Posts

Showing posts from June 28, 2018

সিরিয়া যুদ্ধ: বিমান হামলায় বন্ধ হাসপাতালের কার্যক্রম

Image
দক্ষিণ-পশ্চিম সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত এলাকায় সরকার সমর্থিত বাহিনীর বিমান হামলায় তিনটি হাসপাতালে সেবাদান কাজ বন্ধ হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।  যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ডেরা শহরের পূর্বে সাইদা, জিযাহ ও মুসাইফিরা অঞ্চলে রাতে বিমান হামলা চালানো হয়। ইসরাইল অধ্যুষিত গোলান হাইটস এলাকা ও জর্ডানের সীমান্ত এলাকায় আক্রমণগুলো চালানো হয়।  উল্লেখ্য, গত এক সপ্তাহের যুদ্ধে অন্তত ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অবজারভেটরির দেয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতে বিমান হামলার পর সাইদা শহরের হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। পর্যবেক্ষণ সংস্থাটি জানায়, মুসাইফিরা’র হাসপাতালে আঘাত করে রুশ যুদ্ধবিমান। হাসপাতালটি ক্ষতিগ্রস্থ হয় এবং কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়ে। পরে জিযাহ’র হাসপাতালও রুশ যুদ্ধবিমানের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়। এর আগে হাসপাতালে আক্রমণ করার অভিযোগ অস্বীকার করেছে সিরিয়ান ও রুশ সেনাবাহিনী। তবে জাতিসংঘের যুদ্ধাপরাধ তদন্তকারীরা তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষ...

আন্তর্জাতিক বাজারে কমবে তেলের দাম

Image
আগামী জুলাই থেকে সৌদি আরব ১ কোটি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলনের পরিকল্পনা নিয়েছে। এটি হবে সৌদি আরবের খনিজ তেল উৎপাদনের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। বিশেষজ্ঞরা ভাবছেন আগামী মাস থেকে তাই আন্তর্জাতিকভাবে কমবে খনিজ তেলের দাম। চলতি বিশ্বকাপ আসরে রাশিয়ায় উপস্থিত হয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকে হয়। বৈঠকে সৌদি আরবের তেল উত্তোলন সংক্রান্ত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, সৌদি আরবের জাতীয় তেল উত্তোলন কোম্পানি 'আরামকো' আগামী জুলাই মাস থেকে অতিরিক্ত ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলন করবে। এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, আগামী নভেম্বর মাসে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। ট্রাম্প চান নির্বাচনের আগে বিশ্ববাজারে তেলের দাম কম দেখাতে। এজন্য সৌদি আরবকে ট্রাম্প বাড়তি তেল উত্তোলনের চাপ দিয়ে আসছিলেন। তাতে শেষমেশ সায় দিল সৌদি আরব। ইত্তেফাক/এসরআর/নূহু

হোয়াইট হাউসের মুখপাত্রের সঙ্গে অসদাচরণের শাস্তি

Image
হোয়াইট হাউসের মুখপাত্র সারা সেনডারসকে নিজের রেস্তোরাঁ থেকে বের করে দিয়েছিলেন স্টেফিনিয়া উইলকিন্স। ঘটনার সাত দিনের মাথায় খেসারত দিতে হল তার। পদত্যাগ করতে হলো ভার্জিনিয়ার ব্যবসায়ী গোষ্ঠী থেকে।   ভার্জিনিয়া ব্যবসায়ী গোষ্ঠীর প্রেসিডেন্ট এলিজাবেথ ব্রানার বলেন, হোয়াইট হাউসের মুখপাত্র তো বলে কথা নয়, কারো সঙ্গে এমন ব্যবহার মেনে নেওয়া যায় না।   ভার্জিনিয়ার 'রেড হর্ণ' রেস্তারাঁয় গত মঙ্গলবার স্বপরিবারে রেস্তারাঁয় আসেন সারা সেনডারস। স্টেফিনিয়া তাদের কোনো ২ মিনিটের মধ্যে বের হয়ে যেতে বলেন। কারণ হিসেবে তিনি বলেন, মার্কিন সরকার অমানবিক ও বর্বর। তাই  মার্কিন সরকারের কোন প্রতিনিধিকে তিনি রেস্তারাঁয় খাওয়াবেন না।    তবে এমন ঘটনায় একদম মেজাজ হারাননি সারা। টুইটে তিনি জানান, ট্রাম্প সরকারের প্রতিনিধি হওয়ার রেস্তারাঁর মালিক তাকে উঠে যেতে বলেন। মোটেই বিচলিত হননি তিনি। হাসিমুখে বের হয়ে আসেন রেস্তারাঁ থেকে।    রেস্তারার মালিক স্টেফিনিয়া বলেন, ট্রাম্প সরকারের আমার কাছে কখনোই ভাল মনে হয়নি। তাছাড়া ট্রাম্প সরকার সমকামীদের কোথাও কাজ দিচ্ছে না।   তিনি আরো...

দুই কোরিয়ার মধ্যে সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে আলোচনা শুরু

Image
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সড়ক পথে দিয়ে যাতায়াতের লক্ষ্যে দুই দেশের পরিবহন সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা বৃহস্পতিবার আলোচনা শুরু করেছেন। সিউল ও পিয়ংইয়ের মধ্যে সরাসরি গাড়ি নিয়ে যাতায়াতের লক্ষ্যে একটি সংযোগ সড়ক নির্মাণে তারা এ উদ্যোগ নিয়েছেন। খবর বার্তা সংস্থা তাস-এর। বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে খবরে বলা হয়, দুই কোরিয়াকে বিভক্তকারী বেসামরিক এলাকা পানমুনজোমে দুই কোরিয়ার মধ্যে সংযোগ সড়ক বিষয়ক বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। ইয়োনহাপ জানায়, উত্তর কোরিয়ার কায়েসং ও দক্ষিণ কোরিয়ার মুনসানের মধ্যে ১৯ কিলোমিটার সড়কপথ নির্মাণের বিষয়েই মূলত আলোচনা হচ্ছে। যদিও এ পর্যন্ত উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অর্থনৈতিক অবরোধের কারণে দুই কোরিয়ার মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা ব্যাহত হয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এ অবরোধ আরোপ করা হয়। ২৭ এপ্রিল পানমুনজোমে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে বৈঠক হয়। দশ বছরের বেশি সময়ের মধ্যে এটাই ছিল দুই কোরিয়ার মধ্যে প্রথম শীর্ষ বৈঠক। বৈঠকটিতে দুই নেতা শান্তি, সমৃদ্ধি ও একত্রীকরণের...

বাড়ছে সন্দেহজনক লেনদেন

Image
আর্থিক ব্যবস্থায় সন্দেহজনক লেনদেনের রিপোর্ট জমা বাড়ছে। ব্যাংকসহ রিপোর্টকারী বিভিন্ন প্রতিষ্ঠান শুধু ২০১৬-১৭ অর্থবছর ২ হাজার ৩৫৭টি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট দিয়েছে। আগের অর্থবছর এক হাজার ৬৮৭টি সন্দেহজনক লেনদেন জমা হয়। এক বছরের ব্যবধানে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৩৯ দশমিক ৭২ শতাংশ। সন্দেহজনক এসব লেনদেনের প্রায় ৯৮ শতাংশ হয়েছে ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অর্থ লেনদেনকারী বিভিন্ন সংস্থার দেওয়া তথ্যের আলোকে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) থেকে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইটে ২০১৬-১৭ অর্থবছরের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। জঙ্গী বা সন্ত্রাসে অর্থায়ন, ঘুষ-দুর্নীতি বা বেআইনি কোনো লেনদেনের বিষয়ে সন্দেহ হলে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান, বিমাসহ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় ব্যাংকে স্থাপিত বিএফআইইউতে রিপোর্ট করে। ব্যাংকিং পরিভাষায় যা সন্দেহজনক লেনদেন প্রতিবেদন (এসটিআর) হিসেবে বিবেচিত। একই সঙ্গে কোনো হিসাব থেকে দিনে ১০ লাখ টাক...

ইরানের তেল আমদানি বন্ধে মিত্রদেশগুলোকে যুক্তরাষ্ট্রের আহ্বান

Image
পরমাণু ইস্যুতে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। চলছে বাকযুদ্ধ আর পাল্টাপাল্টি হুমি। তারই জের ধরে যুক্তরাষ্ট্র চায় নভেম্বেরের ৪ তারিখের মধ্যে ভারত, ও চীনসহ সব দেশ ইরানের কাছ থেকে তেল আমদানি একদম 'শূন্যের' ঘরে নামিয়ে আনবে। এ ব্যাপারে মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ৪ নভেম্বর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর সেটি কোনো দেশ অমান্য করলে কোনো রকম ছাড় দেয়া হবে না। এ সময় ওই কর্মকর্তা আরও জানান, ইউরোপ ও এশিয়ায় তাদের মিত্রদেশগুলোকে তারা ইতিমধ্যেই এই বার্তা পৌঁছে দিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের কয়েকটি সংস্থার কর্মকর্তারা আগামী কয়েক সপ্তাহে ভারত, চীন ও অন্যান্য দেশে যাবে বিষয়টি নিয়ে কথা বলতে। তিনি বলেন, 'অন্যান্য দেশের মতো ভারত এবং চীনের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। আমরা অবশ্যই অনুরোধ করব তারা যেন বিনা প্রশ্নে তেল আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনেন।' উল্লেখ্য, ইরানের তেলের সবচেয়ে বড় দুই আমদানিকারক চীন ও ভারত। সৌদি আরব ও ইরাকের পর ইরানই ভারতে সবচেয়ে বেশি তেল রপ্তানি করে। বিডি প্রতিদিন/ ২৮ জুন ২০১৮/ ওয...

সিরিয়া থেকে রাশিয়ার সেনা ও যুদ্ধবিমান অপসারণ অব্যাহত থাকবেঃ পুতিন

Image
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, সিরিয়া থেকে রাশিয়ার সেনা ও যুদ্ধবিমান অপসারণ অব্যাহত থাকবে। ক্রেমলিনের মিলিটারি কলেজে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ কথা বলেন। উল্লেখ্য, গত কয়েকদিনে রাশিয়া ১ হাজার ১শ ৪০জন সেনা ও ১৩টি যুদ্ধবিমান, ১৪টি হেলিকপ্টার সিরিয়া থেকে সরিয়ে নিয়েছে। এ সময় পুতিন আরও বলেন, 'হেমেইমিম সামরিক ঘাটি' প্রদর্শনকাল থেকে আমরা আমাদের সেনা সরিয়ে নিতে শুরু করেছি এবং এটা অব্যাহত থাকবে।' পুতিন ২০০৭ সালের ডিসেম্বর মাসে সিরিয়া প্রদর্শন করেন।  ইত্তেফাক/নূহু

ইতালির প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে আসছেন ৩০ জুলাই

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৩০ জুলাই ওয়াশিংটনে ইতালির প্রধানমন্ত্রী গুসেপে কোন্তের সঙ্গে সাক্ষাত করবেন। বুধবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘আটলান্টিকের উভয় প্রান্তের বৈশ্বিক সংঘাত মোকাবেলা এবং অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্র ও ইতালি পরস্পরকে আন্তরিকভাবে সহযোগিতা করবে।’ বিবৃতিতে আরো বলা হয়, ইতালি হচ্ছে ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ। তারা ভূমধ্যসাগর অঞ্চলের স্থিতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।-এএফপি। ইত্তেফাক/মোস্তাফিজ

পাহাড়ে চোখ জুড়ানো মৌসুমী ফলের সমারোহ

Image
পার্বত্যাঞ্চলে এ বছর মৌসুমী ফলের বাম্পার ফলন হয়েছে। বিভিন্ন বাহারি ফলের মৌ মৌ গন্ধ সুভাষ ছড়াচ্ছে পাহাড়ি জনপদে। নানা ধরনের এসব রসালো ফলের সয়লাব হয়েছে বাজার। প্রতিদিন বসছে মৌসুমী ফলের হাট। এসব ফলের মধ্যে রয়েছে স্থানীয় ও উন্নত জাতের কাঠাঁল, আনারস, লিচু ও আম। রাঙামাটির বিভিন্ন হাট বাজারগুলোতে এখন চোখ জুড়ানো মৌসুমী ফলের সমারোহ। তাই চাহিদা অনেক, দামও কম। ক্রেতাদের সাধ্যের মধ্যে মিলছে যে কোন ফল। রাঙামাটি জেলা কৃষি তথ্য সম্প্রসারণ অধিদফতরের তথ্য সূত্রে জানা গেছে, সদ্য মৌসুমে উপযুক্ত আবহাওয়ার কারণে রাঙামাটিতে আম, কাঁঠাল, আনারস, লিচুর প্রচুর ফলন এসেছে। এর মধ্যে রাঙামাটি জেলা সদর, নানিয়ারচর, বিলাইছড়ি, কাপ্তাই, কাউখালী, বরকল, জুরাছড়ি, লংগদু, বাঘাইছড়ি, রাজস্থলী উপজেলাসহ বিভিন্ন জায়গায় আমের বাগান রয়েছে হয়েছে প্রায় ৩ হাজার ৩৭০ হেক্টর জমিতে। এসব বাগানে এবার প্রায় ২৩ হাজার ৪০০ মেট্টিক টন আমের উৎপাদন হয়েছে। তার মধ্যে রেগুয়াই ও আমরুপালির বাম্পার ফলন হয়েছে। এছাড়া পাহাড়ে ফলন ভালো হওয়ায় দেশি জাতের পরিবর্তে এখন অধিক চাষাবাদ হচ্ছে চায়না-২, চায়না-৩ জাতের লিচুর। বোম্বে লিচুর ফলনও হচ্ছে উচ্চ পরিমাণে। শুধু র...

পাকিস্তানের ভেতরে ঢুকে ভারতীয় সেনাদের হামলার সেই ভিডিও প্রকাশ

Image
প্রতীকী ছবি ২০১৬ সালে ভারত শাসিত জম্মু এবং কাশ্মীর রাজ্যের উরি এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা। এতে ভারতের বেশ কয়েকজন সেনা সদস্যের মৃত্যু হয়। পরে পাল্টা হামলা চালায় ভারতীয় সেনারাও। সার্জিকাল স্ট্রাইক নামের সেই অভিযানের ৬৩৬ দিন পর সেই হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে।  জি নিউজের খবর, যারা সার্জিকাল স্ট্রাইক নিয়ে সমালোচনা করেছিলেন, তাদের চুপ করিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট এই ভিডিও। কারণ কমান্ডোদের হেলমেট আর ড্রোন থেকে তোলা এই ফুটেজ। যাতে স্পষ্ট ৫ ঘণ্টার অপারেশনে অন্তত ৭টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে অন্তত দুই থেকে তিন কিলোমিটার পাকিস্তানের ভেতরে ঢুকে এই আঘাত হানে ভারতীয় সেনা। খবরে আরও বলা হয়, খবর ছিল সীমান্তের ওপারে অনুপ্রবেশের উদ্দেশ্য নিয়ে জঙ্গিরা ভিড় জমিয়েছে। সেই মতো পাল্টা আঘাতের ব্লু প্রিন্ট তৈরি হয়। ২০১৬ সালের ২৮ ও ২৯ সেপ্টেম্বরের রাতে প্যারা কমান্ডোর ফোর্থ ও নাইনথ ব্যাটালিয়ন এই অপারেশনে যায়। তাদের পাকিস্তান অধিকৃত ভূ খণ্ডে নামায় এএলএইচ নামের ধ্রুব হেলিকপ্টার। উরি হামলায় যে সেনারা হুমকির মু...