প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব–কন্যা
আলায়নাকে কোলে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফেসবুক • সাপ্তাহিক ছুটির দিনে সাকিব-কন্যা আলায়নার সঙ্গে দারুণ কিছু সময় কাটল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। • সাকিব-কন্যার প্রতিভায় প্রধানমন্ত্রী অভিভূত। • পরে সাকিবের স্ত্রী ফেসবুকে জানিয়েছেন, নিজেদের মুগ্ধতার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেক রঙের বল তুলছেন হাতে আর আলায়না হাসানের কাছে জানতে চাইছেন, তাঁর হাতে থাকা বলের রংটা কী? আলায়না তোতা পাখির মতো বলে যাচ্ছে, সবুজ, লাল, হলুদ...। সাকিব-কন্যার প্রতিভায় প্রধানমন্ত্রী অভিভূত-মুগ্ধ, ‘সব জানে সে’! অ্যাকোরিয়ামের মাছ দেখাচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: ফেসবুক হতে পারেন সরকারপ্রধান, হতে পারেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের প্রধান। কিন্তু কঠিন সব কাজের ভিড়ে তাঁর কোমল মনটা তো আর তাতে আড়াল হয় না। শিশুদের প্রতি তাঁর আলাদা মমত্ববোধ কাজ করে সব সময়ই। আজ সেটি দেখা গেল আরেকবার। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের মেয়েকে কাছে পেয়ে শেখ হাসিনা যেন আর প্রধানমন্ত্রী নন, হয়ে গেলেন আলায়নার ‘দাদু’! অনিন্দ্য সুন্দর এ দৃশ্য ফ্রেমবন্দী করে ফেসবুকে পোস্ট করেছেন আলায়নার মা উম্মে আহমেদ শিশির। প্রধানম...