Posts

Showing posts from September 8, 2017

সু চিকে জেরেমি করবিন আপনার মানবাধিকারের অঙ্গীকার দেখান রোহিঙ্গাদের

Image
ব্রিটেনে প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন মিয়ানমারের নেত্রী অং সান সু চির উদ্দেশে এই আহ্বান জানিয়েছেন, তিনি যেন রোহিঙ্গাদের প্রতি আচরণে মানবাধিকারের প্রতি তাঁর অঙ্গীকারের প্রতিফলন দেখান। বিবিসির উর্দু বিভাগের আদিল শাজেবকে দেওয়া সাক্ষাৎকারে  করবিন বলেছেন ‘আমরা ম্যাডাম অং সান সু চির প্রতি শ্রদ্ধাশীল। তাঁর উদ্দেশে আমার বার্তা হলো—আমরা আপনাকে পছন্দ করি, বহু বছর আপনি যখন গৃহবন্দি ছিলেন, আমরা আপনাকে সমর্থন দিয়েছি। আমরা আপনার সমর্থনে মিছিল করেছি, মানবাধিকারের প্রতি আপনার অঙ্গীকারকে আমরা স্বীকৃতি দিয়েছি। ’ সু চিকে উদ্দেশ করে দেওয়া ভিডিও বার্তায় করবিন বলেন, ‘বর্তমানে রোহিঙ্গা জনগণের প্রতিও সেই মানবাধিকারের প্রতিশ্রুতি তুলে ধরুন। তারা যাতে মিয়ানমারের ভেতর পূর্ণ নাগরিকত্ব পায় সেটা নিশ্চিত করুন। তাদের নিজের দেশ থেকে তাদের জায়গাজমি আর ঘরছাড়া যাতে না করা হয় সেটা নিশ্চিত করুন। ’ মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও হত্যাযজ্ঞ থেকে প্রাণ বাঁচাতে হাজার হাজার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান নারী, পুরুষ ও শিশু দেশ ছেড়ে পালিয়েছে। রাখাইন থেকে ফিরে বিবিসির একজন সংবাদদাতা বলেছেন—তিনি দেখ...

চীনকে রুখতে মরিয়া মোদির সাহায্য সু চিকে

Image
ড্রাগনের ‘নেকনজর’ থেকে মিয়ানমারকে মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা শুরু করেছে নয়াদিল্লি। দেশটি সফরে গিয়ে মঙ্গলবার প্রেসিডেন্ট থিন কিয়াওয়ের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন পর্বের সূচনা করেন। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরো বাড়ানো নিয়ে কথা বলেছেন তাঁরা। স্বাক্ষর করেছেন সমুদ্রপথে নিরাপত্তা বাড়ানোসহ মোট ১১টি চুক্তিপত্রে। মিয়ানমারের নাগরিকদের ভারতে যাওয়ার জন্য ভিসা ফি তুলে দেওয়ার কথাও ঘোষণা করেন মোদি। একটি আবেগঘন মুহূর্তে সু চির হাতে মোদি তুলে দেন ৩১ বছর আগে শিমলার ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ’-এ তাঁর জমা দেওয়া গবেষণাপত্রের বিশেষ প্রতিলিপি। মোদির কথায়, “মিয়ানমারের উন্নয়নে আমরাও অবদান রাখতে চাই। ভারত সরকারের ‘সব কা সাথ, সব কা বিকাশ’ উদ্যোগে শামিল করতে চাই তাদের। ” কূটনৈতিক শিবিরের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের আগ্রাসী ভূমিকার পাল্টা হিসেবে মিয়ানমারকে যতটা সম্ভব কাছে পেতে চাইছে ভারত। কৌশলগত অবস্থানের প্রশ্নে দেশটির গুরুত্ব নয়াদিল্লির কাছে ক্রমেই বাড়ছে। আশিয়ানভুক্ত দেশগুল...

রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণে বাংলাদেশের অসুবিধার কথা যুক্তরাষ্ট্রের স্বীকার

Image
মিয়ানমার থেকে স্রোতের মতো আগত রোহিঙ্গা মুসলিমদের গ্রহণ করতে গিয়ে বাংলাদেশ একটা জটিল পরিস্থিতিতে পড়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্র বলেছে, বিপুল সংখ্যক শরণার্থীর আশ্রয়দান যেকোন দেশের জন্যই কঠিন ব্যাপার। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নোয়ার্ট বলেন, ‘আমি জানি অন্য যেকোন দেশের মতই শরণার্থীদের গ্রহণে বাংলাদেশ কঠিন পরিস্থিতিতে পড়েছে। ’ নোয়ার্টকে উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে বলা হয়, রাখাইনে জনগণের ওপর কি ঘটছে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার সচেতন রয়েছে। তিনি বলেন, ‘সেখানে যা ঘটছে তাতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। ’ মানবাধিকার লংঘনের জন্য মিয়ানমারের ওপর কোন নিষেধাজ্ঞা দেয়া হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি এ ব্যাপারে কূটনৈতিক সংলাপ চালিয়েছে। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা পুনরায় বার্মার নিরাপত্তা বাহিনীর ওপর মারাত্মক হামলার নিন্দা জানাই। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ওই বাহিনীর প্রতি আরো সহিংসতা প্রতিরোধের এবং স্থানীয় লোকদের সুরক্ষা দেয়ার আহ্বান জ...

মেয়েকে দেখতে কানাডা গেলেন প্রধান বিচারপতি কালের কণ্ঠ অনলাইন

Image
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অসুস্থ মেয়েকে দেখতে কানাডা গেলেন। আজ শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে রওয়ানা হন প্রধান বিচারপতি। সেখান থেকে তিনি এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে যাবেন জাপানে বলে জানা গেছে। জাপানে সম্মেলন শেষে ২২ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে দেশে ফেরার কথা রয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার। তার অনুপস্থিতিতে প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

মগের মুলুকের সেকাল-একাল কালের কণ্ঠ অনলাইন

Image
মগের মুলুক’ বাংলাদেশে একটি সুপরিচিত বাগধারা। বাংলা একাডেমি এর অর্থ লিখেছে—১. ব্রহ্মদেশ বা আরাকান রাজ্য। ২. অরাজক রাষ্ট্র, যে রাজ্যে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত নয়, যেখানে যথেচ্ছাচার হয়। বার্মিজরা ঐতিহাসিকভাবেই বর্বর, নিষ্ঠুর। মানুষের গলায় দড়ি বাঁধা, হত্যা, ধর্ষণ, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া রাখাইনদের পুরনো অভ্যাস। ‘ইস্ট ইন্ডিয়া ক্রোনিকলস’-এর বর্ণনায় জানা যায়, ১৭১৮ সালে বার্মার রাখাইন রাজা দক্ষিণবঙ্গ তছনছ করে অন্তত এক হাজার ৮০০ জন সাধারণ অধিবাসীকে ধরে নিয়ে যান। বন্দিদের রাজার সামনে হাজির করা হলে রাখাইন রাজা সেখান থেকে বেছে বেছে এক দলকে তাঁর নিজের দাস বানান, আর অবশিষ্টদের গলায় দড়ি বেঁধে ক্রীতদাস হিসেবে বাজারে বিক্রি করে দেন। মগের মুলুক বলতে জোর যার মুলুক তার। এ বাগধারা মিয়ানমারের মগদের বর্বরতা ও দস্যুপনা থেকেই এসেছে। সপ্তদশ শতাব্দীর প্রথমাংশে তখনকার বাংলা বা বঙ্গদেশ খুব সমৃদ্ধ ছিল। ওই সময় দক্ষিণ-পূর্ব দিক থেকে ‘মগ’ জাতির দস্যুরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুব লুটপাট ও ডাকাতি করত। বর্তমানে যারা রোহিঙ্গাদের ওপর বর্বর আক্রমণ করছে, তাদের বলা হচ্ছে রাখাইন উপজাতি। এ রাখাইন উপজাতির আগের নাম মগ। সেই মগ...

রোহিঙ্গা নির্যাতনের ইতিহাস কালের কণ্ঠ অনলাইন

Image
রোহিঙ্গারা সর্বপ্রথম জুলুমের শিকার হয় ১৭৮৪ খ্রিস্টাব্দে। বার্মার খ্রিস্টান রাজা সে সময় আরাকান দখল করে নেন। এরপর রোহিঙ্গারা বড় ধরনের নির্যাতনের শিকার হয় ১৯৪২ সালে, যখন জাপান বার্মা দখল করে নেয়। এসব নির্যাতনের সব মাত্রা ছাড়িয়ে রোহিঙ্গাদের ওপর ধারাবাহিক নিপীড়ন-নির্যাতন শুরু হয় ১৯৬২ সালে, সামরিক জান্তার ক্ষমতা দখলের পর থেকে। নিপীড়ন চরম আকার ধারণ করে ১৯৮২ সালে মিয়ানমারের নতুন নাগরিকত্ব আইন প্রণয়নের ফলে। এ আইন কার্যকর হওয়ার পর বাতিল হয়ে যায় রোহিঙ্গাদের নাগরিকত্ব। তখন থেকে মানুষ হিসেবে রোহিঙ্গাদের মানবাধিকারও অচল হয়ে পড়ে। ১৯৪২ সালে জাপান বার্মা দখল করার পর স্থানীয় মগরা জাপানি সৈন্যদের সহায়তা নিয়ে রোহিঙ্গা মুসলমানদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। ইতিহাসে এটি ১৯৪২ সালের গণহত্যা নামে খ্যাত। তখন লক্ষাধিক রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয় স্বাধীনতা-উত্তর ১৯৪৭ সালের শাসনতান্ত্রিক নির্বাচনে ইংরেজদের দেওয়া ‘সন্দেহভাজন নাগরিক’ অভিধার কারণে মুসলমানদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। উ ন নামক শাসক আরাকান থেকে মুসলমানদের বিতাড়নের উদ্দেশ্যে ১৯৪৮ সালে মগ সেনাদের নিয়ে Burma Territorial Force গঠন করে নি...

মেক্সিকোতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩২

Image
মেক্সিকোর দক্ষিণ উপকূলে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩২ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরে এক মিটার উচ্চতার সুনামির খবর জানিয়েছে রয়টার্স। রিখটার স্কেলে ৮ দশমিক ১ মাত্রার ওই  ভূমিকম্পে মেক্সিকো সিটির সব ভবন কেঁপে ওঠে; বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে শক্তিশালী ওই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মেক্সিকোর পিজিজিআন শহর থেকে ৮৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬৯ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর মেক্সিকোর দক্ষিণ অংশ ও গুয়েতেমালায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ওয়াক্সাকা এবং চিয়াপাসে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। রয়টার্স জানায়, ওয়াক্সাকায় ২৩ জনের মৃত্যুর খবর জানিয়েছেন রাজ্য গভর্নর। এদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে জুখিতান শহরে। অন্যদিকে, মেক্সিকোর চিয়াপাসে সাতজন নিহত হওয়ার খবর জানিয়েছেন জরুরি সেবা বিভাগের মুখপাত্র। এর আগে তাবাসকো রাজ্যে দুইজনের মৃত্যুর খবর জানিয়েছিলেন রাজ্যটির গভর্নর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াক্সাকা রাজ্যে বাড়িঘর ভেঙে পড়তে দেখা যায়। জুখিতান শহরেও ভেঙে পড়ে...

রোহিঙ্গাদের প্রসঙ্গে মির্জা ফখরুল ওরা হিন্দু না মুসলিম- এটা জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, ওরা মানুষ

Image
রোহিঙ্গাদের প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওরা হিন্দু না মুসলিম- এটা জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, ওরা মানুষ। সেই মানবতার বিরুদ্ধে আজকে মিয়ানমার সরকার যুদ্ধ শুরু করেছে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আজ শুক্রবার রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে আয়োজিত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে দীর্ঘ এই মানববন্ধন সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় ১১টায়। বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন বন্ধের দাবি সম্বলিত নানা ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে। মিয়ানমারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন, আমরা আজকে জনমত সংগঠিত করে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে মিয়ানমারের বিরুদ্ধে সোচ্চার হই, তারা যেন এই গণহত্যা বন্ধ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যায়। ফখরুল বলেন, আমাদের খুব সুস্পষ্ট দাবি যে, রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া হোক; তাদের খাদ্য, নিরাপত্তা, চিকিৎসার ব্যবস্থা করা হোক। একইসঙ্গে সক্রিয় কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফিরিয়ে নিতে মি...

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

Image
যুক্তরাষ্ট্র কংগ্রেসের এক সাব কমিটিতে দক্ষিণ এশিয়ায় আমেরিকার প্রভাব সম্পর্কে এক শুনানি হয়। ইউএস এইড সংস্থার এশিয়া ব্যুরো এর অস্থায়ী সহ প্রশাসক গ্লোরিয়া স্টেলে এতে সাক্ষ্য দেন। আরও সাক্ষ্য দেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র বিভাগের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ে ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী এলিস ওয়েলস। যুক্তরাষ্ট্রের হাউজ ফরেন এ্যাফেয়ার্সের এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান টেড ইয়োহো তাঁর সূচনা বক্তব্যে বলেন, দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের সহায়তা কমতে পারে প্রায় ৩০ শতাংশ। আগামী বাজেটে এই সহায়তা কমানোর প্রভাব কি পড়তে পারে সেই ধারণা নেয়ার জন্য এই শুনানীর আয়োজন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ সফরের অভিজ্ঞতা বর্ণনা করেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র বিভাগের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ে ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী এলিস ওয়েলস। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার ১.৭ বিলিয়ন ১৭০ কোটি মানুষের সুখ দুঃখের অংশীদার যুক্তরাষ্ট্র। অর্থ বরাদ্দ কমলেও তাই দিয়ে যতোটা সম্ভব তাদের সহায়তা করে যাবো আমরা। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও শক্তিশালী অংশীদার আখ্যা দিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে...

মালয়েশিয়ায় সাময়িক আশ্রয় মিলবে রোহিঙ্গাদের

Image
ব্যাপক দমন পীড়নের মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সাময়িক আশ্রয় দেবে মালয়েশিয়া। আজ শুক্রবার মালয়েশিয়ার মেরিটাইম এজেন্সির পরিচালক জুলকিফলি আবু বাকার এ তথ্য জানান বার্তা সংস্থা রয়টার্সকে। জুলকিফলি আবু বাকার বলেন, পালিয়ে আসা রোহিঙ্গারা বিশেষ অভিবাসন কেন্দ্রে থাকার সুযোগ পাবে। এসব কেন্দ্রে সাধারণত পাসপোর্ট ও ভিসা ছাড়া মালয়েশিয়ায় আসা বিদেশিদের রাখা হয়। রুশ বার্তা সংস্থা ইতার-তাস জানায়, নৌপথ দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশকারীদের সাধারণত প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু, মানবিকতার দিক বিবেচনা করে রোহিঙ্গাদের সঙ্গে তা করা হবে না। তারা সাময়িকভাবে থাকার সুযোগ পাবে। বর্তমানে মালয়েশিয়ায় এক লাখ রোহিঙ্গা অবস্থান করছে মালয়েশিয়ায়। গত ২৫ আগস্ট মিয়ানমারের কয়েকটি তল্লাশিচৌকিতে হামলা চালায় উগ্রবাদীরা। ওই হামলার সূত্র ধরে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশ ব্যাপক দমন অভিযান শুরু করে। সেখানে রোহিঙ্গাদের ওপর গণহত্যারও অভিযোগ পাওয়া গেছে।

আন্তর্জাতিক জিহাদিদের পরবর্তী গন্তব্য মিয়ানমার?

Image
মিয়ানামারের রাখাইনে সেনাবাহিনীর ব্যাপক সহিংসতার মুখে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক জিহাদি গোষ্ঠীগুলো এখন এর প্রতিশোধ হিসেবে পাল্টা হামলার হুমকি দিতে শুরু করেছে। জিহাদী গোষ্ঠীগুলো এই সংকটকে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে ব্যাপকতর যুদ্ধের অংশ হিসেবে দেখাতে চাইছে। কোন কোন জিহাদি গোষ্ঠী বিভিন্ন দেশে মিয়ানমারের দূতাবাসে হামলার উস্কানিও দিয়েছে। বিভিন্ন জিহাদি গোষ্ঠীর এরকম কিছু বিবৃতি এবং বার্তা বিবিসি মনিটরিং সংকলন করেছে। আল কায়েদা ইন ইয়েমেন (একিউএপি) এবং তালিবান মিয়ানমারের নির্যাতিত মুসলিমদের সমর্থনে পদক্ষেপ নেয়ার জন্য তাদের অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছে। মেসেজিং অ্যাপ 'টেলিগ্রামে' একটি আল কায়েদা-পন্থী চ্যানেল বিশ্বের বিভিন্ন দেশে মিয়ানমারের দূতাবাস পুড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছে। এই বার্তায় তারা এমনকি বিভিন্ন দেশে মিয়ানমার দূতাবাসের ঠিকানাও শেয়ার করেছে। এই বার্তার লিংকটি টেলিগ্রামে আল কায়েদার সমর্থকরা ব্যাপকভাবে শেয়ার করেছে। এর আগে টেলিগ্রামে ইসলামিক স্টেট-পন্থী (আইএস) একটি গ্রুপও একই ধরণের হুমকি দেয়। এতে তুরস্...

মানিকগঞ্জে নারীর গলাকাটা লাশ উদ্ধার

Image
মানিকগঞ্জের ঘিওর থেকে  রেনু রানী ডোম (৪৫) নামে  এক নারী সুইপারের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  নিহত ওই নারী সপরিবারে স্থানীয় মিল্ক ভিটা কোয়ার্টারে থাকতেন। তার স্বামী সুধীর ডোমও মিল্কভিটায় সুইপারের কাজ করতো। শুক্রবার সকালে ঘিওর থানা পুলিশ ওই নারীর মৃতদেহ তার বাড়ির পার্শ্ববর্তী ঝোপ থেকে উদ্ধার করে। পুলিশের ধারণা তাকে  ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। নিহতের ছেলে সুশীল ডোম বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে আমরা যে যার কাজে বেরিয়ে যাই। সন্ধ্যায় সবাই বাড়ি আসলেও আমার মা বাড়িতে আসেনি। পরে তার কর্মস্থল গিলন্ড বাজারে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, সে কাজে যায়নি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার সকালে মিল্কভিটার ম্যানেজারকে বিষয়টি অবহিত করা হয়। এরপর সকাল ৯ টার দিকে কোয়ার্টারের অন্যান্য লোকজন বাড়ির পিছনের ঝোপে রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এব্যাপারে ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘিওর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম জানান, রেনু রানী নামে এক সুইপারের মরদেহ উ...

টাঙ্গাইলে ধর্ষণের শিকার স্কুলছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা

Image
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা গ্রামে এক স্কুলছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়ে এখন ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়  শুক্রবার দুপুরে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলা সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে মেয়েটি প্রতিবেশী মতিয়ার রহমানের ছেলে ব্যবসায়ী আবুল হাশেম লিটনের (৪৫) বাড়িতে বেড়াতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকায় তাকে ধর্ষণ করে তা মোবাইল ফোনে ভিডিও করে। ঘটনাটি কাউকে জানালে ভিডিও চিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন লিটন। এরপর এই ভয় দেখিয়ে লিটন বিভিন্ন সময় মেয়েটি ধর্ষণ করেন। এদিকে লিটন দাবি করেন, নোটারি পাবলিকের মাধ্যমে মেয়েটিকে তিনি বিয়ে করেছেন। সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, এ বিষয়ে মামলা করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। ইত্তেফাক/ রাজেশ

ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইরমা’, ১৪ জনের প্রাণহানি

Image
আটলান্টিক মহাসাগরে উৎপন্ন প্রলয়ঙ্করী হারিকেন ‘ইরমা’ ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাণ্ডব চালানোর পর এবার আঘাত হেনেছে টার্কস এন্ড কাইকোস দ্বীপপুঞ্জে। ইরমার আঘাতে এখন পর্যন্ত ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, ক্যাটাগরি ৫ মাত্রার চরম শক্তিশালী ঝড়টি কিউবা হয়ে এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে।  এর আগে, গতকাল বৃহস্পতিবার ঝড়টি ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বারবুডায় আছড়ে পড়ে। স্থানীয় আবহাওয়া দফতর জানায়, ২৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এই ঘূর্ণিঝড় ডমিনিকান রিপাবলিকের উত্তর-পূর্ব থেকে টার্কস ও কাইকোস দ্বীপপুঞ্জের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অ্যান্টিগুয়া ও বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন জানিয়েছেন, ঝড়ে বারবুডা দ্বীপপুঞ্জের ৯৫ শতাংশ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বৃহস্পতিবার।  ছোট্ট এই দ্বীপটিতে ১৬শ’ মানুষের বাস। আকাশপথে বারবুডা পরিদর্শনের পর প্রধানমন্ত্রী জানান, দ্বীপটি সম্পূর্ণ পানিতে তলিয়ে যাওয়ায় বাসিন্দাদের ৫০ শতাংশই গৃহহীন হয়ে পড়েছে। ভয়াবহ ক্ষতিগ্রস্ত সেন্ট মার্টিন দ্বীপেও মৃত্যু হয়েছে অন...

ফেসবুকে মুসলিম হত্যার আহ্বানকারী ব্রিটিশ তরুণের কারাদণ্ড

Image
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে গত মে মাসে একটি কনসার্টে আত্মঘাতী বোমা হামলার পর ফেসবুকে ২২ বছর বয়সী ব্রিটিশ নাগরিক কিগান জাকোভলেভস লিখেছিলেন, ‘চলো প্রত্যেকটা মুসলিমকে হত্যা করি’। ওই তরুণকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর প্রচেষ্টার দায়ে গতকাল বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আদালতের শুনানির পর বিশেষ অপরাধ ও সন্ত্রাসবিরোধী বিভাগের প্রধান সুয়ে হেমিং বলেন, ‘ম্যানচেস্টার হামলার পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় অগণিত বার্তা পোস্ট করেছিল মানুষ। কিন্তু কিগান জাকোভলেভস ব্রিটিশ মুসলিমদের নির্বিচারে হত্যার আহ্বান জানিয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দিতে চেয়েছেন। তার এ কর্মকাণ্ডের কারণে যদিও কোনো ক্ষতিসাধন হয়নি কিন্তু এখানে তার ইচ্ছাটা স্পষ্ট। তিনি পোস্টটি সরিয়ে নিলেও তার আগে সেটি পৌছে গিয়েছিল বিপুল সংখ্যক মানুষের কাছে। গত ২২ মে ম্যানচেস্টার অ্যারেনাতে সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল আত্মঘাতী হামলাকারী সালমান আবেদি। ওই হামলায় ২২ জন নিহত এবং ২৫০ জন আহত হয়। বিবিসি। ইত্তেফাক/সেতু

ভারতে যুদ্ধ বিমান বিক্রিতে ট্রাম্প প্রশাসনের ‘সমর্থন’

Image
ভারতের কাছে এফ-১৮ ও এফ ১৬ যুদ্ধ বিমান বিক্রয়ে ট্রাম্প প্রশাসনের ‘জোরালো সমর্থন’ রয়েছে বলে গতকাল মার্কিন কংগ্রেসের উপ-কমিটিতে লিখিতভাবে এ কথা জানিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়েলস।  কংগ্রেসের উপ-কমিটিতে দেওয়া এ লিখিত আবেদনে বলা হয়, এ ধরনের প্রস্তাবনা ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিকে আরো এক নতুন মাত্রায় নিয়ে যাবে। কেননা আমরা মনে করি, ভারত হচ্ছে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক করার ক্ষেত্রে আমাদের এক শক্ত খুঁটি। আর এর মাধ্যমেই ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা বিধান করা সম্ভব। সে বিবেচনায় আমরা এ বিষয়গুলোকে সবসময়ই গুরুত্বের সঙ্গে দেখি। এ কারণে ট্রাম্প প্রশাসন এই মর্মে মার্কিন কংগ্রেসকে এটা জানান দিচ্ছে যে, ভারতে এফ-১৬ ও এফ-১৮ যুদ্ধ বিমান বিক্রি করতে তাদের ইতিবাচক সাড়া রয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব বোয়িং এবং লকহিড মার্টিনকেও জানানো হয়েছে।  অ্যালিস ওয়েলস বলেন, আমরা মনে করি মার্কিন স্বার্থের জন্য এটা প্রয়োজন। কারণ আমরা চাই, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যেন একটি নিরাপদ নিরাপত্তা প্রদানকারী ...

প্রথম স্কুলে গেল উইলিয়াম-কেটের পুত্র প্রিন্স জর্জ

Image
মা ‘ডাচেস অব ক্যামব্রিজ’ কেট মিডলটন গর্ভকালীন অসুস্থতার কারণে ছেলের স্কুলের প্রথম দিনে আসতে পারেন নি। তাই বাবা প্রিন্স উইলিয়ামের হাত ধরেই বৃহস্পতিবার প্রথম স্কুলে গেল তাদের পুত্র প্রিন্স জর্জ।  স্কুলে পৌঁছাতেই ছোট্ট রাজকুমারের গোলাপি চেহারায় ফুটে উঠল অস্বস্তি ও লজ্জা। যদিও মায়ের অনুপস্থিতির প্রভাব খুব একটা দেখা যায় নি তার আচরণে। উইলিয়াম ছেলেকে নিয়ে স্কুলের গেটে আসতেই প্রধান শিক্ষিকা হ্যালেন হাসল্যাম উইলিয়াম ছোট্ট জর্জকে স্বাগত জানান ও জর্জের সঙ্গে করমর্দন করেন। এসময় উইলিয়ামের হাতে ছিল প্রিন্সের স্কুলব্যাগ।  জানা গেছে, জর্জের ক্লাসের শিক্ষার্থী মোট বিশজন। লন্ডনে অবস্থিত ‘থমাস বিয়াত্রিসা’ স্কুলের বাৎসরিক খরচ ২০ হাজার পাউন্ড। রাজপরিবারের সদস্য বলে জর্জ কোনো বিশেষ সুবিধা পাবে না। বিশ্বের নজর তার দিকে হলেও স্কুলে সে অন্যান্য শিশুদের মতোই একজন। এর আগে জর্জ একটি স্কুল থেকে নার্সারি শেষ করেছে। বিবিসি। ইত্তেফাক/সেতু

রোহিঙ্গা গ্রামটি জ্বলছে

Image
গ্রামটিতে ঢুকে প্রথম বাড়িতেই আগুনের চিহ্ন দেখা গেল। আগুন দেওয়া হয়েছে আরও অনেক বাড়িতে। মনে হলো, কিছুক্ষণ আগেই এই আগুন দেওয়া হয়েছে। একদল তরুণকে তলোয়ার ও দেশলাই হাতে নিয়ে ঘুরতে দেখা গেল। চোখে পড়ল গ্রামের রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা গৃহস্থালি পণ্য, শিশুদের খেলনা ও নারীদের পোশাক। বিবিসির দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধি জনাথন হেডের বর্ণনা এটি। সম্প্রতি মিয়ানমার সরকারের আমন্ত্রণে সাংবাদিকদের একটি দল রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতি দেখতে যান। সেই দলে ছিলেন জনাথন হেড। সাংবাদিকদের এই দলে অংশগ্রহণের শর্ত ছিল, সবাইকে একসঙ্গে থাকতে হবে। স্বাধীনভাবে কোথাও চলাফেরা করা যাবে না। সরকারের নির্ধারণ করে দেওয়া জায়গাগুলোতেই শুধু তাঁদের নিয়ে যাওয়া হবে। সেটাই করা হয়েছে। জনাথন হেড বলেছেন, তিনি একটি রোহিঙ্গা গ্রাম পুড়ে যেতে দেখেছেন। রাখাইনের মংগদু জেলায় আল লে থান কিয়া শহর পরিদর্শন শেষে ফিরে আসার সময় কিছু পুড়িয়ে দেওয়া বাড়িঘর তাঁর নজরে আসে। তখনো সেখান থেকে ধোঁয়া বের হচ্ছিল। পুলিশের পক্ষ থেকে তাঁদের বলা হয়, রোহিঙ্গা মুসলিমরা নিজেরাই নিজেদের বাড়িতে আগুন দিয়েছে। যদিও ২৫ আগস্ট পুলিশ চৌকিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন ...

আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে বাংলাদেশের চিঠি মিয়ানমারে নিরাপত্তা অঞ্চলের প্রস্তাব

Image
মিয়ানমারের ভেতরে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে নির্যাতিত না হয়, সে জন্য সেখানে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ তৈরির ব্যাপারে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। এ ছাড়া পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার ব্যাপারেও আন্তর্জাতিক মহলকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি), জাতিসংঘের বিভিন্ন সংস্থা, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান, ইসলামি দেশগুলোর সংস্থাসহ (ওআইসি) জাতিসংঘের বিভিন্ন সংস্থার কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ শুক্রবার টেকনাফের কুতুপালং ও উখিয়ার বালুখালীতে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া যায় কি না, তা সরেজমিনে পরিদর্শন করে সিদ্ধান্ত নেবেন। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা  প্রথম আলো কে বলেছেন, আন্তর্জাতিক বহুপক্ষীয় সংস্থা ও সংগঠনগুলোকে পাঠানো চিঠিতে তাঁরা জানিয়েছেন, মিয়ানমারের ভেতরে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ করা হোক, যাতে রোহিঙ্গারা নির্যাতিত না হয়। একই সঙ্গে যারা পালিয়ে...

রাখাইন সংকটে যুক্তরাষ্ট্রের নিন্দা ও উদ্বেগ

Image
মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী ও বিদ্রোহীদের রক্তক্ষয়ী হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাখাইন সংকটে উদ্বেগ জানিয়ে সেখানে মানবিক সাহায্যকর্মীদের প্রবেশের অনুমতি দিতে দেশটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার আল জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিথার নওয়ার্ট গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, রাখাইনে গণহারে রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দেওয়া, নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বেসামরিক লোকজন কর্তৃক সহিংসতাসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে বড় ধরনের বাস্তুচ্যুতি ঘটেছে। হিথার নওয়ার্ট বলেন, ‘মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর ওপর রক্তক্ষয়ী হামলা ফের নিন্দা জানাই। একই সঙ্গে স্থানীয় (রাখাইন) লোকজনের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর আরও হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতো আমরাও আহ্বান জানাই।’ মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি গতকাল দাবি করেন, তাঁর সরকার রাখাইন রাজ্যের প্রত্যেকে রক্ষার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ‘এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল’-এর সঙ্গে আলাপকালে এই দাবি করেন সু চ...

রোহিঙ্গা নির্যাতনের নিন্দা জানিয়েছে বৌদ্ধ সমাজ

Image
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দেশটির সরকারের নিপীড়ন-নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজ। মানববন্ধন থেকে রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ করতে এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান সংগঠনটির নেতারা। আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজ এক মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সংগঠনের মুখ্য সমন্বয়ক অশোক বড়ুয়া লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে বলা হয়, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা, হত্যা ও নিপীড়ন চলছে। তাঁরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মিয়ানমারের ঘটনাকে মানবিক বিপর্যয় উল্লেখ করে তাঁরা রোহিঙ্গাদের রক্ষায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সাহায্য কামনা করেন। এ ছাড়া দেশে নতুন করে আসা রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা প্রদানের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তাঁরা। এই সংগঠনের পক্ষ থেকে ১০ সেপ্টেম্বর ঢাকার মিয়ানমার দূতাবাসে একটি স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানানো হয়। গত ২৫ আগস্ট মিয়ানমারের কয়েকটি তল্লাশিচৌকিতে উগ্রবাদীদের হামলার সূত্র ...

৪০ জন ধর্ষণ করেছে কিশোরীটিকে!

Image
থাইল্যান্ডে গত বছর ১৪ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক বা দুজন নয়, ৪০ জন ধর্ষণ করেছে বলে কিশোরী অভিযোগ করেছে। দেশটির পুলিশ বর্তমানে কিশোরীর অভিযোগ তদন্ত করে দেখছে। কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, ধর্ষণের শিকার কিশোরী থাইল্যান্ডের ফাং না প্রদেশের ছোট্ট দ্বীপের কোহ রিডের বাসিন্দা। প্রদেশের ডেপুটি গভর্নর এগারাত লেসেন বলেন, এ বছরের মার্চে কিশোরী প্রথম যৌন নিপীড়নের অভিযোগের কথা জানায়। ওই কিশোরী পুলিশকে বলেছে, গত বছরের মে থেকে ডিসেম্বরের মধ্যে কয়েকবার সে ধর্ষণের শিকার হয়। ফাং না প্রদেশের সরকারি কৌঁসুলি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে ওই তিনজন এখন জামিনে আছে। ডেপুটি গভর্নর এগারাত লেসেন বলেন, কিশোরী পুলিশের কাছে দাবি করেছে যে ধারাবাহিকভাবে তাকে ধর্ষণ করা হয়েছে। ৪০ জন পুরুষ এটি করেছে। তবে এই ৪০ জনের সবাই ছোট্ট দ্বীপের কোহ রিডের বাসিন্দা না বলে মনে করেন তিনি। যে কারণ দোষীদের খুঁজে বের করে তদন্ত করাটা বেশ কঠিন। পুলিশ কর্মকর্তা বোনথায়ি তোরাকসা বলেন, ঘটনাটি তদন্ত করছে ফাং নায়ে...