Posts

Showing posts from November 12, 2019

মাতৃভূমিতেই নাগরিকত্বের জন্য লড়াই

Image
নাগরিকত্বের দাবিতে পথে নেমেছেন লেবাননের অসংখ্য বাসিন্দা। ছবি: এএফপি জাতীয় পতাকার রঙে নিজেকে রাঙিয়ে ২২ বছর বয়সী ডানা লেবাননের বিপ্লবে অংশ নিয়েছেন। স্বদেশ তাঁকে জাতীয়তা দিতে অস্বীকৃতি জানালেও গর্বের কমতি নেই মেয়েটির। রাজধানীতে অন্য বিক্ষোভকারীদের মধ্যে দাঁড়িয়ে ডানা বলেন, বৈরুতে লেবাননের নাগরিক এক মায়ের গর্ভে তাঁর জন্ম। সারা জীবন তিনি এ দেশেই কাটিয়েছেন। তবে লেবাননের অন্য সহস্রাধিক নাগরিকের মতো ডানার বাবাও বিদেশি। লেবাননে জাতীয়তা অনুযায়ী সন্তানের নাগরিকত্ব দেওয়ার নিয়ম না থাকায় নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়েছেন ডানার মতো সন্তানেরা। বার্তা সংস্থা এএফপিকে ডানা বলেন, ‘আমার জন্মের আগেই আমার মা-বাবার বিচ্ছেদ ঘটে। আমি মায়ের কাছেই বড় হয়েছি। নিজেকে লেবাননের নাগরিক বলেই মনে করি। তবে তারা আমার এ পরিচয়ের স্বীকৃতি দিতে চায় না।’ তিনি বলেন, যে রাজনীতিবিদেরা শতাব্দীর পুরোনো আইনটি বদলাতে চান না, তারা ‘পুরুষতান্ত্রিক’ ও ‘বর্ণবাদী’। লেবাননে ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভের মধ্যে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে নাগরিকত্বের অধিকার। অনেক দিন ধরে এই অধিকারের দাবি জানিয়ে আসছেন লেবাননের অসং...

স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

Image
নিহত আলী মো. ইউসুফ ও তার সন্তান ইশা।ছবি: ইত্তেফাক স্ত্রী সন্তানকে নিয়ে আর বাড়ি ফেরা হলোনা আলী মো. ইউসুফের। স্ত্রী সন্তানের কাছে পৌঁছানোর আগেই তিনি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এ যুবককে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। নিহত ইউসুফ হবিগঞ্জের আনোয়ারপুর এলাকার বাসিন্দা মো. হাসান আলীর ছেলে। মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে দুই ট্রেনের সংঘর্ষে মারা যান তিনি । নিহত ইউসুফের প্রতিবেশী মো. জয়নাল মিয়া জানান, কয়েক বছর পূর্বে ইউসুফ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের চিশতিয়া বেগমকে বিয়ে করেন। তার স্ত্রী চট্টগ্রামে স্বাস্থ্যকর্মী হিসেবে চাকরি করছেন। তাদের ইশা বেগম নামে দেড় বছর বয়সী একটি সন্তান রয়েছে। আর ইউসুফ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ থেকে ২০১৫ সালে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স শেষ করে লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন নামে একটি স্কুল পরিচালনা করছেন। স্কুলটির অধ্যক্ষের দায়িত্বও তিনি পালন করছিলেন। প্রায়ই তিনি স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করতে চট্টগ্রামে যাতায়াত করতেন। মঙ্গলবার উদয়ন এক্সপ্রেস ট্রেনযোগে স্ত্রী ও সন্তানকে আনতে...

ফিলিস্তিনি নেতা নিহত, প্রতিবাদে ইসরায়েলের উপর ৭০টি রকেট হামলা!

Image
হামলায় বিধ্বস্ত বাহা আবু আল-আতার বাসভবন (ইনসাইটে আল-আতা)। ছবি: সংগৃহীত ইসরায়েলের বিমান হামলায় 'ফিলিস্তিন ইসলামিক জিহাদ'(পিআইজে) গ্রুপের নেতা বাহা আবু আল-আতা নিহত হয়েছেন বলে জানা গেছে। ফিলিস্তিনের গাজায় মঙ্গলবার ইসরায়েলি বিমান বাহিনীর একটি মিসাইল বাহা আল-আতার বাসভবনে আঘাত হানে। এতে নিজ স্ত্রীসহ নিহত হন ফিলিস্তিনি এই বিদ্রোহী নেতা। এ ঘটনায় তাদের চার শিশু সন্তানসহ একজন প্রতিবেশীও গুরুতর আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি এই হামলার প্রতিবাদে গাজা থেকে ইসরায়েলের উপর অন্তত ৭০টি রকেট হামলা চালিয়েছে পিআইজে। খবর বিবিসির। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিমান হামলা সম্পর্কে বলেন, বাহা আবু আল-আতা ইসরায়েলের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল এবং সে পুরো দেশজুড়ে বড় ধরনের হামলা পরিচালনার পরিকল্পনা করছিল। এদিকে ফিলিস্তিন ইসলামিক জিহাদ তাদের নেতা হত্যার প্রতিশোধ নেবে বলে জানিয়েছে। এরই অংশ হিসেবে ইসরায়েলের উপর অন্তত ৭০টি রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গ্রুপটি। আরও পড়ুন:   আধার কার্ড না পেয়ে উত্তরাখন্ডের মূখ্যমন্ত্রীকে হুমকি! ইসরায়েলের দক্ষিণে অবস্থিত আশকেলনে অব...

এবার আসছে ঘূর্ণিঝড় 'নাকরি'

Image
প্রতীকী ছবি ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব এখনও কাটেনি। এরইমধ্যে জানা গেল ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়। এই ঝড়ের পোশাকি নাম রাখা হয়েছে 'নাকরি'। আবহাওয়াবিদরা জানিয়েছেন,  ঘূর্ণিঝড় বুলবুলের মতোই একই ধরনের আরও একটি ঘূর্নাবর্ত তৈরি হচ্ছে দক্ষিণ চীন সাগরেই। যার পোশাকি নাম নাকরি। আপাতত যথেষ্ট শক্তিশালী রয়েছে এই ঘূর্নাবর্ত এবং তা ধীরে ধীরে এগোচ্ছে।  ভিয়েতনাম হয়ে মিয়ানমারের পর বঙ্গোপসাগরের ওপরে আসবে এই ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগর থেকে আরও শক্তি সঞ্চয় করে 'নাকরি'র মুখোমুখি হতে পারে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার। কিন্তু এই ঝড় কবে নাগাদ ভারতে এসে পৌঁছাবে সে সম্পর্কে কোনও সঠিক তথ্য এই মুহূর্তে জানা যায়নি। সূত্র : ডেইলি হান্ট বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ