Posts

Showing posts from February 3, 2019

ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

Image
সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে করা ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আজ শুক্রবার চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় রাশিয়া বলছে, যুক্তি না শোনা ও সমঝোতায় না আসা প্রমাণ করে যুক্তরাষ্ট্র আগেই এ সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছিল, বারবার চুক্তি লঙ্ঘন করছিল রাশিয়া। ১৯৮৭ সালে তৎকালীন সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আইএনএফ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি অনুসারে, দুই দেশের স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন নিষিদ্ধ করা হয়েছিল। রাশিয়া ওই চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন মাইক পম্পেও। তিনি বলেছেন, ‘রাশিয়ার এই লঙ্ঘন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষকে হুমকির মুখে ফেলেছে। আমাদের দায়িত্ব, দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’ পম্পেও পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং কক্ষ থেকে এসব কথা বলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ওই চুক্তিতে রাখার সম্মতি আদায়ের জন্য রাশিয়াকে ‘যথেষ্ট সময়’ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো কারণ ছাড়াই বছরের...

আমেরিকার ওপর ক্ষেপেছে ভারত!

Image
শিগগিরই আটককৃত শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে ভারত। ছবি: সংগৃহীত। শিক্ষার্থী গ্রেপ্তারের ঘটনায় আমেরিকার ওপর বেজায় চটেছে ভারত। ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিবাদ। খবর বিবিসির। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভুয়া বিশ্ববিদ্যালয়ে নামে ফাঁদ পেতে ১২৯ জন ভারতীয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করে আমেরিকা। এসব ভারতীয় শিক্ষার্থী দেশটিতে অবৈধভাবে ছিল বলে আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে। তাই তাদের গ্রেপ্তারে এমন ফাঁদ পাতে আমেরিকা। এমন ঘটনায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার দিল্লিতে মার্কিন দূতাবাসে প্রতিবাদ জানায়। শিগিগিরই এর একটা সমাধানের জন্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়। তবে এর আগে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, অভিবাসন নিয়ম না মানার ‘অপরাধে’ ৬০০ ভারতীয় শিক্ষার্থীকে আটক করেছে আমেরিকা। আমেরিকান তেলেগু এসোসিয়েশন কয়েকদিন আগে এই তথ্য জানায়। সংস্থার পক্ষ থেকে বলা হয়, মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি সম্প্রতি একটি তল্লাশি অভিযান চালায়। এরপরই ৬০০ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়া’র। আমেরি...

'যুবরাজ সালমানের দমনপীড়নে দেশ ছেড়ে পালাচ্ছে সৌদি নাগরিকরা'

Image
সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের দমনপীড়নের কারণে দেশ ছেড়ে পালাচ্ছে সৌদি নাগরিকরা। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর হিসাবে ২০১২ সালের তুলনায় ২০১৭ সালে সৌদি শরণার্থীর সংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে আজ রবিবার বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘দমনপীড়নের’ মুখে দেশটির প্রতি বীতশ্রদ্ধ হয়ে উন্নত দেশের দিকে পা বাড়াচ্ছেন সৌদি আরবের নাগরিকরা। প্রতিবেদনটির সঙ্গে জুড়ে দেওয়া ইউএনএইচসিআর-এর এক হিসাবে দেখা যায় ২০১৫ সালে সৌদি আরবের রাজনীতিতে যুবরাজ সালমানের আবির্ভাবের পর ২০১৭ সালে সবচেয়ে বেশি তথা ২ হাজার ৩৯২ সৌদি নাগরিক বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। দেশ ছাড়াকে একটি ‘জনপ্রিয় সিদ্ধান্ত’ হিসেবে গণ্য করা হচ্ছে বলে গণমাধ্যমটিকে জানিয়েছেন অস্ট্রেলিয়ায় আশ্রয় গ্রহণকারী একজন সৌদি শরণার্থী। নিরাপত্তার কারণে তিনি নিজের নাম ‘নওরাহ’ বলে জানিয়েছেন সিএনএন’কে। অথচ ১৯৯৩ সালে যখন সৌদি নাগরিকদের অন্য দেশে রাজনৈতিক আশ্রয় চাওয়ার ঘটনা জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা প্রথম রেকর্ড করে তখন এর সংখ্যা ছিলো মাত্র সাতজন। কিন্তু, বর্তমান যুবরাজ ক্ষমতায় ...

আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রস্তাব মাদুরোর

Image
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। চাপের মুখে থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। গতকাল শনিবার মাদুরো এই প্রস্তাব দেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। মাদুরোর পদত্যাগের দাবিতে গতকাল দেশজুড়ে বিক্ষোভ করেন হাজারো মানুষ। একই দিন মাদুরোর পক্ষ ত্যাগ করেন দেশটির বিমানবাহিনীর উচ্চপদস্থ এক জেনারেল। উদ্ভূত পরিস্থিতিতে মাদুরো তাঁর ক্ষমতা টিকিয়ে রাখতে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রস্তাব দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পদত্যাগের জন্য মাদুরোর ওপর দেশ-বিদেশে চাপ বেড়েই চলছে। অন্যদিকে, দেশটির স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর প্রতি বাড়ছে সমর্থন। সবশেষ গতকাল দেশটির বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা মেজর জেনারেল ফ্রান্সিসকো ইয়ানিজ মাদুরোর পক্ষ ত্যাগ করেন। টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি গুয়াইদোর প্রতি তাঁর সমর্থন জানান। একই সঙ্গে সেনাবাহিনীতে বিদ্রোহের আহ্বান জানান। ভেনেজুয়েলার শক্তিশালী সেনাবাহিনী এখনো মাদুরোর পক্ষে রয়েছে। মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে সেনাবাহিনীর প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছেন বিরোধী ...

দ্বিতীয়বার বিপিএম পদক পেলেন পুলিশ সুপার ইলিয়াছ

Image
নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ। ছবি: ইত্তেফাক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) দ্বিতীয়বার পেয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের কুচকাওয়াজ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে এ পদক পরিয়ে দেবেন। বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ সুপারের দপ্তর থেকে জানা যায়, পেশাগত জীবনে অপরাধ দমনে সাহসিকতা, সেবা ও কর্মদক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণ ও সেবামূলক কাজে প্রশংসনীয় অবদান রাখার জন্য পুলিশ সুপার ইলিয়াছ শরীফ দ্বিতীয়বারের মতো বিপিএম-সেবা পদকের জন্য মনোনীত করা হয়। এর আগে তিনি ২০১৮ সালের ৮ জানুয়ারি বিপিএম-সেবা পদক এবং ২০১৫ সালে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সেবা) পেয়েছিলেন। ইলিয়াছ শরীফ পুলিশ সুপার হিসেবে নোয়াখালীতে কর্মরত অবস্থায় পুলিশ প্রশাসনের সর্বোচ্চ এ তিনটি পদক লাভ করেন। এছাড়াও তিনি ২০০৭ কসোভো মিশন ও ২০১২ সালে সুদান মিশনে কাজের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ শান্তি পদক লাভ করেছিলেন। আরো পড়ুন:  সাহসিকতার জন্য পদক পাচ্ছেন ৩৪৯ পুলিশ কর্মকর্তা ইলিয়াছ শরীফ ২০০১ সালে সহক...

ইরানকে নিরস্ত্র করার চেষ্টা হলে ক্ষেপণাস্ত্র শক্তি বাড়বে'

Image
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি সীমাবদ্ধ করার চেষ্টা করা হলে এই শক্তি আরও বাড়ানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি শনিবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমা শক্তিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিকে নিয়ন্ত্রণ করতে চায়। এ অবস্থায় এই কৌশলগত অস্ত্র শক্তিশালী করা ছাড়া তেহরানের আর কোনো উপায় থাকবে না।  তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশ যদি ষড়যন্ত্রের মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করে তাহলে  ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে সীমিত রাখার অবস্থান থেকে সরে আসবে তেহরান। ব্রিগেডিয়ার জেনারেল সালামি বলেন, কারিগরি দিক দিয়ে ক্ষেপণাস্ত্রের পাল্লা, ধ্বংসাত্মক ক্ষমতা এবং উৎক্ষেপণ ব্যবস্থা যেকোনো মাত্রায় শক্তিশালী করার সক্ষমতা ইরানের রয়েছে। কিন্তু তারপরও সুনির্দিষ্ট প্রতিরক্ষা নীতির আওতায় ইরান নিজেই নিজের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রেখেছে।  আইআরজিসি’র এই কমান্ডার ব...

বিশাল গর্তের হদিশ মঙ্গলে! নীচে দেখা মিলবে জলস্রোতের?

Image
এই গর্তের সৃষ্টি হয়েছে মঙ্গলের দক্ষিণ মেরুতে। ছবি সৌজন্যে: নাসার ‘এমআরও’ উপগ্রহ। এ বার কি তা হলে দেখতে পাওয়া যাবে  ‘লাল গ্রহ’ মঙ্গলের  অন্তরে, অন্দরে বয়ে যাওয়া তরল জলের স্রোত? সেই কাজটা কি আমাদের সহজ করে দিয়েছে কোনও গ্রহাণু? এমন জল্পনা শুরু হওয়ার কারণ, বরফে ঢাকা মঙ্গলের দক্ষিণ মেরুতে হালে হদিশ মিলেছে বিশাল একটি গর্ত বা ক্রেটারের। বিজ্ঞানীদের ধারণা, মঙ্গলের জন্মের বহু বহু কোটি বছর পর কোনও একটি গ্রহাণু বা অ্যাস্টারয়েডের ধাক্কায় ওই সুবিশাল গর্তের সৃষ্টি হয়েছে লাল গ্রহের পিঠে। আর ব্রহ্মাণ্ডের সময়ের নিরিখে সেই ঘটনাটা ঘটেছে হালেই। খুব বেশি হলে, গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে। দক্ষিণ মেরুতে এমন গর্তের হদিশ এই প্রথম মঙ্গলের পিঠে বহু গ্রহাণুর আছড়ে পড়ার প্রমাণ এর আগে পাওয়া গেলেও, আমাদের প্রতিবেশী গ্রহের দক্ষিণ মেরুতে গ্রহাণুর ধাক্কা মারার ‘পদচিহ্ন’ মিলল এই প্রথম। নাসার উপগ্রহ ‘মার্স রিকনাইস্যান্স অরবিটার’ (এমআরও)-এর আলট্রা-হাইটেক ক্যামেরার চোখেই ধরা পড়েছে মঙ্গলের দক্ষিণ মেরুর সেই গর্তটি। ওই ক্যামেরাটির নাম- ‘হাই- রেজোলিউশন ইমেজিং সায়েন্স এক্সপেরিমেন্ট’ (...

নেপাল ও ভুটান ভারতের অংশ, দাবি ট্রাম্পের!

Image
নেপাল ও ভুটান ভারতের অংশ বলে মনে করতেন ট্রাম্প। ছবি: সংগৃহীত। নেপাল ও ভুটান ভারতের অংশ! এতদিন ধরে এমনটাই মনে করতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দক্ষিণ এশিয়া নিয়ে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এমন কথা বলেন। গোয়েন্দা কর্মকর্তারা জানান, ট্রাম্প দক্ষিণ এশিয়ার মানচিত্রে নেপালকে ভারতের অংশ বলে অভিহিত করেন। তখন পাশ থেকে একজন অফিসার তাকে শুধরে দেন। তখন 'আত্মবিশ্বাসী' ট্রাম্পের দাবি, ভুটান ভারতের অংশ। ফের তাকে যখন বলা হয় যে ভুটানও একটি পৃথক রাষ্ট্র, তাতে স্পষ্টই বিরক্তি প্রকাশ করেন ট্রাম্প। আরো পড়ুন:  আমেরিকার ওপর ক্ষেপেছে ভারত! মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নানাবিধ অজ্ঞতার পরিচয় এর আগেও একাধিবার পাওয়া যায়। বিশেষ করে দক্ষিণ এশিয়া সম্পর্কে ট্রাম্পের জ্ঞান ভাণ্ডার খুব কম বলেই বিভিন্ন গণমাধ্যম জানায়। এছাড়া ট্রাম্প এর আগে একবার নেপালকে 'নিপল' ও ভুটানকে 'বাটন' বলেছিলেন। ইত্তেফাক/এসআর

দুর্দান্ত ভারতের সামনে অসহায় নিউজিল্যান্ড

Image
নিউজিল্যান্ডের মাটিতে ভারতের আরেকটি দুর্দান্ত জয়। ছবি: এএফপি শেষ ওয়ানডে ভারতকে কে জেতালেন? সাদা চোখে খেলা কিংবা স্কোরকার্ড দেখলেই উত্তরটা মিলে যায়, আম্বাতি রাইডু ও হার্দিক পান্ডিয়া। পার্শ্ব নায়ক হিসেবে কেদার যাদব ও বিজয় শংকরের নামও বলা যাবে। কিন্তু ম্যাচটা ভারতের পকেটে পুরে দেওয়ার কৃতিত্বটা সম্পূর্ণ ভিন্ন একটি নামের, মহেন্দ্র সিং ধোনির। আবারও ক্ষুরধার মস্তিষ্ক আর উপস্থিত বুদ্ধি দিয়ে ধোনি বুঝিয়ে দিলেন কেন মাঝে অতটা বাজে ফর্মের মধ্য দিয়ে যাওয়ার পরও বিশ্বকাপ দলে বিরাট কোহলির পরই তাঁর নামটা লিখে রেখেছেন নির্বাচকেরা।  সিরিজ ভারত জিতে গেছে তৃতীয় ম্যাচ শেষে। ৩৫ রানে পঞ্চম ওয়ানডেটা জিতে ওয়ানডে সিরিজের ব্যবধান ৪-১ করে নিয়েছে সফরকারীরা। যা আজ দিনের প্রথম আধা ঘণ্টায় কল্পনাও করা যায়নি। ভয়াবহ এক ব্যাটিং বিপর্যয় শুরুতে বলা নামগুলো কাটিয়ে না উঠলে আজও এক শর নিচে গুটিয়ে যেতে পারত ভারত। সেটা শেষ পর্যন্ত ২৫২তে থেমেছে ভারত। জয়ের জন্য নিজেদের মাঠেই যে স্কোরটা অনেক বেশি মনে হলো নিউজিল্যান্ডের।। তাড়া করতে নেমে শুরুতে একের পর এক উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। সে ধাক্কা সামলাতে কেন উইলিয়ামসন রীতিমতো টেস...

মিশরে ফেরাউন আমলের শিশু-পশুসহ ৪০টি মমি উদ্ধার

Image
সংগৃহীত ছবি মিশরের কবরস্থান থেকে উদ্ধার হল ৪০টি মমি। ওই মমিগুলি ফেরাউনের আমলের বলে জানিয়েছেন দেশটির পুরাতত্ত্ব বিভাগের মন্ত্রী। খবর গার্ডিয়ানের। পুরাতত্ত্ব বিভাগের মন্ত্রী খালেদ এল এনানি জানান, প্রাপ্তবয়স্ক, শিশু ও পশুদের মমিগুলি মাটিতে শোয়ানো অবস্থায় ছিল। মাটির ক্ষয়ে যাওয়া কফিনে করে ওই মমিগুলি ভূগর্ভে রাখা ছিল সযত্নে। তিনি বলেন, ‘‌মোট ৪০টি মমি উদ্ধার হয়েছে।’‌  পুরাতত্ত্ববিদ রামি রসমি বলেন, ‘‌১২টি শিশু ও ৬টি পশু সহ ৪০টি মমি উদ্ধার হয়েছে। এই মমিগুলির মধ্যে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষরাও রয়েছে।’‌ মিশরে যখন এই মমি পদ্ধতি চালু হয়, তা সবচেয়ে বেশি দেখা গিয়েছিল টলেমির রাজত্বকালে। এরপর এই রাজত্ব সামলেছেন আলেকজান্দ্রার দ্য গ্রেট। ৩২৩ থেকে ৩০ খ্রীষ্ট জন্মের পর এই মমি প্রথা দেখা গিয়েছিল সেখানে।  গত বছর ফেব্রুয়ারির শেষের দিকে উদ্ধার হয় এই মিনিয়া কবরস্থল। গবেষকদের অনুমান, এই মমিগুলি কোনো ছোট পরিবারের সদস্যদের। ৯ মিটার নীচে ভূগর্ভে দু’‌টি সমাধি উদ্ধার হয়েছে। মোট ছ’‌টি ঘরে এই দেহগুলি রাখা ছিল।      বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর