Posts

Showing posts from September 14, 2017

রোহিঙ্গা শরণার্থীর ৬০ শতাংশই শিশু : ইউনিসেফ

Image
ইউনাইটেড ন্যাশনস চিলড্রেন ফান্ড (ইউনিসেফ) বৃহস্পতিবার বলেছে, মিয়ানমারে ২৫ আগস্ট সর্বশেষ সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত আনুমানিক চার লাখ রোহিঙ্গা তাদের বাড়িঘর থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কক্সবাজার থেকে ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়, ‘২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত চার লাখের মতো রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এখনো প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে।’ বিবৃতিতে আরো বলা হয়, শরণার্থীদের মধ্যে প্রায় ৬০ শতাংশই শিশু। আগে থেকে আশ্রয় নেয়া শরণার্থী শিবিরগুলোতে নতুন করে আসা এই বিপুল সংখ্যক রোহিঙ্গার স্থান সংকুলান হচ্ছে না হওয়ায় তারা যেখানেই জায়গা পাচ্ছে আশ্রয় নিচ্ছে। বাংলাদেশে আশ্রয় নেয়া হাজার হাজার রোহিঙ্গা শিশুর জন্য জরুরি ভিত্তিতে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, ওষুধপত্র ও চিকিৎসা সামগ্রীবাহী ট্রাকগুলো কক্সবাজারের দিকে আসছে। আগামী দিনগুলোতে আরো ত্রাণ সামগ্রী আসবে। বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ প্রতিনিধি এডুয়ার্ড বিগবেডার বলেন, ‘শরণার্থীদের জন্য বিশেষত: জরুরি ভিত্তিতে আশ্রয়, খাবার ও বিশুদ্ধ পানিসহ সবকিছুরই প্রয়োজন রয়েছে।’ তিনি আরো বলেন, ‘শিশু...

হে আল্লা নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের রক্ষা কর

Image
হে আল্লাহ্ বাংলাদেশের যত সেনাবাহিনী  রোহিঙ্গা নির্যাতিত মুসলমানদের রক্ষা করার জন্য গেছে তাদের কে তুমি হেফাজতে রেখো যেন তারা তাদের মা বাবার কাছে সসম্মানে পিরে আসতে পারে( আমিন )

রোহিঙ্গা নির্যাতন বন্ধে সুচিকে কানাডার প্রধানমন্ত্রীর ফোন

Image
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শদাতা ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি'র সাথে টেলিফোনে কথা বলেছেন। দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম এবং সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ট্রুডো গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়, ট্রুডো একজন নৈতিক ও রাজনৈতিক নেতা হিসেবে মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শদাতার বিশেষ গুরুত্বের ওপর জোর দেন। প্রধানমন্ত্রী মিয়ানমারের সামরিক ও বেসামরিক নেতাদের জরুরী ভিত্তিতে সহিংসতার অবসান ঘটানোর ওপর জোর দেন। এছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা প্রদান এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে বিনা বাধায় দেশটিতে প্রবেশের ওপর গুরুত্বারোপ করেন। ইত্তেফাক/জামান Share 3

বানরের তোলা সেলফি'র কপিরাইট নিয়ে আদালতের রায়!

Image
অবশেষে আদালতের রায়ে বানরের তোলা এক সেলফির কপিরাইট নিয়ে নিষ্পত্তি হয়েছে। অ্যাটর্নি এক বিবৃতিতে বলেছেন, ফেডারেল আপিল কোর্টে বানরের তোলা সেলফির অধিকার ক্যামেরার মালিককে দেওয়া হয়েছে।২০১৫ সাল থেকেই ম্যাকাকুই বানরের তোলা সেলফি থেকে আসা আয়ের অধিকার নিয়ে কাজ করে আসবে 'দ্য পিপল ফর দ্য এথিক্যার ট্রিটমেন্ট অব অ্যানিমেলস'। ওই সময় স্লেটারের ক্যামেরা দিয়ে নারুতো নামের একটি ম্যাকাকুই বানর সেলফি তোলে। ইন্দোনেশিয়ায় প্রাণী অধিকার নিয়ে কাজ করে এমন একটি গ্রুপের আইনজীবী জানান, যার ক্যামেরায় সেলফি তুলেছে বানর, ওটা থেকে আগামীতে যত আয় আসবে তার ২৫ শতাংশ চ্যারিটিতে দান করা হবে। ওই চ্যারিটি ইন্দোনেশিয়ার ম্যাকাকুই বানরের জন্য কাজ করে যাবে। প্রাণী অধিকার বিষয়ক ওই গ্রুপ এবং ফটোগ্রাফারের অ্যাটর্নি ডেভিড স্লেটার আমেরিকার সান ফ্রান্সিসকো-ভিত্তিক নবম সির্টি কোর্ট অব আপিলে বিষয়টি নিষ্পত্তির জন্য আবেদন করা হয়। নিম্ন আদালতের এক সিদ্ধান্তে বলা হয়, প্রাণীরা কপিরাইটের মালিক হতে পারে না। স্লেটারের পক্ষের অ্যাটর্নি অ্যান্ড্রিউ জে ওই ছবির বিনিময়ে কত অর্থ এসেছে সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ভবিষ্...

যুবকের সঙ্গে বয়স্ক নারীর কাণ্ডে হতবাক যাত্রীরা (ভিডিও)

Image
নারীদের জন্য আসন সংরক্ষিত। কিন্তু নারী যাত্রী না থাকায় ট্রেনের সেই সিটি বসেছিলেন এক যুবক। কিছুক্ষণ পরে এক বয়স্ক নারী ট্রেনে উঠেন। এবং আসন ছেড়ে দেওয়ার কথা বলেন। এমনকি নিজের বয়সের কথা বলেও তাকে বুঝানোর চেষ্টা করেন। কিন্তু ওই যুবক নড়েচড়ে বসলেও আসন থেকে উঠেননি। এরপর সংরক্ষিত আসনে বসা যুবকের সঙ্গে তুমুল বাদানুবাদে জড়িয়ে পড়েন ওই নারী। কিন্তু তাতেও সিট ছাড়তে রাজি না হওয়ায় ক্রুদ্ধ নারী ওই যুবকের কোলে বসে পড়েন। তা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। সম্প্রতি চিনের নানজিং শহরে এমন ঘটনা ঘটে। যার ভিডিও প্রকাশের পর ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। বিডি-প্রতিদিন/১৪ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব Share

দুর্যোগে হাল ধরতে পাঁচ মার্কিন প্রেসিডেন্ট একসঙ্গে

Image
  মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হলেও সারা জীবন তারা পেনশন পান। তাই বলে কোনো কাজ না করেই যে এ পেনশন ভোগ করেন এমন নয়।তারা বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে সবসময় নিজেদের নিযুক্ত রাখেন। দেশের প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সম্প্রতি হারিকেন হার্ভে ও ইরমার আঘাত পুরো আমেরিকায় লেগেছে। বিশেষ করে হিউস্টন, উপকূলীয় এলাকা ও ফ্লোরিডার বাসিন্দারা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। দেশের এমন দুর্যোগে সমস্ত আমেরিকানকে এক করতে এগিয়ে এসেছেন দেশের সাবেক পাঁচ প্রেসিডেন্ট। তারা হলেন জিমি কার্টার, জর্জ এইচ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। তারা পাঁচজনই 'ওয়ান আমেরিকা আপিল' কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন। এর লক্ষ্য হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের সাহায্য করা। বিডি প্রতিদিন/১৪ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা

মিয়ানমারের পক্ষে অবস্থান স্পষ্ট করলো চীন আন্তর্জাতিক | 1 দিন আগে

Image
রাখাইন সংকট নিয়ে আবারও মিয়ানমারের পক্ষে অবস্থান স্পষ্ট করলো চীন। শুধু তাই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কেও মিয়ানমারের পক্ষে দাঁড়ানোর আহবান জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং  বলেন, রাখাইন রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সবসময়ই সচেষ্ট নেইপিদো। সেখানে শান্তি ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তাই আন্তর্জাতিক মহলের উচিত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারকে সমর্থন দেয়া। আমরাও চাই সেখানে শান্তি ফিরে আসুক। সহিংসতা বন্ধে মিয়ানমারের পাশে থাকবে চীন। যমুনা অনলাইন: টিএফ

অফবিট মিলে গিয়েছে সুনামি থেকে 9/11! অন্ধ ভবিষ্যৎবক্তার কথা অনুযায়ী এবার তৃতীয় বিশ্বযুদ্ধ Edited By: kolkata24x7 online desk - April 24, 2017 Share on Facebook Tweet on Twitte

Image
একের পর এক ভবিষ্যদ্বাণী করে বিখ্যাত হয়ে উঠেছিলেন রাশিয়ার অন্ধ ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙা। যার আসল নাম ভ্যাঞ্জেলিয়া প্যান্ডেভা দিমিত্রোভা। বছরের পর বছর তাঁর একের পর এক ভবিষ্যৎ বাণী সত্যি হয়েছে। গ্লোবাল ওয়ার্মিং, ২০০৪-এর সুনামি, এমনকি ৯/১১-র কথাও বলে গিয়েছিলেন তিনি। তবে এবার ফের নতুন করে তাঁর এক ভবিষ্যৎবাণীর কথা উঠে এসেছে শিরোনামে। সেটা হল তৃতীয় বিশ্বযুদ্ধ। এই বাবা ভাঙাই কিন্তু আফ্রিকান-আমেরিকান প্রেসিডেন্ট (বারাক ওবামার)-এর ক্ষমতায় আসার কথা ও ইসলামিক সন্ত্রাসবাদের উত্থানেরও ইঙ্গিত দিয়েছিলেন। আরও পড়ুন:  তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন! বিমানবাহিনীকে প্রস্তুত হওয়ার নির্দেশ প্রেসিডেন্টের - Advertisement - ১৯৯৬ সালে তাঁর মৃত্যু হওয়ায়, তাঁর বলে যাওয়া কোনও ঘটনাই আজ পর্যন্ত সত্যি হতে দেখেননি নিজের চোখে। তাঁর বাড়িটি একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে। তাঁর মৃত্যুর ২০ বছর পরেও তাঁর সব কথাই সত্যি হয়ে যাচ্ছে। তাই এবার তাঁর ভবিষ্যৎবাণীই আতঙ্কে কাঁপিয়ে দিচ্ছে গোটা বিশ্বকে। শুধুমাত্র সুনামি বা টুইন টাওয়ার অ্যাটাক নয়, বাবা ভাঙা কিন্তু ‘বেক্সিট’-এরও ইঙ্গিত দিয়েছিলেন। ইসলামিক সন্ত্রাসবাদীরা যে একদিন র...