Posts

Showing posts from July 11, 2018

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তি করা হবে : শিক্ষামন্ত্রী

Image
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত এমপিওভুক্তির চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  তিনি বলেন, যে সব শিক্ষক এমপিওভুক্ত হবেন, তারা জুলাই মাস থেকেই বেতন প্রাপ্য হবেন। এজন্য মন্ত্রণালয়ে দুটি কমিটি কাজ করছে।  শিক্ষামন্ত্রী আজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসকক্ষে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি সদস্যদের একটি প্রতিনিধিদলের সাথে বৈঠকে এ কথা বলেন।  নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষা মন্ত্রণালয় শুরু থেকেই শিক্ষকদের কল্যাণে কাজ করছে। এবারও সর্বোচ্চ চেষ্টা করে যাব। বৈঠকে শিক্ষামন্ত্রী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে সরকারের বিভিন্ন প্রচেষ্টা ও উদ্যোগ তুলে ধরেন।  শিক্ষক প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়, সদস্য মো. শফিকুল ইসলাম, মো. আনোয়ার হোসেন এবং জহুরুল ইসলাম।  ইত্তেফাক/ইউবি

কিশোরেরা শুকিয়ে গেলেও তাদের স্বাস্থ্য অবিশ্বাস্য

Image
টানা প্রায় ১৭ দিন গুহায় আটকে থাকলেও কিশোরসহ তাদের কোচের স্বাস্থ্যের গুরুতর কোন সমস্যা হয়নি বলে আজ জানায় থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ১২ কিশোর ও তাদের কোচের গড়ে ২ কেজি করে ওজন কমেছে।   টানা ৩ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে গতকাল উদ্ধারকাজ সম্পন্ন করেন উদ্ধারকর্মীরা।উদ্ধার শেষে তাদের প্রত্যেককে হেলিকপ্টারে করে ৭০ কিলোমিটার দূরে এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, তাদের সবার শারীরিক অবস্থা এখন অনেক ভাল। আটকে পড়া কিশোরেরা চিকন হয়ে গেলেও তাদের গুরুতর কোন সমস্যা পাওয়া যায়নি। যা অবিশ্বাস্য। ইত্তেফাক/এসআর/নূহু

ফ্রান্সের জয় থাই কিশোরদের উৎসর্গ করলেন পগবা

Image
রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে ফ্রান্সের। আর এই বিশাল জয়কে থাইল্যান্ডের গুহায় আটকে থাকা কিশোর ফুটবল দলকে উৎসর্গ করেছেন তারকা মিডফিল্ডার পল পগবা। ১৮ দিন গুহায় আটকে থাকার পর শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার করা হয়েছে তাদের। রবিবার থেকে শুরু হওয়া এই অভিযান শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। বর্তমানে তাদের হাসাপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ম্যাচ শেষের বাঁশি বাজার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরাসি ফুটবলাররা তাদের আনন্দ ভাগাভাগি করতে থাকেন ভক্ত-সমর্থকদের সাথে। পল পগবা তখন ইনস্টাগ্রাম থাই কিশোর ফুটবল দলের একটি ছবি পোস্ট করে তাদের জয় উৎসর্গ করেন। অবিশ্বাস্য মনোবলের এই শিশুদের প্রশংসা করে লিখেন, এই জয় থাইল্যান্ডের আজকের এই নায়কদের, সাবাশ ছেলেরা, তোমরা অনেক শক্তিশালী। এরপর নিজেদের জয় নিয়ে তারকা বলেন, এই জয় অসাধারণ। তবে এখনও কাজ শেষ হয়নি। আরো কিছুটা পথ বাকি আছে। প্রসঙ্গত, গত ২৩ জুন বৃষ্টির কবল থেকে বাঁচতে গিয়ে থাইল্যান্ডের থ্যাম লুয়াং নামক গুহায় আটকে পড়ে ১১ থেকে ১৭ বছর বয়সী ১২ জন কিশোর। সঙ্গে ছিলেন তাদের কোচ। তারা গুহায় আশ্রয় নেয়ার পর বানের পানি এ...

মধ্যপ্রাচ্যে দুই হাজার কোটি ডলার ঋণ দেবে চীন

Image
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে দুই হাজার কোটি ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে ঘোষণা দিয়েছেন, ওই অঞ্চলের দেশগুলোর জন্য ১০ কোটি ৬০ লাখ ডলার আর্থিক সহযোগিতা দেবে বেইজিং। মধ্যপ্রাচ্যের অর্থনীতির পুনরুজ্জীবনের জন্য চীনা প্রেসিডেন্টের ‘অয়েল অ্যান্ড গ্যাস প্লাস’ প্রকল্পের আওতায় এ ঋণ ও সহযোগিতা দেওয়া হবে। মঙ্গলবার বেইজিংয়ে ২১টি আরব রাষ্ট্রের প্রতিনিধিদের সম্মেলনে এ ঘোষণা দেন চীনা প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে সক্রিয়তা বাড়িয়েছে চীন। দেশটির গুরুত্বপূর্ণ ‘বেল্ট অ্যান্ড রোড’ পররাষ্ট্রনীতিতে বড় ধরনের ভূমিকা রয়েছে আরব দেশগুলোর। এই নীতির আওতায় চীন কেন্দ্রীয় ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যিক রুট নির্মাণ করবে। ফিলিস্তিনিদের জন্য দেড় কোটি ডলার সহযোগিতা সম্মেলনে শি বলেন, মধ্যপ্রাচ্যের অনেক নিরাপত্তা সমস্যা সমাধানের চাবিকাঠি হলো উন্নয়ন। আমাদের একে অন্যের প্রতি আচরণ খোলামেলা হওয়া উচিত, পার্থক্যকে ভয় নয়, সমস্যা এড়ানো নয় বরং পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা বৃদ্ধি করা উচিত। চীনা প্...

গাজায় পণ্য পারাপারের প্রধান সংযোগস্থল বন্ধ করল ইসরাইল

Image
গাজা উপত্যকার সঙ্গে কার্গো পারাপারের প্রধান সংযোগস্থলটি বন্ধ করে দিয়েছে ইসরাইল। আগুন হামলা এবং অবৈধ অনুপ্রবেশ প্রচেষ্টার প্রতিশোধ হিসেবে এই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। খবর বিবিসি’র। কেরেম শ্যালম নামে ওই সংযোগস্থল দিয়ে এখন খাবার ও ওষুধসহ শুধু ‘মানবিক উপকরণ’ পারাপারের অনুমতি দেওয়া হবে বলে ইসরাইল জানিয়েছে।  ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু, গাজা উপত্যকার নিয়ন্ত্রক দল হামাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। অপরদিকে ইসরাইলের এই পদক্ষেপকে ‘মানবতার বিরুদ্ধে একটি নতুন অপরাধ’ বলে অভিহিত করেছেন হামাসের একজন মুখপাত্র। নিজ-ভূমিতে প্রত্যাবর্তনের দাবিতে গত এপ্রিল মাস থেকে গাজা-ইসরাইল সীমান্তে ধারাবাহিকভাবে বিক্ষোভ করে আসছেন ফিলিস্তিনিরা। এই বিক্ষোভের সময় তারা বেলুন ও ঘুড়িতে বেঁধে জ্বলন্ত জ্বালানি ও বিস্ফোরক দ্রব্য সীমান্তের ওপর দিয়ে ইসরাইলের দিকে পাঠিয়ে দেন।  ইসরাইলি কর্মকর্তারা বলেছেন, এ ধরনের সরঞ্জামের কারণে দক্ষিণ ইসরাইলে সাড়ে সাতশোটি আগুন লাগার ঘটনা ঘটেছে এবং ছয় হাজার চারশো একরের বেশি বনভূমি ও কৃষিজমি পুড়ে গেছে।  প্রসঙ্গত, গাজা-ইসরাইল স...

বেলজিয়ামের আশা ভঙ্গ, ফাইনালে ফ্রান্স

Image
বেলজিয়ামের আশা ভঙ্গ করে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ওঠেছে ফ্রান্স। মঙ্গলবার রাতে সেমিফাইনালের এই ম্যাচে ফরাসিরা জিতেছে ১-০ গোলে। প্রতিশ্রুতি অনুযায়ী গ্যালারিতে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো। তার উপস্থিতিতেই স্যামুয়েল উমতিতির একমাত্র গোলে জয় তুলে নেয় ফ্রান্স। এটি বিশ্বকাপে ফ্রান্সের তৃতীয়বারের মতো ফাইনাল খেলা। এর আগে ১৯৯৮ সালে একবার দলটি চ্যাম্পিয়ন হয়, আর ২০০৬ সালে ইতালির কাছে ফাইনালে হেরে যায়। অপরদিকে এটি ছিল বেলজিয়ামের দ্বিতীয় সেমিফাইনাল। দেশটির সোনালী যুগের এই দলটির উপর যে আশা ছিল এই ম্যাচে সেই আশার প্রতিফলন তারা ঘটাতে পারেননি। যে কারণে সেমিফাইনালের বৃত্তেই সীমাবদ্ধ থাকতে হলো লুকাকু-হ্যাজার্ড-ব্রুয়েনদের।  ম্যাচে গোলশূন্যতে বিরতিতে গিয়েছিল দু’দল। বিরতি ভেঙে ফিরে ৬ মিনিটের মধ্যেই ফ্রান্স এগিয়ে যায়। পাল্টা আক্রমণে পাওয়া একটি বলে ডি বক্সের মধ্যে সুযোগ মিস করেন জিরাউড। তবে গোলের সুযোগ মিস করলেও কর্নার পায় ফরাসিরা। সেই কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছূঁয়ে গোল করেন উমতিতি।   এর আগে দু’দলের মধ্যকার সেমিফাইনাল ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হয়। প্রথমা...

প্রথমে যাবেন মঙ্গলে, ফিরে এসে হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট!

Image
লালগ্রহের মাটিতে পা পড়তে চলেছে মানুষের। স্বপ্নপূরণ হতে চলেছে এক মার্কিন কিশোরীর। নাম অ্যালিসা কারসন। মঙ্গলের অভিযানের সময় তার বয়স হবে বত্রিশ। অভিযানটি হবে ২০৩৩ সালে। ১৯৬৯ সালের চন্দ্রবিজয়ের পরে এবার মঙ্গলে পা রাখার পরিকল্পনা করে ফেলেছে নাসা। আর আমেরিকার লুসিয়ানার অ্যালিসা কারসন হবে সেই মিশনেরই কনিষ্ঠতম নভোচর। তবে মঙ্গল অভিযানের সময় অবশ্য অ্যালিসার বয়স হবে ৩২।  কেননা, নাসার ওই অভিযানটি হবে ২০৩৩ সালে। অ্যালিসার জানাচ্ছেন, "কেউ কখনও যায়নি, তাই এমন জায়গায় পা রাখব আমি.....সবার আগে। কিশোরীর গলায় দৃঢ়তার ছাপ"। মাত্র ৯ বছর বয়সে কার্টুনে মঙ্গলকে দেখে লালগ্রহের প্রতি ভালবাসা অ্যালিসার। তখন থেকেই সে দিনরাত দেখতে থাকে রোভার্সের 'ল্যান্ড' করার ভিডিও। বেডরুমে টাঙানো রয়েছে মঙ্গলের অতিকায় ম্যাপ। এরপরই নাসার স্পেস ক্যাম্পগুলোয় ঘুরতে থাকে সে। ইতিমধ্যে তার পাসপোর্ট প্রোগ্রামও সম্পূর্ণ। এবার প্রস্তুতি শুধু স্বপ্নের সফরের।  জানা গেছে, অ্যালিসার বয়স ১৮ বছর বয়স হলেই শুরু হবে কঠিন ট্রেনিং। মহাকর্ষের সঙ্গে লড়াই, মহাকাশযান সম্পর্কে অভিজ্ঞ হয়ে ওঠা। নানা ধাপ পের হতে হবে একে একে। তবে...