Posts

Showing posts from September 30, 2019

সৌদিতে যা দেখার আছে

Image
আল ওয়াহবাহ আগ্নেয়গিরির জ্বালামুখ। ছবি: বিবিসি এত দিন প্রবাসী শ্রমিক, ব্যবসায়ী এবং হজযাত্রীদেরই কেবল সৌদি আরবের ভিসা দেওয়া হতো। কিন্তু আজ শনিবার থেকে সৌদি আরবে যাওয়ার জন্য অনলাইনে ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন ৪৯টি দেশের নাগরিকেরা। রাজতান্ত্রিক দেশটি গতকাল শুক্রবার বিশ্বের ৪৯টি দেশের জন্য ভিসার নতুন নিয়ম চালু করছে। সৌদি আরবে নতুন ভিসার ব্যবস্থা চালুর পর দেশটির যেখানে যেখানে দর্শনার্থীরা যেতে পারবেন, এরই এক ছোট তালিকা নিচে দেওয়া হলো। আল ওয়াহবাহ আগ্নেয়গিরির জ্বালামুখ মরুভূমির মধ্যে, তাইফ শহর থেকে প্রায় আড়াই শ কিলোমিটার দূরে পড়বে আল ওয়াহবাহ আগ্নেয়গিরির জ্বালামুখ। বিশালাকৃতির মৃত জ্বালামুখটি প্রায় ৮২০ ফুট গভীর। এটি সাম্প্রতিক বছরগুলোতে পরিব্রাজকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জ্বালামুখটির নিচে নামতে এবং উঠতে দক্ষ পরিব্রাজকদের দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে। যাঁদের জ্বালামুখটিতে নামার শখ নেই, তাঁরাও সদলবলে সেখানে গিয়ে ঘুরে আসতে পারেন। প্রাচীন নগরী মাদাইন সালেহ ২০০৮ সালে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ  সাইটে মাদাইন সালেহর নাম ওঠে। প্রাচীন এই শহরে অনেকগুলো সমাধিক্ষেত্র রয়েছে।...

পৃথিবী থেকে যে ছয়টি জিনিস হারিয়ে যাচ্ছে/০৩:১০, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

Image
প্রতীকি ছবি পৃথিবী থেকে অনেক সম্পদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। মূলত ঠিকমতো ব্যবহার না হওয়ার কারণেই এসব জিনিস বিলুপ্ত হতে বসেছে। পৃথিবী থেকে হারিয়ে যেতে বসা এরকম ছয়টি জিনিস হচ্ছে বালু, ফসফরাস, হিলিয়াম, মাটি, কলা এবং কক্ষপথের জায়গা। বালি :  প্রাকৃতিকভাবে যতটা বালু তৈরি হচ্ছে আমরা তার চেয়ে বেশি পরিমাণে ব্যবহার করছি। এ কারণে দ্রুতগতিতে হারিয়ে যাচ্ছে বালু। আপনি হয়তো ভাবতে পারেন, বালুর ঘাটতি তৈরি হওয়া কীভাবে সম্ভব, যেখানে আমাদের সৈকত আছে, মরুভূমি ভর্তি বালু আছে। কিন্তু সত্যিটা হলো, বালু হচ্ছে পৃথিবী থেকে সবচেয়ে বেশি তুলে নেওয়া কঠিন পদার্থ— যার সঙ্গে নুড়িও থাকে। জাতিসংঘ বলছে, প্রাকৃতিকভাবে যে হারে বালু তৈরি হয়, আমরা তারচেয়ে অনেক বেশি হারে ব্যবহার করছি। বালু কমে যাওয়ার ফলে হুমকিতে পড়ছে ইকো-সিস্টেম। হিলিয়াম  : গ্যাস বেলুনে সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার হয় হিলিয়াম গ্যাস। এর বাইরে চিকিত্সা শাস্ত্রে অতিপ্রয়োজনীয় অনুষঙ্গ হিসেবেও হিলিয়ামের ব্যবহার রয়েছে। কিন্তু এই হিলিয়াম গ্যাস সীমিত একটি সম্পদ, যা মাটির অনেক নিচ থেকে বের করে আনা হয়। আমাদের হাতে আর কয়েক দশক সময় আছে যার মধ্যে এই গ...

দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

Image
নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ইত্তেফাক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্নীতির কারণে সমাজে বৈষম্যের সৃষ্টি হচ্ছে। শিশু থেকে শুরু করে সমাজে এর বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে সমাজে অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। স্থানীয় সময় রবিবার বিকালে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি গত আট দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান, সাধারণ পরিষদে ভাষণ এবং বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্বে নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। দুর্নীতির প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ওয়ান ইলেভেনের আর যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য আগে থেকেই ব্যবস্থা নিচ্ছি। এসব অনিয়ম শ...

তেল নিয়ে ইরানকে সৌদির হুমকি

Image
ফাইল ছবি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সতর্ক করে জানিয়েছেন, ইরানকে থামনো না হলে তেলের দাম ‘বহুগুণ বাড়তে পারে’। আমেরিকার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। এছাড়া, সাংবাদিক জামাল খাশোগি হত্যার আংশিক দায়ভার স্বীকার করেন তিনি। তবে তিনি ব্যক্তিগত আক্রোশ থেকে তাকে হত্যার নির্দেশ দেননি বলে জানান। গত দুই সপ্তাহ আগে সৌদি আরবের তেল স্থাপনায় ইরন হামলা চালিয়েছে আভিযোগ করে সালমান বলেন, এ হামলার জের হিসেবে ইরান এবং সৌদি আরবের মধ্যে যুদ্ধ বাঁধলে সেটা বিশ্বের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। এছাড়া সিবিএসের 'সিক্সটিন মিনিটস' নিউজ প্রোগ্রামকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, 'আমি সৌদি আরবে একজন নেতা হিসেবে জামাল খাশোগিকে হত্যার পুরো দায়িত্ব নিচ্ছি।' তবে এ হত্যাকাণ্ডের বিষয়ে তার কিছুই জানা ছিল না বলেও উল্লেখ করেন মোহাম্মদ বিন সালমান। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

নিজ প্রতিভা গুণে গৃহকর্মী থেকে আবুধাবির নৃত্যমঞ্চে বাংলাদেশি প্রিয়া

Image
প্রিয়া আক্তার কয়েক মাস আগে গৃহকর্মী হিসেবে আবুধাবি পাড়ি জমান বাংলাদেশি তরুণী প্রিয়া আক্তার। চলতি সপ্তাহে তিনি প্রায় তিন হাজার মানুষের সামনে মঞ্চে নৃত্য পরিবেশন করতে যাচ্ছেন। গৃহকর্মী থেকে নৃত্যশিল্পী-এখনও ঘোর কাটছে না প্রিয়ার। অনুভূতি প্রকাশ করতে গিয়ে ২৬ বছরের প্রিয়ার বলেন, ‘আমার সন্দেহ হচ্ছে এটা বাস্তব নাকি স্বপ্ন!’ সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা ওয়ামকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়া জানিয়েছেন, বাংলাদেশে তার বাড়িতে অগ্নিকাণ্ডে কোনোমতে প্রাণে বেঁচে গিয়েছিল তার মেয়ে। প্রায় এক বছর ধরে মেয়ের চিকিৎসা করাতে গিয়ে তাকে বিপুল পরিমাণ অর্থ ঋণ হিসেবে নিতে হয়েছে। এই অর্থ পরিশোধের জন্য তাকে গৃহকর্মীর ভিসায় আবুধাবিতে আসতে হয়েছে। ওয়াম জানিয়েছে, আবুধাবিতে গৃহকর্মী হিসেবে আসা এক স্বদেশী বান্ধবীর সামনে একদিন নেচেছিলেন প্রিয়া। ওই বান্ধবী প্রিয়ার নাচার এই দৃশ্য তার স্মার্টফোনে ধারণ করেন। পরে ওই গৃহকর্মী তিনি যেখানে কাজ করতেন সেই বাড়ির গৃহকর্তীকে দেখান। ওই গৃহকর্তী পরে ভিডিওটি তার বন্ধু জনিয়া ম্যাথিউয়ের কাছে পাঠান। ম্যাথিউ স্টাইল ডিভা নামে একটি ফেইসবুক গ্রুপ পরিচালনা করেন, যার সদস্য সংখ্য...

মাঝ আকাশে প্লেনের ইঞ্জিনে আগুন! পাইলটের দক্ষতায় বাঁচল ১৮০ যাত্রীর প্রাণ

Image
মাঝ আকাশে আগুন লাগল ইন্ডিগোর দিল্লিগামী প্লেনে। রবিবার দিবাগত রাত ১টার দিকে গোয়া থেকে দিল্লি যাচ্ছিল বিমানটি। কিন্তু আকাশে ওড়ার মিনিট ২০ পরেই বিমানের একটি ইঞ্জিনে আগুন লেগে যায়। বাধ্য হয়ে বিমানচালক মাঝ আকাশ থেকে বিমানটিকে ফিরিয়ে আনেন গোয়ার ডাবোলিম আন্তর্জাতিক বিমানবন্দরে। সে সময় গোয়ার একজন মন্ত্রীসহ ওই বিমানে মোট ১৮০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। ইন্ডিগোর ওই বিমানের বাঁ-দিকের ইঞ্জিনে আগুন লাগার পর তাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে সবাই চিৎকার শুরু করে দেয়। সেই বিমানে দিল্লি যাচ্ছিলেন গোয়ার পরিবেশমন্ত্রী নীলেশ কাব্রাল ও তার সঙ্গীরা। নীলেশ এক সংবাদমাধ্যমকে বলেন, “আকাশে ওড়ার মিনিট ২০ পরই বাঁ-দিকের ইঞ্জিনে আগুন লাগে। তা দেখে যাত্রীরা চিৎকার শুরু করে দেয়। কিন্তু পাইলট সেই ইঞ্জিন বন্ধ করে দেন ও পরিস্থিতি দারুণভাবে মোকাবিলা করেন।” কাব্রাল আরও জানিয়েছেন, গোয়া বিমানবন্দরে ফিরে আসার পর তাদের জন্য দিল্লিগামী পরবর্তী বিমানের ব্যবস্থা করা হয়। সেই বিমান সোমবার ভোর ৪টা নাগাদ দিল্লি পৌঁছেছে বলে জানিয়েছেন ওই মন্ত্রী। অবশ্য, ওই বিমানে আগুন লাগার ঘটনায় কেউ আহত হয়নি। সূত্র: আ...

পশ্চিমবঙ্গের বাঙালির পাতে আজ বাংলাদেশের ইলিশ

Image
ইলিশ। ফাইল ছবি সাত বছর পর আজ সোমবার বাংলাদেশ থেকে ইলিশের চালান ঢুকছে পশ্চিমবঙ্গে। প্রথম চালানে থাকছে ২৫ টন ইলিশ। আসন্ন দুর্গাপূজা সামনে রেখে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। পশ্চিমবঙ্গের কলকাতার ইলিশ আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ গতকাল রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘ইলিশের চালান যশোরের বেনাপোল সীমান্তে পৌঁছে গেছে। প্রথম চালানটি এসেছে বরিশাল থেকে। বেনাপোল সীমান্তে রপ্তানিসংক্রান্ত কাজ শেষ না হওয়ায় আজ (গতকাল) ঢুকতে পারেনি। কাজেই সোমবার সকালে সীমান্ত পেরিয়ে কলকাতায় পৌঁছাবে। তারপর চলে যাবে হাওড়া, পাঁতিপুকুর ও শিয়ালদহের মাছের পাইকারি বাজারে। সেখানে এই মাছ বিক্রি করা হবে নিলামে।’ পশ্চিমবঙ্গের মৎস্যসম্পদমন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেছেন, এবার পূজায় ইলিশপ্রিয় বাঙালির পাতে বাংলাদেশের ইলিশ পড়তে চলেছে। দুর্গোৎসব সামনে রেখে বাংলাদেশ সরকার ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির এই অনুমতি দিয়েছে। এটি রপ্তানি করছে ঢাকার একুয়াটিক রিসোর্সেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। আর ভারতে এটি আমদানি করছে নাজ ইমপেক্স ইন্ডিয়া লিমিটেড। পদ্মার ইলিশ কলকাতায় দারুণ...

তিন দেশ থেকে পেঁয়াজ আসছে, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বাণিজ্যসচিব

Image
ফাইল ছবি একদিকে মিয়ানমার, তুরস্ক ও মিশর থেকে পেঁয়াজ আসছে; অন্যদিকে সরকার পেঁয়াজ বিক্রি করছে ৪৫ টাকা কেজি দরে। সুতরাং, পেঁয়াজ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাণিজ্যসচিব মো. জাফর উদ্দিন আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। বাণিজ্যসচিব বলেন, মিশর থেকে দুটি পেঁয়াজবাহী জাহাজ বন্দরে এসে পৌঁছেছে। তুরস্ক থেকেও আসছে পেঁয়াজ। অন্যদিকে মিয়ানমার থেকে ঋণপত্রের (এলসি) মাধ্যমে যেমন পেঁয়াজ আমদানি করা হচ্ছে, আসছে বর্ডার ট্রেডিংয়ের মাধ্যমেও। পেঁয়াজ পচনশীল পণ্য, মজুত না রেখে বাজারে ছাড়ুন—ব্যবসায়ীদের প্রতি এমন আহবান জানিয়ে বাণিজ্যসচিব বলেন, ঢাকায় আগামীকাল মঙ্গলবার থেকে ৩৫টি ট্রাকে করে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করবে সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ ছাড়া টিসিবির ডিলারেরা চট্টগ্রামে ১০টি স্থানে এবং ছয় বিভাগীয় শহরের পাঁচটি করে স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পেঁয়াজ বিক্রি করবেন। সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ উৎপাদনশীল এলাকা পাবনা, ফরিদপুর এবং উত্তরবঙ্গে ১০ জন যুগ্ম সচিবের নেতৃত্বে ১০টি দল আজই মাঠে নেমেছে বলে জানান বাণিজ্...

ফারাক্কা বাঁধ খুলেছে ভারত, বাংলাদেশে বন্যার আশঙ্কা

Image
ফারাক্কা বাঁধ। ফাইল ছবি প্রবল বর্ষণে প্লাবনের সৃষ্টি হওয়ায় সোমবার ফারাক্কা বাঁধের সব লকগেট খুলে দিয়েছে ভারত সরকার। ফলে মুর্শিদাবাদের একাংশ ও বাংলাদেশে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। পদ্মা ছাড়াও মালদা জেলার প্রায় সমস্ত নদীতে পানি বাড়ছে। টানা বর্ষণে ইংরেজ বাজার শহরের একাধিক এলাকা জলের তলায়। উত্তর প্রদেশ ও বিহারে রেকর্ড বৃষ্টিতে উপচে পড়ছে বাঁধের জল। ফলে ফরাক্কা ব্যারেজের ১০৯টি লকগেটই আজ খুলে দেয় কর্তৃপক্ষ। এতে নদীর ভাটিতে প্লাবনের সম্ভাবনা তৈরি হয়েছে। পানির উচ্চতা বেড়ে গেছে মালদা জেলার ফুলহর, মহানন্দা ও কালিন্দী নদীতে। আরও পড়ুন :   দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে গেছে ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভার বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী হয়ে সোমবার পথ অবরোধ করেন স্থানীয়রা। ইংরেজবাজার পৌরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে ২১টিই ডুবে গেছে। পুরাতন মালদা পৌরসভার ২০টি ওয়ার্ডের ৯টি ইতিমধ্যে পানির নীচে। এদিকে ভারতের এমন কান্ডের ফলে প্লাবনের আশঙ্কা জেগেছে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে। বর্ষা মৌসুমে প্রায় প্রতি বছরই ফারাক্কার গেট খুলে দিলে প্লাবনের শিকা...

ফের বিয়ে করছেন অপু, পাত্র ব্যবসায়ী!

Image
অপু বিশ্বাস (ছবি: ফেসবুক থেকে সংগৃহীত) বেশ কিছুদিন ধরেই মিডিয়াপাড়ায় গুঞ্জন উঠেছে ফের বিয়ে করছেন অপু বিশ্বাস। ধর্ম পরিবর্তন ইস্যুতে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের কাছে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা। মূলত, এরপরই গুঞ্জন উঠে তিনি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন। গুঞ্জন দৌড়ে পাত্র হিসেবে ফিল্মপাড়ায় উচ্চারিত হচ্ছে চলচ্চিত্র অভিনেতা বাপ্পি চৌধুরীর নাম। এমনকি বেশকিছু গণমাধ্যম তাদের ঘিরে খবরও প্রকাশ করেছে। তবে বাপ্পির সঙ্গে বিয়ের গুঞ্জণ উড়িয়ে দিয়ে বাংলাদেশ প্রতিদিনকে অপু বিশ্বাস বলেন, খবরটি মিথ্যা ও ভিত্তিহীন। পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা এগুচ্ছে। পাত্র মিডিয়ার কেউ নন, তিনি একজন ব্যবসায়ী। শিগগিরই খবরটি জানাতে পারবো। যেহেতু প্রাথমিক কথাবার্তা হচ্ছে চূড়ান্ত হলেই জানাবো। বিডি প্রতিদিন/আরাফাত

সৌদি সেনাবহরে হামলার সামান্য অংশ প্রকাশ করা হয়েছে: ইয়েমেনের তথ্যমন্ত্রী

Image
ইয়েমেনের তথ্যমন্ত্রী দেইফুল্লাহ আশ-শামি ইয়েমেনের রাজনৈতিক নেতারা সৌদি আরবের নাজরানে ইয়েমেনি সেনাবাহিনীর সাম্প্রতিক বিশাল বিজয়কে আলে সৌদ সরকারের ভয়াবহ পরাজয় হিসেবে অভিহিত করে বলেছেন, এই পরাজয় রিয়াদ সরকারের পতন ত্বরান্বিত করবে। সম্প্রতি ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের নাজরান এলাকায় এক অভিযান চালিয়ে আগ্রাসী বাহিনীর তিনটি ব্রিগেড সম্পূর্ণ ধ্বংস এবং কয়েক হাজার সৌদি সেনাকে আটক করে ইয়েমেনের ভেতরে নিয়ে গেছে। ওই বিশাল বিজয়ের কথা উল্লেখ করে আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম বলেছেন, সৌদি সেনা কর্মকর্তারা ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে তাদের সেনাবাহিনীকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী দেইফুল্লাহ আশ-শামি এ সম্পর্কে বলেছেন, আমাদের সেনা মুখপাত্র যতটুকু বলতে ও দেখাতে পেরেছেন তা ছিল এই অভিযানের ক্ষুদ্রতম একটি অংশ। ‘নাসরুম মিনাল্লাহ’ নামের এ অভিযান ১০০টি ক্যামেরা দিয়ে রেকর্ড করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ অভিযানের আরও বহু অংশ রয়েছে, যা ভবিষ্যতে প্রকাশ করা হবে। ইয়েমেনের উপ-তথ্যমন্ত্রী হোসেইন বাসালিম বলেছেন, নাজরান অভিয...

১৩৫ দেশ ভ্রমণ করে রেকর্ড গড়লেন নাজমুন নাহার

Image
সংগৃহীত ছবি প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের ১৩৫টি দেশ ভ্রমণ করে রেকর্ড গড়েছেন নাজমুন নাহার। রবিবার ১৩৫তম দেশ হিসেবে বাংলাদেশের লাল-সবুজের পতাকা হাতে নিয়ে কোস্টারিকায় যান তিনি।  এবারের অভিযাত্রায় তিনি ম্যাপ করেছিলেন ল্যাটিন আমেরিকার মধ্যে ক্যারিবীয় ও প্যাসিফিকের সমুদ্রের কোস্ট লাইনের দেশ গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া ও কোস্টারিকা পর্যন্ত।  নাজমুন নাহার রাতের অন্ধকারে পার হয়েছিলেন গুয়াতেমালা থেকে এল সালভাদরের সীমান্ত। সেখানে এল তুনকো শহরে কিছুদিন থাকার পর পাড়ি দিয়েছিলেন অন্য বাকি সব দেশগুলোতে। এল সালভাদোর থেকে হন্ডুরাস, নিকারাগুয়া ও কোস্টারিকার সীমান্তগুলো একা একা সড়কপথে পাড়ি দিয়ে তিনি এখন অবস্থান করছেন কোস্টারিকার তামারিন্দ শহরে।  ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে এবারের পাঁচটি দেশের অভিজ্ঞতা নিয়ে নাজমুন নাহার বলেন, পৃথিবীর অন্যান্য দেশের অনেক কঠিন সীমান্ত থেকেও কঠিনতর সীমান্ত এলাকা ছিল এই ল্যাটিন আমেরিকার দেশগুলো। সড়ক পথের অবস্থা ভালো থাকলেও এখানে অনেক ধরনের ছিনতাই, খুন, কিডন্যাপ, মাদক চালান হওয়ার কারণে এখানকার দেশগুলো সফর অত...