Posts

Showing posts from October 16, 2018

খাশোগি ইস্যুতে সৌদি বাদশাহ’র সঙ্গে পম্পেওর সাক্ষাৎ

Image
সৌদি কনস্যুলেটে ঢোকার পর নিখোঁজ সৌদি সাংবাদিক জামাল খাশোগি ইস্যুতে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ আলোচনার জন্য তাকে সৌদি আরব ও তুরস্ক সফরে পাঠান ট্রাম্প। বিবিসি। কূটনীতিক সূত্র বলছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খাশোগির বিষয়ে টেলিফোনে সৌদি বাদশার যে আলোচনা হয়েছে সেটিকে আরও এগিয়ে নিতেই সৌদি সফরে এসেছেন পম্পেও। সোমবার টুইটারে ট্রাম্প বলেন, ‘এইমাত্র খাশোগি বিষয়ে সৌদি আরবের বাদশাহ’র সঙ্গে কথা বললাম। তিনি কোন কিছু জানার কথা অস্বীকার করেছেন। আমি দ্রুত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাদশাহ’র কাছে পাঠাচ্ছি।’ পম্পেও’র সৌদি সফরের ফলাফল কী হতে পারে? সম্প্রতি তেলের দাম বৃদ্ধি নিয়ে সৌদি আরবের ওপর চটে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খাশোগি ইস্যুতে ট্রাম্প একদিকে বলেছেন সৌদি আরব জড়িত থাকলে কঠোর শাস্তি দেবেন, আবার একই সঙ্গে সৌদি আরবের সঙ্গে করা লোভনীয় অস্ত্রচুক্তি বাতিলের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন তিনি। এমন প্রেক্ষাপটে সৌদি নেতাদের সঙ্গে সাক্ষাৎ চলছে ট্রাম্পের ‘বিশেষ দূত’ পম্পেও’র। রিয়...

২৭ তলা থেকে সেলফি তুলতে গিয়ে...

Image
‘ সেলফি’ তোলার চল সবকিছুতেই। পুরো দুনিয়া এতে মাতাল। এ জন্য জীবনের ঝুঁকি পর্যন্ত নেন অনেকেই। উড়োজাহাজে, পিচ্ছিল উঁচু পাহাড়ে, জলপ্রপাতের উৎস স্থান, উঁচু ভবনসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে সেলফি তোলার খবর প্রায়ই সংবাদমাধ্যমে আসে। এই ঢলে শামিল হতে গিয়ে অসাবধানতায় প্রাণ যায় অসংখ্য মানুষের। তেমনি উঁচু ভবনের ২৭ তলায় সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালেন ২৭ বছর বয়সী এক নারী। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, এই নারীর নাম সান্দ্রা ম্যানূয়েলা দা কোস্টা ম্যাকোডো পেশায় একজন শিক্ষক। তিনি পানামার রাজধানী পানামা সিটির লুক্সার টাওয়ার নামের একটি বহুতল ভবনের ২৭ তলায় থাকেন। গত শুক্রবার বারান্দায় রেলিংয়ের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে নিচে পড়ে যান। পরে মৃত্যু হয় দুই সন্তানের জননীর। আর এ ঘটনার একটি ভিডিও টুইটারে ছড়িয়ে পড়েছে। সান্দ্রা ম্যানূয়েলা দা কোস্টা ম্যাকোডো সম্প্রতি পানামার ভিলা দা আবে থেকে পানামা সিটিতে আসেন। স্থানীয় পুলিশ জানান, সেলফি তোলার সময়ে প্রবল বাতাস ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে নিজেকে সামলাতে না পেরে ওই শিক্ষিকা পড়ে যান। দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পরই পানামার ফায়ার সার্ভিস তাদের ...

ভারতে ফাইটার জেট তৈরি করবে যুক্তরাষ্ট্র!

Image
                              যুদ্ধবিমানের নতুন সংস্করণ F-16 ব্লক ৭০ (সংগৃহীত ছবি ) ভারতে F-16 ফাইটার জেট তৈরি করবে মার্কিন সংস্থা লকহিড মার্টিন। আগামী দু-তিন বছরের মধ্যেই শুরু হবে সেই প্রজেক্ট। লকহিড মার্টিনের চিফ এক্সিকিউটিভ ফিল শ জানিয়েছেন, আগামী ২-৩ বছরের মধ্যেই ভারতের সঙ্গে পার্টনারশিপে বানানো হবে এই ফাইটার জেট। ভারতে মূলত বানানো হবে এই বিমানের উইং। ভারতের টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেডের সঙ্গে যৌথভাবে এই বিমানের উইংস বানানো হবে। গত সেপ্টেম্বরেই এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে। ভারতের F-16 যুদ্ধবিমান তৈরি হওয়া নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে ভারত ও আমেরিকার প্রতিনিধিদের মধ্যে। ভারতের লকহিড মার্টিন ও টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেডের যৌথ উদ্যোগে যুদ্ধবিমানের নতুন সংস্করণ F-16 ব্লক ৭০ তৈরি হওয়ার কথা। ভারত স্থানীয় ওয়েপন সিস্টেমও ব্যবহার করতে পারবে ওই এয়ারক্রাফটে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মার্কিন কংগ্রেসের উদ্দেশে আগেই স্পষ্ট জানানো হয় যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। F-18 ...

শিশুকন্যা নিয়েই জাতিসংঘের অধিবেশনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী /আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৬

Image
জাতিসংঘ অধিবেশনে মা–বাবার সঙ্গে তিন মাস বয়সী নেভ। ছবি: রয়টার্স প্রথমবারের মতো জাতিসংঘ অধিবেশনে কোনো শিশু তাঁর মায়ের সঙ্গে যোগ দিল। শিশুটি আর কেউ নয়, মাত্র তিন মাস আগে জন্ম নেওয়া নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের মেয়ে। জেসিন্ডা আধুনিক বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সরকারপ্রধান, যিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মা হয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রথম মা হয়েছিলেন পাকিস্তানের বেনজির ভুট্টো। তবে ভিন্ন রাজনৈতিক পরিবেশের কারণে এক প্রধানমন্ত্রী মা সানন্দে বিশ্ববাসীকে তাঁর মাতৃত্বের সুসংবাদ দিতে পারলেও অপরজনকে তা গোপন রাখতে হয়েছিল। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, জেসিন্ডা গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন। তিনিই প্রথম ব্যক্তি, যিনি শিশুসন্তান নিয়ে এই অধিবেশনে যোগ দিলেন। ভাষণের আগে তিন মাস বয়সী মেয়ে নেভ তে আরোহার সঙ্গে কিছু সময়ের জন্য আদরে–দুষ্টুমিতে মেতে ছিলেন জেসিন্ডা। ভাষণ দেওয়ার সময় তাঁর সঙ্গী ক্লার্ক গেফোর্ড মেয়েকে কোলে নিয়ে বসে ছিলেন। গত ২১ জুন মেয়ে জন্ম দেওয়ার পর ছবিটি টুইটারে প্রকাশ করেন নিউজিল্যান্ডের প্র...

'ভারত একটা হামলা চালালে পাকিস্তান দ

Image
পাকিস্তানি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, যদি ভারত পাকিস্তানের অভ্যন্তরে একটা সার্জিক্যাল হামলা চালানোর সাহস দেখায়, তবে পাকিস্তান তাদের ওপর দশটা সার্জিক্যাল হামলা চালাবে। গত শনিবার লন্ডনে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এই হুঁশিয়ারি দেন। রেডিও পাকিস্তানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। আসিফ গফুর বলেন, যারা আমাদের বিরুদ্ধে দুর্ভাগ্যজনক সাহস দেখানোর চিন্তাভাবনা করে, তাদের মনে পাকিস্তানের সক্ষমতা সম্পর্কে কোনও সন্দেহ থাকা উচিত নয়। তিনি বলেন, পাকিস্তান চীনের সঙ্গে ৫০ বিলিয়ন ডলারের ‘চীন-পাকিস্তান ইকোনোমিক করিডোর’(সিপিইসি) প্রকল্পে যুক্ত হয়েছে। এই মেগা প্রকল্প আমাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। সেনাবাহিনী পাকিস্তানে গণতন্ত্র শক্তিশালী করতে চেয়েছিল উল্লেখ করে গফুর বলেন, গত জুলাই মাসে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদি কারও কাছে কোনও কারচুপির প্রমাণ থাকে, তবে সেটা অবশ্যই সামনে আনতে হবে। বিডি প্রতিদিন/হিমেল

নিষেধাজ্ঞা দিলে তেলের দাম বাড়বে, রুশ সেনা ডাকব: যুক্তরাষ্ট্রকে সৌদি

Image
সৌদি আরবের আল-আরাবিয়া নিউজ নেটওয়ার্ক বলেছে, যদি যুক্তরাষ্ট্র রিয়াদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে তারা ছুরি মেরে নিজেদের অর্থনীতিকে হত্যা করবে। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে সৌদি আরব ইরানের বন্ধু হবে, তেল বিক্রি করবে চীনা মুদ্রায় এবং দেশের ভেতরে রাশিয়ার সেনা ডাকা হবে বলেও হুমকি দিয়েছে এ গণমাধ্যম। সৌদি কর্মকর্তারা বলছেন, যদি নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগিকে কেন্দ্র করে আমেরিকা রিয়াদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয় তাহলে সৌদি আরব পাল্টা ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে রিয়াদের হাতে ৩০টি অপশন রয়েছে। আল- আরাবিয়ার মহা ব্যবস্থাপক তুর্কি আদ-দাখিল এ হুমকি দিয়েছেন। রবিবার এক মতামত কলামে তিনি বলেন, আন্তর্জাতিক তেলের বাজারে সৌদি আরবের যে প্রভাব রয়েছে শুধু তাই দিয়েই আমেরিকার অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে দেয়া সম্ভব। যদি তেলের দাম ৮০ ডলারে ওঠে তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষিপ্ত হবেন। কিন্তু কেউ একথা উড়িয়ে দিতে পারেন না যে, তেলের দাম ১০০ কিংবা ২০০ ডলার কিংবা তার দ্বিগুণ হবে না। এছাড়া, রিয়াদ সম্ভবত মার্কিন ডলার বাদ দিয়ে চীনা মুদ্রা ইউয়ানে লেনদেন শুরু করতে পারে। এতে মার্কিন ডলা...

জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রের পথে হাঁটছে অস্ট্রেলিয়া

Image
ইসরাইলের রাজধানী হিসেবে বিরোধপূর্ণ শহর জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার কথা বিবেচনা করছে অস্ট্রেলিয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের মতো ইসরাইলে তাদের দূতাবাসকে জেরুজালেমে স্থানান্তরের চিন্তা করছে দেশটি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন নিজেই এ বক্তব্য দিয়েছেন। তবে ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনে দুই রাষ্ট্র নীতির প্রতি তার অঙ্গীকারের ব্যক্ত করেন।  খবর বিবিসির।  চলতি বছর মে মাসে যুক্তরাষ্ট্র তাদের ইসরাইলি দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করেছে। যা নিয়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে দেশটিকে। তবে দেশটির বিরোধীরা বলছে যে, গুরুত্বপূর্ণ একটি উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ‘শঠতাপূর্ণ’ এই বক্তব্য দিয়েছেন। মরিসন অবশ্য বলেছেন, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে কেবিনেট ও অন্য দেশগুলোর পরামর্শ নেবেন। তিনি বলেন, ভবিষ্যতে পূর্ব জেরুজালেমকে ইসরাইলি কর্তৃপক্ষ এবং পশ্চিম জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে দেখতে চান। এ ব্যাপারে অস্ট্রেলিয়া খোলা মনে কাজ করছে। মরিসনের বক্তব্যকে সমর্থন করে টুইট করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ...

রাশিয়া-ভারতের উষ্ণ সম্পর্কে উদ্বিগ্ন ইসরায়েল!

Image
বিশ্বের ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক শক্তি বৃদ্ধিতে মুখিয়ে আছে।  তারই জের ধরে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ বিমান বিধ্বংসী প্রতিরক্ষাব্যবস্থা কিনেছে ভারত। আর রাশিয়া-ভারতের মধ্যকার উষ্ণ সম্পর্কে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েল। এ ব্যাপারে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ভারতের অস্ত্র বাজারে রাশিয়া আক্রমণ চালাচ্ছে। তারা বিমান প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করছে। তবে এখানেই এটি সমাপ্ত হবে না। এর আগে ভারত যখন ইঙ্গিত দিয়েছিল যে তারা রাশিয়া থেকে আরও অস্ত্র কিনবে, তখন তেল আবিব আশঙ্কা করেছিল যে এর ফলে ইসরাইলের ভারতে অস্ত্র বিক্রিতে প্রভাব ফেলবে। পরে ইসরায়েল অনেক ধরনের আধুনিক অস্ত্র বিক্রি করেছিল ভারতের কাছে। এসব অস্ত্রের মধ্যে ছিল ইসরায়েলের আইএআই ও ভারত সরকারের যৌথ উদ্যোগে তৈরি বারাক ৬ ক্ষেপণাস্ত্র। উল্লেখ্য, মার্কিন অবরোধের হুমকি সত্ত্বেও সম্প্রতি ভারত ও রাশিয়া আনুষ্ঠানিকভাবে পাঁচটি এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য ৫.৪৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করেছে।  বিডি প্রতিদিন/ ওয়াসিফ