Posts

Showing posts from October 6, 2020

মিশরে খোলা হলো ২৫০০ বছর আগের কফিন (ভিডিও)

Image
  মিশরে ২৫০০ বছর আগের একটি কফিন দর্শনার্থীদের সামনেই খোলা হয়েছে। মিশরের গিজা প্রদেশের সাক্কারা নেক্রোপলিস থেকে প্রায় ২ হাজার ৫০০ বছর আগের সংরক্ষণ করা ৫৯টি কাঠের কফিন উদ্ধার করেছেন দেশটির প্রত্নতাত্ত্বিকেরা। গত শনিবার ২৬তম রাজবংশের পুরোহিত ও যাজকদের এসব কফিন উন্মুক্ত করা হয়। এর মধ্যে দর্শকদের সামনেই একটি কফিন খুলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি টুইটারে ইতোমধ্যে ৯০ লাখ বার দেখ হয়েছে। মিশরস্থ নিউজিল্যান্ডের রাষ্ট্রূদূত গ্রেগ লুইসও তার টুইটাতে মমির কফিন খোলার ভিডিওটি পোস্ট করেছেন। Honoured to be invited by the Minister of Tourism and Antiquities HE Khaled El Anany to Saqqara for the announcement that a new tomb of mummies has been discovered. I saw one being opened for the first time in 2600 years! Truly amazing!  @TourismandAntiq   @MFATNZ ????????????????  pic.twitter.com/5oLfAM7zAV — Greg Lewis ???????????????? (@NZinEgypt)  October 3, 2020 বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, গত আগস্টে ইউনেসকো ঘোষিত কায়রোর দক্ষিণের ঐতিহ্যবাহী স্থানে ওই...

চীনকে থামাতে একজোট চার দেশ, ক্ষুব্ধ বেইজিং

Image
  ২০০৭ সালের বঙ্গোপসাগরে প্রথম যৌথ সামরিক মহড়া চালায় চার দেশ। ছবি: বিবিসি চীন যেভাবে ক্ষমতা দেখানোর চেষ্টা করছে ও আঞ্চলিক প্রভাব বাড়াচ্ছে, তা ঠেকানোর জন্য একজোট হয়েছে চার দেশ। এতে ক্ষুব্ধ হয়ে পাল্টা সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে বেইজিং। ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র মিলে এই জোট হয়। জোটের নাম ‘কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়লগ’ বা কোয়াড। গত বছর সেপ্টেম্বরে নিউইয়র্কে কোয়াডের বৈঠক হয়েছিল। মঙ্গলবার আবারো বৈঠক হচ্ছে টোকিওতে। বৈঠকটি এমন সময় হচ্ছে যখন লাদাখ নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা চরমে। কোয়াডের বৈঠকের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আলাদা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সচিব মাইক পম্পেওর সঙ্গে কথা বলেন। লাদাখে সংঘর্ষের পর এই প্রথম মুখোমুখি আলোচনায় বসলেন দুই দেশের মন্ত্রী। বৈঠকের পর জয়শঙ্কর টুইটে বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দুই দেশ একসঙ্গে কাজ করবে। বিশেষজ্ঞদের মতে, জয়শঙ্করের কথা থেকে পরিষ্কার যে, চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ভারত একযোগে কাজ করবে। এদিকে চার দেশের পররাষ্ট্রমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। প্রবীণ সাংবাদিক ...

বন্দরে আসা আরও ১ হাজার ৬ টন পিয়াজের ছাড়পত্র

Image
  চট্টগ্রাম বন্দরে আসা আরও ১ হাজার ৬ টন পিয়াজের ছাড়পত্র ইস্যু করেছে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। এই পিয়াজগুলোও মিয়ানমার ও পাকিস্তান থেকে এসেছে।  এর আগে গত সপ্তাহে মিয়ানমার থেকে ৫৮ টন এবং পাকিস্তান থেকে ১৭৫ টন পিয়াজ খালাস হয় চট্টগ্রাম বন্দরে। তবে বৃহৎ এই চালানটি খালাস হলে পিয়াজের দাম কিছুটা হলেও কমতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।  মঙ্গলবার সকালে কেন্দ্রের উপ-পরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সোমবার পর্যন্ত আমরা চট্টগ্রাম সমুদ্রবন্দরে আসা ১ হাজার ৬ টন পিয়াজের ছাড়পত্র ইস্যু করেছি। এ পর্যন্ত এ কেন্দ্র থেকে ১ লাখ ৬১ হাজার ৪৫৭ টন পিয়াজ আমদানির জন্য ৩৫১টি অনুমতিপত্র (আইপি) নিয়েছেন ব্যবসায়ীরা। চীন, মিশর, তুরস্ক, মায়ানমার, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, সাউথ আফ্রিকা, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ভারত (২০০ টন) ও পাকিস্তান- এ ১২ দেশ থেকে আরও পিয়াজ আনছেন ব্যবসায়ীরা। এদিকে বাজারে পিয়াজের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এসব চালান দ্রুত খালাসের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।   খাতুনগঞ্জের আড়তদার...

জন্মহার বাড়াতে সিঙ্গাপুরে 'প্যান্ডামিক বেবি বোনাস'

Image
  ফাইল ছবি মহামারী করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্ব। লাখ লাখ মানুষের চাকরি চলে গেছে, বেতন কমে গেছে। তাই বহু দম্পতি অর্থনৈতিক টানাপড়েনের কারণে সন্তান নেওয়ার পরিকল্পনা বাদ দিচ্ছেন। এ অবস্থায় ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে সিঙ্গাপুর। দেশটিতে ক্রমাগতভাবে জন্মহার কমছে। এ অবস্থায় রাশ টেনে ধরতে তারা 'প্যান্ডামিক বেবি বোনাস'র ঘোষণা দিয়েছে। নতুন ঘোষণার আওতায় করোনার মধ্যে সন্তান জন্ম দিলে এ বোনাস পাওয়া যাবে। তবে এ বোনাস কত, কীভাবে তা বিতরণ করা হবে সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে বলা হয়নি। খুব শীঘ্র এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। দেশটির উপপ্রধানমন্ত্রী হেং সুয়ি কিট সোমবার বলেন, কভিড-১৯ এর কারণে কিছু দম্পতি সন্তান নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন বলে জানতে পেরেছি। সে জন্যই এ উদ্যোগ।  সিঙ্গাপুরে বর্তমান বেবি বোনাস সিস্টেমে যোগ্য বাবা-মাকে ১০ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত সুবিধা দেওয়া হয়ে থাকে।   বিডি প্রতিদিন/ফারজানা

ইসরায়েল ইস্যু: ফিলিস্তিন কর্তৃপক্ষের সমালোচনায় সৌদি প্রিন্স

Image
  সৌদি প্রিন্স নদর বিন সুলতান বিন আবদুল আজিজ। ফাইল ছবি ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের স্বাভাবিক সম্পর্ক চুক্তি প্রত্যাখ্যান করায় ফিলিস্তিন কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছেন সৌদি প্রিন্স নদর বিন সুলতান বিন আবদুল আজিজ। সৌদি আরব ভিত্তিক টিভি চ্যানেল ‘আল আরাবিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সমালোচনা করে বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষ সবসময় পরাজিতদের পক্ষাবলম্বন করে, যার ফলে তাদের চরম মূল্য দিতে হয়। সৌদির সাবেক এই কূটনীতিবিদ বলেন, ‘ফিলিস্তিন ইস্যু ন্যায়সংগত, তবে এর উকিলরা ব্যর্থ। আর ইসরায়েল অন্যায় করলেও এর সফলতা প্রতিষ্ঠিত। গত ৭০ ও ৭৫ সালের ঘটনাপ্রবাহের এটিই সার নির্যাস।’ যুগ যুগ ধরে ফিলিস্তিনবাসীর জন্য সৌদি আরবের অসামান্য সহযোগিতার কথা তুলে ধরে প্রিন্স বনদর বলেন, ‘ফিলিস্তিনবাসীর এ কথা স্মরণ রাখা উচিত, সৌদি আরব সব সময় তাদের সহায়তা ও পরামর্শ দিতে প্রস্তুত।’ গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ওয়াশিংটনের হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চুক্তি স্বাক্ষর করে আরব আমিরাত ও বাহরাইন। ইসরায়েলের সঙ্গে আরব দেশের স্বাভাবিক সম্পর্ককে ‘বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেন ফিলিস...

চীনকে জব্দ করতে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ার মন্ত্রীরা টোকিওতে

Image
  ভারত ও প্রশান্ত মহাসাগরে চীনের আধিপত্য কমাতে জাপানের রাজধানী টোকিওতে দুই দিনের বৈঠকে বসছেন ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। এই দুই মহাসাগরে নৌ চলাচল ‘অবাধ ও স্বাধীন’ রাখার উপায় খোঁজার যুক্তি দেখিয়ে ২০০৭ সালে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ‘কোয়াড’ নামে যে সংলাপের সূচনা হয়েছিল, তারই আওতায় এই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আজ মঙ্গলবার থেকে টোকিওতে দু’দিনের বৈঠকে বসছেন। সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে প্রায় চার মাস ধরে চলা বিপজ্জনক উত্তেজনার মধ্যে এ বৈঠক হতে যাচ্ছে। চীন তাদের প্রধান বৈরী এই চারটি দেশের মধ্যে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বৈঠক নিয়ে যে একই সঙ্গে উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ, তার ইঙ্গিত স্পষ্ট। কোয়াডের এই বৈঠক চলার সময় দুই দিন একই সঙ্গে তিন থেকে চারটি নৌ এবং বিমান মহড়ার ঘোষণা দিয়েছে বেইজিং। কোয়াডের চারটি সদস্য দেশের মধ্যে ২০১৭ সাল থেকে বিভিন্ন পর্যায়ে নিয়মিত বৈঠক হচ্ছে- কিন্তু চীনকে আটকাতেই যে এই জোটবদ্ধ উদ্যোগ, পরিষ্কার করে তা কখনই বলা হয়নি। এমনকি এসব বৈঠক নিয়ে এই চারটি দেশের সরকারগুলোর পক্ষ থেকে জনসমক্ষে যেসব ঘোষণা দেয়...

আজারবাইজানের ভূখণ্ড থেকে আর্মেনিয়াকে দ্রুত সরে যাওয়ার আহ্বান ইরানের

Image
  আজারবাইজানের দখলীকৃত ভূখণ্ড থেকে সরে যেতে আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি আজ মঙ্গলবার এ আহ্বান জানিয়েছেন। ইরানের দৈনিক কেইহান-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, "আমরা যেমনিভাবে ইসরাইলের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিরোধী তেমনি কারাবাখ ইস্যুতেও দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের অবস্থান।" আলী আকবর বেলায়েতি আরও বলেন, “ইরান সব দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনে বিশ্বাসী। এটা জাতিসংঘ সনদের নীতিমালার অংশ। আমরা জাতিসংঘের সদস্য হিসেবে এই নীতি মেনে চলি। আজারবাইজান ও আর্মেনিয়া উভয়ই আমাদের উত্তরের প্রতিবেশী। আর্মেনিয়া প্রতিবেশী আজারবাইজানের ভূখণ্ড দখল করে রেখেছে। তারা আর্মেনিয়ার দক্ষিণের অন্তত ৭টি শহর দখল করে রেখেছে। জাতিসংঘের এ সংক্রান্ত চারটি ইশতেহার রয়েছে। সব ইশতেহারেই বলা হয়েছে আজারবাইজানের একটা অংশ দখলে রেখেছে আর্মেনিয়া। আর্মেনিয়াকে দখল ছেড়ে দিয়ে আন্তর্জাতিক সীমান্তে ফিরে যেতে বলা হয়েছে এসব ইশতেহারে।" ইরানও চায় আজারবাইজানের ভূখণ্ড সেদেশকে ফিরিয়ে দেওয়া হোক। এসব অঞ্চল দখল করে নেওয়ায় আ...