Posts

Showing posts from September 14, 2019

দেশে পৌঁছেছে ড্রিমলাইনার 'রাজহংস'

Image
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বাধুনিক প্রযুক্তির চতুর্থ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ 'রাজহংস' দেশে পৌঁছেছে। দেশে পৌঁছার পর ড্রিমলাইনারটি ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। এ সময় বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানের জনসংযোগ শাখার ব্যবস্থাপক তাছমিন আক্তার জানান, শনিবার ৪টা ৪০ মিনিটে উড়োজাহাজটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্রিমলাইনার 'রাজহংস' শুভ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান। সবশেষ উড়োজাহাজ ‘রাজহংস’ আসার মধ্য দিয়ে সম্পাদিত চুক্তির ১০টি উড়োজাহাজের সবই বুঝে পাবে বিমান। এর মাধ্যমে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৬টি।  বিডি প্রতিদিন/ফারজানা

সেলেব্রেটি আসলে কাকে বলে?

Image
সাবরিন সাবা চ্যানেল প্রডিউসার নিজে থেকেই কল দিয়েছিলেন। বললাম, জ্বী, ভাইয়া আমার এই গানগুলো করা আছে।  উনি বললেন, আচ্ছা আপু। আমি আমার সিনিয়র প্রডিউসার ভাইয়াকে বলে দিচ্ছি। বড় প্রডিউসার, ফোন করে বললেন, দেখেন আপু,আমি তো আসলে সেলেব্রেটি ছাড়া লাইভটায় আনি না।  আমি বললাম, তা ভাইরাল হলে সেলেব, পর্ণ বের হওয়াই সেলেব?  শিল্পী কারা তবে?আর আপনার কিছু ভাইরাল সেলেব, আমার গানগুলাই গান। তা ভাই, আমার বাপ- মা আমাকে গান শিখিয়েছেন। সেই সাথে, আমার হাজার হাজার কম্পিটিশন এর প্রাইজ সার্টিফিকেট আছে, ওগুলো আপনার সেলেব্রিটি দেরকে ডেকে নিলাম করে দেই। কি বলেন? প্রডিউসার আমাকে মনে হয় ব্ল্যাকলিস্ট করেছেন।  এখন কথা হলো, প্রডিউসার তো পরিবর্তন হয়-ই। আমার গলা তো ওমনই থাকবে! সরল মনে প্রশ্ন রয়ে যায়, সেলেব্রেটি আসলে কাকে বলে? এ বিষয়ে আমি তেজপাতা। (ফেসবুক থেকে সংগৃহীত) লেখক: সঙ্গীতশিল্পী বিডি প্রতিদিন/ফারজানা

‘প্রেমময় পৃথিবী’ গড়তে ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময়কেন্দ্রের যাত্রা শুরু

Image
অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত কয়েকজন। ছবি: ভাস্কর মুখার্জি বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় নিয়ে কলকাতায় যাত্রা শুরু করেছে ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময়কেন্দ্র। ধর্মের নামে হিংসা, আঞ্চলিকতাবাদ, জাতিগত বিদ্বেষ, বিশ্বজুড়ে সহিংসতা-সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির বাণী শোনানো ও একটি প্রেমময় পৃথিবী গড়ার প্রত্যয়ে এই কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় কবিগুরুর স্মৃতিবাহী জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির উদয়শঙ্কর মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংগঠনের সভাপতি হয়েছেন কবি ও চিত্রশিল্পী জামাল হোসেন। আর সম্পাদক অধ্যাপক চিত্ত মণ্ডল। সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেন কলকাতা ও বাংলাদেশের বিশিষ্টজনেরা। বাংলাদেশ থেকে যোগ দেন একঝাঁক কবি, সাহিত্যিক ও শিল্পী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণে সংগঠনের সভাপতি জামাল হোসেন বলেন, নবগঠিত ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময়কেন্দ্র হলো সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক একটি অরাজনৈতিক সংগঠন। মতবিনিময়ের একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাংলাদেশ, ভারতসহ বিশ্ব...

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ৩ তরুণ গ্রেপ্তার

Image
ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করার অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে পুলিশ। আজ শনিবার দুপুরে পুলিশ তাঁদের ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার তরুণেরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার গ্রামের লাদেন (১৯), আখাউড়া পৌর এলাকার রাধানগরের হৃদয় (১৮) ও আকিত (২০)। রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ঢাকাগামী আন্তনগর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে প্রবেশকালে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় রেলওয়ে পুলিশ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বলেন, গ্রেপ্তার তরুণদের বিরুদ্ধে আগেই ট্রেনে পাথর ছোড়ার অপরাধে থানায় মামলা আছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিনদেশে গিয়ে পোলিও নির্মূল

Image
বাংলাদেশি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আনিস রহমান সিদ্দিকী। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) হয়ে পোলিও নির্মূলে কাজ করেছেন বিশ্বের বিভিন্ন দেশে। সংস্থাটিতে তিনি কমিউনিকেশন ফর ডেভেলপমেন্টের চিফ এবং পোলিও টিম লিড হিসেবে দায়িত্ব পালন করছেন। এই গুরুদায়িত্ব কাঁধে নিয়েই তিনি পোলিওমুক্ত করেছেন আফ্রিকার দেশ নাইজেরিয়াকে। এর আগে ভারত পোলিওমুক্ত করাতেও রেখেছেন ভূমিকা। এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের কথা লিখেছেন পল্লব মোহাইমেন। ‘আমরা এখন পোলিওমুক্ত বিশ্বের দ্বারপ্রান্তে।’ প্রতিবেদন তৈরির জন্য ঘণ্টাখানেক আলাপনের পর যখন ভিডিও বক্তব্য নেওয়া হচ্ছিল, তখন এ কথা দিয়েই শুরু করলেন আনিস রহমান সিদ্দিকী। পরের বাক্যটি ছিল এমন, এখন নাইজেরিয়া পোলিও রোগীমুক্ত তিনটি বছর পার করল।   নাইজেরিয়া পোলিওমুক্ত হওয়ার ফলে আফগানিস্তান ও পাকিস্তান— এই দুটি দেশ বাদে সব দেশ পোলিও রোগমুক্ত হয়ে গেল। নাইজেরিয়া পোলিওমুক্ত হওয়ার এই সাফল্যের পেছনে ইউনিসেফের হয়ে যিনি আছেন, তিনি একজন বাংলাদেশি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। নাম আগেই বলা হয়েছে—আনিস রহমান সিদ্দিকী। তাঁর আনুষ্ঠানিক পদ হলো জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট...

টিভিতে আজকের খেলা সূচি

Image
অ্যাশেজে ওভাল টেস্টে তৃতীয় দিনের খেলা গড়াবে আজ। ছবি: এএফপি টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: অ-১৯ এশিয়া কাপ: ফাইনাল স্টার স্পোর্টস ১ বাংলাদেশ-ভারত    সকাল ১০-৩০ মি. ত্রিদেশীয় টি-টোয়েন্টি গাজী টিভি, বিটিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ২ আফগানিস্তান-জিম্বাবুয়ে    সন্ধ্যা ৬-৩০ মি. ৫ম টেস্ট-৩য় দিন                       সনি সিক্স ইংল্যান্ড-অস্ট্রেলিয়া     বিকেল ৪টা ইংলিশ প্রিমিয়ার লিগ                  স্টার স্পোর্টস সিলেক্ট ১ লিভারপুল-নিউক্যাসল         বিকেল ৫-৩০ মি. নরউইচ-ম্যান সিটি  রাত ১০-৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ   স্টার স্পোর্টস সিলেক্ট ১/২ ম্যান ইউনাইটেড-লেস্টার রাত ৮টা টটেনহাম-প্যালেস  রাত ৮টা সিরি আ        সনি টেন ২ ফিওরেন্টিনা-জুভেন্টাস   ...

মার্কিন সেনাবাহিনীতে বাংলাদেশি আফিয়া

Image
বাবা মায়ের সঙ্গে আফিয়া জাহান স্বদেশের মতো প্রবাসেও বাংলাদেশি নারীরা অদম্য। মার্কিন সেনাবাহিনীতে অফিসার পদে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মেয়ে আফিয়া জাহান পম্পি (২০)। পরিবারের সঙ্গে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে থাকেন আফিয়া। মার্কিন সেনাবাহিনীতে বাংলাদেশি বংশোদ্ভূত ঠিক কত নারী রয়েছেন, তা সুস্পষ্টভাবে জানা যায়নি। থাকলেও মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা পদে বাংলাদেশি একজন নারীর যোগ দেওয়া নিঃসন্দেহে গৌরবের। ছোটবেলায় মা-বাবার সঙ্গে অভিবাসী হয়ে আমেরিকায় আসেন আফিয়া। গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জমালপুর গ্রামে। আফিয়ার মা নুরুচ্ছাবাহ পূর্ণিমা বলেন, ‘ছোটবেলায় আমাদের সঙ্গে সে আমেরিকায় আসে। এখানে এসে অধ্যয়নের পাশাপাশি নাচ, গান ও সাহিত্য চর্চা করে। সে নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সাফল্যের জন্য বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছে।’ নিউইয়র্কের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন বিপার সদস্য আফিয়া সংগঠনটির সঙ্গে এক যুগের বেশি সময় ধরে জড়িত। বর্তমানে তিনি ফার্মিং ডেল স্টেট কলেজের ইঞ্জিনিয়ারিং কোর্সের ফাইনাল ইয়ারের ছাত্রী। তাঁর বাবা মেজবাহ উদ্দিন মিরসরাই অ্যাসোসিয়েশন এনএর সভাপতি। বাংলাদেশের চট্টগ্...

এন্ট্রিতেই বাজিমাত টাইগার শ্রফের

Image
দীর্ঘতম অ্যাকশন এন্ট্রি সিকোয়েন্স শুট করে নজির গড়ে ফেলেছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ।  ‘ওয়ার’-এ হৃতিক রোশনের পাশাপাশি টাইগারকেও টানটান অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে।  তবে টাইগার রেকর্ড গড়ে ফেলেছেন এই ছবির জন্য টানা আড়াই মিনিটের একটি অ্যাকশন স্টান্ট পারফর্ম করে।  ‘ওয়ার’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেছেন, “হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটের কথা যদি বলতে হয়, তাহলে এই মুহূর্তে দেশের সবচেয়ে তুখোড় অ্যাকশন হিরো টাইগার শ্রফ। ওর এন্ট্রি সিনটা তাই এমনভাবে শুট করেছি, যা দর্শকের চোখ ধাঁধিয়ে দেবে!” টাইগার এতটাই পরিশ্রম করেছিলেন এই এন্ট্রি সিনের জন্য যে, শটটা এক টেকেই ‘ওকে’ হয়ে গিয়েছিল। বিডি প্রতিদিন/কালাম

কোন দেশের কাছে কত পরমাণু বোমা রয়েছে?

Image
প্রতীকী ছবি প্রথমত একটা জিনিস বলে স্পষ্ট করে দেয়া দরকার, সরকারি নথিতে কোনও দেশের কাছে যতগুলো পারমাণবিক বোমা থাকার কথা উল্লেখ করা হয়, বাস্তবে দেখা যায়, তারচেয়ে বহুগুণ বেশিই বোমা মজুত রয়েছে। সে সব খবর গুপ্তচরদের মারফৎ পৌঁছে যায় শত্রু দেশগুলোর কাছে।  এই প্রতিবেদনে দেখে নেয়া যাক, কোন কোন দেশের কাছে কয়টি (বলা ভাল শত বা হাজার) পরমাণু বোমা সরকারিভাবে মজুত রয়েছে। বর্তমানে বিশ্বের নয়টি দেশের কাছে ১৬,৩০০ পারমাণবিক বোমা আছে। তবে এ সব বোমার সংখ্যা কমানোর চেষ্টা অব্যাহত রয়েছে। রাশিয়া  স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট সিপ্রি-র তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক বোমা রয়েছে। সে দেশে বোমার সংখ্যা সাড়ে সাত হাজারের বেশি। ১৯৪৯ সালে সেদেশ প্রথম পারমাণবিক পরীক্ষা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রই প্রথম পারমাণবিক বোমা বানিয়েছিল এবং একমাত্র দেশ যারা এটা যুদ্ধে ব্যবহারও করেছে। দেশটির এখন সাত হাজারের বেশি পারমাণবিক বোমা রয়েছে। সাবমেরিনে পারমাণবিক বোমার প্রযুক্তি রয়েছে রাশিয়ার  ফ্রান্সের কাছে নিউক্লিয়ার ওয়ারহেড আছে...

সব সময় নিজের মতো খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করি : আফিফ

Image
আফিফ হোসেন ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় হারতে বসিছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত আফিফ হোসেনের ব্যাটে ভর করে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচটি মূলত জিতেছে তারুণ্যের ওপর ভর করেই। প্রায় হারতে বসা ম্যাচটা একাই জিতেয়েছেন ১৯ বছর বয়সী আফিফ হোসেন। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা যেখানে ব্যর্থ সেখানে আফিফ হোসেন ছিলেন উজ্জ্বল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন আফিফ হোসেন। তিনি বলেন, নিজের ব্যাটিং নিয়ে অবশ্যই সন্তুষ্ট কারণ ম্যাচ জেতানোর মতো একটি ইনিংস খেলেছি। নট আউট থাকতে পারলে নিজের কাছে আরও ভালো লাগতো। ইচ্ছে ছিল আমার মতো করে খেলবো, আমি সব সময় আমার মতো করে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করি, কেউই বাধা দেয়নি বিধায় ভালো খেলতে পারছি। বিডি প্রতিদিন/আরাফাত