Posts

Showing posts from October 3, 2017

পুরস্কার / দেহঘড়ির হদিস দিয়ে নোবেল জয় তিন মার্কিনের সাব্বির রহমান খান,/ সুইডেন থেকে

Image
দেহঘড়ি নিয়ে গবেষণা করে ২০১৭ সালের জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন প্রখ্যাত চিকিৎসাবিজ্ঞানী জেফ্রি সি হল, মাইকেল রোজবাস ও মাইকেল ডাব্লিউ ইয়াং। তাঁরা দেহের আণবিক স্তরে প্রাকৃতিক বা জৈবিক ঘড়ি কিভাবে কাজ করে তা দেখিয়েছেন, যা সারকোডিয়াম রিদম নামে পরিচিত। সুইডেনের ক্যারোলিন্সকা ইনস্টিটিউট থেকে গতকাল সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করতে গিয়ে কমিটির স্থায়ী সদস্য জুলিয়ান জিয়ারাথ বলেন, যথাযথ উপায়ে ঘুমানো স্বাস্থ্যের জন্য কেন ও কিভাবে গুরুত্বপূর্ণ, বিজয়ীত্রয়ের গবেষণা সে বিষয়ে আরো জনসচেতনতা সৃষ্টি করবে। নোবেল কমিটির ঘোষণায় বলা হয়েছে, পৃথিবীর ঘূর্ণন গতির সঙ্গে তাল মেলানোর উপযোগী করে তৈরি হয়েছে মানবদেহ। বহু বছর ধরে মানুষসহ পৃথিবীর অন্যান্য জীবের দেহে এক ধরনের জৈবিক ঘড়ির উপস্থিতির কথা সবার জানা। কিন্তু কিভাবে এই দেহঘড়ি কাজ করে তা অজানা ছিল এত দিন পর্যন্ত। জেফ্রি সি হল, মাইকেল রোজবাস ও মাইকেল ডাব্লিউ ইয়াং তাঁদের অনেক বছরের গবেষণায় এই জৈবিক ঘড়ির কর্মপ্রক্রিয়া প্রমাণসহ হাজির করতে সক্ষম হয়েছেন। তাঁরা জানিয়েছেন, কিভাবে মান...

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিবাহিত!

Image
এ যেন রবীন্দ্রনাথের ছোট গল্পের সংজ্ঞার মতো অবস্থা, ‘শেষ হইয়াও হইল না শেষ’। বলছি, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রসঙ্গে। শুক্রবার বেশ জমকালো আয়োজনে ঘোষণা করা হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার বিজয়ীর নাম। ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে যে ঝড় উঠেছে তা এখনো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বহমান। জান্নাতুল নাঈম এভ্রিল নামের যে প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে তিনি নাকি বিচারকদের পছন্দের তালিকায় ছিলেন না। মূলত বিচারকরা যাচাই-বাছাইয়ের পর যাকে প্রথম নির্বাচিত করেছিলেন আয়োজকদের নির্দেশে তাকে উপেক্ষা করা হয়েছে। আর চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে জান্নাতুল নাঈম এভ্রিলকে। এমন ঘটনায় বিস্মিত হয়েছেন সেদিনের বিচারকরাও। কিন্তু নতুন করে এই তর্ক-বিতর্কের কফিনে আরও একটি পেরেক ঠুকল এভ্রিলের বিয়ের ঘটনা। খোঁজ-খবর নিয়ে এমনটাই জানা গেছে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫ নম্বর বরমা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলামও বাংলাদেশ প্রতিদিনকে এভ্রিলের বিয়ের খবর নিশ্চিত করেছেন। বিবাহিত কোনো মহিলা এই প্রতিযোগিতায় অযোগ্য। এছাড়া এভ্রিলের বিয়ে এবং কাবিনামার কয়েকটি আলোকচিত্রও গণমাধ্যমে এসেছে। কাবিন ছিল ৮ লাখ টাকার। যা...