Posts

Showing posts from January 7, 2019

বিদ্যুতের অপচয় আর হবে না! এক শতাব্দী পর খোঁজ মিলল সেই ‘দুর্লভ’ পদার্থের

Image
কেব্‌লের মধ্যে দিয়ে চলাচলে আর বাধা পেতে হবে না  বিদ্যুৎ কে। ফলে, বিদ্যুতের অপচয় হবে না বিন্দুমাত্র। যতটা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তার পুরোটাই পৌঁছে দেওয়া যাবে বহু দূর-দূরান্তরের প্রত্যন্ত এলাকার গ্রাহকদের কাছে। অপচয় হবে না বলে বিদ্যুতের উৎপাদন খরচও অনেকটা কমে যাবে। এমনকি, মরুভূমিতে সূর্যালোক বেশি বলে সেখানে বানানো সস্তার সৌর বিদ্যুৎও এ বার বহু বহু দূরের এলাকায় পৌঁছে দেওয়া যাবে। কোনও অপচয় ছাড়াই। যা জলবিদ্যুৎ ও তাপবিদ্যুতের উৎপাদন কমাতে সহায়ক হবে। তার ফলে, যেমন চাপ কমবে নদীর উপর, তেমনই তা কমাবে উষ্ণায়নের আশঙ্কাও। সেই সম্ভাবনাই জোরালো হয়ে উঠল এক নজরকাড়া আবিষ্কারে। প্রায় এক শতাব্দীর তন্নতন্ন তল্লাশের পর খোঁজ মিলল একটি অতিপরিবাহী পদার্থের। যা ঘরের তাপমাত্রাতেই হয়ে উঠবে অতিপরিবাহী।  যা দিয়ে বিদ্যুৎ পরিবহণের জন্য কেব্‌ল বানালে বিদ্যুতের কোনও অপচয় হবে না। কারণ, ওই অতিপরিবাহী পদার্থ দিয়ে বানানো কেব্‌ল তার ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচলে কোনও বাধা দেবে না। ওই আবিষ্কারের গবেষণাপত্রটি বেরতে চলেছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘ফিজিক্যাল রিভিউ লেটার্স’-এ। গবেষকদলের নেতৃত্বে...

ফিলিপাইনে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১২৬

Image
ফিলিপাইনে প্রলয়ঙ্করী ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে। রবিবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। ঝড়টি গত ২৯ ডিসেম্বর ফিলিপাইনের মধ্য ও পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে আঘাত হানে। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়।  আঞ্চলিক দুর্যোগ কর্মকর্তারা বলেন, ম্যানিলার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য বিকোল অঞ্চলে শতাধিক লোক প্রাণ হারিয়েছে। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, সরকারের ঝড় সতর্কীকরণ ব্যবস্থায় ঝড়টি যথেষ্ট শক্তিশালী হিসেবে ধরা পড়েনি বিধায় একে টাইফুনের মাত্রা দেয়া হয়নি। ফলে আগে থেকে সতর্কতাবার্তা না থাকায় অনেকেই প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র এডগার পোসাদাস বলেন, শুধু দুই দিনেই বিকোল অঞ্চলে এক মাসের বেশি পরিমান বৃষ্টিপাত হয়েছে। তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। তবে পুরু কাদার স্তর ও ভেজা মাটির জন্য কাজটি কঠিন হচ্ছে। পোসাদাস বলেন, ২৬ জন নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঝড়ের কারণে ১ লাখ ৫২ হাজারের বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে এবং ৭৫ জন আহত হয়েছে। বিডি প্রতিদিন/ফারজানা

আফগানিস্তানে সোনার খনি ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪০

Image
আফগানিস্তানের বাদাখাসন সোনার খনিতে ধস নেমে ৪০ জন প্রাণ হারিয়েছেন। ছবি: সংগৃহীত। আফগানিস্তানে সোনার খনিতে ধস নেমে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। রবিবার সকালে আফগানিস্তানের বাদাখাসন প্রদেশে মর্মান্তিক এ ঘটনা ঘটে। আফগান সংবাদমাধ্যম জানায়, সোনার খোঁজে ২০০ ফুট গভীর টানেল তৈরি করেছিলো স্থানীয় গ্রামবাসীরা। রবিবার সকাল এগারোটার দিকে ভেতরে প্রবেশ করার পরই খনিতে ধস নামে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সকলেই অদক্ষ শ্রমিক। খনির পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা। বাদাখাসন প্রদেশের মুখপাত্র নিক মোহাম্মদ নাজারি জানান, গ্রামবাসীরা দশকের পর দশক ধরে এই কাজে জড়িত। তাদের উপর কোন সরকারি নিয়ন্ত্রণ নেই। নিহতদের পরিবারকে ৬৬০ ডলার (আফগান টাকায় ৫০ হাজার) আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রাদেশিক সরকার। পর্বতে ঘেরা বাদাখাসন প্রদেশের একদিকে তাজাখিস্তান অন্যদিকে চীন ও পাকিস্তানের সীমান্ত। এলাকাটি অত্যন্ত ধসপ্রবণ। বিশেষ করে শীতের সময় তুষারপাত এই প্রবণতাকে আরও বাড়িয়ে দেয়। আরো পড়ুন:  গাড়ি ভেঙে রাগ কমাও! খনিজ পদার্থে সমৃদ্ধ আফগানিস্তানে...