Posts

Showing posts from August 26, 2018

পম্পেওর উ. কোরিয়া সফর বাতিলে চীনের ‍উদ্বেগ

Image
উত্তর কোরিয়া ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তার সমালোচনা করেছে চীন। ট্রাম্প উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ বিষয়ে চীনের ভূমিকার সমালোচনা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর পিয়ংইয়ং সফর বাতিল করেন। এরপরই চীন তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেছে। খবর এএফপি’র। চূড়ান্তভাবে পারমানবিক নিরস্ত্রীকরণ বিষয়ে পরবর্তী পদক্ষেপ বিষয়ে আলোচনার জন্যে পম্পেওর আগামী সপ্তাহে পিয়ংইয়ং সফরের কথা ছিল। শুক্রবার পম্পেওকে পিয়ংইয়ং সফরে যেতে নিষেধ করার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কারণ আমার মনে হয়েছে কোরীয় উপদ্বীপে পারমানবিক নিরস্ত্রীকরণে আমরা তেমন তাৎপর্যপূর্ণ অগ্রগতি করতে পারিনি। তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের শক্ত বাণিজ্যিক অবস্থানের কারণে আমি বিশ্বাস করি না যে পারমানবিক নিরস্ত্রীকরণে আগের মত তারা সাহায্য করবে। এদিকে ট্রাম্পের এই অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিবৃতিটি মৌলিক বিষয়ের বিপরীত এবং দায়িত্বহীন। আমরা এ ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।’ ইত্তেফাক/টিএস

ভয়ঙ্কর হয়ে উঠছে ভারত, যুক্ত হচ্ছে ১১১টি হেলিকপ্টার

Image
আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মুখিয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে ভারত নৌবাহিনীতে যুক্ত হচ্ছে ১১১টি হেলিকপ্টার। ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের পক্ষ থেকে শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ট্যুইট করে এই খবর জানান। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মডেলে এটাই কেন্দ্রীয় সরকারের প্রথম প্রজেক্ট। সার্চ, অ্যাটাক কিংবা রেসকিউ অপারেশনে ব্যবহার করা যাবে এই হেলিকপ্টার। এছাড়াও, সেনাবাহিনীর জন্য তৈরি করা হচ্ছে ১৫৫ এমএম অ্যাডভান্সড আর্টিলারি গান সিস্টেম। ডিআরিও এই গান ডিজাইন করবে ও তৈরি করবে বলে জানা গেছে। এছাড়া ২৪টি মাল্টি রোল হেলিকপ্টারও অনুমোদন পেয়েছে যা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারে যুক্ত হতে পারবে। উল্লেখ্য, আগেই নৌসেনা কেন্দ্রের কাছে ১১টি ইউটিলিটি ও ১২৩টি মাল্টি রোল হেলিকপ্টারের জন্য আবেদন জানিয়েছিল। এদিনের বৈঠকে ১৪টি শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম কেনার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ১০টি ভারতেই তৈরি হবে। বিডি প্রতিদিন/ ২৬ আগস্ট ২০১৮/ ওয়াসিফ