রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে ইইউ প্রতিনিধি দল রোহিঙ্গা হত্যাযজ্ঞ নিয়ে রয়টার্সের প্রতিবেদনে জাতিসংঘের উদ্বেগ
ফাইল ছবি রোহিঙ্গাদের দুর্দশা পর্যবেক্ষণ করতে সোমবার কক্সবাজার যাচ্ছেন ইউরোপিয়ান পার্লামেন্টের চারটি প্রতিনিধি দলের সদস্যরা। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের ১১ সদস্যের সমন্বয়ে গঠিত চারটি টিমের মধ্যে একটি টিমের সদস্যরা শনিবার ঢাকায় পৌঁছেছে। বাকি তিনটি টিমের সদস্যদের রবিবার সকালে পৌঁছানোর কথা রয়েছে। ইউরোপিয়ান পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সাবকমিটির নেতৃত্ব দেবেন পিয়ের অ্যান্টোনিও প্যানজেরি। এই টিমের অন্য সদস্যরা হলেন, জখিম জেলার, সোরায়া পোস্ট, বারবারা লোচবিলার। ইউরোপিয়ান পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটি’র প্রতিনিধি হিসেবে আসছেন উরমাস পায়েট। দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক টিমের সদস্য হিসেবে আসছেন মার্ক তারাবেল্লা। এছাড়া দক্ষিণ এশীয় দেশগুলো সম্পর্কিত প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জিন ল্যামবার্ট। এ দলে আরো আছেন জেমস নিকোলসন, রিচার্ড করবেট, ওয়াজিদ খান এবং সাজ্জাদ করিম। ইইউ প্রতিনিধি দলের সদস্যরা সফরকালে ব্যবসা-বাণিজ্য এবং মানবাধিকার অধিকার নিয়েও আলোচনা করবেন। বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ইইউ প্রতিনিধি দলের কয়েকন সদস্য মিয়ানমারে সফরে যেতে পারেন। সেখানে ম...