Posts

Showing posts from March 17, 2019

কুড়িগ্রামে ৭২০ শিক্ষার্থী ফুটিয়ে তুললো বঙ্গবন্ধুর প্রতিকৃতি

Image
৭২০ জন শিক্ষার্থী তৈরি করলো ৩ হাজার বর্গফুট মাপের বঙ্গবন্ধুর প্রতিকৃতি। ছবিঃ ইত্তেফাক। কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে ৭২০ জন শিক্ষার্থী তৈরি করলো ৩ হাজার বর্গফুট মাপের বঙ্গবন্ধুর প্রতিকৃতি। আর এটি ধারণ করা হয়েছে ড্রোন ক্যামেরার মাধ্যমে। রবিবার দুপুরে ৬০ ফুট দৈর্ঘ্য ও ৪৮ ফুট প্রস্থের এই প্রতিকৃতি দেখতে ভিড় জমায় কৌতুহলী মানুষ। বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী এ উদ্যোগের আয়োজন করে খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি তৈরি করতে ২ ফুট বাই ২ ফুট মাপের ৯৮টি পিভিসি বোর্ড ব্যবহার করা হয়। আর এর মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে শৈল্পিকভাবে উপস্থাপন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ রীতা রানী দেব প্রমুখ। কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিম জানান, বঙ্গবন্ধুর প্রতি ভালবাসার নিদর্শনস্বরূপ ব্যতিক্রমধর্মীভাবে এই মানব পোর্টেটটি শিক্ষার্থীরা উপস্থাপন করে। আকার ও দৈর্ঘ্যের বিচারে দেশে এটি প্রথম কোন উদ্যো...

৬০ বছর আগে কী ভাবে তিব্বত থেকে পালিয়েছিলেন দলাই লামা?

Image
দলাই লামা। -ফাইল ছবি ৬০ বছর আগে এই মার্চেই রাতের জমাট অন্ধকারে লাল ফৌজের লাল চক্ষু এড়িয়ে পথে নেমে পড়েছিলেন তিনি। অচেনা, অজানা রুটে। কপালে কী লেখা রয়েছে, তা না জেনেই। সঙ্গে ছিলেন বৃদ্ধা মা, বোন, ছোট ভাই আর তাঁর কয়েক জন অফিসার। তিব্বতে তাঁর প্রাসাদ ছেড়ে পথে নেমে পড়া ছাড়া আর কোনও পথই সে দিন খোলা ছিল না ধর্মগুরু দলাই লামার সামনে। ৮ বছর আগেই বৌদ্ধ ধর্মাবলাম্বী স্বাধীন তিব্বতে লাল ফৌজ ঢুকিয়ে দেয় চিন। শুরু হয় অত্যাচার। নির্যাতন। তিব্বতের দখল নেওয়ার জন্য। লাল ফৌজকে রুখতে সে দিন গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন  দলাই লামা । তাই তিনি টার্গেট হয়ে উঠেছিলেন চিনের। ৬০ বছর আগে মার্চের সেই রাতেই পথে নেমে না পড়লে লাল ফৌজের হাতেই প্রাণ হারাতে হত তাঁকে। হয়তো তাঁর পরিবারের সদস্যরাও রেহাই পেতেন না। সেই রাতে লাল সেনার পোশাক পরে পথে নেমেছিলেন দলাই লামা। তার পর মা, ভাই, বোন আর জনাকয়েক অনুগামী নিয়ে তাঁর দু’দিন, দু’রাত কেটেছিল অচেনা, অজানা পথে। কখনও পায়ে হেঁটে। কখনও বা ঘোড়ার পিঠে। আর ছিল ক’টা খচ্চর। যাদের পিঠে চাপানো ছিল এক মাসের মতো জল, খাবারদাবার, আনুষঙ্গিক আরও কিছু। যাচ্...

ইসরোয় ডাক দুই খুদে ‘গবেষক’কে

Image
সোহম মণ্ডল ও অতেন্দ্রীয় আচার্য। নিজস্ব চিত্র ওদের এক জনের ভাবনায় নাচ, গানে ক্লান্তি দূর করার পথ। অন্য জন বলছে সঠিক পদ্ধতিতে বাড়ি তৈরির মাধ্যমে পরিবেশ রক্ষার উপায়। সঙ্গে বৃষ্টির জল সংরক্ষণের বার্তাও। নবম শ্রেণির ওই দুই পড়ুয়ার সেই পর্যবেক্ষণ নজর কাড়ল ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের (ইসরো) বিজ্ঞানীদের। আগামী এপ্রিল–মে মাসে গরমের ছুটিতে জেলার ওই দুই পড়ুয়াকে বেঙ্গালুরুর মহাকাশ গবেষণা কেন্দ্রে যেতে আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা। দু’সপ্তাহ ধরে সেখানে বিজ্ঞানীদের সঙ্গে দেখা করবে দুই ছাত্র। কথা বলবে তাদের ভাবনা নিয়ে। ইতিমধ্যে ওই দুই পড়ুয়ার স্কুল ও বাড়িতে নবান্নের তরফে পৌঁছেছে ইসরো কর্তৃপক্ষের চিঠি। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যের মধ্যে শুধুমাত্র ওই আমন্ত্রণ পেয়েছে জেলার ওই দু’জনই। এতে খুশি বীরভূম জেলা শিশু বিজ্ঞান কংগ্রেস, দু’টি স্কুলের শিক্ষকেরা। দিল্লি দখলের লড়াই,  লোকসভা নির্বাচন ২০১৯ ওই দুই ছাত্র হল সোহম মণ্ডল ও অতেন্দ্রীয় আচার্য। প্রথম জন রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র। দ্বিতীয় জন পড়ে সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশনে। আদিবাসী সমাজে নাচ, গ...

ভিক্টোরিয়ায় ড্রোন উড়িয়ে ছবি তোলার চেষ্টা, হাতেনাতে পাকড়াও চিনা যুবক

Image
ভিক্টোরিয়া মেমোরিয়ালে ধৃত চিনা নাগরিক। - নিজস্ব চিত্র ভিক্টোরিয়া মেমোরিয়াল  চত্বরে ড্রোন উড়িয়ে ছবি তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক চিনা নাগরিক। পুলিশ সূত্রে খবর, শনিবার বিকালে তাঁরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে নিরাপত্তার জন্য মোতায়েন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী(সিআইএসএফ)-র কাছ থেকে জানতে পারেন ওই চিনা নাগরিক সম্পর্কে। শনিবার দুপুরে ওই চিনা নাগরিক ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকেন। সিআইএসএফ সূত্রে খবর, বেলা একটা নাগাদ জওয়ানরা ভিক্টোরিয়ার আকাশে একটি ড্রোন উড়তে দেখেন। ড্রোন দেখেই তাঁরা সতর্ক হয়ে যান এবং কিছুক্ষণ খোঁজ নিয়ে জানতে পারেন যে চত্বরের মধ্যে থেকেই ওই ড্রোন ওড়ানো হচ্ছে। সিআইএসএফ জওয়ানরা হাতেনাতে পাকড়াও করেন চিনা যুবককে। তাঁর সঙ্গে আরও দু’জন চিনা নাগরিক ছিলেন। তাঁদের তিনজনকেই আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বিকালে হেস্টিংস থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ লি-জেই-ওয়েই নামে ২৬ বছরের চিনা যুবককে গ্রেফতার করেন। তাঁর কাছ থেকেই ওই ড্রোন পাওয়া গিয়েছিল। মোবাইল ফোনের সাহায্যে রিমোট কন্ট্রোলে ওড়ানো হচ্ছিল ওই ড্রোন। আরও পড়ু...

অভিনন্দনের চোখ-হাত বাঁধা ভিডিয়ো দেখেই পাকিস্তানে মিসাইল তাক করেছিল ভারত!

Image
প্রতীকী ছবি। অভিনন্দন বর্তমানে র চোখ এবং হাত বাঁধা ছবি দেখার পরই যুদ্ধের হুঙ্কার ছেড়েছিল ভারত। মিগ-২১ বনাম এফ-১৬ যুদ্ধবিমানের ডগফাইটের পর সরাসরি ভারত-পাক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। ছ’টি মিসাইল  পাকিস্তানে র অভ্যন্তরে তাক করে রেখেছিল নয়াদিল্লি। পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ইসলামাবাদও। নয়াদিল্লি, ইসলামাবাদ এবং ওয়াশিংটনের একাধিক সূত্র অনুযায়ী সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, ওই সময় দু’দেশের সম্পর্ক এতটাই উত্তপ্ত ছিল যে, মার্কিন কূটনৈতিক হস্তক্ষেপ না হলে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ লেগেই যেত। একটি সূত্রে এও দাবি, পাকিস্তানের উদারতা নয়, মার্কিন চাপেই ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতে ফেরত পাঠাতে বাধ্য হয়েছিল ইমরান খানের সরকার। এবং সেই সিদ্ধান্তের পরই দু’দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়। কারণ, অভিনন্দনকে ফেরানোর সিদ্ধান্তের পর ভারত কিছুটা নরম অবস্থান নেয়। কেমন যুদ্ধের আবহ ছিল সেই সময়? সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, অভিনন্দনের ওই ভিডিয়ো দেখার পরই ভারতীয় কূটনৈতিক এবং সামরিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নয়াদিল্লি সরাসরি হুমকি দেয়, ...

থাইল্যান্ডে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

Image
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়েরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্ট। দেশটির বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ও বাংলাদেশ কমিউনিটি ইন থাইল্যান্ড স্পোর্টস ক্লাবের উদ্যোগে গতকাল শনিবার (১৬ মার্চ) ব্যাংককের হুয়ামাকে পান্ডা ফুটবল স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ দূতাবাস দলসহ থাইল্যান্ডে বাংলাদেশ কমিউনিটির তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে পাঁচজন বীরশ্রেষ্ঠর নামে গড়া পাঁচটি দল অংশ নেয়। দূতাবাসের মিনিস্টার কনস্যুলার মোহাম্মদ কামরুল হাসান প্রতিযোগিতার উদ্বোধন করেন। চ্যাম্পিয়ন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান দল তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর দল। ৬টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কার জেতেন ওয়াদুদ। টুর্নামেন্টে দূতাবাস দল যথেষ্ট নৈপুণ্য প্রদর্শন করে। দূতাবা...

সেন্টমার্টিনে পযর্টকের ঢল

Image
সেন্টমার্টিনে পযর্টকের ঢল

হার ভুলে সাবিনাদের চোখ সেমিফাইনালে

Image
হালকা স্ট্রেচিং করেছেন সাবিনা, মারিয়া মান্দারা। ছবি: প্রথম আলো টিম হোটেলের অভ্যর্থনা কক্ষের সামনে দিয়ে সকালের নাশতার জন্য ডাইনিংয়ে যাচ্ছিলেন বাফুফের টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিকাল ডিরেক্টর পল স্মলি। শুভ সকাল বলতেই, সোফায় বসে পড়লেন। হাতে ধরা একটা নোটখাতা। ‘রাতে কেমন ঘুম হয়েছে?’ প্রশ্নটা শুনে একটু শুকনো হাসি দিয়ে বললেন, ‘ভালো হয়নি।’ মেয়েদের সাফের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে হারাতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত হিমালয় জয় করা হয়নি সাবিনাদের। নেপালের কাছে পঞ্চমবারের মতো হেরেছে জাতীয় দল। পল স্মলির প্রশান্তির ঘুম না হওয়াটাই স্বাভাবিক। তবে নেপালের হারটা এখন বাংলাদেশের জন্য অতীত। পেছনের ব্যর্থতা ভুলে সামনে তাকাতে চান পল, ‘আমি মনে করি, সবাই সন্তুষ্ট আমাদের খেলায়। কয়েক সপ্তাহ ধরে আমাদের মেয়েরা সত্যি অসাধারণ খেলছে। এখানে ভুটানের সঙ্গে জিতেছি। মেয়েরা আত্মবিশ্বাস নিয়ে খেলছে। নেপালের সঙ্গে প্রথম ২৫ মিনিট মেয়েরা ভালো খেলেছে। শুধু কিছু ছোটখাটো ভুল করেছে। এ জন্যই আমাদের এমন হার। এখন আমাদের সব মনোযোগ সেমিফাইনালে।’ ২০ মার্চ যেখানে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন ভারত।...

বাবাকে ভালো হওয়ার সুযোগ দিন স্যার’ যৌনপল্লীতে বাবার হাতে বিক্রি হওয়া মেয়ের আকুতি!

Image
নিজের মেয়েকে যৌনপল্লীতে বিক্রির সময় আটক পাষণ্ড পিতা এরশাদ এবং ক্রেতা যৌনকর্মী শিল্পী। ছবিঃ ইত্তেফাক। মাত্র ৩০ হাজার টাকায় নিজের ১৩ বছর বয়সী মেয়েকে দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রি করছিলো পাষণ্ড পিতা। এ সময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আটক করেছে তাকে। পাষণ্ড ওই পিতার নাম এরশাদ আলী (৩৫)। এ সময় শিল্লী (৩৫) নামের এক যৌনকর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ। শিল্পীর কাছে নিজের মেয়েকে বিক্রি করছিলো এরশাদ আলী। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে। গ্রেফতার হওয়া পাষণ্ড পিতা এরশাদ আলী নওগাঁ জেলার মান্দা উপজেলার হোসেনপুর গ্রামের আজগর সোনার ছেলে ও শিল্পী নীলফমারী জেলার ডোমার উপজেলার পাংগা চৌপটি গ্রামের নজরুল ইসলামের মেয়ে। এ ঘটনায় রবিবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানার এসআই ওলিয়ার রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেছেন। বিক্রির হাত থেকে বেঁচে যাওয়া কিশোরী জানায়, তার বাবা মায়ের অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে। বাবা ও মা দুজনই আবার বিয়ে করে নতুন সংসার করছে। সে কখনো দাদির কাছে, কখনো ফুপুর কাছে আবার কখনো মায়ের কাছে থাকতো। এ পরিস্থিতিতে তার বাবা তাকে বলে, ‘তোমার খা...

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ৫০ জনের মৃত্যু

Image
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: সংগৃহীত। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে আকস্মিক বন্যায় কমপক্ষে ৫০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এ বন্যায় ২১ জন আহত হয়েছে। রবিবার দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে শনিবারের ভারি বৃষ্টিপাতের ফলে প্রাদেশিক রাজধানী জয়াপুরার নিকটস্থ সেন্টানির কাছে এই বন্যা দেখা দেয়। বন্যায় অন্তত নয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত ও দুটি সেতু ধসে পড়েছে বলে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো জানান। বন্যায় অন্তত ৯ টি গ্রাম প্লাবিত হয়েছে বলে ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে। সুতোপো আরো জানান, তল্লাশি ও উদ্ধার অভিযানের জন্য যে দল পাঠানো হয়েছ। তারা বন্যাকবলিত অঞ্চলে এখনো পৌঁছাতে পারেনি। রয়টার্সের খবরে বলা হয়েছে, ১২০ জনের বেশি বাসিন্দা সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ইত্তেফাক/এসআর

বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছেন সেই কিশোর, আরও ডিম কেনার তহবিল গঠন

Image
সিনেটরের মাথায় ডিম ভাঙেন তরুণ। ছবি: আল জাজিরা অস্ট্রেলিয়ার সিনেটর ফ্র্যাসার অ্যানিংয়ের মাথায় ডিম ফাটিয়ে ব্যাপক প্রশংসায় ভাসছেন সেই কিশোর। সেইসঙ্গে ওই কিশোরকে হামলা ও তাকে নোংরা কথা বলার জন্যে সিনেটর ফ্র্যাসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের ও বহিষ্কারের দাবি তুলছে অস্ট্রেলিয়ার জনগণ। এছাড়া আরও ডিম কেনার জন্য তহবিল গঠন করা হয়েছে। বার্তা সংস্থা নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্র্যাসার অ্যানিংয়কে বহিষ্কারের দাবিতে চার্জডটঅর্গের মাধ্যমে অন্তত ৫ লাখ ব্যক্তি আবেদন করেছেন। এছাড়া ফ্র্যাসার অ্যানিংয়ের কঠোর সমালোচনা করছেন দেশটির অনেক রাজনৈতিক নেতা। সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনও। কিশোরকে মারধর করায় ওই সিনেটরের সমর্থকদের নিষ্ঠুর বলে অভিহিত করেছেন দেশটির জনগণ। সেইসঙ্গে ওই কিশোরকে দিচ্ছেন হিরোর তকমা। অস্ট্রেলিয়ার একজন সিনেটর ডেরিন হিঞ্চ টুইটার বার্তায় জানান, অ্যানিংয়ের প্রতিক্রিয়া ছিল প্রবৃত্তিগতভাবে। কিন্তু, তার গুণ্ডাদের প্রতিক্রিয়া ছিলো মাত্রাতিরিক্ত। ওই কিশোরের পক্ষে আইনি লড়াই ও আরো ডিম কেনার জন্য অর্থ সংগ্রহ করতে শুরু করেছে একটি তহবিল সংগ্রহকারী সংস...

স্ত্রীর ভালবাসার পরীক্ষা নিতে রাস্তায় দাঁড়ালেন স্বামী, পিষে দিল ট্রাক!

Image
ছবি: সংগৃহীত কী করে একজনের ভালবাসা বোঝা যায়? কী করেই বা বোঝা যায়; আপনার উল্টোদিকের মানুষটি আপনাকে কতটা ভালবাসেন? প্রকৃতপক্ষে ভালবাসা জন্মায় বিশ্বাস থেকে। কিন্তু এটা পরীক্ষা করার জন্য উল্টো-পাল্টা কাজ করে থাকেন আনেকেই। ফলে সেসব কাজের খেসারতও দিতে হয়। এবার স্ত্রীর ভালবাসার পরীক্ষা নিতে দিয়ে প্রাণ হারালেন এক স্বামী! চিনের ঝিয়াং প্রদেশে ঘটনাটি ঘটেছে। স্ত্রীর ভালবাসার প্রমাণ করতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাকে পিষে দিয়ে যায় একটি ট্রাক। ট্রাফিক ক্যামেরার ফুটেজে দেখা যায়, বারবার তাকে টেনে আনার চেষ্টা করেন স্ত্রী। কিন্তু তা সত্ত্বেও নিজের অবস্থান থেকে নড়ানো যায়নি ওই ব্যক্তিকে। শেষ পর্যন্ত ট্রাকের ধাক্কায় জখম হন ওই ব্যক্তি। ফুটেজে দেখা যায়, স্বামীকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ছুটে যান স্ত্রী। আরো পড়ুন: পুলিশ অফিসার ঝেং শিয়াও বলেন, প্যানের ওই ব্যক্তি স্ত্রীর ভালবাসা পরীক্ষা করতেই এমন কাণ্ড বাঁধিয়েছিলেন। ঝোউ নামে ওই নারী তার স্বামীকে বোঝানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। ট্রাকের ধাক্কায় গুরুতর জখম স্বামীকে অ্যাম্বুলেন্সে করে তিনিই হাসপাতালে নিয়...

লামায় নির্বাচনী মালামাল নিয়ে গাড়ি দুর্ঘটনায় ১৮জন আহত

Image
গুরুতর আহত একজন পুলিশ সদস্য। ছবিঃ ইত্তেফাক। বান্দরবানের লামায় নির্বাচনী মালামাল নিয়ে কেন্দ্রে যাওয়ার পথে একটি গাড়ি দুর্ঘটনায় পতিত হয়ে অন্তত ১৮জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী চকরিয়া উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুর তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া হারবাং এলাকায় একটি পিকআপের সঙ্গে নির্বাচনের গাড়িটির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এর আগে ওই গাড়িটি দুপুর দেড়টার দিকে লামা উপজেলা সদর থেকে নির্বাচনী মালামার বুঝে নিয়ে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে ফাইতং ইউনিয়নের পোলাওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘটনাস্থল থেকে লামা উপজেলা নির্বাহী অফিসার নুরে-জান্নাত-রুমী জানান, প্রিসাইডিং অফিসার একজন, সহকারী প্রিসাইডিং অফিসার দুইজন ও পুলিশের চার সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তাদের চকোরিয়ার স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইউএনও নুরে-জান্নাত রুমী বলেন, ১৮ মার্চ সোমবার লামা উপজেলা পরিষদ নির্বাচন। উপজ...

বোমা আতঙ্কে নিউজিল্যান্ডের বিমানবন্দর বন্ধ ঘোষণা

Image
নিউজিল্যান্ডের ওটাগোর দুনেদিন আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হামলার লেশ না কাটতেই এবার বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটির দক্ষিণাঞ্চলের ওটাগোর দুনেদিন আন্তর্জাতিক বিমানবন্দরে। রবিবার (১৭ মার্চ) ওই বিমানবন্দরে বোমা সদৃশ একটি প্যাকেটের সন্ধান পেলে বিমানবন্দর বন্ধ করে দেয় দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যরা। দেশটির পুলিশের বরাত দিয়ে নিউজিল্যান্ডের ইংরেজি দৈনিক 'ওটাগো ডেইলি টাইমস' তাদের এক প্রতিবেদনে বিমানবন্দর বন্ধের এই তথ্য জানায়। ওই প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডের স্থানীয় সময় ৯টা ৫৫ মিনিটের দিকে এক বিবৃতিতে দুনেদিন বিমানবন্দরে বোমা সদৃশ প্যাকেট পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। সন্দেহজনক বোমা সদৃশ ওই প্যাকেটের সন্ধান পাওয়ার পর বিমানবন্দর বন্ধ ঘোষণা করে তারা। সন্দেহজনক ওই প্যাকেটটি আসলেও বোমা কিনা তা শনাক্ত করার জন্য বিমানবন্দরে পুলিশ এবং বিষেশজ্ঞ টিম পাঠানো হয়েছে। নিউজিল্যান্ড পুলিশের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় রবিবার রাত ৮টার দিকে বোমা সদৃশ ওই প্যাকেটের খবর আসে পুলিশের কাছে। খবর পাওয়ার পর দেশটির প্রতিরক্ষা বাহিনীকে সতর...

ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিল ভারত ও পাকিস্তান'

Image
কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার জের ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে উঠলে দু'দেশ এক অপরকে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার হুমকি দিয়েছিল। ভারত ও পাকিস্তানের সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর পার্সটুডের সূত্র জানিয়েছে, ভারত এক পর্যায়ে ছয়টি ক্ষেপণাস্ত্র মারার হুমকি দেয়। জবাবে পাকিস্তান বলেছিল, ভারত ছয়টি ক্ষেপণাস্ত্র ছুঁড়লে ইসলামাবাদ তার তিনগুণ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জবাব দেবে। তবে দু'দেশের সাম্প্রতিক সংঘর্ষের সময় এ হুমকি বাস্তবায়িত হয়নি। দু'দেশ প্রচলিত যুদ্ধাস্ত্রই ব্যবহার করেছে। পাকিস্তানের একজন মন্ত্রী ও ইসলামাবাদে নিযুক্ত পশ্চিমা এক কূটনীতিক নিশ্চিত করেছেন যে, পাকিস্তানের ভেতরে ভারত ছয়টি ক্ষেপণাস্ত্র মারার হুমকি দিয়েছিল। ওই মন্ত্রী বলেন, 'সংঘর্ষের সময় পাকিস্তান ও ভারতের গোয়েন্দারা পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং এখনো যোগাযোগ রেখে চলেছেন।' নাম প্রকাশ না করা শর্তে এ মন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভারতের হুমকির জবাবে পাকিস্তান বলেছিল, ইসলাবাদ ভারতের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করবে এবং নিজের ভাণ্ডার থেকে বহু ক্ষেপণাস্ত্...

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্রেনের তার ছিড়ে দুই শ্রমিকের মৃত্যু

Image
বাগেরহাটের রামপালে নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে পাইলিং কাজ করার সময় ক্রেনের তার ছিড়ে কর্মরত দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে কাজ করার সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই নির্মাণ শ্রমিকের নাম নাসির উদ্দিন ও আসাদুর রহমান। নিহত নাসির চাপাইনবাবগঞ্জ জেলা সদরের কালিনগর গ্রামের অনসার আলীর ছেলে ও আসাদুর রহমান বাগেরহাটের রামপাল উপজেলার ফজলুর রহমানের ছেলে। এরআগে চলিত মাসের ৩ মার্চ এই একই বিদ্যুৎ কেন্দ্রে কনটেইনার চাপা পড়ে নায়েব আলী (৪৫) ও মো. ফিরোজ (৪৯) নামে আরো দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। রবিবার সকালে ক্রেনের তার ছিড়ে কর্মরত দুই নির্মাণ শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, শনিবার সকালে রামপালে নির্মাণাধীন তাপ বিদ্যুত কেন্দ্রে প্রতিদিনের মত কাজ করছিল শ্রমিকরা। এ সময় পাইলিং কাজের ক্রেনের তার ছিড়ে নাসির উদ্দিন নামের একজন নিহত ও আসাদুর রহমান নামে অপর নির্মাণ শ্রমিক আহত হন। আসাদুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা কর...

গ্রিল খুলে শিশু চুরি; সাত দিন পর টয়লেটে লাশ, মূল হোতা আটক

Image
মূল হোতা হৃদয়ের (বামে) দেখানো স্থান থেকে লাশ তোলা হচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জে জানালার গ্রিল খুলে মা-বাবার কোলের ভেতর থেকে চুরি করে নেওয়া আড়াই মাসের শিশু আব্দুল্লাহর মরদেহ ৭ দিন পরে উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা ১২ টার দিকে বিশারীঘাটা গ্রামের কাচারি বাড়ি এলাকার আব্দুর রহমান শিকারীর লিজ দেওয়া মৎস্য ঘেরের টয়লেটের ভেতর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার মূল হোতা গুলিশাখালী গ্রামের হৃদয় চাপরাশীর (২০) স্বীকারোক্তি ও দেখানো মতে থানা পুলিশ টয়লেটের স্লাব তুলে শিশুটির মরদেহ উদ্ধার করে। মোরেলগঞ্জ সাকের্লের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, থানার ওসি কেএম আজিজুল ইসলাম, বাগেরহাট জেলা ডিবি পুলিশের ওসি মো. রেজাউল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। শিশু আব্দুল্লাহর লাশ উদ্ধারের পরে তার পিতা বিশারীঘাটা গ্রামের মো. সোহাগ হাওলাদার পরণের কাপড় দেখে সন্তানের লাশ সনাক্ত করেন। এ সময় এলাকার শতশত উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত ৩ টার দিকে বিশারীঘাটা গ্রামের সোহাগ হাওলাদারের আড়াই মাস ...