Posts

Showing posts from July 2, 2018

উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তি সফল না হওয়ার সম্ভাবনা আছে: ট্রাম্প

Image
উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তি সফল না হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়া ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বৃদ্ধি করেছে এমন খবর প্রকাশের একদিন পরই এরকম মন্তব্য করলেন ট্রাম্প। পূর্বে তিনি দাবি করেছিলেন, উত্তর কোরিয়া থেকে আর কোন পারমাণবিক হামলার হুমকি নেই। খবর দ্য গার্ডিয়ানের। খবরে বলা হয়, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক ওই মন্তব্য করেন ট্রাম্প। সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে তিনি বিশ্বাস করেন কি-না? জবাবে ট্রাম্প বলেন, আমি তার সঙ্গে একটি চুক্তি করেছি। হাত মিলিয়েছি। আমি সত্যিই বিশ্বাস করি তিনি (পারমাণবিক চুক্তিটি) করতে ইচ্ছুক। এখন, তা কি সম্ভব? আমি কি চুক্তি করেছি, আপনি কি এমন কোন জায়গায় ছিলেন যেখানে মানুষ সম্মতি দেয়নি? এটা সম্ভব। উল্লেখ্য, গত মাসে কিমের সঙ্গে বৈঠকের পরে ট্রাম্প বলেছিলেন, তাদের মধ্যে বেশ ভাল ‘রসায়ন’ আছে। বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তিসম্পন্ন হওয়ার ইচ্ছার সমাপ্তি টেনেছে। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য আগের মন্তব্য-বিরোধী।  ...

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে চীনের সাহায্য চান কিম

Image
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার দেশের ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যহারে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সহায়তা চেয়েছেন। জাপানের বহুল প্রচারিত 'ইউমিউরি শিমবুন' পত্রিকা সোমবার এ তথ্য জানিয়েছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দৈনিকটি জানিয়েছে, গত মাসে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে এ সাহায্য চান কিম জং-উন। তিনি বলেন, আমেরিকা উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যহারের যে সময়সীমা দিয়েছে তার চেয়ে আরও আগে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। গত ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধ করে দেয়ার শর্তে দেশটির ওপর থেকে সব মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি দেন ট্রাম্প।    কিন্তু গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, উত্তর কোরিয়ার ওপর সব নিষেধাজ্ঞা ও অবরোধ বহাল থাকবে। সেইসঙ্গে দক্ষিণ কোরিয়া থেকে ২৯ হাজার মার্কিন  সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা আপাতত ওয়াশিংটনের হাতে নেই। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলে...