পুরস্কার / দেহঘড়ির হদিস দিয়ে নোবেল জয় তিন মার্কিনের সাব্বির রহমান খান,/ সুইডেন থেকে
দেহঘড়ি নিয়ে গবেষণা করে ২০১৭ সালের জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন প্রখ্যাত চিকিৎসাবিজ্ঞানী জেফ্রি সি হল, মাইকেল রোজবাস ও মাইকেল ডাব্লিউ ইয়াং। তাঁরা দেহের আণবিক স্তরে প্রাকৃতিক বা জৈবিক ঘড়ি কিভাবে কাজ করে তা দেখিয়েছেন, যা সারকোডিয়াম রিদম নামে পরিচিত। সুইডেনের ক্যারোলিন্সকা ইনস্টিটিউট থেকে গতকাল সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করতে গিয়ে কমিটির স্থায়ী সদস্য জুলিয়ান জিয়ারাথ বলেন, যথাযথ উপায়ে ঘুমানো স্বাস্থ্যের জন্য কেন ও কিভাবে গুরুত্বপূর্ণ, বিজয়ীত্রয়ের গবেষণা সে বিষয়ে আরো জনসচেতনতা সৃষ্টি করবে। নোবেল কমিটির ঘোষণায় বলা হয়েছে, পৃথিবীর ঘূর্ণন গতির সঙ্গে তাল মেলানোর উপযোগী করে তৈরি হয়েছে মানবদেহ। বহু বছর ধরে মানুষসহ পৃথিবীর অন্যান্য জীবের দেহে এক ধরনের জৈবিক ঘড়ির উপস্থিতির কথা সবার জানা। কিন্তু কিভাবে এই দেহঘড়ি কাজ করে তা অজানা ছিল এত দিন পর্যন্ত। জেফ্রি সি হল, মাইকেল রোজবাস ও মাইকেল ডাব্লিউ ইয়াং তাঁদের অনেক বছরের গবেষণায় এই জৈবিক ঘড়ির কর্মপ্রক্রিয়া প্রমাণসহ হাজির করতে সক্ষম হয়েছেন। তাঁরা জানিয়েছেন, কিভাবে মান...