Posts

Showing posts from March 19, 2019

২ স্ত্রীর খরচ জোগাতে দিশেহারা স্বামী, ছাপালেন লাখ লাখ টাকার জাল নোট

Image
প্রতীকী ছবি। ( সংগৃহীত ) দুই স্ত্রীর একজন মডেল,অন্য জন গৃহবধূ। তাদের খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলো স্বামী। তাই একপ্রকার বাধ্য হয়েই নাকি ছাপিয়েছেন কয়েক লাখ টাকার জাল টাকার নোট। এমন ঘটনা ঘটেছে ভারতে। ইতিমধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম দেবকুমার রামরতন প্যাটেল (৩৭)। পেশায় একজন চিত্রলেখক।তিনি মুম্বাইয়ের বাসিন্দা। গত সোমবার মুম্বাইয়ের বোরিভলির এসভি রোডে তাকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তি ভারতীয় মুদ্রায় অন্তত ১৫ লাখ টাকার জাল নোট ছাপান। এরপর একটি ব্যাগ নিয়ে মুম্বাইয়ের রাস্তায় বেড়ান। এসব জাল নোট মধ্যপ্রদেশে পাচারের উদ্দেশ্য পাচারের কথা ছিল। কিন্তু তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ গ্রেফতার করে। এরপর তার বাড়ি থেকেও পুলিশ তল্লাশি চালিয়ে ২০০০, ৫০০ ও ২০০- র প্রায় ৫ লাখ টাকার জাল নোট উদ্ধার করে। সঙ্গে একটি কম্পিউটার, স্ক্যানার ও প্রিন্টারও উদ্ধার করে পুলিশ। আরো পড়ুন:  ‘ইদাই’- এর আঘাতে মোজাম্বিকে ১ হাজার লোকের প্রাণহানির আশঙ্কা জেরায় অভিযুক্ত ওই ব্যক্তি পুলিশকে জানায়, দুই স্ত্রীর খরচ চ...

‘ইদাই’- এর আঘাতে মোজাম্বিকে ১ হাজার লোকের প্রাণহানির আশঙ্কা

Image
ঘূর্ণিঝড় ইদাইয়ের ফলে সৃষ্ট বন্যায় ১ লাখ লোক বিপদে আছে। ছবি: সংগৃহীত। ঘূর্ণিঝড় ইদাইয়ের আঘাতে মোজাম্বিকে ১ হাজার লোকের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি। সোমবার দেশটির এক রেডিওতে এ কথা বলেন তিনি। মোজাম্বিকে গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি বয়ে যায়। এর পরে দেশটিতে বন্যারও দেখা দিয়েছে। ফিলিপ বলেন, এ পর্যন্ত ৮৪ জনের বেশি লোকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, কিন্তু আমরা আশঙ্কা করছি সেটা ১ হাজার লোক ছাড়িয়ে যাবে। তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় ইদাইয়ের ফলে সৃষ্ট বন্যায় ১ লাখ লোক ঝুঁকিতে আছে। মোজাম্বিকের পরিবেশ মন্ত্রী সেলসো কোরেয়া বিরা আন্তর্জাতিক বিমানবন্দরে এএফপিকে বলেন, ‘আমি মনে করি এটি হচ্ছে মোজাম্বিকে ঘটে যাওয়া সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ। তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়টি দেশটির সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। এখন আমাদের সবচেয়ে অগ্রাধিকার হচ্ছে মানুষকে বাঁচানো।’ আরো পড়ুন:  ক্রাইস্টচার্চে নিহতদের শোকসভায় তোপের মুখে চেলসি ক্লিনটন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মোজাম্বিকের অধিক ক্ষতিগ্রস্ত অনেক এলাকাতে এখনও প্রবেশ করা যাচ্ছে না। প্রচণ্ড বৃ...

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত: বাস পোড়ানোর চেষ্টাকারীদের প্রতিহত করলেন শিক্ষার্থীরা

Image
বাস পোড়ানোর চেষ্টাকারীদের ধাওয়া দিয়ে প্রতিহত করলেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত রাজধানীর নর্দ্দায় যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী (২০) নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় হঠাৎ সু-প্রভাত পরিবহনের একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করেন কয়েকজন। মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। বিইউপি'র আইআর বিভাগের শিক্ষার্থী আবু তালহা ও শামীম আল হাসান বলেন, ‌‘বাসটিতে দুই ব্যক্তি আগুন দেন। তারা বিইউপি'র ছাত্র না। আগুন ধরালে ধোয়া বের হয়। পরে ছাত্ররা ধাওয়া দিলে একজন পালিয়ে যান। আরেকজনকে ধরে ব্যাপক মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে তার নাম জানা যায়নি। ছাত্রদের বক্তব্য দাবি আদায়ের তাদের আন্দোলন অহিংস। সেখানে পরিস্থিতি ভিন্নখাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে সু-প্রভাত বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আরও পড়ুন:  ‘আসসালামু আলাইকুম’ দিয়ে বক্তব্য দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এর আগে সকাল সাড়ে ৭টায় গাজীপুরগামী সুপ্র...

ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯

Image
সংগৃহীত ছবি ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১৫৯ জন।  কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।  দেশটির জাতীয় দুর্যোগ নিরসন সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগ্রহ বলেছেন, বন্যায় সবচেয়ে বেশি আঘাত হানা সেনটানি এলাকার বহু ঘরবাড়ি ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বন্যা ও ভূমিধসে সৃষ্টি হওয়া কাদা ও ধ্বংস হয়ে যাওয়া ঘরগুলোর ধ্বংসস্তপ থেকে এখন পর্যন্ত ৮৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও প্রায় ১৫৯ জন। পাশাপাশি নিখোঁজ হওয়া ৭৪ জনের খুঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

ফেসবুক-গুগল থেকে বিজ্ঞাপন প্রত্যাহার নিউজিল্যান্ডের ব্র্যান্ডগুলোর

Image
মসজিদে হামলা ও সেই হামলা সরাসরি সম্প্রচারের প্রতিবাদে ফেসবুক ও গুগল থেকে বিজ্ঞাপন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের বড় কয়েকটি ব্র্যান্ড। এএসবি ব্যাংক, লোটো এনজেড, বার্গার কিং, স্পার্কসহ আরও কয়েকটি কোম্পানি এমন সিদ্ধান্ত নিয়েছে। নিউজিল্যান্ড হেরাল্ডের বরাত দিয়ে আইএএনএস ও এনডিটিভির খবরে বলা হয়েছে, গত শুক্রবার হামলার পর ওই দিন বিকেল থেকেই ফেসবুক ও গুগল থেকে ডিজিটাল বিজ্ঞাপন স্থগিত করেছে এএসবি, লোটো, বার্গার কিং, স্পার্কসহ কয়েকটি কোম্পানি। হামলা সরাসরি সম্প্রচার হওয়ার কারণে যে মানসিক ক্ষতি হয়েছে, তার বিরুদ্ধে একত্র হয়ে অবস্থান নিয়েছে কোম্পানিগুলো। এসব কোম্পানির বিপণন ব্যবস্থাপকেরা এ জন্য কথা বলেছেন। তাঁরা আলোচনা করেছেন কীভাবে তাঁদের ব্যবসায়/শিল্পে পরিবর্তন আনা যায়। বিজ্ঞাপনের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া যায়, তা নিয়ে কথা বলেছেন তাঁরা। ফেসবুক ও গুগল থেকে এসব কোম্পানি তাদের ডিজিটাল বিজ্ঞাপনগুলো কত দিনের জন্য প্রত্যাহার করে নেবে, নাকি একেবারেই বাতিল করে দেবে, ব্যাপারটি এখনই পরিষ্কার নয়। ফেসবুক ও গুগল থেকে ডিজিটাল বিজ্ঞাপন প্রত্যাহার বা স্থগিতের ঘটনা এটাই প্রথম নয় নিউজিল্যা...

পৃথিবীর আকাশে জ্বলন্ত গ্রহাণু

Image
ফাইল ছবি সাধারণত প্রতি একশ বছরে দুই থেকে তিনবার বড় ধরনের জ্বলন্ত গ্রহাণুর দেখা মেলে। গত ডিসেম্বরেও পৃথিবীর বায়ুমণ্ডলে ঘটে গেল বিশাল এক অগ্নিগোলকের বিস্ফোরণ, যা কি না গত তিরিশ বছরের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। তবে মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, ডিসেম্বরের ঐ অগ্নিগোলকের বিস্ফোরণ অনেকের নজর এড়িয়ে গিয়েছিল। এর প্রধান কারণ হিসেবে নাসা বলছে- ঐ বিস্ফোরণ ঘটেছিল রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে বেরিং সাগরের উপরে। হিরোশিমায় যে পরমাণু বোমা ফেলা হয়েছিল তার তুলনায় এই বিস্ফোরণ ছিল দশগুণ বেশি শক্তিশালী। নাসার প্ল্যানেটারি ডিফেন্স অফিসার লিন্ডলে জনসন জানান, এত বড় অগ্নিগোলক পৃথিবীর বায়ুমণ্ডলে প্রতি একশো বছরে বড়জোর দুই বা তিনবার দেখা যায়। পৃথিবীর বায়ুমণ্ডলে এর আগে এই ধরনের বড় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল ৬ বছর আগের রাশিয়ার চেলিয়াবিনস্কে। গত বছরের ১৮ ডিসেম্বর দুপুরে এই গ্রহাণু সেকেন্ডে ৩২ কিলোমিটার বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করে। গ্রহাণুটি ছিল আকারে মাত্র কয়েক মিটার প্রশস্ত। পৃথিবীর ২৫ দশমিক ৬ কিলোমিটার উপরে এটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় এর শক্তি ছিল ১৭৩ কিলোটন। তবে এত বড় একটি বিস্ফোরণ কিভাবে...