Posts

Showing posts from December 2, 2020

মহাকাশে মুলা চাষ! নভোচারীদের পুষ্টির জন্য চাষে মনোযোগ নাসার

Image
  পৃথিবীর কক্ষে বসে নজরদারি অনেক হল। এবার যখন খুশি চাঁদে নেমে নুড়ি-পাথর কুড়িয়ে আনতে হতে পারে। সেখানে বিশ্রামের জন্য পাকা ঘরও তোলা হবে। দরকার পড়লে মঙ্গলে ঢুঁ মেরে আসতে হতেও পারে। মোদ্দা কথা, আন্তর্জাতিক স্পেস স্টেশনে বসে থাকার দিন শেষ। মহাকাশ চষে গ্রহ-তারাদের নিত্য নতুন খবর দিতে হবে নভোচারীদের। তাদের সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর খাবারও খেতে হবে। সেই পৃথিবী থেকে বয়ে নিয়ে যাওয়া বাসি খাবার চলবে না। একেবারে টাটকা ফল, আনাজ দিয়ে রান্নাবান্না হবে মহাকাশে। সে জন্য এখন চাষের কাজে মন দিয়েছে নাসা। চাষ বললেই তো হল না, এ তো আর পৃথিবীর মাটি নয়। মহাকাশে যেখানে হাওয়া বাতাস নেই, মাধ্যাকর্ষণ শক্তিও নেই, সেখানে চাষ করা চাট্টিখানি কথা নয়। মাটি লাগবে, পানি, সার, আলো সবই লাগবে। আর মাইক্রোগ্র্যাভিটি বা শূন্য মাধ্যাকর্ষণে এমনিতেই ভেসে ভেসে থাকতে হয় মহাকাশচারীদের, সেখানে ফসল ফলানোর ঝামেলাও কম নয়। তবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা তথা নাসা এসব সমস্যাকে হেলায় উড়িয়ে দিয়েছে। সেই কবে থেকেই চাষবাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছিলেন বিজ্ঞানীরা। এতদিনে তার ফল মিলেছে। টাটকা ফসল ...

ইউরেনিয়াম উৎপাদন ও মজুতের আইন পাস ইরানে

Image
  ইরানের জাতীয় সংসদ শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য ২০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম নিরবচ্ছিন্নভাবে উৎপাদন ও মজুদ রাখতে পারার আইন অনুমোদন করেছে। এর ফলে এই দেশের জাতীয় আণবিক শক্তি সংস্থার চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ করতে বাধ্য থাকবে। বলা হয়েছে, জাতীয় আণবিক শক্তি সংস্থাকে প্রতি বছর চাহিদা মেটানোর পর ২০ মাত্রার ১২০ কেজি ইউরেনিয়াম দেশে মজুদ করতে হবে এবং এ ক্ষেত্রে কোনও ধরনের বিলম্ব গ্রহণযোগ্য হবে না। আরও বলা হয়েছে, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পক্ষগুলো যদি তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পুরোপুরি মেনে না চলে এবং ইরানের তেল ও তেলজাত পণ্য রপ্তানি ও বিদেশ থেকে অর্থ দেশে নিয়ে আসার ক্ষেত্রে যে বাধা ছিল তা দূর না করে তাহলে এই আইন পাসের এক মাসের মধ্যে পরমাণু ক্ষেত্রে স্বেচ্ছাপ্রণোদিত সব প্রটোকল বাস্তবায়ন থেকে সরে আসতে হবে। এদিন ইরানের আইনপ্রণেতারা দেশ বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জাতীয় স্বার্থ সংরক্ষণ সংক্রান্ত আরও একটি বিল পর্যালোচনা করে। তারপরে সেটিও অনুমোদন দেয়। বিডি প্রতিদিন/আরাফাত

সন্ত্রাসীরা কাশ্মীরে অনুপ্রবেশের নতুন পথ খুঁজছে

Image
  ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল এম এম নারাভানে বলেছেন, কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের জন্য সন্ত্রাসীরা নতুন পথ খুঁজে বেড়াচ্ছে। এতে তিনি উদ্বিগ্ন। তিনি জানান, সন্ত্রাসীদের লক্ষ্য ‘স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করা।’ জেনারেল নারাভানে বলেন, দেশের পশ্চিমাঞ্চলীয় সীমান্তগুলোয় এখন যে অবস্থা তাতে সন্ত্রাসবাদই গুরুতর হুমকি হয়ে রয়েছে। হুমকি নিরসনের যাবতীয় চেষ্টা সত্ত্বেও এ অবস্থা দূর হচ্ছে না। জম্মু ও কাশ্মীরের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া ভন্ডুল করে দেওয়ার জন্য সন্ত্রাসীরা অনুপ্রবেশে মরিয়া। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর সেখানে স্থানীয় সরকার পর্যায়ে প্রথমবারের মতো নির্বাচন হলো ২৮ নভেম্বর। আর সেদিনই উদ্বেগ প্রকাশ করলেন ভারতীয় সেনাপ্রধান। নির্বাচনে প্রায় ৫২ শতাংশ ভোটার অংশ নেয়। কুলগাম জেলায় পাথর ছোড়াছুড়ির ছোট্ট একটি ঘটনা ছাড়া অন্যান্য স্থানে নির্বাচন শান্তিপূর্ণই হয়েছে। জেনারেল নারাভানে বলেন, শীতকাল শুরু হয়ে যাওয়ায় সন্ত্রাসীরা তড়িঘড়ি অনুপ্রবেশ করতে চাইছে। তারা জানে বরফ বাড়তে থাকলে গিরিপথগুলো বন্ধ হয়ে যাবে। সে জন...

নদীর বুক চিরে চলছে ট্রাক!

Image
  রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকার পর এবার বালু তোলার জন্য গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীর দুটি স্থানে ট্রাক চলাচলের রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। নদীর বুকে ট্রাক চলাচলের রাস্তা করা হলেও বালু তোলা হচ্ছে তীর থেকেই। এতে সামনের ভরা মৌসুমে এলাকায় নদী ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। বালুমহাল দুটির একটি গোদাগাড়ী উপজেলার ফুলতলা গ্রামে। অন্যটি সেখেরপাড়া গ্রামে। সরেজমিনে দেখা গেছে, মূল নদী এখন পাড় থেকে অনেক দূরে সরে গেছে। তাই দুটি বালুঘাট থেকেই গ্রামের পাশে পদ্মা নদীর তীর থেকে বালু তোলা হচ্ছে। আর ট্রাক চলাচলের জন্য নদীর বুকে করা হয়েছে রাস্তা। নদীর পাড় থেকেই বালু তোলার কারণে নদী ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা। অথচ সরকারি নীতিমালায় লেখা আছে নদীর তীর থেকে ১ হাজার ৫০০ থেকে দুই হাজার মিটার দূরে নদীর তলদেশ থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করতে হবে। এই নিয়মের কোনো তোয়াক্কাই করছেন না ইজারাদাররা। নদীর তলদেশের বদলে চর কেটেই ট্রাকে তোলা হচ্ছে। শুধু তাই নয়, নদীপাড়ের মাটি কেটে তারা ইটভাটাতেও বিক্রি করছেন। অথচ বালুমহাল ইজারা নিয়ে মাটি কাটার কোনো সুয...