আফগানিস্তানে সোনার খনি ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪০

আফগানিস্তানে সোনার খনি ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪০
আফগানিস্তানের বাদাখাসন সোনার খনিতে ধস নেমে ৪০ জন প্রাণ হারিয়েছেন। ছবি: সংগৃহীত।
আফগানিস্তানে সোনার খনিতে ধস নেমে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। রবিবার সকালে আফগানিস্তানের বাদাখাসন প্রদেশে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
আফগান সংবাদমাধ্যম জানায়, সোনার খোঁজে ২০০ ফুট গভীর টানেল তৈরি করেছিলো স্থানীয় গ্রামবাসীরা। রবিবার সকাল এগারোটার দিকে ভেতরে প্রবেশ করার পরই খনিতে ধস নামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সকলেই অদক্ষ শ্রমিক। খনির পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা।
বাদাখাসন প্রদেশের মুখপাত্র নিক মোহাম্মদ নাজারি জানান, গ্রামবাসীরা দশকের পর দশক ধরে এই কাজে জড়িত। তাদের উপর কোন সরকারি নিয়ন্ত্রণ নেই।
আফগানিস্তানে সোনার খনি ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪০

নিহতদের পরিবারকে ৬৬০ ডলার (আফগান টাকায় ৫০ হাজার) আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রাদেশিক সরকার।
পর্বতে ঘেরা বাদাখাসন প্রদেশের একদিকে তাজাখিস্তান অন্যদিকে চীন ও পাকিস্তানের সীমান্ত। এলাকাটি অত্যন্ত ধসপ্রবণ। বিশেষ করে শীতের সময় তুষারপাত এই প্রবণতাকে আরও বাড়িয়ে দেয়।
খনিজ পদার্থে সমৃদ্ধ আফগানিস্তানে এই সব খনির উপর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। বেশিরভাগ খনি তালেবানদের দখলে। এই খনিগুলোই তাদের বিপুল অর্থের উৎস।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা