থাইল্যান্ডে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়েরাটুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়েরাজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্ট। দেশটির বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ও বাংলাদেশ কমিউনিটি ইন থাইল্যান্ড স্পোর্টস ক্লাবের উদ্যোগে গতকাল শনিবার (১৬ মার্চ) ব্যাংককের হুয়ামাকে পান্ডা ফুটবল স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ দূতাবাস দলসহ থাইল্যান্ডে বাংলাদেশ কমিউনিটির তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে পাঁচজন বীরশ্রেষ্ঠর নামে গড়া পাঁচটি দল অংশ নেয়। দূতাবাসের মিনিস্টার কনস্যুলার মোহাম্মদ কামরুল হাসান প্রতিযোগিতার উদ্বোধন করেন।
চ্যাম্পিয়ন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান দলচ্যাম্পিয়ন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান দলতুমুল প্রতিদ্বন্দ্বিতার পর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর দল। ৬টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কার জেতেন ওয়াদুদ। টুর্নামেন্টে দূতাবাস দল যথেষ্ট নৈপুণ্য প্রদর্শন করে। দূতাবাস দলের কামরুল হাসান গোলরক্ষক হিসেবে নৈপুণ্যের স্বাক্ষর রেখে টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন।
টুর্নামেন্ট শেষে দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ খায়রুল হাসান বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন। তিনি দূতাবাসের সহযোগিতায় জাতির পিতার সম্মানে অনুষ্ঠিত প্রথমবারের মতো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান।

রানার্সআপ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর দলরানার্সআপ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর দলবাংলাদেশ কমিউনিটি ইন থাইল্যান্ড স্পোর্টস ক্লাব সবার সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে বলে আশা প্রকাশ করে।
ফুটবল টুর্নামেন্ট চলাকালে সাইড লাইনে শিশুদের দৌড় প্রতিযোগিতা ও নারীদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ কমিউনিটির শিশু ও নারীরা অংশ নেয়। বিজ্ঞপ্তি
প্রথম আলো

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা