্বার BC0049030। বিমান দুর্ঘটনায় নিহতদের মরদেহ রাখা হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে। সেখানকার ডাক্তাররা এখন পোস্টমর্টেম করছেন মরদেহগুলোর। বিডি প্রতিদিন/১৬ মার্চ, ২০১৮/ফারজানা 

ফ্লোরিডায় নির্মাণাধীন পদচারী সেতু ধসে নিহত ৪

Image
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন পদচারী সেতু ধসে কমপক্ষে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন।  বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় আট লেনের মহাসড়কের ওপর দিয়ে নির্মিত পদচারী সেতুটি ধসে পড়ে। এতে চারজন নিহত এবং ১০জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ আরো জানায়, এ ঘটনায় ৮টি গাড়ি ওই সেতুর নিচে চাপা পড়ে। সেতুর নিচে ঠিক কতজন লোক আটকা পড়েছে তা এখনো পরিষ্কার নয়। আটকে পড়া লোকদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। এদিকে এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটারবার্তায় দুঃখ প্রকাশ করে বলেছেন, তিনি এ ঘটনার খোঁজখবর নিচ্ছেন। Donald J. Trump ✔ @realDonaldTrump Continuing to monitor the heartbreaking bridge collapse at FIU - so tragic. Many brave First Responders rushed in to save lives. Thank you for your courage. Praying this evening for all who are affected...

টসে জিতে ফিল্ডিং নিল সাকিব

Image
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদহাস ট্রফিতে অলিখিত ‘সেমিফাইনাল’ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচটি কার্যত রূপ নিয়েছে সেমিফাইনালে। কারণ যে দল জিতবে সেই দল সরাসরি ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টে তিন জয়ে সবার আগে ফাইনালে উঠে গেছে ভারত। একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাঁচা-মরার ম্যাচের আগে বাংলাদেশ দলে ফিরেছে সাকিব আল হাসান।  বাংলাদেশ দল:  তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসাইন । ইত্তেফাক/রেজা