Posts

Showing posts from August 15, 2017
Image
পানি অতিরিক্ত ফুটালেই বিপদ!   অনলাইন ডেস্ক  ০৭ আগস্ট ২০১৭, ১১:১৬ |  আপডেট  : ০৭ আগস্ট ২০১৭, ১১:৩৩ |  অনলাইন সংস্করণ পানির অপর নাম জীবন। পানি ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। থালাবাসন মাজা, কাপড় কাচা থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি কাজেই পানি অপরিহার্য। তবে এসব কাজে শুধু পানি ব্যবহার করলেই চলবে না, চাই বিশুদ্ধ পানি। এক্ষেত্রে সুস্থতায় পানি ফুটিয়ে পান করার বিকল্প নেই। পানি ফুটিয়ে পান করলে শরীরের কোন ক্ষতি হয় না। কিন্তু আপনি জানেন কী, পানি অতিরিক্ত কিংবা বারে বারে ফুটালেই বিপদ? এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেন, বার বার যদি পানি ফুটানো হয় তাহলে এতে আর্সেনিক, নাইট্রেটস এবং ফ্লরোইডের মতো ক্ষতিকর উপাদানের মাত্রা বাড়তে থাকে, যা ধীরে ধীরে শরীরকে ভিতর থেকে ঝাঁঝরা করে দেয়। ফলে আয়ু তো কমেই, সেই সঙ্গে বেঁচে থাকাটাই দুর্বিসহ হয়ে ওঠে। পানি গরম করার সময় তার চরিত্র বদলে যেতে থাকে। সেইসঙ্গে এতে দ্রবিভূত হাজারো ক্ষতিকর উপাদান নষ্ট হয়ে যায়। এ কারণেই শরীরকে সুস্থ রাখতে বাচ্চা এবং বয়স্কদের ফুটানো পানি পান করার পরা...
Image
বৈষম্যের শিকার আদিবাসী নারীরা   আঞ্জুমান আরা  ১২ আগস্ট ২০১৭, ০০:০০ |  প্রিন্ট সংস্করণ বাংলাদেশে ৫৪টির বেশি জাতিগোষ্ঠীর ৩০ লাখ আদিবাসীর বসবাস রয়েছে। যাদের অর্ধেক নারী। আদিবাসী নারীরা যুগ যুগ ধরে পারিবারিক, সামাজিক, সাম্প্রদায়িক ও রাষ্ট্রীয় বৈষম্য, বঞ্চনা ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়ে আসছে। আদিবাসী দিবস উপলক্ষে গত ৬ আগস্ট ‘টেকসই উন্নয়ন এজেন্ডা ও বাংলাদেশের আদিবাসী নারীর অধিকার’ শীর্ষক আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আদিবাসীদের নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন, বাঙালি নারীদের চেয়ে আদিবাসী নারীরা জাতিগতভাবে অধিক নিপীড়নের শিকার। আদিবাসী নারীরা সীমাবদ্ধ জীবন থেকে বের হয়ে আসতে পারছে না। আদিবাসী নারীরা সমাজে অবহেলিত ও জাতিগতভাবে শোষণ ও নির্যাতনের শিকার। বাংলাদেশে গণমুখী শাসনব্যবস্থা কায়েম না হলে আদিবাসী ও বাঙালি কোনো নারীই নিরাপদ নয়। সন্তু লারমার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা বলেন, এটা খুবই সত্য যে, আদিবাসী নারীরা নানা ধরনের নির্যাতন এবং নিপীড়নের শিকার। পাহাড়ি জীবনটা আগে আমাদে...
Image
কম আলোতেও ভালো সেলফি তুলবে ‘হেলিও এস১০’   নিজস্ব প্রতিবেদক  ০৯ আগস্ট ২০১৭, ১৬:৩৪ |  অনলাইন সংস্করণ এডিসন গ্রুপ বেশি ব্যাটারি ব্যাকআপ সমৃদ্ধ এবং কম আলোতেও ঝকঝকে সেলফি তুলতে সক্ষম হেলিও এস১০ বাজারে এনেছে। ইউনিক ডিজাইন ও সেলফি এক্সপার্ট এই ফোনের ব্যাকপার্ট তৈরিতে মেইন প্যানেল মেটাল ব্যবহার করা হয়েছে। যা সাধারণ প্লেনের বডি তৈরিতে ব্যবহৃত হয়। অ্যান্ড্রয়েড নুগাট (৭.০) অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনে ফ্রন্টে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ও সেলফি ফ্ল্যাশ ফিচার। খুবই স্লিম ফোনে দুটি সিম (একটি সিম এবং একটি মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন)। ডিসপ্লে হেলিও এস১০ আছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। এটিতে কর্নিং গরিলা গ্লাস ৩ ব্যবহার হয়েছে প্রটেকশনের জন্য। তাই স্ক্যাচ প্রতিরোধ ব্যবস্থা ছাড়াও ২.৫ডি গ্লাসের ডিসপ্লেতে ভিউয়িং অ্যাঙ্গেল সুবিধা রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এসস ১০ এর বিশেষ ফিচার হচ্ছে এর ফিঙ্গার প্রিন্ট সেন্সর। এই সেন্সর দিয়ে মাত্র ০.২ সেকেন্ডেই আনলক করা যায়। কোনও প্রকাশ হ্যাচেল ছাড়াই আনলক হয়। হার্ডওয়্যার এটিতে মিডিয়াটেক...
Image
'অভিনয়ের সুযোগ পেতে বিছানায় যেতে হয়'   অনলাইন ডেস্ক  ১৫ আগস্ট ২০১৭, ১১:৫৯ |  অনলাইন সংস্করণ চলচ্চিত্র জগতে শারীরিক সম্পর্কের বিনিময়ে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা অজানা নয়। বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা এই নির্মম সত্যের কথা স্বীকার করেছেন। মালায়ালাম ইন্ডাস্ট্রিতেও একই চিত্র দেখা যায়। মালায়ালাম অভিনেত্রী পার্বতী স্বীকার করেছেন কাস্টিং কাউচের কথা। তিনি জানান, মালায়লাম ইন্ডাস্ট্রিতেও অভিনেতা-অভিনেত্রীরা কাস্টিং কাউচের শিকার।  সম্প্রতি এক সাক্ষাৎকারে পার্বতী বলেন, ইন্ডাস্ট্রিতে আমাকে ও আমার মত একাধিক জনকে বিছানায় যাওয়ার প্রস্তাব করেছিল। অভিনয়ের সুযোগ পেতে বিছানায় যেতে বলা হয়েছিল। যৌন সম্পর্ক করতে বলা হয়েছিল। এমন ঘটনার শিকার বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই হয়। অথচ এই মেয়েরাই পারে এর সমাধান করতে। প্রস্তাব এলে সরাসরি না বলে দিতে পারে। তাতে আজ না হোক কাল, এমন সমস্যার মুখোমুখি হবে না ইন্ডাস্ট্রির কোনো শিল্পী।  পার্বতীর কথার সমর্থন দিয়েছে উইমেন ইন সিনেমা কালেক্টিভ (ডব্লিউসিসি)। কেরালার এই সংস্থা জানিয়েছে, ইন্ডাস্ট...
Image
প্রধানমন্ত্রীর প্রশংসামূলক কবিতা লেখায় চুল কেটে দিল দুর্বৃত্তরা   নিজস্ব প্রতিবেদক, বগুড়া  ১৫ আগস্ট ২০১৭, ১৬:৪০ |  অনলাইন সংস্করণ প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে প্রশংসামূলক কবিতা লেখায় বগুড়ার শাহজাহানপুর উপজেলার ডোমনপুকুর কামিল মাদ্রাসার ছাত্র আবু তালহার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে একদল দুর্বৃত্ত। এছাড়াও ওই ছাত্রকে হত্যার হুমকি দেয়ায় তিনি পালিয়ে নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মিরের দেউলমুড়া গ্রামে আশ্রয় নিয়েছেন। আবু তালহা লেখাপড়ার পাশাপাশি বগুড়া সেনানিবাসের গলফ ক্লাবে কেডি (খেলোয়াড়দের ব্যাগ বহনকারী) হিসেবে কর্মরত। এ ঘটনায় তার পিতা আব্দুল হালিম বগুড়ার শাহজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার বিকেলে দায়েরকৃত অভিযোগে তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের জীবনের নিরাপত্তার দাবি করেছেন। থানায় দায়িরকৃত অভিযোগ ও ওই মাদ্রাসা ছাত্রের স্বজনদের সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের মিরের দেউলমুড়া গ্রামের বাসিন্দা আব্দুল হালিমের পরিবার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। মাদ্রাসা ছাত্র তালহার দাদা দারুজ্জামান মন্ডল...
Image
মুমিনুলের চ্যালেঞ্জটা আরো বড় | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম   4     1     0     6 ইমরান মাহমুদ : টেস্ট ক্রিকেটের দুই কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস, স্যার ডন ব্র্যাডম্যান। নামগুলো যত বড়, কীর্তি ঠিক ততটাই মহান। সাদা পোষাকে ক্রিকেট অভিষেকের পর প্রতিটি ব্যাটসম্যানেরই স্বপ্ন লালিত হয় এই দুই গ্রেটের গৌরবময় কীর্তি ছোঁবার। তাদের মত কিংবদন্তি না হলেও বাংলাদেশ ক্রিকেটের একনজ তাদের কাতারেই সামিল- মুমিনুল হক। টেস্টে টানা ১১ ম্যাচে ফিফটিতে স্যার রিচার্ডসের পাশে মুমিনুলের নাম। আর ২০১৪ সালে শ্রীলঙ্কা সফরের পর টেস্টে কমপক্ষে ৭০০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে স্যার ডনের পরই ব্যাটিং গড় ছিল তাঁর (৭ টেস্টে ৭৫.৫০)! তিন বছরে অনেক চড়াই উৎরাই দেখেছে ক্রিকেট বিশ্ব, দেখেছে বাংলাদেশের ক্রিকেটও। তবে একটি যায়গায় গিয়ে যেন আটকে গেছে মুমিনুলের ভাগ্যের চাকা। এক সময় যাকে ছাড়া ভাবা যেত না বাংলাদেশের টেস্ট দল, সেই মুমিনুলই ছিলেন না বাংরাদেশের শততম টেস্টে! বাংলাদেশ সেই ম্যাচ জিতেও নিল! ফেরার পথ কঠিন। আবার জায়গা পাকা করা আরও কঠিন। মুমিনুলের কাছে সেটিই এখন সব...
Image
সিয়েরা লিওনে কাদা-স্রোতে মৃত্যু ৩২১ জনের ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ৯:৩৯ এএম   1     0     0     1 সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের ১৫ কিলোমিটার পূর্বের পাহাড়সংলগ্ন রিজেন্ট এলাকায় বৃষ্টির পর ভূমিধ্বসের ঘটনায় ৩১২ জন নিহত হয়েছে। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আরও অনেকেই কাদার ভেতর আটকা পড়েছিলেন জানিয়ে রেডক্রস বলেছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাকৃতিক এই দুর্যোগে গৃহহীন হয়ে পড়েছেন দুই সহস্রাধিক অধিবাসী। টেলিগ্রাফ, আল-জাজিরা, বিবিসি ও এএফপি। ভারী বৃষ্টিপাতের পর গতকাল সোমবার ভোরে রিজেন্ট এলাকায় এই ভূমিধ্বসের ঘটনা ঘটে। এ সময় ওই এলাকার অধিকাংশ অধিবাসীই ঘুমে ছিল বলে জানা গেছে। ধসের কারণে অনেক ঘর সম্পূর্ণরূপে কাদায় ঢেকে গেছে। শহরটির সড়কগুলো হয়ে গেছে কাদার নদী। দেশটির কর্মকর্তারা বলছেন, মৃতদেহ উদ্ধারে কাজ চলছে। যারা বেঁচে আছেন, প্রিয়জনদের হারানোর শোকে তারা মুহ্যমান হয়ে পড়েছেন। তারাও উদ্ধারকর্মীদের সঙ্গে খুঁজে ফিরছেন তাদের কাছের মানুষদের। পশ্চিম আফ্রিকার এই দেশটির ভাইস প্রেসিডেন্ট ভিক্টর ফোহ বলেন, অনেকেই কাদার মধ্যে ডুবে গেছ...