Posts

Showing posts from October 18, 2021

২৪ অক্টোবর পায়রা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...

Image
  আগামী ২৪ অক্টোবর বরিশাল-পটুয়াখালী সড়কের ২৬তম কিলোমিটারে লেবুখালীর পায়রা নদীর উপর নির্মিত পায়রা সেতু উদ্বোধন করা হবে। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে দক্ষিণের মানুষের বহুল প্রতীক্ষিত এই সেতুর উদ্বোধন করবেন। সোমবার রাতে বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছেন পায়রা সেতু প্রকল্পের পরিচালক (পিডি) মো. আবদুল হালিম। এই সেতু উদ্বোধন হলে কাঁঠালবাড়ি ঘাট থেকে দেশের সর্ব দক্ষিণের কুয়াকাটা পর্যন্ত ফেরিবিহীন সড়ক যোগাযোগ চালু হবে এবং এতে মানুষের দুর্ভোগ লাঘব হবে বলে জানান বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভলপমেন্ট (কেএফএইডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্টের (ওএফআইডি) যৌথ অর্থায়নে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ২৬তম কিলোমিটারে লেবুখালী পয়েন্টে পায়রা নদীর উপর সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০১৬ সালের ২৪ জুলাই। ১ হাজার ১১৮ কোটি টাকা ব্যয়ে এক্সট্রা ডোজ ক্যাবল স্ট্রেট নকশায় নির্মিত সেতুর দৈর্ঘ্য ১ হাজার ৪৭০ মিটার এবং প্রস্থ ১৯.৭৬ মিটার। নদীর উভয়প্রান্তে এপ্রোচ সড়ক রয়েছে ১ হাজার ২৬৮ মিটার। চীনা ঠিকাদারী প্রতিষ্ঠ...

হাইপারসনিক যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্রকে চমকে দিল চীন!..

Image
হাইপারসনিক যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্রকে চমকে দিল চীন! এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আমেরিকাকে চমকে দিল চীন। জানা গেছে, সম্প্রতি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন। গত আগস্ট মাসে চালানো ওই পরীক্ষার কথা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানতে পেরেছে এবং এতে তারা বিস্মিত হয়েছে। পাঁচটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে। শনিবার পত্রিকার খবরে বলা হয়েছে, চীনের সামরিক বাহিনী রকেটের মাধ্যমে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যা মহাকাশের নিচু কক্ষপথ দিয়ে উড়ে যায় এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে বিশ্বের চারপাশে ঘুরে আসে। ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, এই পরীক্ষার মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে যে, হাইপারসনিক অস্ত্র তৈরির ক্ষেত্রে চীন বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে। মার্কিন কর্মকর্তারা যতটা ভাবছেন, চীনের সামরিক বাহিনী তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে বলেও পত্রিকার খবরে মন্তব্য করা হয়েছে। ফিনান্সিয়াল টাইমসের পক্ষ থেকে চীনা সামরিক বাহিনীর মন্তব্য নেওয়ার জন্য রবিবার এক...

ইরানের ওপর থেকে ইইউ’র নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা শুরু

Image
  ইরানের ওপর থেকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে। এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি জানান, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা করার জন্য উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বাকেরি কানি বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাবেন। ভিয়েন আলোচনা শুরুর বিষয়ে কি কি বাধা ও চ্যালেঞ্জ রয়েছে তা নিয়ে তিনি সেখানে আলোচনা করবেন। খবর-পার্সটুডের। গত সপ্তাহে ইরান এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সমঝোতার ভিত্তিতে এই আলোচনা শুরু হতে যাচ্ছে। গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপ প্রধান এন্নরিক মোরা তেহরান সফর করেন এবং সেই সময় ইরান ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সমঝোতা সই হয়। ইরান সফরের সময় এনরিক মোরার সঙ্গে ইরানি কর্মকর্তাদের যে আলোচনা হয়েছিল তাকে গঠনমূলক ও ভালো আলোচনা বলে গত সোমবার মন্তব্য করেছিলেন সাঈদ খাতিবজাদে।  সে সময় তিনি বলেছিলেন, ইরান ও ইউরোপীয় ইউনিয়নের এই কর্মকর্তার মধ্যকার বৈঠক ভিয়েনায় অচল হয়ে পড়া পরমাণু আলোচনা শুরুর ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে। সায়েদ...